নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কুড়িয়ে পাওয়া ছড়া-২

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৮

কুড়িয়ে পাওয়া ছড়া-১

আমার বিভিন্ন পোস্টে, বিশেষ করে ছড়ার পোস্টে কারো কারো কমেন্টের জবাবে ছোটো ছোটো ছড়া লিখেছি; কখনো অন্যের পোস্টেও নিছক ফান করার উদ্দেশ্যেই ছড়া লিখেছি। এখানে সেগুলো একত্র করে রাখলাম। প্রথম দুটো ছড়া হাসু মামার এই পোস্টে সৃষ্টি হয়েছিল। বাকিগুলো আমার নিজের পোস্টেই বিভিন্ন ব্লগারের কমেন্টের জবাবে লেখা হয়েছিল।


সুলু আর ডুলু

সুলু আর ডুলু
অবাক মুলুকে
দুইবোন ছিল তারা

ডুলুটার ছিল
কানদুটো বড়ো
সুলুটার নাক খাড়া

ওরা দুই বোন
চই চই করে
সারা দুনিয়াটা ঘুরতো

ঘুড়ির লেজায়
ঝুলে ঝুলে ওরা
আকাশে আকাশে উড়তো

সাঁঝের বেলায়
বাকুম বাকুম
মায়ের খোয়ারে ঢুকতো

মাথায় তাদের
মুখ ঘঁষে ঘঁষে
মামণি ঘ্রাণ শুকতো।

০৫ আগসট ২০২০


সুলুরির পুঁথি রচনা
ডুলুরি ধন্দে পড়িয়া কান্দে


এ কী বিস্ময়! এই কি সুলুরি
লিখেছে বিরাট পুঁথি!
আমার মুখ যে ভাষা হারিয়েছে
অনুপম অনুভূতি।

জানি, নিশ্চিত ডুলুরি এখন
পড়েছে ভীষণ ফাঁদে
নাচ দেখাবে, না, গজল শোনাবে -
এই দ্বন্দ্বে সে কাঁদে

কোথা শায়মানী হও আগোয়ানী
ঘোর সংকটে দেখা দাও
কয়েক পঙ্‌ক্তি কবিতা বা গান
ডুলুরিরে তুমি লিখে দাও

০৫ আগস্ট ২০২০


শায়মা হককে

গিন্নি রাঁধেন কোর্মা পোলাও
কন্যা রাঁধে গোশতো
বোয়াল মাছের কোপ্তা পাঠায়
দোস্তানি ও দোস্ত

সব ফেলে দেই, যখন আমার
বউমা বলে, আব্বা-
এই আপনার জর্দা-খয়ের, চুন ও
পানের ডাব্বা

৪ জুন ২০১৮


শায়মা হককে

তোমার ছিল দারুণ ছড়া
আমার ছিল দাঁড়ি
দাদুর পাতে তালের বড়া
জামাই খেলো ঝাড়ি :)


রাজীব নুর

নাম ছিল তার রাজীব নুর
লোকটা বড়োই প্রেমিক ছিল
সবলোকে কয়, লোকটা কেন
দিনে দশটা প্রো-পিক দিল?


নীলপরি

নীলপরি লালপরি
আছে এক জলপরি
সব পরিদের সাথে
সাধ হয় ছল করি

সাধ হলে হবে কী?
পরিদের পাব কই?
সব ফেলে শেষমেষ
একা একা খাব দই?


কথার ফুলঝুরি

আপনি কথার ফুলঝুরি
মেঘ কদমের মূলকুঁড়িটি
ফুটছে দারুণ সন্ধ্যায়
একটা যুবক ব্লগিং ফেলে
সেই সুবাসে মন দ্যায়

২৮ আগস্ট ২০১৮


ঘাওড়া মজিদ

-ঘাওড়া মজিদ বলেন তো,
ঘাড়ের উপর কয় মাথা?
-সোজা কথা উলটে দিলে
উলটো কথা হয় যা তা।



গিন্নি সেদিন লাউ রেঁধেছে
কর্তা খেলো কদু
মধুমিয়া খায়দায় আর
মোটা হচ্ছে যদু

উৎসর্গ : আঈমান জন বেলরুমি

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বভাব কবি!

