নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন - দেশের গান || সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:১১


স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন - রুনা লায়লা


বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান - রুনা লায়লা


নদীর মাঝি বলে এসো নবীন - রুনা লায়লা


আমাকে একটি দোয়েল বলেছে - রুনা লায়লা


তোমার বুকে আমি - রুনা লায়লা


এ দেশ আমার চোখের আলোয় - রুনা লায়লা


স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে - রুনা লায়লা


আমার মন পাখিটা যায় রে উড়ে যায় - রুনা লায়লা


আমায় গেঁথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা - রুনা লায়লা

১০
যদি মরণের পরে কেউ প্রশ্ন করে - সাবিনা ইয়াসমিন

১১
আমার খাতার প্রতি পাতায় প্রতি কবিতায় - ডলি সায়ন্তনী

১২
ও আমার স্বপ্ন ঝরা আকুল করা জন্মভূমি - সাবিনা ইয়াসমিন

১৩
ও আমার বাংলা মা তোর - সাবিনা ইয়াসমিন (ভার্সন-১)

১৪
ও আমার বাংলা মা তোর - সাবিনা ইয়াসমিন (ভার্সন-২)

১৫
ও আমার বাংলা মা তোর - ফাহমিদা নবী

১৬
ও আমার বাংলা মা তোর - আবিদা সুলতানা

১৭
যদি আমাকে জানতে সাধ হয় - সাবিনা ইয়াসমিন

১৮
ও আমার দেশের মাটি - রেজওয়ানা চৌধুরী বন্যা

১৯
ও আমার দেশের মাটি - রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদী মোহাম্মদ

২০
হায়রে আমার মন মাতানো দেশ - রুমানা ইসলাম

২১
আমার সোনার বাংলা - সাবিনা ইয়াসমিন, অজিত রায় ও অন্যান্যরা

২২
আমার সোনার বাংলা - ফাহমিদা নবী, লাকী আখন্দ ও মহিউজ্জামান চৌধুরী

২৩
আমার সোনার বাংলা (অর্কেস্ট্রা) - আহমেদ ইমতিয়াজ বুলবুল

২৪
আমার সোনার বাংলা - যন্ত্রসঙ্গীত (বাঁশি) - মীম হক


২৫
বোনাস - কবি শায়মা হকের স্বরচিতা কবিতা স্বকণ্ঠে আবৃত্তি - আকাশলীনা (কবি শায়মা হক একজন প্রসিদ্ধ ব্লগার)



সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন। শুধু নিজকেই নয়, অন্যকেও করোনার আক্রমণ থেকে রক্ষা পেতে দায়িত্বশীল ভূমিকা রাখতে গৃহে অন্তরীণ থাকুন; জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, গেলেও সামাজি দূরত্ব (৬ ফুট) বজায় রাখুন।


সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:১৮

নেওয়াজ আলি বলেছেন: ,বেশ ভালো। ভালো থাকুন।

২৭ শে মার্চ, ২০২০ সকাল ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি।

২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭১রের কিছু আগুন ঝরান গান আছে।সারাদিন যুদ্ধে ব্যাস্ত থেকে ,রাতে স্বাধীন বাংলা বেতারথেকে শুনতাম।ভাল লাগল।

২৭ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ভালো লাগছে এটা জেনে যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা এ মাটির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রইল। ব্লগে ড: এম এ আলী, আহমেদ জী এস ও চাঁদগাজী নামক আরো তিনজন মুক্তিযোদ্ধা আছে। সম্ভবত ব্লগার ত্রিশোনকুও একজন মুক্তিযোদ্ধা, তবে আমি নিশ্চিত নই।

একাত্তরের অগ্নিঝরা কিছু গানের একটা দীর্ঘ ভিডিও অনেক আগে বানিয়েছিলাম। এর আগে ইউটিউবে আপলোড করেছিলাম। ওটা ডিলিট করতে হয়েছিল। আপনার জন্য এখন আবার আপলোড করলাম। দেখতে পারেন নীচের লিংকে ঐ ভিডিওটি।

Songs of 1971

৩| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:৪৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয় গানের এ সঙ্কলনের জন্য ধন্যবাদ। সোজা প্রিয়তে।

২৭ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা কামাল ভাই। শুভেচ্ছা।

৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনালী দিনের চমৎকার
শ্রুতিমধুর গানগুলির লিংক
দেবার জন্য আপনাকে ধন্যবাদ
সোনাবীজ ভাই। বোনাস হিসেবে
সায়মা আপুকে পেয়ে খুশিতে আট খানা!!

