নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির দিন || শুভ জন্মদিন প্রিয় বিদ্রোহী

২৫ শে মে, ২০২০ রাত ১২:৫৩

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ইদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

সবাইকে পবিত্র ইদ-উল ফিতরের শুভেচ্ছা - ইদ মোবারক। আর শুরুতেই এই ঐতিহ্যবাহী গানটি শুনে নিন এই লিংকে ক্লিক করে - রমজানের ঐ রোজার শেষে

শুভ জন্মদিন বাংলার বিদ্রোহী - কাজী নজরুল ইসলাম। আজকের পোস্ট নজরুলের নির্বাচিত কয়েকটা গান নিয়ে। যদি অডিও ডাউনলোড করতে চান, তাহলে আমার অনেক আগের এই লিংকটাতে ক্লিক করুন - আমার নজরুলগীতি সংগ্রহ। নজরুলগীতির মিউজিক ভিডিও'র জন্য এখানে ক্লিক করুন - নজরুলগীতির মিউজিক ভিডিও

এগুলো আমার নির্বাচিত সেরা ভার্সনের গান। অর্থাৎ, ধরুন 'রমজানের ঐ রোজার শেষে' যত শিল্পী গেয়েছেন, বাছাই করে আমি সেরাটা (আমার মতে যেটি সেরা) আমার সংগ্রহে রেখেছি। একই শিল্পীর আবার একাধিক ভার্সনও রয়েছে, প্রথম রেকর্ড, পরবর্তীতে লাইভ কনসার্ট কিংবা নতুন রেকর্ড- সেটা ভালো লেগেছে সেটা আমার কাছে রেখেছি। যদি সবগুলোই ভালো লেগে থাকে, আমি সবগুলোই রেখে দিয়েছি।

নজরুলগীতিতে আমার ফার্স্ট চয়েস অজয় চক্রবর্তী, বিশেষত তার রাগপ্রধান ভার্সনগুলোর জন্য। সেকেন্ড চয়েস মানবেন্দ্র। এরপর ফিরোজা বেগম, অনুপ ঘোষাল, রুনা লায়লাসহ আরো অনেকের নামই বলা যায়।

আমি ইন্ডিয়া যাওয়ার পর মোবাইলে ইউটিউব দেখছিলাম। হঠাৎ একটা নজরুলগীতি পপ-আপ করে- আমার আপনার চেয়ে আপন যে-জন - শিল্পীর নাম অন্বেষা। আমি মুগ্ধ হয়ে গেলাম এ গানটা শুনে। বেশ কয়েকদিন ধরে শুধু এ গানটাই শুনেছি। শিল্পী হলেন জি-বাংলার একটা গানের অনুষ্ঠানের চ্যাম্পিয়ন। আগে তার দু-একটা সিকোয়েল দেখেছি বলে মনে পড়ে। কিন্তু অন্বেষার এ গানটায় আমি পাগল হয়ে গেলাম। আমার খুব আফসোস হলো- বাংলাদেশের কোনো শিল্পী এমন একটা গান গাইতে পারলো না? এর অনেকদিন পর বাংলাদেশে গানবাংলা চ্যানেল দেখছি। দেখি - আমার আপনার চেয়ে গানটা হচ্ছে। শিল্পীকে চিনি না- নাম লুইপা। কোন দেশী শিল্পী তা নিয়ে খটকায় পড়ে গেলাম। কিন্তু, লুইপার গানে আমি আরো অনেক বেশি অবাক ও মুগ্ধ হলাম। অন্বেষার চাইতেও লুইপা অনেক ভালো গেয়েছে। কে এই লুইপা। খোঁজ নিয়ে জানলাম- সে বাংলাদেশেরই মেয়ে। সেরাকণ্ঠের শিল্পী। এ পোস্টে দুটো গানই দেয়া হয়েছে।

