নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পউষের কাছাকাছি রোদমাখা সেই দিন || তুমি আর ডেকো না || প্রেম ও বিষাদে চিরসবুজ মান্না দে

১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৩



এর আগে ১৯ সেপ্টেম্বর ২০১৫ এবং ২৮ জানুয়ারি ২০১৯-এ মান্না দে'র গান নিয়ে দুটো পোস্ট পাবলিশ করেছিলাম। দুটি পোস্টেই গানের সংখ্যা কম ছিল। ঐ পোস্টের চাইতে আজকের পোস্টে গানের সংখ্যা বেশি (ঐ পোস্ট দুটোতে এ পোস্টের সবগুলো গান আজ যোগ করে আপডেট করা হলো)। কোনো কোনো গানের একাধিক ভার্সন করা হয়েছে।

ভারতীয় আধুনিক গানে মান্না দে আমার কাছে প্রধানতম শিল্পী। 'তুমি আর ডেকো না' হয়ত আমার সবচাইতে প্রিয় গান। বিরহ ও বিষাদের গানগুলো আমার মনকে বেশি ছুঁয়ে থাকে। তার একটি অত্যন্ত জনপ্রিয় গান 'ও আমার ছোটোবোন' এখনো মনকে খুব আন্দোলিত করে, যদিও আমার চ্যানেলে এ গানটি এখনো আপলোড করা হয় নি।

আমার মনে হয়, জনপ্রিয়তার নিরীখে মান্না দে'ই সেরা শিল্পী বলে বিবেচিত হবেন।

এ পোস্টের সবগুলো ভিডিও গান আমার নিজস্ব ইউটিউব চ্যানেল Sonabeej-এ আপলোডকৃত এবং আমার নিজের বানানো ফটোমিক্স ও ভিডিওমিক্স এগুলো। আমার এ চ্যানেলটি আমার প্রিয় গানের সংগ্রহশালা। প্রিয় কোনো গান পাওয়ামাত্রই আমি আমার সংগ্রহে এই চ্যানেলে নিয়ে নি। গানে ব্যবহৃত ছবিগুলো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব্জিন, ফেইসবুক, ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে।

আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-১




ও কেন এত সুন্দরী হলো - ফটোমিক্স (ভার্সন-২)




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-৩




ও কেন এত সুন্দরী হলো - ভার্সন-৪





তুমি একজনই শুধু বন্ধু আমার




শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর- ভার্সন-১


শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর - (ভার্সন-২)




হয়ত তোমারই জন্য - ভার্সন-১





হয়ত তোমারই জন্য - ভার্সন-২

১০
কতদিন দেখি নি তোমায় - ফটোমিক্স



১১
সব তোমারই জন্য- ভার্সন-১

১২
সব তোমারই জন্য- ভার্সন-২

১৩
সুন্দরী গো দোহাই তোমার মান করো না

১৪
জীবনে কী পাব না

১৫
আমি ফুল না হয়ে মালা হয়েই বেশ ছিলাম

১৬
পউষের কাছাকাছি রোদমাখা সেই দিন - ভিডিও-ফটোমিক্স

১৭
মেনেছি গো হার মেনেছি


১৮
কতদিন দেখি নি তোমায় - ভিডিওমিক্স

১৯
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে - ভিডিওমিক্স

২০
এই কূলে আমি আর ঐ কূলে তুমি

২১
এই তো সেদিন তুমি আমারেই বোঝালে

২২
সবাই তো সুখী হতে চায়


২৩
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই



২৪
তীরভাঙা ঢেউ আর নীরভাঙা ঝড়

২৫
তুমি নিজের মুখেই বললে যেদিন

২৬
যদি হিমালয় আল্পসের

২৭
দীপ ছিল শিখা ছিল

২৮
ক' ফোঁটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে

২৯
যদি কাগজে লিখো নাম

৩০
আবার হবে তো দেখা

৩১
তুমি আর ডেকো না - ভিডিওমিক্স

৩২
তুমি আর ডেকো না - ফটোমিক্স (ভার্সন-১)



৩৩
তুমি আর ডেকো না - ফটোমিক্স (ভার্সন-২)

৩৪
খুব জানতে ইচ্ছে করে

৩৫
বিশেষ আয়োজন – আমাদের ক্লাসমেটদের গেট-টুগেদারের নিয়ে করা এ ভিডিওটি
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - ভিডিওমিক্স






উৎসর্গ : গানের প্রতি এদের অনুরাগ, বিশেষ করে গানের উপর এদের জ্ঞান আমাকে মুগ্ধ করছে। এ পোস্টটি মা.হাসান, সাড়ে চুয়াত্তর, মোঃ মোস্তাফিজুর রহমান তমাল ও ঢুকিচেপা ভাইদেরকে উৎসর্গ করলাম।

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।

২| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১১

আকন বিডি বলেছেন: আমার দুইটি প্রিয় গান
Gobhir Hoyeche Raat Prithibi Gomay, Manna dey(1991)

Je Khoti Ami Niyechilam Mene, Manna dey(1983)

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দ্বিতীয় গানটা আগে শুনি নি। লিংকের জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৩| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমিই আমার
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ এক দিন গলেও যায়, তবুও তুমিই আমার......

