নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১

একটা বড়ো কবিতায় যেমন ছোটো ছোটো অনেকগুলো
কবিতা শেকলের মতো পর পর সাজানো, কিংবা থরে থরে
অগোছানো থাকে, তেমনি অনেকগুলো ছোটো, বিক্ষিপ্ত
কবিতাও একত্র হয়ে গড়ে তুলতে পারে একটা দীর্ঘ পূর্ণাঙ্গ
কবিতা। একটামাত্র শব্দ, কিংবা ক্ষুদ্র একটা বাক্যও একটা
পূর্ণাঙ্গ কবিতা হয়ে উঠতে পারে। আবার, কয়েক পৃষ্ঠাব্যাপী
সুদীর্ঘ কবিতাটি অসমাপ্ত থেকে যাবে কবির অক্ষমতার কারণে।

প্রতিটি কবিতার প্রতিটি শব্দ ও বাক্য আলাদা ভাব প্রকাশ
করে। ভাবগুলো জোড়া দিয়ে কবিতাটি সমাপ্ত করা হয়। এ
জোড়বন্ধন কখনো সার্থক হয়, কখনো হয় না। কবি কী বলতে
চান, কবিতায় কখনো তা অস্পষ্ট থেকে যায় কবির অদক্ষতায়;
কখনো কবি ইচ্ছে করেই কিছু অভিব্যক্তি উহ্য রাখেন (অদক্ষ
কবিরা কেউ কেউ অদক্ষতা-জনিত উহ্যতাকে নিজের কৃতিত্ব
ভেবে বসেন)।

কেউ কেউ যা মনে আসে, পূর্বাপর সম্পর্কবিহীন অভিধানসর্বস্ব
গুচ্ছ গুচ্ছ শব্দাবলি, পঙ্‌ক্তির পর পঙ্‌ক্তিতে বসিয়ে ভাবেন-
‘বেশ ঘোর লাগিয়ে দিলাম কবিতায়!’ হয়ত তিনি নিজেও
জানেন না কী লিখেছেন, বা কী বলতে চেয়েছেন। এসব পাঠ
করে অন্তর্নিহিত ভাব উদ্‌ঘাটনের চেষ্টা পণ্ডশ্রমের নামান্তর।
তবে, কোনো কোনো পাঠকের কাছে তা শ্রেষ্ঠ কবিতা হিসাবে
প্রতিভাত হবে; জেনে রাখুন, কবিতার উৎকর্ষের জন্য পাঠক
হিসাবে তাঁরা বড্ড অবিজ্ঞ।

কেউ কেউ মগজে 'কবিতা' নিয়ে ভূমিষ্ঠ হোন। লিখতে লিখতে,
পড়তে পড়তে, ঘুরতে ঘুরতে, ভাবতে ভাবতে, আবার লিখতে
লিখতে কেউ কেউ কবিতায় দক্ষ হয়ে ওঠেন। তবে, কেউ কেউ
অনেক বছর লিখেও নিজের প্রথম কবিতাটা থেকে তেমন এগোতে
পারেন নি। কারণ কী? কারণ হলো, কবিতা লেখবার জন্য কিছুটা
'প্রতিভা'ও থাকা চাই। প্রতিটা 'বৃষ্টি' কিংবা 'বসন্ত' নিয়েই কবিতা
লিখে ফেললে তাতে কতটুকু 'কবিত্ব' প্রস্ফুটিত হয়, তা নিরীক্ষা না
করেও একজন প্রাজ্ঞ পাঠক বলে ফেলবেন।

পাঠকেরা প্রায়শ কবির চাইতে অধিক প্রাজ্ঞ; ফলে হয় কী, যেটা
কবি বলেন নি, বা বলতে চান নি, এমনকি, উহ্যও রাখেন নি, তারা,
মানে প্রাজ্ঞ পাঠকেরা নিপুণ সার্জনের মতো কবিতার শরীর ব্যবচ্ছেদ
করে নাড়িভুঁড়ি সমেত জনসমক্ষে তুলে ধরেন। এ দেখে স্বয়ং কবিও
চমৎকৃত হয়ে হয়ত-বা বলে উঠবেন, 'বাহ! কী দারুণ কবিতাই না
লিখে ফেলেছি!'