এবারের এ পোস্টটা আমার প্রিয় ব্লগার ডার্কম্যানের জন্য উৎসর্গ করলাম। শুরুতে বা শেষে বোল্ড করে নাম উল্লেখ করলাম না সামান্য রহস্য সৃষ্টি করার জন্য, দেখি তার চোখে তার নিজের নিকনেইমটা চোখে পড়ে কিনা। আর কার কার চোখে ডার্কম্যান ধরা পড়লো, পারলে কমেন্টে জানান দিয়েন

নির্বাচিত শিল্পীর গানের জন্য :

১। ফিরোজা বেগম

২। অনুরাধা পাড়োয়াল

৩। রুনা লায়লা - নজরুলগীতিসহ সব ধরনের গান

৪। অজয় চক্রবর্তী

৫। মানবেন্দ্র মুখোপাধ্যায় - সবগুলো গান এই চ্যানেলে নাই

৬। পায়েল কর

৭। অনুপ ঘোষাল


এবার নির্বাচিত গানের লিংক


আমার আপনার চেয়ে আপন যে জন - লুইপা


আমার আপনার চেয়ে আপন যে জন - অন্বেষা


ভুলিতে পারি নে তাই - রুনা লায়লা


সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে - অজয় চক্রবর্তী


উচাটন মন ঘরে রয় না - অজয়


যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই - অজয়


মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা - মনোময় ভট্টাচার্য


তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - মাধুরী চট্টোপাধ্যায়


এত জল ও-কাজল চোখে - আঙুরবালা দেবী

১০
পরজনমে যদি আসি এ ধরায় - এ হান্নান

১১
সে চলে গেছে বলে কি গো স্মৃতিটি হায় যায় ভোলা - পায়েল কর

১২
অঞ্জলি লহ সঙ্গীতে মোর - অনুরাধা পাড়োয়াল

১৩
হারানো হিয়ার নিকুঞ্জ পথে - অনুরাধা

১৪
শুকনো পাতার নূপুর পায়ে - অনুরাধা

১৫
মোমের পুতুল মমির দেশের মেয়ে - অনুরাধা

১৬
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই - অনুরাধা

১৭
মোর ঘুমঘোরে এলে মনোহর - অনুরাধা

১৮
চমকি চমকি ধীর ভীরু পায় - অনুরাধা

১৯
এই রাঙামাটির পথে লো - অনুরাধা

২০
আমি চিরতরে দূরে চলে যাব - অজয়

২১
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে - মান্না দে

২২
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় - সতীনাথ মুখোপাধ্যায়

২৩
তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা - অনুপ ঘোষাল

২৪
মোর প্রিয়া হবে এসো রানি - মানবেন্দ্র মুখোপাধ্যায়

২৫
বসিয়া বিজনে কেন একা মনে - পায়েল কর

২৬
শূন্য এ বুকে পাখি মোর আয় - অজয় (ধীর লয়)

২৭
শূন্য এ বুকে পাখি মোর আয় - অনুপ ঘোষাল

২৮
শূন্য এ বুকে পাখি মোর আয় - পায়েল কর (ধীর লয়)

২৯
কোন কূলে আজ ভিড়লো তরী - পায়েল কর

৩০
মোর ঘুমঘোরে এলে মনোহর - ফিরোজা বেগম

৩১
আমার গানের মালা আমি করবো কারে দান - অনুপ ঘোষাল

৩২
আমার গানের মালা আমি করবো কারে দান - ফিরোজা বেগম

৩৩
মোরা আর জনমে হংসমিথুন ছিলাম - ফিরোজা বেগম

৩৪
আমি চিরতরে দূরে চলে যাব - ফিরোজা বেগম

৩৫
চমকি চমকি ধীর ভীরু পায় - ফিরোজা বেগম

৩৬
আমি যার নূপুরের ছন্দ - ফিরোজা বেগম

৩৭
শুকনো পাতার নূপুর পায়ে - ফিরোজা বেগম

৩৮
মোর ঘুমঘোরে এলে মনোহর - ফিরোজা বেগম

৩৯
দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিণী - স্বরলিপি

৪০
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই - মানবেন্দ্র

আবারও ইদের শুভেচ্ছা

ইদ মোবারক


মন্তব্য ৬৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

২৫ শে মে, ২০২০ দুপুর ১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২| ২৫ শে মে, ২০২০ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন আমার পছন্দের গান গুলোই আপনি বেছে বেছে নিয়ে নেন?