২৭ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই। শুভেচ্ছা রইল।

৫| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: আপনার গানের পছন্দ আমার ভালো লাগে ।

২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। বাসায় থাকছেন তো? নাকি ক্যামেরা নিয়া বার বার বের হয়ে যাচ্ছেন? :)

৬| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৭

মিরোরডডল বলেছেন: ধুলো এখানে অনেকগুলো আমার প্রিয় গান ।
রুনা লায়লাই সবচেয়ে বেশী দেশাত্মবোধক গানগুলো করেছিল ।
দুটো খুবই পপুলার গান কিন্তু মিস হয়েছে ।

প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি - সংস অফ ১৯৭১-এ আছে। তবে সংক্ষিপ্ত।

গানে আপনার বিস্তার খুব ব্যাপক। অবাক হয়েছি এ দুটি গানের উল্লেখে। ব্যাপক জ্ঞান না থাকলে মিস হয়ে যাওয়া পপুলার গানের কথা বলতে পারতেন না।

প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে (অনেকেই বিভিন্ন জায়গায় 'সূর্যের আগে' উল্লেখ করেন, যা ভুল) গানের দুটো বা অধিক ভার্সন আছে (রুনা লায়লার)। সেরা দুটো ভার্সন এখানে দিলাম।

প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে - রুনা লায়লা (আদি ভার্সন)

প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে - রুনা লায়লা (স্টেজ প্রোগ্রাম)

এই ব্লগে গানের উপর অগাধ জ্ঞানওয়ালা একজন ব্লগার আছেন - ব্লগার গানচিলতাঁর ইউটিউব চ্যানেল - Atique। গানের সব রেফারেন্স তার মুখস্থ। তবে, ২০১১ সালের পর তাঁকে ব্লগে দেখি নি।

ব্লগে একজন গীতিকার আছেন। বাপ্পা মজুমদারের গাওয়া বিখ্যাত 'পরী' গানের লিরিকস লিখেছেন যিনি - রানা। ব্লগার নস্টলজিক। কিন্তু আজ তাঁর ব্লগে গিয়ে কষ্ট পেলাম। রানা ভাই তার সব পোস্ট ড্রাফট করে রেখেছেন :(

নীচে পরী গানটা দেখুন। ভিডিওতে ব্যবহৃত ইমেজগুলো কার, জানেন তো?

পরী - আজ তোমার মন খারাপ মেয়ে - বাপ্পা মজুমদার ও চাঁদনী

৭| ২৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৫

মিরোরডডল বলেছেন: ‘ও আমার বাংলা মা তোর’ ফাহমিদার কণ্ঠে সবচেয়ে ভালো লেগেছে ।

Songs of 1971 দেখলাম । সেইরকম হয়েছে !
এতো সুন্দর সুন্দর গান একসাথে কম্পাইল করা গুড জব ধুলো ।
কোয়েশ্চেন । একদম শেষে মাহমুদুজ্জামান বাবুর ‘বাংলায় গান গাই’ এটা একটা ফিমেইল ভোকালে শুনলাম । শিল্পীটা কে ? খুব সুন্দর গেয়েছে ।

২৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আমার বাংলা মা তোর - আমার কাছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে বেশি ভালো লেগেছে।

সংস অফ ১৯৭১ - এত লম্বা ভিডিও দেখে ফেলেছেন!!! সাব্বাস!! ২০১০/১১-তে বিদেশে একটা ফোরামে প্রদর্শনের জন্য বানানো হয়েছিল। এটা অবশ্য এডিটেড/শর্টেন্ড ভার্সন।

অ্যাপ্রোপ্রিয়েট গান সংগ্রহ করা এবং এরপর এডিট করা খুব সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ। আমি পারি কারণ আমার এ কাজে ধৈর্য অপরিসীম :) যেহেতু এটা আমার নেশা :)

আমি বাংলায় গান গাই - এ গানের গীতিকার, সুরকার ও মূল শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ২০০৪/৫-এর দিকে হঠাৎ ভিন্ন কণ্ঠে এ গান শুনি। জানতে পারি শিল্পীর নাম মাহমুদুজ্জামান বাবু এবং তিনি একটা অ্যালবাম বের করেছেন যেখানে তিনি এ গানের গীতিকার ও সুরকার হিসাবে উল্লেখ করেছেন। পরে মিডিয়াতে এ নিয়ে হৈচৈ শুরু হলে মাহমুদুজ্জামান বাবু ভুল স্বীকার করেন। তার কিছুকাল আগে থেকে আমি মাহমুদুজ্জামান বাবুকে চিনি এবং তার একটা অ্যালবাম আমার কাছে ছিল। তাকে ভালো লাগতো। কিন্তু তার এই চৌর্যবৃত্তির কথা জানার পর তার আর কোনো গান আর শুনি নাই।