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব লজ্জা পেলাম প্রিয় বিএম বরকতউল্লাহ ভাই। লজ্জা দেয়ার জন্য অনেক ধন্যবাদ :)

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার ছড়ার জন্য আপনাকে ধন্যবাদ
রবরতউল্লাহ ভাইও এমন সুন্দর ছড়া দিয়ে
আমাদের পুলকিত করেন সব সময়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিএম বরকতউল্লাহ ভাই এ ব্লগের ছড়ার রাজা। ধন্যবাদ নূরু ভাই ছড়াগুলো পড়ার জন্য।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথমটা কেমন খাপছাড়া লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন ফ্যাক্ট সবগুলোই খাপছড়া, ফান করে লেখা :)

সুলু আর ডুলূ দুটো চঞ্চলমতি বাচ্চা, যারা মিরোররডডল ও হাসু পাগলা নামে এ ব্লগে ব্লগিংও করেন বটে, তাদের নিয়ে এ ছড়া। চই চই করে ওরা সারা দুনিয়া ঘোরে। আকাশে ঘুড়ি ওড়ে, ওরা ঘুড়ির লেজে ঝুলে থেকে আকাশে উড়তে থাকে। সারাদিন খেলাধুলা করে ক্লান্ত হয়ে আহ্লাদী বাচ্চা হাঁসের মতো বাকুম বাকুম বা প্যাক প্যাক করতে করতে ঘরে ফেরে। ওদের মা আদরে জড়িয়ে ধরে, মাথায় মুখ ঘঁষে চুলের ঘ্রাণ শুকে।


ধন্যাবাদ পাগলা জগাই ভাই। শুভেচ্ছা।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: চমৎকার ছড়া।। ছন্দের ওপর বেশ দখল আপনার।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তমাল ভাই। মজার কথাটা বলে নিই - এ পোস্টটা মূলত ছন্দ-বিশ্লেষণমূলক পোস্ট হিসাবে পাবলিশ করত চেয়েছিলাম, প্রথম দুটো ছড়ার উপর বিশ্লেষণ করে। পরে সময়ের অভাবে প্ল্যান বাদ দিতে হয়।

শুভেচ্ছা নিয়েন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার পোস্টে যে আমাকে জায়গা দিছেন, আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ আপনার ভালো করুক।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আল্লা আপনার ভালো করুক।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: তাহলে অন্য কোনো কবিতা বা কবিতাগুচ্ছ নিয়ে ছন্দ বিশ্লেষণমূলক পোস্ট আশা করতে পারি কি???

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছন্দের ব্যাপারে আমার স্ট্যান্ড আগে বলি নিই - কবিতা লেখার জন্য ছন্দ শেখার আদৌ প্রয়োজন নেই, শুধু কবিতা পড়লেই হবে। আমি নতুন/অপরিচিত ছন্দের কবিতা পড়লেই ঐ ছন্দে লেখার চেষ্টা করতাম। ছন্দ শিখেছি খুব বেশিদিন হয় নি, কিন্তু আমার আগের কবিতাগুলো ছন্দের দিক থেকে নির্ভুলই বলা যায়। আর এখন ছন্দ জানি, তাতেও যে সব কবিতা নির্ভুল তাও না। অসাবধানে বা নিরুপায় হয়ে কখনো ছন্দে পতন ঘটে।

ছন্দ নিয়ে ব্লগে প্রচুর আলোচনা হয়েছে। এখনো মাঝে মাঝে হয়, সর্বশেষ পাজী-পোলার পোস্টে কিছুটা করেছি।

ছন্দ নিয়ে একটা পোস্ট অবশ্য আছে, সময় পেলে দেখতে পারেন - বাংলা কবিতার ছন্দ

ছন্দের উপর পূর্ব ধারণা থাকলে এ পোস্টের ভুল-ত্রুটি ধরতে পারবেন। আর যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে ছন্দের এ পোস্ট পরে পইড়েন, অযথা সময় নষ্ট :(

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫

শোভন শামস বলেছেন: স্বভাব কবি
চমৎকার ছড়ার জন্য আপনাকে ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বভাব কবির খেতাবে তো মরে যাচ্ছি লজ্জায় :) যাই হোক, ধন্যবাদ নিন শোভন শামস ভাই। শুভেচ্ছা।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: পোস্ট পড়ে এলাম। আমার জানার সীমাবদ্ধতা হোক আর আপনার নিখুঁত লেখনীর জোরেই হোক।আপাতত ত্রুটি পাই নি। গবেষণামূলক দারুণ এই পোস্টের খোঁজ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তমাল ভাই। হ্যাঁ, দীর্ঘ পোস্টটি আপনি পড়েছেন এবং কমেন্টও করেছেন। আমি নিজেও মাঝে মাঝে ওটা পড়ি, যখন ভুলে যাই :) আসলে পুরোটা সবসময় মনেও থাকে না।

শুভেচ্ছা রইল।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৮

শোভন শামস বলেছেন: ছড়া তিনি লিখেন বেশ
শুরু করেই করেন শেষ।
মজার কথা হাসির কথা
ভুলায় যত মনের ব্যাথা।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাহাহাহাহাহা। অনেক ভালো লিখেছেন শোভন ভাই - শুরু করেই করেন শেষ :)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

ঢুকিচেপা বলেছেন: “ সাঁঝের বেলায়
বাকুম বাকুম
মায়ের খোয়ারে ঢুকতো”


হা হা হা ... এবার বুঝি আপনার নিস্তার নেই, এই এলো বলে......