২৫ শে মে, ২০২০ দুপুর ১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। পছন্দের মিল হওয়া তো বিরাট ব্যাপার :)

৩| ২৫ শে মে, ২০২০ রাত ১:২১

রাকু হাসান বলেছেন:

আমি ভেবে পাই না কিভাবে সম্ভব মাত্র ১০-১৫ মিনিটের ব্যবধানে এত সুন্দর,কালজয়ী গান লিখতে পারেন। ও ..মোর রমযানেরও রোযার শেষে ...যত শুনি ততই শুনতে মন চাই। জন্ম দিন উপলক্ষ্যে আমি নজরুল নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করলাম। মাত্র শেস করলাম। এখন বাকি এডিটিং এর কাজ। কাল দিতে পারবো ইনশাআল্লাহ্ । পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। কাজী নজরুল জন্ম দিন প্রতিদিন পালন করা হয় । 8-| তবু জানাই জন্ম দিনের শুভেচ্ছা ।আপনি আছেন আমাদের মাঝে । হাজারো বছর থাকবেন যত দিন আমরা (বাঙালিরা আছি) অনন্ত। পরপারে ভাল থাকুন।

২৫ শে মে, ২০২০ দুপুর ১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর রাকু হাসানকে ব্লগে দেখে ভালো লাগছে। আপনার ব্লগ ঘুরে এলাম, নতুন পোস্ট এখনো আসে নাই।

নজরুল ছিল জন্মগতভাবেই একজন ট্যালেন্টেড কবি। তাই তার পক্ষে স্বল্প সময়ে অগ্নিঝরা কালজয়ী কবিতা আর গান লেখা সম্ভব ছিল। এমন প্রতিভা বিরল।

ধন্যবাদ রাকু হাসান।

৪| ২৫ শে মে, ২০২০ রাত ১:২২

শায়মা বলেছেন: ডার্কম্যানভাইয়ুর নাম খুঁজে পাইনি। মানে বোল্ড করে পাইনি। গানগুলো শুরু আগে তোমার উৎসর্গের কথা লেখার মাঝেই পেয়েছি! :)

২৫ শে মে, ২০২০ দুপুর ২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ নামটা পোস্টের শুরু বা শেষে দিই নি ইচ্ছে করেই। ওটা পাওয়ার জন্য পুরা পোস্ট পড়ার দরকার :) হ্যাঁ, এটা যে আপনি পেয়েছেন তা তার নাম উল্লেখ থেকেই বোঝা গেছে :)

৫| ২৫ শে মে, ২০২০ রাত ১:২৯

ডার্ক ম্যান বলেছেন: কেন আমাকে উৎসর্গ করেছেন। বুঝতে পেরেছি। একদিন হয়তো আপনার সামনে আচমকা হাজির হব।
ভাল থাকবেন।

২৫ শে মে, ২০২০ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে পড়ে, একবার আমার একটা কবিতা ('অন্বেষা' থেকে) এই ব্লগে শেয়ার করেছিলেন। বিভিন্ন পোস্টে আমার নাম উল্লেখ করে আমাকে অনেক ঋণীই করে ফেলেছেন। আপনাকে উৎসর্গ করার মধ্য দিয়ে সেই ঋণ কিছুটা শোধ করলাম, যদিও কোনো ঋণই কোনোদিন শোধ করা যায় না।

৬| ২৫ শে মে, ২০২০ রাত ১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে ধন্যবাদ কবি নজরুল নিয়ে লিখার জন্য