ফিমেইল ভয়েসে গাওয়া গানটা আমার কাছে মূল গানের চাইতেও বেশি ভালো লেগেছে। শিল্পীর নাম লাবণী। অডিও অ্যালবাম ReEvolution (ফুয়াদ)।

ইউটিউব সার্চ দিয়ে বিটিভিতে গাওয়া প্রতুল মুখোপাধ্যায়ের গান পেয়ে গেলাম। দেখুন নীচে।



৮| ২৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮

মিরোরডডল বলেছেন: প্রথমেই ধুলোকে একটা ম্যাসিভ থ্যাংকস আমাকে কারেক্ট করার জন্য । বলার পর এখন দেখলাম কিছু লিংকে ‘সূর্য রাগে’ । থ্যাংকস ফর দা লিংক । আদি ভার্সনটা বেশী ভালো লেগেছে ।

গানচিলকে যদি ২০১১ পর আর না দেখে থাকেন , তাহলে এখন আর কোথায় খুঁজে পাবো । ওকে আই’ল চেক ইউটিউব ।

নস্টালজিকের সাথে কথা হয়েছে দু একবার । পরী গানটা অবশ্যই সুন্দর কিন্তু ওনার লেখা বাপ্পার বৃষ্টি পরে গানটা আমার অনেক বেশী পছন্দ । সে কি তাইতো !!! আমিও তাই দেখলাম এখন । এটা কেন করলো । কয়েকটা পোষ্ট পড়েছিলাম খুব ভালো লেগেছিল । আই হোপ হি উইল বি ব্যাক ।

বৃষ্টি

অবশ্যই জানি পরীটা কে । মিষ্টি মেয়ে শায়মা আপু । কি সুন্দর চোখ আর হাসি ।

২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বৃষ্টি গানটা আগে শুনেছি বলে মনে পড়ে না। বাপ্পার আরো অনেক প্রিয় গান হয়ত আছে, কিন্তু তার খুব বেশি গান আমার শোনা হয় নি বলে এটা মিস হয়ে থাকবে। বাপ্পার গান আমার মেয়ের পছন্দ। আজ মেয়েকে বললাম 'পরী' গানটা ট্রাই করার জন্য। 'ঠিক আছে' বলেছে মেয়ে, কিন্তু গান এখনো গায় নি :(

গানচিলকে স্মরণ করলে ব্লগে এসে হাজির হবেন নিশ্চয়ই। তার সর্বশেষ পোস্টে একটা কমেন্ট করা যায়। তবে, আমার ধারণা, গানচিল এখন বেশিরভাগ সময় ইউটিউবেই দিচ্ছেন, যেমন আমিও ব্লগের চাইতে অনেক বেশি সময় দিচ্ছি ইউটিউব আর ফেইসবুকে :)

বৃষ্টি গানটা এখন শুনলাম। ধীর লয়ের গানে আমার আসক্তি বেশি। এটা দারুণ গান।

৯| ২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৯

মিরোরডডল বলেছেন: সবই ঠিক আছে ধুলোর অনেক ধৈর্য আর সব কাজই ভালো করে কিন্তু একটা কাজে পিছিয়ে যায় সেটা মন্তব্যে লেইট রিপ্লাই ।
বাবুর কথাটা জেনে খুবই শকড হলাম । কিন্তু বাবু কেন এটা করলো । ইটস শেইম !!!
এটা ভুল না, এটা অন্যায় আরেকজনের ক্রেডিট চুরি করা । থ্যাংকস ফর অরিজিনাল লিংক ।
গুড টু নো দি ট্রুথ । বাবুর আরেকটা গান আমার ভালো লাগতো
মেঘবালিকা

লাবনির গানটা আমারও ভালো লেগেছে ।

২৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে ডুলু, ফ্রি হবার পর এসে বিস্তারিত কমেন্ট লিখবো নে :)

২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাবুর কাজটা আসলেই খুব ঘৃণ্য একটা কাজ। উনি হয়ত ভেবেছিলেন, এটা কেউ জানতে বা বুঝতে পারবে না। কিন্তু, প্রতুল মুখার্জী একজন প্রখ্যাত শিল্পী, তার 'বাংলায় গান গাই'ও ততোধিক প্রসিদ্ধ, তা জানা সত্ত্বেও কেন এটা করলেন তা বোধগম্য না।