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

হাহাহাহাহা। যুদ্ধে ডরায় না বীর। আমিও তাকিয়ে অস্ত্র অপেক্ষায় অস্থির :)

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: পড়ে ভালো লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৮

পাজী-পোলা বলেছেন: বাহ্,
খেলার ছলের ছড়া গুলি বেশ হয়েছে
যদিও আমি বুঝি কম
কিন্তু পড়তে গিয়ে স্বাদ বেড়েছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
স্বাদ পেয়েছেন তাতেই খুশি। ধন্যবাদ পড়ার জন্য।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৩

মিরোরডডল বলেছেন:

ধুলো :)

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ধুলো আর ডুলু বাহিরে কেবল
ভিতরে সবারই নাম রয়েছে
আসল নামেরা হারিয়ে গিয়েছে
নকল নামের নাম হয়েছে :)

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪১

মিরোরডডল বলেছেন:



সামুপাগলা ওরফে সুলু, ওরফে আমার পিচ্চুকে হাসুমামা বলায় আমিতো কনফিউজড কারণ হাসুমামা নামেতো আসলেই একজন ব্লগার আছেন । :|

ধুলোর এই পোষ্ট যদি উনি পড়ে, নিজের আইডেন্টিটি নিয়ে উনিও কনফিউজড হয়ে যাবেন :)



২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসু মামা, হাসু পাগলা, সামু মামা, সামু পাগলা - এই নামগুলো নিয়া কখনো সন্দেহ হয় নাই, কারণ, এরা যে আলাদা কেউ, তা কখনো খেয়াল করি নাই।

শের শায়রীকে অনেকদিন ব্লগে দেখি না। তার প্রো-পিকে একজন শের আছেন। ওদিকে ভুইয়া মফিজের প্রো-পিকেও একজন শের বসে আছেন। অনেক সময় নিক নেইম দেখি, কখনো দেখলেও চোখে ভাসে প্রো-পিক :) অনেককেই এক মনে হয় :)

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

শেরজা তপন বলেছেন: বাঃ বাঃ চমৎকার ভাই 'সোনাবিজ;

কুড়িয়ে পাওয়া ছড়াগুলোতো অমুল্য রতন! বেশ ভাল লাগল

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা আপনার জন্য।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

মিরোরডডল বলেছেন:



তিন মন্তব্যের রিপ্লাই পড়ে মজা পেলাম :)
সামুপাগলা কে হাসু পাগলা ? আমি নিশ্চিত এটা ধুলো ইচ্ছে করেই করেছে ।
পিচ্চু তুমি কোথায়, এখনই এসে ধুলোকে একটু প্যারা সন্দেশ খাওয়াও ।


২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিরোরডডল লিখতে গেলে আমি কনফিউশনে পড়ে যাই - মাঝখানে কয়টা 'র' সেটা নিয়া।

আচ্ছা, কোন তিনটা মন্তব্যে মজা পেলেন?

পিচ্চু আজ আসবে না। ধমক খাবে আসলে।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

নীল আকাশ বলেছেন: নীলপরী সেই যে চলে গেলেন আর ফিরে আসলেন না! উনার কবিতাগুলি খুব ভালো লাগতো।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, নীলপরির বহুদিন ধরে ব্লগে অনুপস্থিত।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৯

মোছাব্বিরুল হক বলেছেন: এক কথায় অসাধারণ।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোছাব্বিরুল হক ভাই। এ ব্লগে আপনিও একজন দক্ষ ছড়াকার। শুভেচ্ছা রইল।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

মিরোরডডল বলেছেন:



সামু মামা বলেও কেউ আছে জানতাম না, হয়তো খেয়াল করিনি কখনও ।
হ্যাঁ, শায়রী আর ভুমের প্রোপিক অনেকটা সিমিলার ।

আচ্ছা, কোন তিনটা মন্তব্যে মজা পেলেন?
তিন নং মন্তব্যটা মজার ছিলো :)
সুইট !


২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মফিজ নামেও একাধিক মহান বহাল তবিয়তে ব্লগিং করছেন। ভুইয়া মফিজ মনে কইরা হইয়া মোল্লা মফিজকে কিছু প্রশ্ন করে ফেললাম :)

৩ নং কমেন্টটা ভালো লিখেছেন। আবার পড়ে এলুম। ওয়েল ডান মাই বয়।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

মিরোরডডল বলেছেন:



৩ নং কমেন্টটা ভালো লিখেছেন। আবার পড়ে এলুম। ওয়েল ডান মাই বয়।


মানে কি? কে কাকে বলছে ? #:-S

ধুলো স্বীকার করুক আর নাই বা করলো
উৎসর্গটা ঠিক ধরেছি :)


২২ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনটা যেন? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.