নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কীভাবে পরিচয় হয়েছিল নিরন্তর রোমন্থনে উদ্ধার হলো না কিছুই। ইথারে বেতারে অনতিকাল যোগাযোগ ঘটিত হলে আচানক আবিষ্কার করি কোনো এক মেয়ের সাথে পরিচয় ঘটে গেছে। একটা সম্পর্কও গড়ে উঠলো খুব দ্রুত। অতীব অহিনেউলে এবং তীব্র আবেগের সে সম্পর্কের কোনো সংজ্ঞা জানি না আমরা।
এরপর একদিন তার ভাঙন দেখলাম। সেদিনই সে ‘রাখি’ পরালো।
ভালোবাসারা দুর্বার হয়ে ওঠে, প্রমত্ত ঢেউয়ের তোড়ে ভেঙে যেতে থাকে বাঁধ। এ ভালোবাসার আমরা কোনো সংজ্ঞা জানি না।
তারপর গভীর অরণ্যে নিরুদ্দেশ হেঁটেছি কত, পাশাপাশি, হাত ধরে, হাত না ধরে; তার বাহুর বৃন্ত আলতো ছুঁয়ে গেছে আমার বাহু, তার ইচ্ছাতে কিংবা অনিচ্ছায়- জানি না।
মুখের পানে না তাকিয়ে ঔদাসীন্যে সে আমাকে শোনাতো ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও...’
চাইলেই সবটুকু পেতে পারি, পনিরের মতো স্বচ্ছ ও ধবল, দুধের সরের মতো অকৃত্রিম রোদবিছানো নাভিতটে আকুতির মধু মেখে অস্পষ্ট ইশারায় আমাকে প্রেম সেধেছিল নামজাদা কবিতার মেয়ে
হাত বাড়ালেই মুঠি যাবে ভরে। হাতের ‘রাখিতে’ দ্বিধা ও সংকোচ, কিংবা বাধা, অথবা সংযম।
তার চিকন দেহের ভাঁজে ফুলকির মতো ফুটতো প্রেম। চাইলেই সবটুকু পেতে পারি- হাত বাড়ালেই; চাওয়ার অসুখে পাওয়া হলো না বিষের অমৃত
ঝড় ও বৃষ্টির বিবর্ণ স্মৃতি পণ করে প্রতিদিন তিনবেলা কবিতা না-লেখার মতো ভুলে যেতে থাকি; স্মৃতিরা সময়হন্তারক বিষ।
১৯ মার্চ ২০১০
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা তো চিরন্তন কথা
২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া রাজীবভাইয়া কি বলে!!!
এটা অবশ্য কবিতার দোষও হতে পারে তাইনা???
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহা, আপনি অবশ্য মূল্যবান কথাটা বলে ফেলেছেন
৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৬
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "চাওয়ার অসুখে পাওয়া হলো না বিষের অমৃত।" কথাটা ভালো লেগেছে।
খুব সুন্দর লেখা।
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য। শুভেচ্ছা।
৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৫
নেওয়াজ আলি বলেছেন: তার চিকন দেহের ফুটানো আগুনে আমি জ্বলে পুড়ে ছাই ।
তবুও সে আমায় নিগাঢ় ভালোবাসার প্রেমিক ভাবে না।
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! অনেক সুন্দর করে লিখেছেন তো নেওয়াজ আলি ভাই! ধন্যবাদ নিন।
৫| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৩
রামিসা রোজা বলেছেন:
হাত বাড়ালেই মুঠি যাবে ভরে। হাতের ‘রাখিতে’ দ্বিধা ও সংকোচ, কিংবা বাধা, অথবা সংযম ......
লেখাগুলো পড়ে শুধু পড়তে ইচ্ছে করে এত অল্প পরে মন
ভরে না । একসাথে অনেক ভালো লাগা রেখে গেলাম।
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাগুলো পড়ে শুধু পড়তে ইচ্ছে করে এত অল্প পড়ে মন ভরে না। দারুণ ইন্সপায়ারিং কমেন্ট। অনেক অনেক ধন্যবাদ রামিসা রোজা। শুভেচ্ছা।
৬| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৪৪
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: আগুন কবিতা, আগুন। মুডটাই ভালো করে দিলেন ভাই।
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও আগুন জ্বেলে দিলেন। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৭| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩২
ঢুকিচেপা বলেছেন: “ সেদিনই সে ‘রাখি’ পরালো।”
ঘটনা তো দেখি এখানেই গিট্টু পেকে গেছে।
সবাই বলছে কবিতা কিন্তু আমি তো ছোট গল্প হিসাবে পড়ে গেলাম।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্প হোক, বা কবিতা, পড়ে তো একটা গিট্টু পেলেনই, তাই না? গিট্টুর জন্য নিজেকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ দিচ্ছি লেখাটা পড়ার জন্য।
৮| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৮
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
প্রতিটি কথায় অর্থমূলক এবং বিশ্লেষণধর্মী যা অনেকটাই আমাদের বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাওয়া কোন এক সারাংশ ।
এত ভালো লাগলো দু'তিনবার পড়লাম । খুব আবেগী লেখা কথাগুলো ।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু,
লেখাটা আপনার খুব ভালো লেগেছে, তা আপনার কমেন্ট থেকেই বোঝা যাচ্ছে। আপনার এই ভালো লাগা আমাকে আরো বেশি দোলা দিয়ে গেলো। ধন্যবাদ পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য।
৯| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪
জাহিদ অনিক বলেছেন: দারুণ-
কবিতা পড়লাম মনে হলো।
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। অনেক দিন পরেই ব্লগে এলেন। আশা করি আজই চলে গেছেন
ভালো থাকবেন।
১০| ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫
মিরোরডডল বলেছেন:
ভালোবাসারা দুর্বার হয়ে উঠে , প্রমত্ত ঢেউয়ের তোড়ে ভেঙ্গে যেতে থাকে বাঁধ ।
এ ভালোবাসার আমরা কোনো সংজ্ঞা জানিনা ।
ভালোবাসার আসলেই কখনও কোনো সংজ্ঞা হয়না ।
ধুলোর লেখা ভালো লেগেছে, তাই ধুলোর জন্য প্রিয় গান । অরিজিনাল John Legend ,
ফিমেল ভোকালে কাভারটা দিলাম ।
Give your all to me, I'll give my all to you
You're my end and my beginning
Even when I lose, I'm winning
Cause I give you all of me
And you give me all of you
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডুলুর গান ভালো লেগেছে। ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
১১| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৪
আখেনাটেন বলেছেন: কে যেন বলেছিল, 'দহনেই সুখ'। এতে যদি সুখ থাকে তবে তাই হোক.........। দুর্দান্ত ভাবপ্রকাশ.......
২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেই বলুক, আমি পুরো একমত পোষণ করেই বলছি - দহনেই সুখ। দহন না থাকলে তো সুখের অস্তিত্বই থাকতো না।
ধন্যবাদ আখেনাটেন ভাই। দেখলাম আপনাকে অনেকদিন পর। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা রইল।
১২| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪০
এস এম মামুন অর রশীদ বলেছেন: লেখাটি অনুভব করলাম, তাই সুনির্দিষ্ট কোনো মন্তব্য করলাম না।
২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটি অনুভব করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ম্যাভেরিক ভাই। শুভেচ্ছা আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: ''বয়সের দোষ'' বলে আমাদের গ্রামে একটা কথা আছে আমাদের গ্রামে।