০৫ সেপ্টেম্বর ২০২০

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা আমি ভালো বুঝি না

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যতটুকু বোঝেন তাতেই চলবে। আপনি যেমন ফুল ও ছবি বোঝেন, অমন করে ফুল ও ছবি তো সবাই বোঝেন না, তাই না? :)

ধন্যবাদ পাগলা জগাই।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯

ওমেরা বলেছেন: অপূর্ব বিশ্লেষন হয়েছে কবিও কবিতার। কবিতাটাও খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাইয়া ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রশংসার জন্য। শুভেচ্ছা।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আসলে নিজের লেখা নিজের কাছে ভালো লাগতে হবে। তাহলে পাঠকপ্রিয়তা আসবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে নিজের লেখা নিজের কাছে ভালো লাগতে হবে। ভালো বলেছেন ঠাকুর মাহমুদ ভাই। এর সাথে একটু অ্যাড করি, নিজে কী লিখলাম, সে সম্পর্কেও একটু নিশ্চিত হতে হবে। তবে আমি মনে করি, নিজের লেখা কমবেশি সবার কাছেই ভালো লাগে। এই ভালো লাগাটা যত বেশি পাঠকের কাছে পৌঁছুবে, লেখক হিসাবে সার্থকতা ততখানিই বাড়বে।

মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই। শুভেচ্ছা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২০

ঢুকিচেপা বলেছেন: কবিতা শিরোনামে বিশ্লেষণধর্মী লেখাটা চমৎকার হয়েছে। বিষয়গুলো মাথায় রাখলে লেখার ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে।

এই লাইনটা খুব ভাল লেগেছে
“ একটামাত্র শব্দ, কিংবা ক্ষুদ্র একটা বাক্যও একটা
পূর্ণাঙ্গ কবিতা হয়ে উঠতে পারে।”

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা একটা উদ্ধৃতিসহ মন্তব্য করার জন্য। শুভেচ্ছা।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

পাজী-পোলা বলেছেন: প্রাজ্ঞ; পাঠকেরা নতুনদের থেকে কেমন জানি মুখ ফিরিয়ে রাখে। সমালোচনা না হলে কবি কিভাবে বুঝবে তার লেখা কতটা বাজে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে পাজী-পোলা,

আপনার অভিমানটা বুঝতে পেরেছি। তবে প্রত্যেক প্রাজ্ঞ পাঠকই একদিন নবীন ও অবিজ্ঞ ছিলেন। ধৈর্য ধরুন, আপনিও একদিন তাদের কাতারে শামিল হবেন। আপনার লেখার হাত ভালো। শুভ কামনা রইল।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



“ একটামাত্র শব্দ, কিংবা ক্ষুদ্র একটা বাক্যও একটা
পূর্ণাঙ্গ কবিতা হয়ে উঠতে পারে।”

-ব্লগে তো তাই ঘটছে, ৫০ লাইনের কবিতার মাঝে "একটামাত্র" শব্দকে পছন্দ করে উহ: আহ: কেমন্ট হয়; মধুসুদন দত্ত এই বিশাল তত্বটা বুঝতে পারেননি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রবীন্দ্রনাথ দুই লাইনের কবিতা লিখেছিলেন প্রচুর - 'কণিকা' কাব্যগ্রন্থ হলো সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র কবিতার সংকলন। মধুসূদন দত্তের এরকম ক্ষুদ্র কবিতা আছে কিনা আমার জানা নেই। আধুনিক কবিরা, জয় গোস্বামী বা বিনয় ঘোষের এক লাইনের কবিতা আছে প্রচুর। ব্লগেও একজন একলাইনের কবিতা লিখতেন। ওয়ান ওয়ার্ড পোয়েম বা একশব্দের কবিতাও লেখা হচ্ছে।

অমিত্রাক্ষর ছন্দে আগে কেউ লেখেন নি, মধুসূদন লিখেছেন। মধুসূদন যে ফরম্যাটে সনেট লিখেছেন, প্রমথ চৌধুরী বা জীবনানন্দ দাশ ঠিক সেই ফরম্যাটেই লেখেন নি। গতানুগতিকতাকে অতিক্রম করতে চান যে-কেউ। মধুসূদন আজকের কবি হলে তিনিও আমার ফরম্যাটেই কবিতা লিখতেন।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫২

সাবিনার বচন বলেছেন: সত্য কথার প্রাঞ্জল পরিবেশনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ সাবিনার বচন।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




