নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পাইলট, ঐশী, বেবি লাবিব - তিন ভাইবোনের গান

১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

পাইলট, ঐশী এবং লাবিব – দুই ভাই এক বোন। ডাক্তারকন্যা ঐশী পড়ালেখায় অতি মনোযোগী হলেও পাইলট আর লাবিবের পড়ালেখা বাদে বাকি কাজে উৎসাহ চরমে। গেইমস, মোবাইল, ল্যাপটপ, আড্ডা, খেলাধুলা, গিটার এবং গান-বাজনাই হলো তাদের আসল কাজ। এর মধ্যে হঠাৎ একদিন দেখলাম কোনার এক ঘরের টয়লেটের ভিতরে গিটার বাজিয়ে গান গাইছে পাইলট এবং গানগুলো একটা ক্যামেরায় রেকর্ডও করেছে। সেটা ছিল ২০১২ সাল। তার আগে আমি নিজেই সায়েন্স ল্যাব থেকে গিটার কিনে দিয়েছি। তখন সে নটরডেম কলেজের ছাত্র। পাইলটের এই চুপি চুপি টয়লেটে গিয়ে গান রেকর্ড করার ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগে। রেকর্ড করার সাউন্ড প্রফু জায়গা হিসাবে সে হয়ত ওটা বেছে নিয়েছিল।

এরপর একদিন দেখি লাবিব তার বন্ধুবান্ধবদের নিয়ে দল বেঁধে গান রেকর্ড করেছে। আস্তে আস্তে তার ল্যাপটপ থেকে অনেক গানই আবিষ্কার করা গেল। কিন্তু আমাকে সে ওগুলো ইউটিউবে আপলোড করতে দিবে না, কারণ, ওগুলোর স্ট্যনাডার্ড ভালো না। আমি তাকে অনেক বুঝিয়ে শুজিয়ে গানগুলো নিলাম এবং আমার ইউটিউবে আপ্লোড করে দিলাম।

একদিন আমি খুলনায়। মেয়ে হঠাৎ করে একটা অডিও ফাইল পাঠালো। সে এবং তার ভাইয়া মিলে একটা ডুয়েট গেয়েছে। আমি অবাক না হয়ে পারি না। আমার ঘরভর্তি গানের ট্যালেন্ট!!

আপনাদের কাছে হয়ত ভালো লাগবে না, কিন্তু ওরা আমার সুপার স্টার। আমি গানের পাগল, ওরাও গানের পাগল। এই গানই আমাদের অন্তরে নির্ভেজাল আনন্দ দিয়ে থাকে।

নীচে ভিডিও লিংক দেয় হলো। গানগুলো ওরা নিজেরাই রেকর্ড করে থাকে। আমি ওদের কাছ থেকে এনে এডিট করি আমার মতো করে।



এটা লাবিবের লিপ্সিং। আমি ওর অভিনয় দক্ষতায় মুগ্ধ। ওর মুখভঙ্গি দেখে আমি চমৎকৃত হয়েছি। ১:৫৫ মিনিটের পর থেকে তা অদ্ভুত সুন্দর। সাথে আছে ওর কয়েকজন দুষ্টুমতি বন্ধু।

Singing Closer by Baby Labib




La Vi En Rose - Can't Help Falling in Love - With or Without You - Cover by Highway Melancholies (Pilot, Fairuz Furti and Pilot Sohan)




Hey Soul Sister - Cover Song by Baby Labib




Ciggaretes After Sex - affection (acoustic cover) - Cover by Pilot




Counting Stars - Cover by Labib




Baby come on by Pluss 44 - Cover by Labib




Sun Flower - Flute - Post Melone and Swae Lee - Cover by Labib







Runaway - Cover song by Labib




এই গানটা লাবিব কোথায় গেয়েছিল, তা আমিও বের করতে পারি নি, লাবিব নিজেও জানে না।

Labib's Open Air Concert



১০
Baby Labib got a bicycle and singing Hey soul sister

১১
এটা লাবিবের বানানো একটা ম্যাজিক। অভিনয় শিল্পী ওর খালাত বোন।

The Biva Tricks - Directed by Baby Labib

১২
Towards the Flying Sea-Lights - Instrumental (Guitar) - Tume, Composition and Guitar by Pilot



১৩
The man who cann't be moved - The Script - Cover by Saif



১৪
You and me - Cover song by Pilot

১৫
Tumi Bhorechoe mon Song By Sumon Covered By (Oishi and Pilot)

মজার ব্যাপার হলো, বন্ধুবান্ধবদের বিভিন্ন বিয়ে, গায়ে-হলুদের অনুষ্ঠানে এদের ডাক পড়ে গান গাওয়ার জন্য। এমন একটা অনুষ্ঠানে ওদের ছবি দেখা যাচ্ছে। মাঝখানে লাবিব পিয়ানো বাজে, ডানে পাইলট, বামে ওদের বন্ধু আদ্রিল। যে শিশুটা ওদের সামনে এসে হাসছে, ওকে দেখে আমি বেশি মজা পেয়েছি।



মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন।

সালমানের প্রথম গান বাঁকা দুনয়নে নেশা লাগিলো রে। আমি অবাক হয়ে শ্রবিন করি আর মুগ্ধ হই তার ভঙ্গি দেখে যে স্টেজে নেচে পারফর্ম করছে

১৪ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। কিন্তু বুঝতে পারলাম না, সালমান কোথায় গেয়েছিলেন এই গানটা?

২| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সন্ধ্যায় পড়েছিলাম।
মন্তব্য করছি এখন।
চমৎকার সব গান।

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১১

সোহানী বলেছেন: এতো দেখি সব প্রতিভার সমাহার আপনার বাসায়.........।

গানগুলো শুনবো বাসায় যেয়ে ধীরে ধীরে। ভালো থাকুক আপনার গায়ক/গায়িকারা....।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা- ভালো বলেছেন আপু। প্রতিভাদের চাপে আমার দশা রফা হয়ে যাচ্ছে :)

দোয়া করবেন ওদের জন্য।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

মা.হাসান বলেছেন: আপনার প্রোপিকের ছবিটা আপনার নিজের বলেই ধারণা ছিলো B-)) , এখন দেখছি ভুল বুঝেছিলাম।
লাবিবের বয়স এখন কত?
ভিডিও আপাতত চারটা দেখলাম, পরে বাকি গুলো দেখবো। সোহানী আপার সাথে একমত। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ভাতিজা-ভাতিঝিরা কবিতা লেখে না ;)

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রোপিকের ছবিটা আপনার নিজের বলেই ধারণা ছিলো B-)) , এখন দেখছি ভুল বুঝেছিলাম। এই পোস্টটা দিয়ে তাহলে একটা কাজ হয়েছে, আমি যে আর ছোট্ট বাবুটি নই তা জানানো গেছে :)

৪টা ভিডিও দেখে ফেলায় অনেক ধন্যবাদ রইল মা হাসান ভাই।

শুভেচ্ছা।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:


বেশ কয়েকটি দেখলাম। উপভোগ্য এবং ব্রিলিয়ান্ট!
সন্তানের সব প্রতিভাই বাবা-মাকে অবাক বিস্মিত করে; তবে আপনার এই
সৌজন্যতা/ উৎসাহ সব বাবা দেখাতে পারেনা!

শুভকামনা রইল। বলা যায় না কোথায় কিভাবে কখন প্রতিভা স্বীকৃত হয়-
ভালো থাকুন সবসময়।

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সন্তানের সব প্রতিভাই বাবা-মাকে অবাক বিস্মিত করে; তবে আপনার এই
সৌজন্যতা/ উৎসাহ সব বাবা দেখাতে পারেনা!
খুব সুন্দর কথা বলেছেন কামরুল বসির ভাই। ভালো লেগেছে।

অনেক অনেক ধন্যবাদ এমন প্রেরণাদীপ্ত কমেন্টের জন্য।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মিরোরডডল বলেছেন: বাহ! গান পাগল পরিবার ।
Pilot plays well. No 12 is good.

No 15
জন ডেনভার এর you fill up my senses one of my topmost fav songs.
অর্থহীন এর সুমন এর অনেক বছর আগেই কিন্তু সাইফ এটার বাংলা করেছিল ।
কিন্তু ইউটিউব এর কোথাও এটা নেই ।

“তুমি ভরেছো এ হৃদয় যেন সাগর নিলান্তে
যেন পাহাড়ি বসন্তে সবুজের মেলায়”

সুমন আর এলিটা পরে করেছে “তুমি ভরেছো এ মন”

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুমি ভরেছ এ হৃদয় সাগর নীলান্তে - আমিও গত কয়েক দিনে এ গানটা খুঁজেছি, পাই নি। তবে, আমার অনুসন্ধান অব্যাহত থাকবে। আপনি পেলে লিংক দেবেন প্লিজ।

ছোটোছেলের কাছে you fill up my senses গানটা ফেভারিট। তাকে বলেছি এটা গাওয়ার জন্য। সে বললো তার মুখস্থ নাই, বাট ট্রাই করবে :)

আপনি নিজেই যে মস্তবড়ো গানপাগল তা আমি বুঝে গেছি কিন্তু :) এমন গান পাগলাদের সাথে থাকতে খুব ভালো লাগে।

শুভেচ্ছা নিয়েন।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩০

মিরোরডডল বলেছেন: কথা সত্যি : -)
অবশ্যই থাকবেন । আমিও আছি ।

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.