|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

আজকের গানগুলোকে মোটামুটিভাবে ৫মিশালি ধরনের বলা যেতে পারে। তবে, প্রধানত আধুনিক ও ছায়াছবি, মূলত এ দু ধরনের গানই আছে এখানে। সেই সাথে আছে আমার ছোটো ছেলে বেবি লাবিবের গাওয়া দুটো ইংলিশ গান। ওর গানগুলোর যে দিকটা আমাকে বেশি আকৃষ্ট করে তা হলো ওর অডিও মিক্সিঙের স্কিল। একেকটা গানের জন্য প্রয়োজন মোতাবেক সে নিজের ৪/৫ ধরনের ভয়েস রেকর্ড করে, তারপর সেগুলো গানের রিদ্ম অনুযায়ী মিক্সিং করে। এমনকি, গিটারের টিউনও সে এভাবে মিক্সিং করে থাকে। শুধু তাই না, ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন অ্যাপস্ থেকে প্রয়োজনীয় টিউন বের করে ওটাও মোডিফাই করে মিক্সিং করে থাকে। যাদের অডিও মিক্সিঙের উপর অভিজ্ঞতা আছে, তারা হয়ত ওর গানগুলো শুনেই ওর কেরিকেচার সম্পর্কে কিছুটা ধারণা পাবেন, যদিও ওর স্কিল আপনাদের অনেকের চাইতেই অনেক কাচা বা দুর্বল হয়ে থাকবে।
এখানে একটা বোনাস গানও আছে। শুনে দেখা জরুরি না। এটা শুধু সুরটাকে ধরে রাখার একটা এফোর্ট।   
১
আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না - বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী
২
আকাশ জুড়ে বসে আছি, তাও কেন দেখছো না - ফাহমিদা নবী
৩
আজ আকাশের মন ভালো নেই - ব্লগার পাপন ও শম্পা
৪
তোমার পিছু পিছু - নিলয় ও দোলা
৫
বন্ধুরা তাড়িয়ে দিয়েছে - কথা, সুর ও কণ্ঠ : মিতুল দত্ত
৬
এক পলকের একটু দেখা - কিশোর দত্ত
৭
জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা - সাবিনা ইয়াসমিন
৮
দয়াল কী সুখ তুমি পাও - রফিকুল আলম
৯
Arctic Monkeys - Do I Wanna Know - Cover by Baby Labib
১০
Imagine Dragons - Radioactive - Cover by Baby Labib
বোনাস
দিশেহার মেঘ কোথায় চলেছে - কথা ও সুর : খলিল মাহ্মুদ
 ২৬ টি
    	২৬ টি    	 +২/-০
    	+২/-০  ২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৭
২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।
২|  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫১
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 
গানের সোনালী সময়ের সুন্দর বানী ও সুরে কিন্নর কণ্ঠী 
গায়কিাদের কণ্ঠে সুরের মায়াজাল ছড়িয়ে গেল। সংগ্রহে
রাখলাম পরবর্তীতে শোনার জন্য। আপনাকে আবারো
ধন্যবাদ গানগুলো আমাকে উৎসর্গ করার জন্য। 
আপনার বেবি লাবিব সংগীত জগহের উদিমান তারকা
একটু পরিচর্যাা করলে গানের ভূবনে রাজ করতে পারবে
বলে আমার বিশ্বাস। এই বয়সে তার সুরের মিক্সিং তাক
লাগাবার মতো। আশির্বাদ থাকলো তার আগামী সোনালী
দিনের। শুভরাত্রি
  ২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪২
২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু কিছু তারকা প্রাকৃতিকভাবেই গড়ে উঠবে, পরিচর্যা করতে গেলে নুইয়ে পড়তে পারে  বেবি লাবিব সম্ভাবনাময় তেমন তারকা। ওর ভেতর যতটুকু ট্যালেন্ট আছে, আমি চাই সেটা নেচারালিই বেড়ে উঠুক। তারপরও, যতটুকু নজর দেয়া দরকার, ইনশা'ল্লাহ, তা দেয়া হবে।
 বেবি লাবিব সম্ভাবনাময় তেমন তারকা। ওর ভেতর যতটুকু ট্যালেন্ট আছে, আমি চাই সেটা নেচারালিই বেড়ে উঠুক। তারপরও, যতটুকু নজর দেয়া দরকার, ইনশা'ল্লাহ, তা দেয়া হবে।
বেবি লাবিবের উদ্দেশে আপনার আন্তরিক মন্তব্য খুব ভালো লাগলো নূরু ভাই।
অনেক অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। শুভেচ্ছা রইল।
