নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এবারের গানের পোস্টটা একটু ভিন্ন ধরনের। আমার গান সংগ্রহের কিছু বৈশিষ্ট্য আছে। সবার মতো আমিও জনপ্রিয়, সুরেলা ও কালজয়ী গানগুলো নিজের সংগ্রহে রাখি। এর অতিরিক্ত যে কাজটি করি তা হলো, কোনো গানের একাধিক ভার্সন থাকলে যার কণ্ঠে সবচাইতে ভালো ভাবে গানটা গীত হয়েছে, সেটা তো রাখিই, এর সাথে সম্ভব হলে মূল শিল্পীর গাওয়া গানটিসহ ভালোভাবে গাওয়া হয়েছে এমন সবগুলো গানই আমার সংগ্রহে তুলে রাখি।
এবার আমি যে দুটো গান বেছে নিয়েছি, তা খুব জনপ্রিয়, সুমিষ্ট এবং বিখ্যাত। কোনো বিখ্যাত শিল্পী কোনো প্রোগ্রামে এ গানগুলো গান নি, তা খুব বিরল ঘটনা। আপনারা শুনে বলুন, কার কণ্ঠে গাওয়া গানটি আপনাদের সবচাইতে বেশি ভালো লাগলো।
বনমালী তুমি, পরজনমে হইও রাঁধা
১।
বনমালী তুমি, পরজনমে হইয়ো রাঁধা - জয়তী চক্রবর্তী
২
বনমালী তুমি, পরজনমে হইয়ো রাঁধা - রুনা লায়লা
৩
বনমালী তুমি, পরজনমে হইয়ো রাঁধা - সাবিনা ইয়াসমিন
৪
বনমালী তুমি, পরজনমে হইয়ো রাঁধা - অদিতি মুন্সী
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না
৫
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না - রন্টি দাস
৬।
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না - ফারুক আরাফাত (রেন্ডিশন্ড)
৭
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না - অদিতি মুন্সী
৮
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না - লোপামুদ্রা মিত্র
৯
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না - আনুশেহ আনাদিল
১০
তোমায় হৃদ্মাঝারে রাখবো, ছেড়ে দেব না - বোলপুর ব্লুজ
যথারীতি বোনাস
প্রয়োজনে, দিনরাত, না খাইয়া, না ঘুমাইয়া, ব্লগিং না কইরা হইলেও আমার গান শুনুন, তবু দয়া কইরা বাইরে যাইয়েন না। (এই কথাটা আগে কে বলছিল তা তো জানেনই, এখন আমি বললাম)। সামাজিক দূরত্ব বজায় রাখুন।
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৩
নেওয়াজ আলি বলেছেন: উপভোগ্য
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব।
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০২
মিরোরডডল বলেছেন: রুনা লায়লার কণ্ঠ আমার প্রিয় কিন্তু প্রথম গানটা জয়তীর কণ্ঠে সবচেয়ে ভালো লাগলো । বিশেষ কারণ হচ্ছে মিউজিক কম্পজিশন । অন্যগুলো মিউজিকটা বেশী ডমিনেইট করছে ।
সেকেন্ড গান ‘হৃদমাঝারে’ আমার প্রিয় একটা গান । সবার কণ্ঠেই ভালো লাগে ।
কিন্তু আনুশেহ থাকলে অন্য কারোটা শুনিনা । আই’ম ইন লাভ উইথ হার ।
আমি অপার হয়ে বসে আছি