মান্নাদের সব গানই ভালো লাগে তবে উপরেরটার স্টাইল একটু অন্য রকম তাই বেশী ভালো লাগে।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো হলো হৃদয় ক্ষয় করা গান। ফালি ফালি হয়ে যায় বুক।

৪| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: যাদের প্রতি এই পোস্ট উৎসর্গ করেছেন তাদের মধ্যে আমার নাম দেখে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেয়া গানগুলি পরে ধীরে ধীরে শুনবো ইনশাল্লাহ।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব বিষয়েই আপনার জ্ঞান এবং আলোচনা বা পর্যালোচনা করার সাবলীলতা আমাকে মুগ্ধ করে। গানের উপরও আপনার সমান দখল দেখে আরো মুগ্ধ ও বিস্মিত। শুভেচ্ছা রইল।

৫| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: ১৯৭১ সাল কিন্তু শুধুই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম ছিল না , ছিল কলকাতার বাংলাভাষী গায়ক গায়িকাদের মনোজ্ঞ পরিবেশনা আর সুর সৃষ্টি । আমাদের পুরোটা সময় কাটত রেডিওতে । স্বাধীন বাংলা বেতার কেন্দ্র , আকাশবাণী , বিবিসি , ভোয়া । কলকাতায় গান হত দুপুরে । স্বাধীন হল বাংলাদেশ । কলকাতার গায়কদের গলা কেন জানি আরও খুলে গেল , সুর ঢেলে দিল সুরকাররা , গানের ভাষায় এল বাংলা গানের রেনেসার টান । আমি ওই পুরো সময়টাকে বাংলা গানের রেনেসা সময় বলি । ------ আর ডেকো না----- শুনে চোখ ভেজাতাম । ইউ টিউবে আমার কালেকশন কয়েক লাখ । সারাদিন শুনি । ৭০- ৮০ সালের গানগুলো বেশি টানে । ৭৪ এ স্কুল ছেড়ে ৭৫ এ কলেজে । স্কুলের শেষ পর্বে প্রেম । অল্প দুঃখে চোখে পানি এসে যেত । অসাধারন ভালবাসা এসে বুকে ঠাই নিয়েছিল মান্না, সতিনাথ , আরতি, সন্ধ্যা,হৈমন্তী , জগন্ময় মিত্র, মানবেন্দ্র, শ্যামল মিত্র ও আরও জনা বিশেক গায়কের গানে । এখনো শুনি সারাদিন ।

মন গুতিয়ে উচাটন করার জন্য ধন্যবাদ ।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমিও যেন আরেকবার ৭১ ঘুরে এলাম। আমি তখন খুবই ছোটো। তবু যুদ্ধের ভয়াবহতা খুব ভালোভাবেই বুঝতে পারতাম, যেগুলো এখনো আমার স্মৃতিতে খুবই উজ্জ্বল হয়ে আছে। তবে, ঐ সময়ে আমি গান বলে কোনোকিছুর সাথে তেমন পরিচিত ছিলাম না। গানের প্রতি ঝোঁক হলো সম্ভবত ক্লাস ফাইভ-সিক্সের পর থেকেই। তখন গ্রামেগঞ্জে রেডিও-ও তেমন ছিল না, বিয়েশাদি, বিভিন্ন অনুষ্ঠানাদিতে মাইক বাজানো হতো, সেই মাইকের গানই ছিল সবচাইতে বড়ো বিনোদন।

৭৪ এ স্কুল ছেড়ে ৭৫ এ কলেজে । স্কুলের শেষ পর্বে প্রেম । অল্প দুঃখে চোখে পানি এসে যেত ।
নিজেকে খুঁজে পেলাম এ কথার ভেতরে। অমন একটা কঠিন সময় আমার জীবনেও এসেছিল, তবে, আপনার চাইতে একযুগ পরে :)

