নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কবিতার মেয়ে

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৬

খাঁ-খাঁ ফেটে যাচ্ছে অনিকেত শহর। আমার দু চোখে
গনগনে সূর্য আর বিরাণ পা জুড়ে হাজারমণী পাথর।
ভেঙে ভেঙে হাঁটছি, ঐ তো ওখানে পুরোনো কবিতাঘর
ওখানে আমার হৃদয় পুড়েছিল। ওখানে আমায়
শান্তি দেবে কাজল পরা কবিতার মেয়ে।

সে আমায় কবিতা শুনিয়েছিল
অধীত অতীতের হেমখনি খুঁড়ে
আজও সেই পঙ্‌ক্তির ভেতর থেকে
স্রোতস্বিনীরা স্নিগ্ধ ভিজিয়ে দেবে।
হয়ত আমারে সে আজও ভালোবাসে
হয়ত আমারে সে আগেও বাসতো ভালো
যেমন সে কবিতা ভালোবাসে
কত না নিটোল, কত না মধুর সেই ভালোবাসা

কতদিন দেখি না মেয়েকে। তৃষ্ণায় চৌচির
নিগূঢ় বাসনায় উদ্‌ভ্রান্ত হেঁটে চলি
কবিতার অন্বেষণে।

কড়া নাড়তেই ঝাপসা হয়ে আসে চোখ -
দরজা বন্ধ। কে জানে, কতকাল আগে
স্ব-ভূমে ফিরে গেছে কবিতার মেয়ে
আর কোনোদিনই ফিরবে না বলে।
আকাশ ভেঙে খান খান, সূর্যরা গলে পড়ে।
আমারে একদণ্ড শান্তি কোথায় কে দেবে?

আমারে কি বাসতো ভালো কাজল পরা কবিতার মেয়ে?

১৯ এপ্রিল ২০১৮


মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

প্রেক্ষা বলেছেন: আপনার কবিতার মেয়ের প্রতি যে গাঢ় ভালোবাসা তাতে এতটুকু বলা যায় কাজল পরা কবিতার মেয়ে আপনাকে ভালোবাসতে বাধ্য।

কবিতায় মুগ্ধতা।

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রেক্ষা।

কেউ 'আমাকে' ভালোবাসতে বাধ্য নয়, যদি না তার নিজের হৃদয় তাকে বাধ্য করে। তবে, আপনার কনফিডেন্স দেখে আমি আশ্বস্ত :)

শুভেচ্ছা রইল

২| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন লেখা ।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি।

৩| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ভাল না বাসলে বুঝী অমন আক্ষেপ ভরা কবিতা বেরুয় ;)

অনেক অনেক ভালবাসার কবিতা ফিরে আসুক মরু হৃদয়ে শান্তির এক পশলা বৃষ্টি লয়ে

+++

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বাসতে বাসতে আমি বুড়া হইয়া গেছি। সে ভালোবাসতো কিনা, বলে যায় নি। কিছু প্রশ্নের উত্তর কখনো জানা যায় না, তাই ধরে নিলাম- কিছু প্রশ্নের উত্তর হয় না।

ধন্যবাদ প্রিয় বিদ্রোহী। শুভেচ্ছা।

৪| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৫| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:২৭

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য লাগল ।

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড। শুভেচ্ছা।

৬| ১২ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার কাছে বিশেষ অনুরোধ ছিল

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী অনুরোধ?

৭| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন: এই যে কবিতার মেয়ে তাকে জানা হোল না সে ভালোবাসতো কিনা
অথবা এই যে সে এখন আর নেই, আর কখনও ফিরবে না
এই না জানা আর না পাওয়ার মধ্যেই সকল ভালোলাগা
ভালোবাসা থাকে অপূর্ণতায়

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মনের মতো একটা কমেন্ট করেছেন। লাস্ট ২ লাইন খুবই ভালো লাগলো।

৮| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন: ধুলো

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডুলু

৯| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন: “আমার ঘরতো খালি পরে রয়
ঘরের মানুষ
আমার ঘরের মানুষ
ঘরে নয়”

কি? চেনা চেনা লাগে ?