মেঘাবালিকা ট্রাই করি নি। বাবুর উপর আমার ক্ষোভ এখনো পড়ে নি।

১০| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৫

মিরোরডডল বলেছেন: ধুলো

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতকাল অনেকক্ষণ খুঁজেছি 'দুঃখ'। কভার সিঙ্গারের ফেইসবুক আইডি খুঁজে পেলাম একটা, বাট চেহারার সাথে তেমন মিল মনে না হওয়ায় নক করি নি। সম্ভাব্য আরেকটা ব্যান্ড হলো আর্টসেল। আবার সময় করে খুঁজবো নে

১১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:১০

মিরোরডডল বলেছেন: See! Before I say something you already answered.
আমি ঠিক এটাই জানতে চাচ্ছিলাম ।
হাউ ডিড ইউ নো ???
আচ্ছা গানটা কেমন লাগলো ।
আমার সেকেন্ড অন্তরার কথাগুলো খুব জানতে ইচ্ছা করছে ।
সিঙ্গারের নাম হচ্ছে রানা । ওটা তাঁরই আইডি ।

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এইচ এম রানা ৫ বছর আগে সর্বশেষ ইউটিউবে ভিডিও আপলোড করেছেন। ফেইসবুকে তার একটা পেইজ পেলাম, যেখানে গতকালের একটা স্টেটাস আছে। ওখানে একটা মেসেজ দিয়ে রেখেছি। দেখি উত্তর পাওয়া যায় কিনা।

১২| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭

মিরোরডডল বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ধুলো । ইউ আর এ গুড সোল ।

রানা লাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করেছে দু’মাস আগে ।
কাভার ছাড়া সেরকম শোনার মতো ভালো কোন মৌলিক গান পায়নি এখনও ।

এর চেয়ে আমাদের ধুলোর মৌলিক গান অনেকি সুন্দর ।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'ধন্যবাদ' জানিয়ে শেষ করতে যাচ্ছিলাম। নীচের লাইনটা দেখে বাড়তি কথাগুলো লিখলাম। লজ্জা যে পুরুষের ভূষণ, তা আমাকে প্রতি পদেই প্রমাণ দিতে হচ্ছে।

১৩| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

মিরোরডডল বলেছেন: হা হা হা ......

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এইচ এম রানার ইউটিউব অ্যাাকাউন্টে ২ মাস আগে আপলোড করা কোনো গান পেলাম না। 'দুঃখ' গানটা যেখানে ছিল, ওটাতে খুঁজেছি আমি।

১৪| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫

মিরোরডডল বলেছেন: একই নামে তাঁর আরেকটা আছে । এটাতে রিসেন্ট পোষ্ট ।

https://www.youtube.com/watch?v=sLxrWIqU7A


০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংকে একটু ভুল থাকায় খুঁজে পেতে সামান্য বেগ পেতে হয়েছে :) c বাদ পড়ে গিয়েছিল :(

https://www.youtube.com/watch?v=sLxrWIqU7Ac

১৫| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪০

মিরোরডডল বলেছেন: লিংক ওপেন না হলে এটা সার্চ করলে ১০ জানুয়ারী লিংক টা আসবে ।

RUNNER | The Band | I am in Love | Hm RaNa

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এটা এইচ এম রানার অন্য আইডি। এখানেও তাকে বলে রাখলাম।

১৬| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১১

মিরোরডডল বলেছেন: সরি ধুলো :(

এটাকেই বলে উপকারীর অপকার করা ।
ধুলো কষ্ট করে গান খুঁজে দিচ্ছে ।
ইন রিটার্ন আমি প্যারা দিচ্ছি :)

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৫ নং মঃ উঃ দ্রঃ

:)

১৭| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩১

মিরোরডডল বলেছেন: ইউ নো হোয়াট ?
ইউ ডিড এন এক্সসেলেন্ট জব ।
রানা যদিও কোন কারণ ছাড়াই একটু ভাব নেয় বেশী । আশা করি রিপ্লাই করবে ।
কাভারটাই ভালো করে ।
হিমালয় খালিদের খুবই সুন্দর একটা গান ।

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কীভাবে জানেন রানা ভাব নেয়? যারা ভাব নেয়, বা অহঙ্কারী, আমি কিন্তু তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাই

১৮| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

মিরোরডডল বলেছেন: সরি টু সে ।
যারা ভাব নেয় ওদেরকে খুবই বিরক্ত লাগে ।
মিউজিক ভিডিও গুলো দেখে তাই মনে হয়েছে আমার ।
একটা মৌলিক গানও ভালো লাগেনি কিন্তু খুবই শো অফ ।
May be that’s how his style but I didn’t like.