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি সাহেব।

৭| ২৫ শে মে, ২০২০ রাত ১:৩৯

আখেনাটেন বলেছেন: আমার কাছে মোহাম্মদ রফির নজরুল গীতি অসাধারণ লাগে........... :D

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোহাম্মদ রাফিও অসাধারণ গায়ক। আপনার লিংকের গানগুলো আমার অডিও সংগ্রহে আছে। তার গাওয়া আজি মধুর বাঁশরী বাজে, আলগা করো খোঁপার বাঁধন এবং উচাটন মন - এই তিনটা আমার কাছে সেরা মনে হয়েছে এবং আমি ভিডিও করেছি শুধু উচাটন মন গানটার।

ধন্যবাদ আখেনাটেন ভাই।

৮| ২৫ শে মে, ২০২০ রাত ১:৫৪

রুদ্র নাহিদ বলেছেন: প্রিয়তে রাখার মতো কালেকশন।

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রুদ্র নাহিদ।

৯| ২৫ শে মে, ২০২০ রাত ২:০৭

ওমেরা বলেছেন: সুইডেনে আসার পর এই গানটাতেই ঈদের আনন্দ অনুভব করতাম , গানটা খুব ভালো লাগে।

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি সুইডেনে সুস্থ ও নিরাপদ আছেন। ধন্যবাদ ওমেরা।

১০| ২৫ শে মে, ২০২০ রাত ৩:৩০

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মদিনে যথার্থ শ্রদ্ধার্ঘ্য!!

আপনাকে ঈদের শুভেচ্ছা রইলো। শুভকামনা সতত!!

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যথাদিনে শ্রদ্ধার্ঘ্য জানাতে পেরে ভালো লাগছে। আপনার কমেন্টে তার উল্লেখ দেখে আরো ভালো লাগলো।

ধন্যবাদ আপু।

১১| ২৫ শে মে, ২০২০ ভোর ৫:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার ভাললাগে অনুপ ঘোষালের কন্ঠে নজরুল গীতি।ইদানীং খুব কমলোকে শুনে।ঈদের শুঙেচ্ছা

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনুপ ঘোষালের বেশ কয়েকটা লিংক দেয়া আছে। আশা করি দেখেছেন।

ধন্যবাদ আপনাকে।

১২| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:৩০

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ভাইয়া।

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা ইসিয়াক ভাই।

১৩| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:

২৫ শে মে, ২০২০ বিকাল ৩:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় এম এ আলী ভাই, আপনার সম্পর্কে জানতে পেরেছি অন্য একটা পোস্টে আপনার কমেন্ট থেকে। আলহামদুলিল্লাহ যে আপনি এখন সুস্থ আছেন। আপনার জন্য দোয়া করি, আপনি নীরোগ থাকুন পরিবারের সবাইকে নিয়ে।

১৪| ২৫ শে মে, ২০২০ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভাইজান...

যা খুঁজছিলাম অবশেষে পেলাম।
আজ খুশির ঈদের সাথে জাতীয় কবির জন্মদিন।
যদিও করোনায় আক্রান্ত বিশ্বে কোন কিছূই আর স্বাভাবিক পালিত হচ্ছে না, তবু স্মরণেতো বাঁধা নেই।
আপনার দারুন পোষ্টে এক সাথৈ অনেক কিছু পেলাম।

গুগলও জাতীয় কবির সম্মানে জন্মদিনে দারুন এক ডুডল করেছে- দেখেই মনটা ভাল হয়ে গেল :)




২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দ্বিতীয় বিদ্রোহী। যা খুঁজছিলেন, অবশেষে আপনাকে তা দিতে পেরেছি- আমার কাছে এ আনন্দ অনেক বড়ো।

হ্যাঁ, গুগলের ডুডলটা দেখেছি আজ সকালেই। ভালো লাগলো এটাতেও। নজরুল আমাদের কাছে যতটা প্রচারিত ও পঠিত, আদৃত হবার কথা ছিল, আমার মতে ততখানি হয় না/হচ্ছে না। এদিকটায় আরেকটু দৃষ্টি দেয়ার দাবি রাখে আমি মনে করি।