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মতো হয়ত সবারই, অথবা অনেকেরই হয়ে থাকে- অনেক সময় ঘোরের মধ্যে লিখে ফেলি, পরে নিজের কবিতাই আমাকে অবাক করে দেয়- এত ভালো কীভাবে লিখলাম? যদিও কবিতাপাঠকের কাছে তা নগণ্য কবিতা হিসাবেই গণ্য হয়ে থাকবে। আমার উদ্ধৃত লাইনগুলো পরে ইন্সট্যান্টলি আমি মুগ্ধ হয়েছি, এবং সাথে সাথেই ধরতে পারলাম- আরেহহ, এতো আমার লেখা :) আবার বলে বইসেন না- নিজের লেখা চিরকালই নিজের কাছে সেরা মনে হয় :)

আমার এমন একটা সময় গেছে, কোনো চিঠি লিখলেও পরে মনে হয়েছে, এটা ঠিক চিঠি না, তার চেয়েও বেশি কিছু।

সময় পেলে এ পোস্টটায় ঢুঁ মারবেন ডুলু। স্যরি, কথায় কথায় লিংক শেয়ার করা আমার বদ্‌অভ্যাস বা মুদ্রাদোষ, সহজভাবে নিয়েন।

আমার প্রথম কবিতারা

১০| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

মিরোরডডল বলেছেন: ধুলো এটা আমাকে কেনো দিলনা !!!

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধুলোর কাছে এত লিংক যে সবগুলো দিতে গেলে রাত পোহাইয়া যাইব

১১| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মিরোরডডল বলেছেন: পানিশমেন্ট আমি এখন ধুলোকে আপসেট করবো ।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলে কয়ে পানিশমেন্ট দিলে তো ব্যথা পাওয়া যাবে না :(

১২| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মিরোরডডল বলেছেন: ধুলোর কণ্ঠে অসম্ভব দরদ ছিল কিন্তু সুর ছিলোনা ।
সুর ছিল কিন্তু বার বার ছুটে যাচ্ছিলো ।
বাট দোহারির কণ্ঠে ওহ মাই গড অসাধারণ!!!!
দো ক্রেডিট গোস টু ধুলো ।
এতো সুন্দর লিরিক আর কম্পোজিশন ।
আমি খুব লালন ভক্ত
এই গানটা সেইরকম হয়েছে
অরকম একটা ভাইব
অটো রিপিট দিয়ে শুনেছি

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কি পানিশমেন্ট? হইল না তো!! এত নিখুঁত পর্যালোচনাকে পানিশমেন্ট না, ব্লেসিং হিসাবেই পেলাম, যা আমার জন্য বড়ো প্রাপ্তি।

১৩| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২

মিরোরডডল বলেছেন: **ওরকম**

১৪| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৮:২৬

মিরোরডডল বলেছেন: থ্যাংকস ফর শেয়ারিঙ লিঙ্ক
অবশ্যই পড়বো

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধুলো।

১৫| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩৩

মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ ধুলো।[/sb

ধুলো আর ইউ ওকে ?
ফর সাম রিজন, ইউ ওয়ার আনমাইন্ডফুল :-*



১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

১৬| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৭

মিরোরডডল বলেছেন: : - )

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও গড, এত সকালে ব্লগে কী করেন?

১৭| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১২

মিরোরডডল বলেছেন: সকাল ?
এখানে মন কেমন করা অলস দুপুর ।

সকালকে সেই কখন বিদায় জানিয়ে এসেছি ।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও হ্যাঁ, আমাদের এখানে সকাল হলে খুলনায় তো দুপুর হবেই

১৮| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০

মিরোরডডল বলেছেন: হা হা হা হা .....

ম্যান ইউ আর সামথিং

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘটনাটা ভালো লাগলো। কিপ গোয়িং

১৯| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৭

মিরোরডডল বলেছেন: কোন ঘটনাটা যেন ?



গড নোস ধুলো কার ম্যাসেজ ভুল করে এখানে দিচ্ছে !

১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধুলো সাকসেসফুলি ডুলুকে কিছুটা কনফিউশনে ফেলে দিয়েছিল, আর কিছু না। প্লিজ রিল্যাক্স, নো ওয়ারি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.