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, ঠিক আছে তাহলে। এরকম বেশকিছি নামিদামি নতুন শিল্পীদেরও আমার খুব বিরক্ত লাগে।

১৯| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৯

মিরোরডডল বলেছেন: থ্যাংকস ধুলো । গজলটা যেন শোনা হয় ।
Stay safe. Good night!

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও, সিলক রুটের ওটা অলরেডি শোনা হয়েছে। ভালো লেগেছে। মিউজিকটা অবশ্য বেশি ভালো লেগেছে। নাকি জগজিৎ সিং-এর গজলের কথা বলেছেন? ওটা আগেও শুনেছি। তার কোনো গজল বাদ আছে বলে মনে হয় না।

২০| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

মিরোরডডল বলেছেন: সিল্ক রুটের গানটা মিউজিকের জন্যই সুন্দর ।
শুরুতে খুবই নাইস মেলোডি ।
অস্থায়ি আর অন্তরার মাঝে যে টিউনটা ওটা অসাধারণ !!!

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কী বিষয়ে ছিল?

২১| ০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:১২

মিরোরডডল বলেছেন:



তিন মাস পর বলি ? :)

সিল্ক রুটের একটা গান দিয়েছিলাম । ওটার মিউজিক খুব সুন্দর আর তাই গানটা সুন্দর এটা নিয়ে কথা হচ্ছিলো ।

ওয়ান অফ মাই টপমোস্ট ফেভারিট

০৬ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কন্ঠটা কি কবীর সুমনের? ভালো গেয়েছেন। আমার সংগ্রহে আছে সাগর সেনের গান

২২| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

মিরোরডডল বলেছেন:



ধুলোর লিংকটা আসেনি কিন্তু আমি ইউটিউবে সাগর সেনেরটা শুনেছি । সুন্দর ।
হেমন্ত, ইন্দ্রনীল এরাও ভালো করেছে । মেয়েদের মধ্যে জয়তি, বন্যা আরও অনেকে।

০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Please click this link now

২৩| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন:



রোম্যান্টিক । অনেক সুন্দর হয়েছে ।
আচ্ছা ধুলো, এভাবে লিংক করতে পারি কিন্তু কমেন্ট ২১ ওটা কিভাবে পোষ্ট করে ভিডিওটা ?

০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: [link|https://www.youtube.com/watch?v=cAPMOZn5Nu8|Please see this video. The format is

থার্ড ব্রাকেট দিয়ে শুরু। yt লেখার পর বার বা | দিন। এরপর ভিডিওলিংকের সমান=সমান চিহ্নের পরের অংশ দিন। & থাকলে &সহ পরের অংশ বাদ দিতে হবে, যেমন &feature=emb_logo থাকলে এটা বাদ। তারপর থার্ড ব্রাকেট ক্লোজ। এবার কপি করে এখানে পেস্ট করতে হবে।

২৪| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:

থ্যাংকস ধুলো । ট্রাই করবো । yt লিখে মানে ? পুরো লিংক copy paste হবেনা ? শুধু = এর পরের অংশটুকু ? ] ক্লোজ এর আগে আবার বার । দিতে হবেনা ?

০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে একটা লিঙ্ক। Click This Link

প্রথমে এটা দিন [
এরপর এটা দিন yt
এরপর | (বার) দিন
এরপর WrfiqVjYh-o দিন
এরপর ] দিন

এটা একসাথে দিলে ভিডিওটা এখানে চলে আসতো। স্পেস দিয়া পাশে লিখলাম। [yt | WrfiqVjYh-o ] আমি এখানে স্পেস দিয়ে লিখেছি। কিন্তু শেয়ার করার সময় স্পেস দেয়া যাবে না।

২৫| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৮

মিরোরডডল বলেছেন:


০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Congratulation

২৬| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:



ধুলো ইউ আর আ গুড টিচার :)
থ্যাংকস হিপস !
এখানে এতো কাহিনী কেনো ? সব জায়গায়তো নরমাল কপি পেস্ট করলেই হয় ।

যে গানটা দিলাম ওটাও আমার লাস্ট উইশ লিস্টের


Sometimes it lasts in love
but sometimes it hurts instead

০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐটা শুনতে যাইয়া আরো অনেকগুলো শোনা হইয়া গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.