সুন্দর কমেন্টে ভালো লাগা রইল এবং আবারো ইদের শুভেচ্ছা।

১৫| ২৫ শে মে, ২০২০ সকাল ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক প্রিয় সাজ্জাদ ভাই।

১৬| ২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
করোনা ভাইরাস সারা জীবন থাকবে না।
মানুষ থাকবে।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই সত্য কথা সাজ্জাদ ভাই। ভালো থাকবেন।

১৭| ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:৩৭

ভুয়া মফিজ বলেছেন: অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। :)

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার মফিজ। ইদ মোবারক।

১৮| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

কল্পদ্রুম বলেছেন: আমার আপনার চেয়ে আপন যে জন–গানটি আমার বায়ো-তে লেখা আছে।অন্বেষা গলায় খুব ভালো লাগে।তবে ফিমেল ভোকালে কৌশিকির টাই বেশি পছন্দ।মেল ভোকালে পৃথ্বিরাজের ভার্সনটা ভালো লাগে।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনার প্রোফাইলে গিয়ে দেখে আসলাম কথাটা।

পৃথ্বীরাজের গানটা শুনে এলাম। পৃথ্বীরাজের কণ্ঠ ও গায়কী খুব ভালো। তাঁকে নিয়ে ছোটো একটা গল্প আছে। ক্লোজআপ-১ প্রতিযোগিতায় ঋতুরাজ নামক এক প্রতিযোগীর 'পরদেশী মেঘ' গান শুনে আমি অভিভূত হয়ে যাই। ঋতুরাজের পরিচয় জানতে চেয়ে ফেইসবুকে স্টেটাস দিলে পৃথ্বীরাজ আমাকে মেসেঞ্জারে জানান ঋতুরাজ তারই ছোটোভাই। ছোটোভাইকে তিনিই গানের ব্যাপারে তালিম দিয়ে থাকেন। ঋতুরাজের বড়ো ভাই হিসাবে তাঁর ছিল কত গর্ব!
পৃথ্বীরাজের হঠাৎ মৃত্যুতে চমকে গিয়েছিলাম। একান্ত আকস্মিক এবং অপ্রত্যাশিত।
পৃথ্বীরাজ বেঁচে থাকবেন তাঁর গানে।

আমার আপনার চেয়ে আপন যে-জন - কৌশিকীও ভালো গেয়েছেন। তাঁর একটিমাত্র গানই আমার সংগ্রহে আছে।




ধন্যবাদ কল্পদ্রুম মতামত শেয়ার করার জন্য। শুভেচ্ছা।

১৯| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

কল্পদ্রুম বলেছেন: কোথাও পড়েছিলাম তিনি নিজ স্টুডিও তে একা অচেতন হয়ে পড়েছিলেন।তার মৃত্যুটা খুবই অকস্মাৎ ছিলো।তার গলাতে 'আমি চিরতরে চলে যাবো তবু আমারে দেবো না ভুলিতে' এই গানটাও প্রায়ই শোনা হয়।ক্লোজ আপ ওয়ানের অডিশন পর্বে ঝোপের মত ঝাকড়া চুলের ঋতুরাজের কথাও মনে আছে।

২৫ শে মে, ২০২০ রাত ৮:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি চিরতরে দূরে চলে যাব - পৃথ্বীরাজের কণ্ঠে এখন বাজছে ইউটিউবে। সুন্দর কিছু ইম্প্রোভাইজেশন আছে এ গানটায়। ভালো লাগছে। পৃথ্বীরাজের যে ক'টা গান শুনেছি, ভালো দিক হলো কোথাও সুর কাটে নি এবং বিন্দুমাত্র ক্র্যাক নেই।

তার মৃত্যুর ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন: আমার প্রিয় কিছু গান যেগুলো আমি নজরুল গীতি বলেই জানতাম কিন্তু আজ ধুলোর লেখার লিংক সুত্র ধরেই জানলাম যে এ গানগুলোর সুরকার গীতিকার অন্য কেউ ।

