নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুবোধ বালক

১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৪

এক যে ছিল সুবোধ বালক
জমিদারের নাতি
শ্বশুর বাড়ি আসতে-যেতে
তার ছিল এক হাতি

হাতির পিঠে চড়তো নাতি
দাদুর কোলে বসে
দুলকি তালে যেতে যেতে
ঘুম দিত খুব কষে

শ্বশুর বাড়ি গিয়ে নাতি
কী করতো জানো?
ঝালমুড়ি আর মাঠা খেতো
আর সে খেতো পানও।

যখন হতো ফেরার পালা
ফিরতো চড়ে হাতি
দাদুর কোলে নাতবউ, আর
বউয়ের কোলে নাতি।

৯ আগস্ট ২০১৩

নোট : ব্লগার ফালতু বালকের কথা চিন্তা করে এটা লেখা হয়েছিল

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়েই আজকের মতো ব্লগ সমাপ্তি।
এখন ঘুমাতে যাবো।
শুভ রাত্রি।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ সকাল। আশা করি ঘুম ভালো হয়েছিল।

২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১:২৭

মাস্টারদা বলেছেন: ভাল্লাগছে

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ Masterda

৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৩:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: শেষ স্তবকটা জটিল!

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ধন্যবাদ জুনায়েদ ভাই।

৪| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে আপনার কবিতা পড়ে ঘুমাতে গিয়েছিলাম।
আজ সকালে আবার আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন ভাগ্য কয়জনের হয়? নিজের ভাগ্যে নিজের উপরই হিংসা হচ্ছে যে!!

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল রাজিব ভাই।

৫| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৪

নীল আকাশ বলেছেন: এটা পড়ার পর উনার প্রতিক্রিয়া কী হয়েছিল?

১৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুবোধ বালককে আমি পছন্দ করতাম। সে খুব ফ্রেন্ডলি, ইন্ট্যার‍্যাক্টিভ ও অ্যাকোমোডেটিভ ছিল। তাকে নিয়ে লেখা ছড়াগুলো তার পোস্টে ইন্সট্যান্ডলি কমেন্ট আকারে লেখা হতো। বেশকিছু ছড়াই লেখা হয়েছিল। সে খুব মুগ্ধ হতো। তার মুগ্ধতাই তাকে নিয়ে ছড়া লিখতে আমাকে উদবুদ্ধ করতো।

অবশ্য, অনেকের পোস্টেই কমেন্টের ঘরে ছড়া ও কবিতা লিখেছি, এবং সবচাইতে বেশি লিখেছি শায়মার পোস্টে

৬| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০২

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ,বেশ ভালো লাগলো ।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি। আপনার কমেন্ট হাফ লাইন অতিক্রম করবে কবে? :) হাহাহাহা, ফান করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.