|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি বললাম, ‘দেবে?’
তুমি বললে, ‘কাল।’
তুমি বললে, ‘নেবে?’
আমি বললাম, ‘ছিল।’
আমি বললাম, ‘আছে?’
তুমি বললে, ‘নেই।’
তুমি বললে, ‘দেবে?’
আমি বললাম, ‘কাল।’
আমি বললাম, ‘নেবে?’
তুমি বললে, ‘ছিল!’
তুমি বললে, ‘আছে?’
আমি বললাম, ‘নেই।’
আমি বললাম, ‘দাও’
তুমি বললে, ‘যাহ্!’
৯ আগস্ট ২০০৮
 ৪৬ টি
    	৪৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৪৩
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিগান এরকম কিনা আমি জানি না, কারণ, কবিগান শুনি নাই। সিনেমা-গল্পে যা দেখি, সে অনুযায়ী কবিগান অন্যরকম।
২|  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৫০
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন: 
গ্রামে, ২ কবি বিবিধ ভুমিকায় অভিনয় করে, পদ্যে  পরস্পরের সাথে কথা বিনিময় করেন।
  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৫৭
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলা থেকেই বইপুস্তকে কবিয়ালদের গান বা কবিগানের কথা শুনে এসেছি। জারিগান, বয়াতীগান অনেক শোনা হলেও কবিগান শোনার সুযোগ হয় নি। 
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৩|  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:১০
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:১০
ডার্ক  ম্যান বলেছেন: আমি বললাম টক্কর 
তুমি বললে , মাথায়  চক্কর 
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৪
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। আপনি ভালোই বলেছেন 
৪|  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:১৪
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যাটে আর বলে মনে হয় সংযোগ হচ্ছে না। উভয়েরই প্রশ্ন না করে দিয়ে দিলেই বা নিয়ে নিলেই ল্যাঠা চুকে যেত। তবে সে ক্ষেত্রে এরকম সুন্দর একটা কবিতা কবি লিখতে পারতেন না। তাই যা হয়েছে ভালই হয়েছে।  কথা কম কাজ বেশী হওয়া উচিত।   
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৫
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ব্যাটে আর বলে মনে হয় সংযোগ হচ্ছে না। উভয়েরই প্রশ্ন না করে দিয়ে দিলেই বা নিয়ে নিলেই ল্যাঠা চুকে যেত। অনেক সুন্দর একটা কথা বলেছেন। বিরাট ধন্যবাদ নিন। শুভেচ্ছা।
৫|  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:৫৬
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: পড়তে তো মজাই লাগলো।
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৬
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগলো রাজীব ভাই। শুভেচ্ছা।
৬|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১২:৪৯
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১২:৪৯
ইল্লু বলেছেন: সবকিছু বলা নেই-অনেককিছুই বলা যায় না।
সুন্দর
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৫৯
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
সবকিছু বলা নেই-অনেককিছুই বলা যায় না। সুন্দর বলেছেন। শুভ কামনা।
৭|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ২:১৪
০৫ ই আগস্ট, ২০২০  রাত ২:১৪
লরুজন বলেছেন: তুমি বললে, ‘যাহ্!’
তুমিডা কেডাগো?
আফনে ফ্রেমে ফরছুইন গো বুঝছি
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:০১
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাহ! কী যে লেখেন নজরুল ভাই।
'যাহ্' একটা মিষ্টি ধমক 
৮|  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৩২
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ ভারি রোমান্টিক তো!
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৩৩
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার বিএম বরকতউল্লাহ ভাই। শুভেচ্ছা।
৯|  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৫০
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ৯:৫০
মিরোরডডল  বলেছেন: 
হা হা হা......অনেক কিউট
ইটস অল আবাউট লাভ
আদর আদর আর আদর
অল্প শব্দে খুব সুন্দর অভিব্যক্তি   
 
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ১০:০১
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডুলু এত সকালে/রাতে!!!
১০|  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ১০:০৫
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ১০:০৫
মিরোরডডল  বলেছেন: 
সকালও না, রাতও না । দুপুর এখন ।
এটাতো ২০০৮ এর লেখা । এখন কেনো ধুলো এরকম লেখেনা   
 