৩|  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫৪
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: সবটি শুনেছি । আবার শুনছি
  ২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪৩
২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবটি শুনেছেন জেনে ভালো লাগলো নেওয়াজ আলি সাহেব। শুভ কামনা।
৪|  ২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ৭:৫২
২৭ শে এপ্রিল, ২০২০  সকাল ৭:৫২
সোহানী বলেছেন: মেয়েকে নিয়ে গানগুলো শুনছিলাম। এ বিদেশ থাকা পোলাপানগুলা বাংলা গান না শুনতে শুনতে এর মর্ম বুঝে না। ওদের ওই ইংলিশ গান শুনতে শুনতে জীবন সারা...। যাহোক, তারপরও মেয়ে ভোট দিলো নিলয় ও দোলার গানটি সবচেয়ে ভালোলেগেছে।
আর বোনাসটাও ভালোলেগেছে।
  ২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:০৩
২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লাগলো এটা জেনে যে, মেয়েকে নিয়ে গানগুলো শুনেছেন। তবে, মেয়ের পছন্দ দেখে আমি অভিভূত হয়েছি। দোলা ও নিলয়ের গানটা ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে চ্যানেল আই-তে প্রচারিত একটা নাটকের গান, যেটার ট্রেইলার টিভিতে প্রচারিত হচ্ছিল আগে থেকেই, যেখানে এই গানটা দেখানো হতো। তখন থেকেই গানটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। ইউটিউবে পাওয়ার পর এ গানটা আমি অসংখ্যবার শুনেছি এবং এই অল্প সময়ে এত অধিক সংখ্যক বার অন্য কোনো গান শোনা হয়েছে কিনা, আমার মনে পড়ছে না। দোলার আরেকটা কভার সং আছে, পাঞ্জাবিওয়ালা। পাঞ্জাবিওয়ালার একটা ফানি রিমেইক দেখতে পারেন এখানে
আরেকটা বিষয় উল্লেখ না করে পারছি না। মেয়ে যে তার মায়ের চাইতেও অধিক মমতাময়ী ও উদারমনা, বোনাস গানটির প্রতি তার পক্ষপাতমূলক ভালো লাগা থেকেই তার প্রমাণ পাওয়া যায়  মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। এবং মা ও মেয়ে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি গানগুলো শোনার জন্য।
 মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। এবং মা ও মেয়ে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি গানগুলো শোনার জন্য।
৫|  ২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:২৯
২৭ শে এপ্রিল, ২০২০  দুপুর ১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
পাঞ্জাবিওয়ালা শুধুই বিনুদুন !!
খানসাবের দারুন পারফরমেন্স
অচিরেই রূপালী পর্দায় দেখা্র
অপেক্ষায় রইলাম। বাবরী চুল
ওয়ালার ভূমিকায় ভৃগুদাদাকেও 
আন্তরিক অভিনন্দন।
  ২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:১৮
২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। 
টিকেট বুকিং না দিয়া থাকলে জলদি বুকিং দিন
৬|  ২৭ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৪৬
২৭ শে এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:৪৬
সোহানী বলেছেন: পাঞ্জাবিওয়ালা গানের রিমেকে সুপার লাইক..........
  ২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:১৯
২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঞ্জাবিওয়ালা যে সুপারহিট, তা হাড়ে হাড়ে টের পাইতেছি 
৭|  ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৪৮
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১০:৪৮
প্রেক্ষা বলেছেন: বাব্বাহ!!!! এত্ত গান,কোনটা রেখে যে কোনটা শুনি...
