নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জোকার

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

করিম মিয়া বাজার থেকে
আনলো কিনে একটা জামা
খোকার

সেই জামাটা খোকার গায়ে
অনেক আঁটোসাঁটো
করিম মিয়া খোকার চেয়ে
একটুখানি খাটো

অবশেষে করিম মিয়া
সেই জামাটা নিজেই পরে নিল
আদতে যে আগে থেকেই
এই জামাটা করিম মিয়ার
মনে ধরেছিল

খোকার জামা গায়ে পরে
হাত-পা ছুঁড়ে বিকট স্বরে
করিম মিয়া গান ধরে
ঘর ছেড়ে সে তারপরে
নামলো গিয়ে রাজপথে
রিকশাঅলা, বাদামঅলা
সবার সাথেই মেলায় গলা
রেস্তরাঁতে রুটি বানায়
মেসওয়েটার সরাইখানায়

কাজ করে সে অনেক আরো
নয় অজানা সেইটে কারো
ঘুড্ডি ওড়ায়
লাঠি ঘোরায়
বাস চালায়
পান বেচে সে পানশালায়
ফার্মগেটে সে হঠাৎ থেমে
জোরসে ফুঁকে বাঁশি
এখন সে এক ট্রাফিক পুলিশ
করিম মিয়া এই ভেবে দেয়
দারুণ একটা হাসি

করিম মিয়া গভীর রাতে
বাসায় ফিরে
দরজাতে দেয় টোকা
ঘুম ভেঙে যায় খোকার
দরজা খুলে অবাক খোকা
বাবা যে তার
আজব একটা জোকার

করিম মিয়া বাজার থেকে
কিনেছিল এই জামাটা খোকার

২৫ জানুয়ারি ২০২০

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জোকার জোকার জোকার
জামা পড়ে খোকার,
করিম মিয়া ভাবে মনে
দুনিয়াতে কে কার ?



চমৎকার একটা অন্য ধারার
ছড়া উপহার দেবার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ সোনাবীজ ভাই।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েক ছত্র ছড়া দেয়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় নুরু ভাই।

ভালো থাকবেন। শুভে কামনা।

২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ছড়া কবিতা লিখতে পারি না আমি।
আজীবন ব্যর্থ একজন মানুষ আমি।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজীবন ব্যর্থ একজন মানুষ আমি।

আমার যদ্দূর মনে পড়ে, আপনি জাতীয় পর্যায়ের একটা পুরস্কার পেয়েছিলেন, চ্যানেল আইয়ে সেটা লাইভ দেখেছিলাম। সেরা রিপোর্টার বা কোনো একটা বিষয়ে গবেষণার জন্য। আপনার লেখালেখিতে আপনার প্রতিভার স্বাক্ষর জ্বলজ্বল করে। ছড়া লিখতে না পারাটাই 'আজীবন ব্যর্থতার' পর্যায়ে পড়ে না। সবাই সবকিছু হতে পারে না। আমার কপার ফিল্ড বা নিদেনপক্ষে জুয়েল আইচের মতো জাদুকর হতে ইচ্ছে করে, কিন্তু হতে পারি নি। দেশের একজন সেরা কণ্ঠশিল্পী হতে ইচ্ছে করে, কিন্তু হতে পারবো না। কিন্তু আমি ব্যর্থ নই। অনেক ফিল্ড আছে, যেখানে আমি সেরা, আমার ধারেকাছেও কেউ নেই।

অন্তত পক্ষে, আমার স্ত্রীর কাছে আমি একজন সেরা স্বামী, সন্তানের কাছে সেরা বাবা। প্লাস-মাইনাস মিলিয়ে আমি প্লাসেই আছি।

ঠিক আপনিও, আপনার ইন্ডেক্স আমার রেটিং অনুযায়ী অনেক উপরে। সামান্য ছড়া লিখতে না পারার জন্য 'আজীবন ব্যর্থ' কথাটা অন্তত আপনার জন্য বড্ড বেমানান।

ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলেছি নায়করাজ রাজীব ভাই।

শুভ কামনা।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১১

নীল আকাশ বলেছেন: কবিতা মাঝেও যে ট্যুইস্ট দেয়া যায় সেটা এবার প্রথম দেখলাম। বেশ মজা পেলাম।
জোকার জোকার নামে একটা বাংলা রাইমস আছে সুকুমার রায়ের। সেটাও বেশ মজার।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টুইস্টের কথা জেনে ভালো লাগলো।

একজন মানুষ যখন জোকার হয়ে যায়, তখন তার কাজগুলো হয়ে যায় খুব আজব বা অদ্ভুত। উল্টোভাবে, স্বার্থসিদ্ধির জন্য মানুষ এমন কাজ বা কাহিনির জন্ম দেয়, যা খুবই হাস্যকর ও কৌতুকপ্রদ, যা একটা ছোট্ট শিশুর চোখেও ধরা পড়ে। একজন জোকার পরিবারের জন্য কল্যাণকর কিছু করতে পারে না, দেশের জন্যও পারে না।

এবার দৃষ্টি প্রসারিত করুন :) চারদিকে দেখুন জোকারের ছড়াছড়ি।

সুকুমার রায়ের 'জোকার' ছড়াটি পেলাম না :(

ধন্যবাদ নীল আকাশ ভাই। ভালো থাকুন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: ভাই, আপনার প্রাতিষ্ঠানিক নামটি কি ফারিহান মাহমুদ? বানান ঠিক আছে? :)

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মামুন ভাই, ফারিহান মাহমুদ আমার ছেলের নাম। এই আইডির আদি নিকনেম ছিল ফারিহার মাহমুদ। আমার লেখকনাম খলিল মাহ্‌মুদ।

কিন্তু প্রাতিষ্ঠানিক নামের প্রয়োজন কেন বুঝতে পারছি না। প্লিজ কারণটা বলুন।

৫| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

মন থেকে বলি বলেছেন: খুবই ভালো লাগলো ছড়াটা পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.