  ০৫ ই আগস্ট, ২০২০  সকাল ১০:১৬
০৫ ই আগস্ট, ২০২০  সকাল ১০:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহ্ পাগলাই ভালো জানেন
১১|  ০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ১:১০
০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ১:১০
মৃত্যুঞ্জয় বণিক বলেছেন: অনেক ভালো লাগলো।
  ০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ১:১৯
০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয় বণিক। শুভেচ্ছা।
১২|  ০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ২:০৪
০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ২:০৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা কবিতা খুবই ভালো কিন্তু লরুজনের মন্তব্য আরও ভালো। সে যাইহোক মজার পাগলা।
  ০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ২:১১
০৫ ই আগস্ট, ২০২০  দুপুর ২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা খুবই ভালো জেনে ভালো লাগলো প্রহর। শুভেচ্ছা।
১৩|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৮:২৯
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৮:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো। সাড়ে চুয়াত্তর ভাইয়ের সঙ্গে বলি,ব্যাটে বলে সংযোগ হচ্ছে না। হেহেহে...
শুভেচ্ছা নিয়েন প্রিয় ভাই।
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:১৪
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাই ঠিক কথাটাই বলেছেন, আর তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আপনিও সঠিক কাজটিই করেছেন প্রিয় পদাতিক ভাই 
আপনিও শুভেচ্ছা নিয়েন।
১৪|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:১৭
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: আচ্ছা, চক্র এবং চক্কর কি একই জিনিস না?
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৪৪
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যুৎপত্তিগত দিকটা আমার জানা নাই। এমনও হতে পারে - চক্র < চক্বর। শব্দ দুটোর অর্থ একই বলে জানি। শুদ্ধ ভাষায় চক্র, আর আঞ্চলিক বা কথ্য ভাষায় চক্বর বলতাম, যদিও চক্বর শব্দটা এখন শুদ্ধ বা প্রমিত শব্দ।
চল, বাজার থেকে এক চক্বর ঘুরে আসি।
কয় চক্বর দিলি? (কয়বার গেলি আর আসলি?) (ইংরেজিতে ল্যাপ)
সে চক্রাকারে ঘুরতেছে 
চক্র মানে ঘুরে আগের জায়গায় আসা। ইংরেজিতে সাইকেলস বললেই বুঝবেন। জীবনচক্র। কিন্তু জীবন চক্বর না।
চক্বর অর্থ আবার মাথা ঘোরানো। মাথায় চক্বর দিয়েছে। ডিজিনেস। মাথা ঘুরে পড়ে যাওয়া। পাজল্ড হওয়া। চোখে সর্ষে ফুল দেখা 
এগুলোর আরো অনেক অর্থ আছে, মাত্র ২/৩টা বলা হলো। 
১৫|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৫৫
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৫৫
মিরোরডডল  বলেছেন: 
ধুলো আমি যেটা বলেছি ওটা কি ট্রু অর ফলস ?
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৫৯
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনটা? উপরে যেয়ে তো কোনো প্রশ্ন পেলুম না
১৬|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:০৪
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:০৪
মিরোরডডল  বলেছেন: 
ওই যে আমি বললাম এই লেখাটা আদর নিয়ে
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:১১
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূল রহস্যটা এখানে কিছুটা ক্লিয়ার করা হয়েছে। তবু অনেকটাই আবার অনিশ্চয়তার মধ্যে আছে। আমি এটা লেখার সময় অনেকগুলো অপশন মাথায় রেখেই লিখেছিলাম। এটা বিভিন্ন সময় এডিট করা হয়েছে। একবার আরো অনেক লম্বা হয়ে গিয়েছিল, ওয়ার্ডিংও অন্যরকম ছিল, কিন্তু প্রতিবারই ভাবার্থ ভিন্নতর ছিল। এখানে যেমন গভীর কিছু ভাবের কথা আছে, আবার চটুল কিছু অর্থও করা যায়। পাঠকের স্বাধীনতা।
১৭|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:২৫
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:২৫
মিরোরডডল  বলেছেন: 
লিংকটা পড়লাম । হুম আমি যা বললাম তাইতো । এখানেতো আদর কেই বোঝানো হচ্ছে আই মিন নারী পুরুষে আদর বলতে যা বোঝায় । আরতো ভেঙ্গে বলতে পারবোনা   
 