  ২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২০
২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুধু প্রথমটা শুনলেও জীবন সার্থক হইয়া যাইব 
৮|  ২৮ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৫
২৮ শে এপ্রিল, ২০২০  সকাল ১০:৪৫
অন্তরন্তর বলেছেন: খলিল ভাই গানগুলো সুন্দর তবে পাঞ্জাবিওলা বেশি সুন্দর। শুভ কামনা।
  ২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২১
২৮ শে এপ্রিল, ২০২০  দুপুর ২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো দেখতে পাচ্ছি, পাঞ্জাবিওয়ালার জুড়ি নাই 
কেমন আছেন?
৯|  ২৮ শে এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫৯
২৮ শে এপ্রিল, ২০২০  বিকাল ৩:৫৯
মিরোরডডল  বলেছেন: "চলো দুজন স্বপ্ন দেখি
এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মতো
আনব যে ছিনিয়ে" ............... ফাহমিদা বাপ্পার খুব সুন্দর একটি গান
এটাও সুন্দর 
শেষ বিকেলে যাবো কোথায় বল তুমি ছাড়া
  ২৮ শে এপ্রিল, ২০২০  রাত ১০:০৬
২৮ শে এপ্রিল, ২০২০  রাত ১০:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনার দেয়া লিংকের গানটাও সুন্দর। আজই প্রথম শুনলাম। ধন্যবাদ কমেন্ট ও শেয়ারের জন্য।
১০|  ৩০ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:০০
৩০ শে এপ্রিল, ২০২০  দুপুর ১২:০০
মেহবুবা বলেছেন: এক জন ছিল গানচিল ,এটা দেখে তার কথা মনে পড়ছে।
  ০৩ রা মে, ২০২০  বিকাল ৪:৩৩
০৩ রা মে, ২০২০  বিকাল ৪:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানচিলের সাথে এই পোস্টে একবার বেশকিছু আলোচনা হয়েছিল। কয়েকদিন আগেই গানচিলের নাম স্মরণ করেছিলাম। ২০১৩ সালের পর তিনি আর ব্লগে এসেছেন বলে জানা নেই।
আপনাকেও অনেকদিন পর ব্লগে দেখলাম আপু। আশা করি ভালো আছেন।
১১|  ০২ রা মে, ২০২০  রাত ১০:৩১
০২ রা মে, ২০২০  রাত ১০:৩১
মিরোরডডল  বলেছেন: কি অবস্থা ধুলো কেমন আছে
একটা গান দিয়ে গেলাম
  ০৩ রা মে, ২০২০  বিকাল ৪:৩৪
০৩ রা মে, ২০২০  বিকাল ৪:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটু ব্যস্ত ছিলাম। আবার আজকে এলাম। ধন্যবাদ খোঁজ নেয়ার জন্য। 
লিংকের গানটা ভালো।
১২|  ০৩ রা মে, ২০২০  বিকাল ৪:৪০
০৩ রা মে, ২০২০  বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ০৪ ঠা মে, ২০২০  রাত ১:১৬
০৪ ঠা মে, ২০২০  রাত ১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই +
১৩|  ০৫ ই মে, ২০২০  রাত ১০:৫৩
০৫ ই মে, ২০২০  রাত ১০:৫৩
মেহবুবা বলেছেন: অনেক গুনী করিৎকর্মা ব্লগারদের দেখা পেয়েছি সেইসব দিনে।
গানের জন্য গানচিল। ছবির জন্য একজন ছিল রানা আর ফুলের জন্য রাজামশাই ।
আরিফ জেবতিক, পারভেজ, সুরঞ্জনা  ,নুশেরা অনেকেই কত ভাল লিখত।
এখনো হয় তো আছে আমার দেখা হয়  না ব্লগ।
  ০৬ ই জুলাই, ২০২০  দুপুর ২:১৭
০৬ ই জুলাই, ২০২০  দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই সময়ের অনেক গুণী ব্লগারই এখন আর ব্লগে নেই। ধন্যবাদ আপু মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১:৪৯
২৭ শে এপ্রিল, ২০২০  রাত ১:৪৯
রাজীব নুর বলেছেন: প্রতিটা গান সুন্দর।