সবচেয়ে বেস্ট হচ্ছে বোনাস । সাথে রশি দেয়া উচিৎ ছিল । ধুলোর বেসুরো কণ্ঠ শুনে সবাই বাড়ীর বাইরে বের হয়ে যেতে পারে । বেঁধে রাখতে হবে ।
ইউ নো হাউ মাচ আই এপ্রিশিয়েট । ইউ আর রক ।
০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বনমালী তুমি - এ গানটি আমার ভালো লাগার অর্ডার অনুযায়ী সাজানো হয়েছে (বেশি ভালোটা সবার উপরে)। আপনার সাথে মিলে গেছে। জয়তীর কণ্ঠেই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। গতকাল থেকে বহুবার শুনেছি। আজ ঘুম থেকে ওঠার পরও শুনেছি।
তোমায় হৃদ্মাঝারে রাখবো- আমার সবচাইতে ভালো লাগার গানটা সবার উপরে। রন্টি দাসের কণ্ঠে অতুলনীয়। ফারুক আরাফাতের কণ্ঠে অন্য মাত্রা। এটা এক অন্তরার গান, জুড়ে জুড়ে লম্বা করেছি। এটা মূল গানের রেন্ডিশন। বোলপুর ব্লুজও নতুন মাত্রা সৃষ্টি করেছে। বাকিদের কণ্ঠেও ভালো লেগেছে, তবে, ওগুলোর মতো না।
আনুশেহ'র গান আমি মূলত দুটো কারণে খুব কম দেখি- প্রথমত, তাকেও খুব অহঙ্কারী মনে হয়, অন্য শিল্পীদের হেয় চোখে দেখার একটা টেন্ডেন্সি আছে মনে হয় তার মধ্যে। দ্বিতীয়ত, তার কণ্ঠটা যে-কারণে অন্যদের কাছে ভালো লাগে, ঠিক ঐ কারণেই আমার ভালো লাগে না। তার স্বরে কেমন একটা ধাক্কা আছে, এবং একটু মোটাও মনে হয়, যা আমি সহ্য করতে পারি না। হয়ত তাকে আমি পছন্দ করি না বলেই তার এ জিনিসগুলো আমার চোখে উঠে আসে।
ধুলো ইজ আ রক। আমি তাকে পছন্দ করি। আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করলেন দেখে ভালো লাগলো
৪| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ।
০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৫| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: আমার কাছে প্রথম গানটি সাবিনা ইয়াসমিন এর কন্ঠেই বেশী ভাল লেগেছে। আর দ্বিতীয়টি অবশ্যই আনুশেহ আনাদিল এর কন্ঠে।
কোন রশি ছাড়াই বোনাস গানটি আমায় আটকে রেখেছিল।
পোস্টে প্লাস + +
০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন স্যার। আর, কোনো রশি ছাড়া বোনাস গানটিও শুনে ফেলেছেন দেখে তো খুব লজ্জাই পাচ্ছি স্যার তারপরও, শুনেছেন, এজন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা রইল স্যার।
৬| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৬
মিরোরডডল বলেছেন: ব্যাক্তি আনুশেহকে জানিনা । স্যাড টু হিয়ার যদি সে স্নব দলের হয়ে থাকে ।
আমি তাঁর অনেকগুলো অডিও শুনেছি । সবগুলোই ফোক সঙ, ভালো লেগেছে । আমার মনে হয়েছে ভীষণ দরদ দিয়ে গায় ।
রন্টির কণ্ঠ মিষ্টি । একটা কাভার করেছে আমার খুব প্রিয় । সামিনা চৌধুরীর দুই চোখে দুই নদী ।
তাই ? ধুলো কে পছন্দ ?