কেন হয়েছিল শুরু হবে যদি অবসান

হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী

থ্যাংকস ধুলো ।

২৫ শে মে, ২০২০ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, গানচিলের বদৌলতে অনেক ভুল ধারণা শোধরানো গেছে ঐ পোস্টে।

২১| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: প্রিয় কবির জন্মদিনে এ এক অনন্য অর্ঘ্যদান! প্রিয়তে নিলুম! অবসরের সঙ্গী হবে!

২৫ শে মে, ২০২০ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।

২২| ২৫ শে মে, ২০২০ রাত ৯:৩৪

শের শায়রী বলেছেন: নজরে পড়ছে ডার্কম্যানের নাম :)

সোনাবীজ ভাই এবং তার পরিবারকে ঈদের শুভেচ্ছা। আর নজরুলের ভজন আমার খুব প্রিয়। অবশ্যই আপনি শুনছেন। আপনার জন্য হিন্দি ভজন দিয়ে গেলাম।

ভালো থাকুন। সুস্থ্য থাকুন প্রিয় ভাই

২৫ শে মে, ২০২০ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রীত হলাম শের শায়রী ভাই মিস্টার ডার্কম্যানের নাম আপনার চোখে পড়েছে জেনে :) শুভেচ্ছা ও অভিনন্দন।

স্যরি, নজরুলের ভজন আমার শোনা হয় নি। বাই চান্স কখনো শুনে থাকলেও মনে করতে পারছি না। আপনার লিংক বাজছে। ভালো লাগছে।

আপনি ও আপনার পরিবারের জন্যও রইল ইদের শুভেচ্ছা।

২৩| ২৬ শে মে, ২০২০ দুপুর ২:০৬

ডার্ক ম্যান বলেছেন: গতকাল আপনার চমকে ভয় পেয়ে গিয়েছিলাম । ভাল থাকবেন ।

২৬ শে মে, ২০২০ রাত ৮:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা

আপনিও ভালো থাকবেন

২৪| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২২

মিরোরডডল বলেছেন: ধুলো , এসময়ের গানে সেরকম ভালো কিছু পাইনা ।
এইটা ভালো লেগেছে । আজই প্রথম শুনলাম । শেয়ার করে গেলাম ।
অন্তরাতে ফিমেইল ভোকালটা সুন্দর ।

আমি নেই আমাতে

২৬ শে মে, ২০২০ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইমরানের গলা ভালো। ওর মিউজিক ভিডিও আমার পিসিতে কয়েকটা আছে ডাউনলোড করা। আপনার দেয়া লিংকের গানটারও দেখলাম দুটো ভিডিও আছে সঙ্গীতা থেকে।

ফুয়াদের রেন্ডিশনে ইমরান নীচের গানটা খুব ভালো গেয়েছেন।

২৫| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২০

মিরোরডডল বলেছেন: ইন্টারেষ্টিং ! আমি ফুয়াদের নিটোল পায়ের অডিওটা শুনেছি কিন্তু ভোলাক কার সেটা জানা ছিলোনা ।

ফুয়াদের এই গানটা ভালো লাগে । মিউজিক কম্পোজিশন, স্পেশালি বাঁশিটা অসাধারণ !

তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়

২৭ শে মে, ২০২০ রাত ৮:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিটোল পায়ে'র প্রথম শিল্পী রাজিব।

'তুমিহীনা' আমার খুবই প্রিয় একটা গান।

বলো তুমি এমন কেন
একবার এসে দেখে যাও
যদি এসে চলে যাও
আমি আছি যাব না কোথাও



এর একটা সেকেন্ড ভার্সন আছে, ফাইরুজ নামক এক শিল্পীর। গানটা খুব পপুলার হয়েছে। কিন্তু এ ভার্সনটা আমার কাছে চরম বিরক্তিকর মনে হয়। সহ্য করার অনেক চেষ্টা করেছি, কিন্তু যত চেষ্টা করি ততই বিরক্ত হই। ফাইরুজের ভয়েসটাকে আমার টোটালি আর্টিফিশিয়াল মনে হয়েছে।