আমার গেজ হয়েছে কি হয়নি ধুলো বলেনা কেনো   
 
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:২৮
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হইছে
১৮|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৩৬
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৩৬
মিরোরডডল  বলেছেন: 
আমার কিন্তু এটা অনেক ফান হয় যখন দেখি কেউ এক লাইনের কমেন্ট দিলো আর ধুলো তখন এমন ব্রিফ দিবে যে সে ভয় পাবে ।
রাজীবের মাথা এখন চক্কর দিবে   
 
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৪২
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ডুলুর কমেন্টটা কিউট ছিল
১৯|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫০
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫০
মিরোরডডল  বলেছেন: 
ওহ গড ! হেল্প মি । এতক্ষণ পর সেই সকালে দেয়া কমেন্টের রিঅ্যাকশন  
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫৮
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিএকশন পরে হওয়ায় আলাদা আনন্দ আছে।
ছোটো ছেলে একবার একটা স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নটা নিয়া খুবই এক্সাইটেড ছিল, এত ভালো ও প্লিজ্যান্ট ছিল। কিন্তু আমাকে বললো না অনেক বলার পরেও। যুক্তি হলো, আমাকে বলে দিলে স্বপ্নের মজাটা আর থাকবে না 
২০|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:০৩
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:০৩
মিরোরডডল  বলেছেন: 
ওকে আই গট ইট । 
সামু পাগলার রিসেন্ট পোষ্টের কমেন্টগুলো পড়া হোক প্লীজ  
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:১৮
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ওকে আই গট ইট।
সামু পাগলার রিসেন্ট পোষ্টের কমেন্টগুলো পড়া হোক প্লীজ 
২১|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:১৪
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:১৪
শায়মা বলেছেন: তুমি আমি
আমি তুমি 
যাও দাও
ভাগো ....... 
হা হা আসলেই এক্কেবারেই প্রেমে পড়া কবিতা ভাইয়া! 
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২১
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
যাও দাও
ভাগো ....... । হাহাহাহাহাহাহা। একেবারে ভাগাইয়া দিলেন দেখি? প্রেমে পড়া কবিতায় কি ভাগাইয়া দেয়া যায়?
২২|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২২
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২২
মিরোরডডল  বলেছেন: 
সেকি !!! ধুলো কপি কেনো ???   
 
ওখানে আমরা ধুলোকে পচাচ্ছিলাম , তাই বললাম গিয়ে দেখে আসতে   
 
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২৮
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেকি! আমি তো ডুলুকে বলেছিলুম আমার কমেন্ট দেখে আসার জন্য
২৩|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২৯
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১১:২৯
শায়মা বলেছেন: ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২১০
লেখক বলেছেন:
যাও দাও
ভাগো ....... । হাহাহাহাহাহাহা। একেবারে ভাগাইয়া দিলেন দেখি? প্রেমে পড়া কবিতায় কি ভাগাইয়া দেয়া যায়? 
কত্ত যায়!!!!!!!
এই জীবনে কি আর একটা দুইটা ভাগে!!!!!!
  
  ০৬ ই আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৬:০৩
০৬ ই আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই জীবনে কি আর একটা দুইটা ভাগে!!!!!!   
  সেই দুঃখের কথাই বলছিলাম। যার জীবনে কেহ আসে নাই, তার জীবনে আর ভাগাভাগি কী?
 সেই দুঃখের কথাই বলছিলাম। যার জীবনে কেহ আসে নাই, তার জীবনে আর ভাগাভাগি কী?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৩৪
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
গ্রামের কবিগানের কবিতা?