কবিতা নিয়ে যা বলেছেন তার উপর আর কথা চলেনা।
তবুও হেমিংওয়ের কথা ধার করে বলছি -- যিনি যত নির্মম ভাবে তার নিজের লেখা/ কবিতা কাটতে পারেন, ছিঁড়তে পারেন, ঘসে ঘসে সাফ-সুতেরো করতে পারেন , তিনি তত বড় লেখক/কবি । নিজেকে বাতিল করতে না পারলে , প্রতি মূহুর্তে নিজেকে পেরিয়ে যেতে না পারলে ; সে মানুষ কিছুই সৃষ্টি করতে পারেনা ।
যে সৃষ্টিধর্মী লেখক নিজের সৃষ্টি সম্পর্কে বিন্দুমাত্রও শ্লাঘা জন্মিয়েছেন, নিজ মস্তিষ্কের অনবধানে হলেও; সেটুকুই তার কবর খোঁড়ার জন্যে যথেষ্ট ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের লেখা পরিমার্জন সম্পর্কে হেমিওয়ের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজটা খুব কঠিন, তুলনা করা হয় নিজ হাতে নিজের আঙুল কেটে ফেলার সাথে। আমি নিজেও দেখেছি, একটা প্যারা, বা একটা লাইন লিখে ফেলেছি, যেটা এখন আর পুরো লেখার সাথে খাপ খাওয়ানো যাচ্ছে না, ওটাকে কেটে ফেলে দিতে খুব কষ্ট হয়। তখন সত্যিই মনে হয়, আঙুলটা বুঝি কেটে ফেলেই দিলাম। আসলে এই কাটাছেঁড়ার মধ্যেই লেখার উৎকর্ষ অনেকখানি নির্ভর করে। যিনি আঙুল কেটে ফেলার ব্যথা সইতে পারেন, তিনি উৎরে যান নিঃসন্দেহে।

যে সৃষ্টিধর্মী লেখক নিজের সৃষ্টি সম্পর্কে বিন্দুমাত্রও শ্লাঘা জন্মিয়েছেন, নিজ মস্তিষ্কের অনবধানে হলেও; সেটুকুই তার কবর খোঁড়ার জন্যে যথেষ্ট। কথাটা অনেক গুরুত্বপূর্ণ।

সুন্দর এবং সেরা কমেন্টটা করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা আপনার জন্য।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৪

জাহিদ হাসান বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
ভীষণ ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাকের মতো কাকা করলেই কবিতা হয়না।

সবাই কবি নয়। কেউ কেউ কবি।

আর এখনতো ফেবুর কল্যানে দুচার লাইন লিখেই কবি/সাহিত্যকের ভাব ধরে।

কবিতা বিশ্লেষনে ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


কাকের মতো কাকা করলেই কবিতা হয় না। হাহাহাহাহা। ভালো বলেছেন মাইদুল ভাই।

আর এখনতো ফেবুর কল্যানে দুচার লাইন লিখেই কবি/সাহিত্যকের ভাব ধরে। এটাও ঠিক বলেছেন। তবে এটাও ঠিক যে, ফেইসবুক বা ব্লগের কারণে আড়ালে থাকা অনেক প্রতিভাও আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন।

ধন্যবাদ মাইদুল ভাই। শুভেচ্ছা।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার কবিতা ভাবনা ভালো লাগলো!
শুভেচ্ছা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইফতি ভাই। শুভেচ্ছা আপনাকেও।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

নীল আকাশ বলেছেন: পাঠকেরা প্রায়শ কবির চাইতে অধিক প্রাজ্ঞ; ফলে হয় কী, যেটা
কবি বলেন নি, বা বলতে চান নি, এমনকি, উহ্যও রাখেন নি, তারা,
মানে প্রাজ্ঞ পাঠকেরা নিপুণ সার্জনের মতো কবিতার শরীর ব্যবচ্ছেদ
করে নাড়িভুঁড়ি সমেত জনসমক্ষে তুলে ধরেন। এ দেখে স্বয়ং কবিও
চমৎকৃত হয়ে হয়ত-বা বলে উঠবেন, 'বাহ! কী দারুণ কবিতাই না
লিখে ফেলে

কবিদের তো সার্ফ এক্সলে দিয়ে ধুয়ে দিলেন!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। দারুণ একটা জায়গায় আপনার চোখ পড়েছে :) খুবই সুক্ষ্ম ও সজীব চোখ আপনার যুনাইদ ভাই :)

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০

নীল আকাশ বলেছেন: বড় ভাই,
আমার গুরুজন জী এস ভাইয়ের নীতি মেনে চলি।
যখন কারো লেখা পড়ি সেটা ভালোভাবেই পড়ি। একবার না পড়ে বুঝলে আবার খুটিয়ে খুটিয়ে পড়ি এবং আন্দাজে কখনও মন্তব্য করি না।
ধন্যবাদ আপনাকে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ব্যাপারে সম্যক অবহিত আছি প্রিউ যুনাইদ ভাই, আপনি খুব মনোযোগী পাঠক। আবার আসার জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.