নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সিঁথি সাহার দুটো গান

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

নেশাই বোধহয় একটা মানুষকে চালিত করে। আমি জীবনে বোর্‌ড হয়েছি কদাচিৎ। একটা মিনিটও আমার কাছে অনেক মূল্যবান। মনের ভেতর নেশা আমাকে তাড়িত করে। সেটা ব্যক্তিগত হোক, কিংবা পারিবারিক বা অফিশিয়াল। হাতের কাজটা দ্রুত শেষ করতে হবে, ওটা শেষ করার পর আরেকটা, তারপর কিউতে জমা হয়ে আছে অজস্র-অসংখ্য কাজ।




কিন্তু গতরাতে ১১টার দিকে আমি ফ্রি। আমার সামনে অনেকগুলো পুরোনো গান জমা হয়ে আছে, ওগুলোর সুর রিফাইন ও ফাইনাল করতে হবে; কয়েক টুকরো কবিতা ভাইবারে এখনো ঝুলছে; ফেইসবুকে-- সেখানে খুব কমই অ্যাক্টিভ থাকা হয়, মূলত ইউটিউব আর গানের কারণে। কিন্তু কাল হঠাৎই ফ্রি হয়ে গেলাম। পড়ে থাকা কাজগুলো আমাকে টানছে না। ল্যাপটপে খালি মাউস ঘুরাই। কাজের কাজ কিছুই না। আমাদের একটা ভাইবার গ্রুপ আছে। সাড়ে এগারটার দিকে হুট করে 'গুড নাইট' পোস্ট করলাম, কয়েকজন চিল্লাইয়া উঠলো। কিন্তু 'গুড নাইট' ভেঙে আমি টুকিটাকি দু-একটা মেসেজ দিলাম, দায়সারা গোছের। এরপর কী করলাম, মনে পড়ছে না। কারণ, যা করেছি মনোযোগ দিয়ে করি নি। ও হ্যাঁ, নূরু ভাইয়ের একটা পোস্টে কমেন্ট করলাম। চাঙ্কুর পোস্টে দুটো ঢিল মারলাম। আর কোথায় যেন কী করলাম। আমার আসলে কোথাও কমেন্ট করার সময় নেই- ব্লগার হিসাবে এটা স্বার্থপরতা, কিন্তু নিজেকে ক্ষমা করেছি এবং নিজেকে এটা চালিয়ে যাবার অনুমোদন দিয়েছি।

শেষ পর্যন্ত ১২:৪০-এ শুইলাম। ঘুম থেকে উঠলাম সাড়ে নয়টার দিকে। এর আগে ৭টায় ওষুধ খেয়েছি। নাস্তা করার পর ল্যাপটপে বসলাম। কিন্তু অবস্থা কালকের মতোই। আমার আসল কাজে মন বসছে না। এই যে মন বসছে না- কেন বসছে না, তা জানি না। খুঁটিয়ে দেখতে গেলে কিছু একটা বের হয়ে আসবে হয়ত।

এভাবে চলা যায় না। কোনো কাজ না করে থাকা যায় না। মানুষ বসে থেকে বাঁচতে পারে না, তাকে কিছুতে মনোনিবেশ করতেই হবে, বেঁচে থাকতে হলে। নেশা শেষ হয়ে যাওয়া মানে মরে যাওয়া।

আমি গা ঝাড়া দিয়ে উঠলাম। সিঁথি সাহার কিছু গান শেয়ার করা যাক। সিঁথি সাহা কে? এই ব্লগে অনেক আগে সিঁথিকে নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম, কেউ তাকে চিনতো না। এতদিনে অনেকেই হয়ত তাকে চিনবেন। সিঁথি সাহাকে নিয়ে তাহলে নতুন করে কিছু লিখলাম না। আগের পোস্টের লিংকগুলো দিলাম। আগ্রহীরা সেগুলো পড়ে দেখতে পারেন।

সিঁথি সাহাকে নিয়ে আগের লিংক

জনৈকা সুশ্রী গায়িকার প্রতি

সিঁথির সাহার 'বৈঠা'র খোঁজে; অতঃপর আরো কিছু গান
২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪

সিঁথি সাহার গাওয়া একটি গান - বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

সিঁথি ও আনানের গান
১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া ফেইসবুক
16 September 2010 at 02:11

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২





এবার সিঁথি সাহার দুটো গানের লিংক


বৈঠা - ভব নদীর কূল পাইলাম না - সিঁথি সাহা





মোরা সাইয়ান - সিঁথি সাহা




বোনাস


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২১

আখেনাটেন বলেছেন: উনাকে প্রথম আমি ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৮ তে দেখি। তখন অবশ্য একজন র‌্যানডম বিউটিফুল লেডি হিসেবেই জেনেছিলাম। সাফকাত আমানাত আলীর সাথে একটি গানে কিছু লাইন দর্শকদের মোহিত করেছিল। আমি কাছাকাছিই ছিলাম। তখন উনার নামও জানতাম না। পরে ইউটিউবে গানটি লোড করলে দর্শকের প্রশংসায় ভেসে গেছেন উনি। হলুদ একটি শাড়ি পরে ছিলেন।

২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিডিওটা দেখলাম। সিঁথির অংশও দেখলাম। আপনি এত কাছে গেছিলেন কেন?

এই লিংকে ক্লিক করে সরাসরি যাওয়া যায়

২| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কাজই জীবন,কাজই ধর্ম ।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতিই জীবন, স্থিতিতে মৃত্যু।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

এ্যাক্সজাবিয়ান বলেছেন: আফনাার পরিবার জানে? ব্লগে সুন্দর সুন্দর মহিলাগো ছবি লিয়ে পোাস্টান যে, লোকলজ্জা শরম করেন, ব্লগের সবাই আফনারে লিয়ে হাসে।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই মানেই গান আর গান
অনেক শ্রুতিমধুর গানগুলো তার কল্যানেই হাতের
কাছে পাই। কিন্তু সময়টা বড়ই অস্থির মনোযোগ
দিতে পারছিনি অন্য কোন কিছুতেই।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় নূরু ভাই। কেউ কেউ গান শোনেন বলেই গান শেয়ার করা সার্থক মনে হয়।

শুভেচ্ছা রইল।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: চেনা চেনা লাগছে। উনি অভিনয় করেছেন?

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তার বায়োগ্রাফি থেকে জানা যায় তিনি নাটক করেছেন এবং আমি একটি নাটক দেখেছিলাম, যদিও তার আগে থেকেই তাকে কণ্ঠশিল্পী হিসাবে চিনি। তার গান আমার ভালো লাগে।

৬| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.