গতকাল পোষ্টে একটা গান দিয়েছি । ধুলোর সময় হলে যেন গানটা শোনে ।
০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রন্টির কভার সং? খুঁজতে গয়ে ক্লোজ আপে গাওয়া গানটা পেলাম। সুন্দর। এর বাইরে নতুন রেকর্ড করা থাকলে সেটা শুনি নি। খুঁজে পেলাম না। রন্টির মৌলিক গানের প্রথম অ্যালবামের গানগুলো আমার সংগ্রহে আছে। এখানে ক্লিক করলে হয়ত সবগুলো চলে আসতে পারে।
হ্যাঁ, গানটা শুনে এসেছি। খুব ভালো লেগেছে।
৭| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ভিন্ন কণ্ঠের যাদুতে কেমন পাল্টে যায় আবেদন।
চমৎকার শেয়ার ভাইয়া।
০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিন্ন কণ্ঠের যাদুতে কেমন পাল্টে যায় আবেদন। বাহ, চমৎকার একটা কথা বলেছেন আপু। আমি হয়ত এমন একটা কথাই বলতে চাইছিলাম, যা আপনি বলে দিলেন। অনেক অনেক ধন্যবাদ।
৮| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৪
মিরোরডডল বলেছেন: ঢাকা থেকে একটা মিক্সড রেকর্ডেড সিডি করে এনেছিলাম, ওখানে রন্টির দুই চোখে দুই নদী শুনেছি ।
হতে পারে ক্লোজ আপ ওয়ান থেকে রেকর্ড করা । আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ।
আজকাল আর আগের মতো সুন্দর গান হয়না । খুবই দুঃখজনক । ১০ টা গানের মাঝে একটা ভালো লেগেছে । বাপ্পার সুর কড়া ‘স্বপ্নটা তোমায় দিলাম’ ।
আগে সামিনা ফাহমিদা এদের এ্যালবামে অনেকগুলো করে সুন্দর গান পেতাম ।
০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুইক স্ক্যানিং করে সেরাটা বের করার দারুণ স্কিল আছে আপনার। বাপ্পার গানটা সত্যিই সুন্দর। এই অ্যালবামে আমার ফেভারিট দুটো গান আছে।
গান ভালো লাগার ব্যাপারে আমার অভিজ্ঞতা হলো, কোনো গান বার বার শোনার পর ভালো লাগাটা ঘনীভূত হয়। অর্থাৎ, শুরুতে হয়ত ভালো লাগতো না, কিন্তু বার বার শোনার পর ওটা মগজে গেঁথে যেতে থাকে, একসময় ভালোও লাগে। এ ছাড়া, কিছু গান শুরুতেই ভালো লেগে যেতে পারে, এরপর আরো শোনার পর সেটা আরো বেশি ভালো লাগতে থাকে, কখনো বা উলটোটা ঘটবার ফলে পরবর্তীতে আর আগের মতো ভালো লাগে না।
এখন আমরা ব্যস্ত থাকি বেশি। আমাদের অ্যাটেনশন কেড়ে নেয় নানান মিডিয়া। অন্যদিকে, চারদিকে গান, ভিডিওর ছড়াছড়ি। এজন্য, সবগুলো গান আমাদের চোখে পড়ে না। ভালো ভালো গানও আড়ালে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৯| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: এগুলো সবগুলোই আমারো খুব প্রিয় গান।
বহুদিন পরে আপনাকে ব্লগে দেখে খুশি হয়েছি।
শুভেচ্ছা নিয়েন।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পদাতিক ভাই, জেনে ভালো লাগলো যে এগুলো আপনারও প্রিয় গান।
আমি আসলে ব্লগেই আছি। তবে, অন্যদের ব্লগে কদাচিৎ যাওয়া হয়। দুঃখিত সেজন্য। ইনশাল্লাহ যাওয়া হবে।
ভালো থাকবেন।
১০| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: গতকাল অনেক রাত পর্যন্ত গান শুনেছি।
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি জানি রাজীব ভাই, আপনি সবদিকেই আছেন, কবিতা, গানে, ফেইসবুকিং, ব্লগে এবং ভ্রমণে ক্যামেরায়
১১| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫
জেন রসি বলেছেন: দুটোই প্রিয় গান। আপনার দেওয়া অপশন গুলোর মধ্যে বনমালী তুমি ভালো লেগেছে সাবিনা ইয়াসমিনের গলায়। জয়তীর গলাতেও ভালো লেগেছে। রুনা লায়লা ঠিক যেভাবে গেয়েছে তা এই গানের মেজাজের সাথে ঠিক যায়নি বলে মনে হয়েছে।
পরেরটা আনুশেহর গলাতেই ভালো লেগেছে।
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টে 'বনমালী' গানটা সাবিনা ইয়াসমিন আর 'হৃদ্মাঝারে' আনুশেহ'র কণ্ঠে এগিয়ে আছে। সাধারণ বিচারেও অনেকটা এরকমই হবে। রুনা লায়লার গানটা ছায়াছবিতে গাওয়া হয়েছিল। ছায়াছবিতে বেশ মানিয়ে গেছে বলে মনে হলো।
ধন্যবাদ জেন রসি ভাই।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: চমৎকার সব গান।