২৬| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন: ***ভোকাল***

২৭ শে মে, ২০২০ রাত ৮:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

২৭| ২৭ শে মে, ২০২০ রাত ৯:০২

বিজয় নিশান ৯০ বলেছেন: নজরুলের ইসলামিক গান নজরুল

২৭ শে মে, ২০২০ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নজরুলের হাতে বাংলায় ইসলামি গান বিকাশ লাভ করে।

২৮| ২৭ শে মে, ২০২০ রাত ৯:৩১

মিরোরডডল বলেছেন: হ্যাঁ ধুলো, ফুয়াদের করা গানের মধ্যে তুমিহীনা বেস্ট । ধুলোর করা ভিডিওটা ভালো হয়েছে । মালবিকা মেয়েটা সুন্দর ।

ডেফিনিটলি অরিজিনাল সিমিনেরটা সবচেয়ে ভালো ।
আই হ্যাভ নো আইডিয়া হাউ কুড ইট বি পসিবল ! ফাইরুজেরটা কেমন করে পপুলার হয় । ওটাতো পুরোই একটা এলার্জি । নট অনলি ইরিটেটিং ভোকাল, সুরটাই চেঞ্জ করে দিয়েছে । এই অপকর্মটা অবশ্য ফুয়াদ নিজেই করেছে । ট্রুথ ইজ, আই ক্যান্ট স্ট্যান্ড দিজ ওয়ান ।

২৭ শে মে, ২০২০ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি একটু স্বস্তি বোধ করছি এজন্য যে, ফাইরুজের গানটার ব্যাপারে আপনার আর আমার মতামত অভিন্ন। আমি একটা কমেন্ট করেছিলাম ফাইরুজের থ্রেডে, ওটা এখন আর দেখছি না, নিশ্চয়ই ডিলিট করে দিয়েছে। সিমিনের গানটা আমি প্রায়ই শুনি। উপরের কমেন্টে উদ্ধৃত লাইনগুলো খুবই প্রিয় এবং এ অংশটা যেখানে গাওয়া হয়, ওখানটা আমার ভালো লাগে বেশি।

২৯| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৩১

মিরোরডডল বলেছেন: ধুলো, সেইম হিয়ার । এই গানটা আমার রেগুলার শোনা হয় । অফিস যাওয়া আসার সময় ড্রাইভে মাস্ট । আমাদের এখানে লকডাউন একটু ইজ করায় বাসায় থেকে অফিস করলেও আমি মাঝে মাঝে যাই । আজও গিয়েছিলাম ।
গানের এই কথাগুলো আমারও খুবই প্রিয় । নিজের সাথে কোররিলেট হয়ে যায় ।

আচ্ছা ধুলো কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি ?

০১ লা জুন, ২০২০ রাত ৮:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে

৩০| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৩৩

মিরোরডডল বলেছেন: নাহ আজ থাক । রাত ২.৩০ টা বাজে । আই’ড বেটার গো ।
সকালে অফিস আছে ।

০১ লা জুন, ২০২০ রাত ৮:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিক আছে

৩১| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:২৯

মিরোরডডল বলেছেন: এতদিন পর এসে, ঠিক আছে ?
ওকে ঠিক আছে । :)

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাবছিলাম, 'ঠিক আছে' না বলে অন্য কী বলা যায়

৩২| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:০৮

কবীর হুমায়ূন বলেছেন: প্রিয়তে রাখলাম। মাঝে মাঝে চোখ বন্ধ করে শুনার জন্য। সুন্দর কালেকশন। শুভ কামনা সোনাবীজ।

২৮ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানগুলো প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ কবীর হুমায়ুন ভাই। শুভেচ্ছা। দেরিতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.