অনেক ভালো লাগার মতো একটা কমেন্ট উপহার দিলেন শাহ আজিজ ভাই। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে।

৬| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪২

মিরোরডডল বলেছেন:








১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটাও ভালো গান। তবে এ গানটা আমার তত শোনা হয় নাই। লিংকের জন্য ধন্যবাদ।

৭| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯

ঢুকিচেপা বলেছেন: মিষ্টির গন্ধে যেমন পিঁপড়া আসে, তেমনি আমিও এসেছিলাম।
নিচে এসে বিশেষণে আবৃত নাম দেখে তো খরগোস হয়ে গেলাম গর্তে মুখ লুকানোর জন্য।

এভাবে সম্মান দেখানোর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ, এছাড়া বলার মতো কোন ভাষা নেই, আমার জীবনে প্রথম পাওয়া।


উপমহাদেশে মান্না দে একমাত্র শিল্পি যাঁর অজস্র গান জনপ্রিয়।

আপনার জন্য ২টি গান

কথাঃ পুলক বন্দোপাধ্যায়, সুরঃ রতু মুখোপাধ্যায়,
কন্ঠঃ মান্না দে (১৯৬৫)


কথাঃ পুলক বন্দোপাধ্যায় ! সুরঃ সুপর্ণকান্তি ঘোষ !
কন্ঠঃ মান্না দে (১৯৮০)

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঢুকিচেপা, আপনাকে ভালো লাগে, আপনার উপস্থিতি আনন্দদায়ক। আপনার লেখাগুলো সাবলীল। পছন্দের কাউকে খুঁজে পাওয়াও বিরাট ব্যাপার।

যে গানদুটো দিয়েছেন, আজই প্রথম শুনলাম। ভালো লাগলো।

এখন আমি শুনছি অন্য একটা গান - যখন কেউ আমাকে পাগল বলে

কমেন্টের জন্য ধন্যবাদ।

৮| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাবীজ ভাইয়ের তুলনা সে নিজে
এত গান পাগল মানুষ কখনো বিষাদে
থাকেনা। সবসময় ভালো থাকুন সেই
দোয়া রইলো। শুভেচছা

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ তো বিরাট কমপ্লিমেন্ট!! গানপাগল মানুষও বিষাদে ডুবে যেতে পারে, সেই বিষাদের ভেতর থেকে সুখ খুঁড়ে আনার জন্য :)

অনেক ধনবাদ প্রিয় নূরু ভাই।

৯| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১:০২

রামিসা রোজা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে মান্নাদের কিছু কালজয়ী গান
উপহার দেয়ার জন্য । আপনার দেয়া কিছু নতুন এডিট
করে দেওয়া গানগুলো শুনবো ।
আপনাকে এবং উৎসর্গকারীদেরকেও শুভেচ্ছা ।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা আপনার জন্য।

১০| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: প্রতিটা গান সুন্দর।

মৃত্যুর পর কি গান শোণা যাবে?

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


মরণের পরে যদি গান থাকে,
সে জীবনে গানই আমার ধ্যান হবে

১১| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগছে

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

১২| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: হয়ত তোমারি জন্য আরর শাওন রাতে যদি এই গান দুটিই বেশি প্রিয়। পোস্ট প্রিয়তে নিয়ে নিয়েছি।আপনার এই কালেকশনটা বেশি দারুণ।এই গানগুলো একসাথে পাওয়া খুবই মুশকিল।তিনি হিন্দি গানেও দারুণ দক্ষ ছিলেন। "প্যায়ার হুয়া ইকরার হুয়া হ্যা" তাঁর তুমুল জনপ্রিয় গান।
লেখার শেষ অংশে নিজের নাম দেখে একই সাথে বিস্মিত ও অভিভূত হয়েছি। এই প্রথম কেউ কিছু উৎসর্গ করলো আমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি বরাবরই সাথে আছেন। আপনার বিশ্লেষণী ক্ষমতা খুবই ভালো। ভালো গল্প লেখেন। আপনার নিজের গুণেই আমার প্রিয় তালিকায় আপনার স্থান হয়ে গেছে।

প্যায়ার হুয়াও কালজয়ী গান।


১৩| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আগের কমেন্টে একটা কথা বলতে ভুলে গিয়েছি। লিস্টে "ও চাঁদ,সামলে রাখো জোছনাকে" গানটা নেই।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিদিনই অজস্র জনপ্রিয় ও মেলোডিয়াস গানের সন্ধান পাচ্ছি, যেগুলো আমি আগে শুনি নি। গানের এ ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে আজ সকালে শুনেছি। এটা আগে শুনেছি কিনা মনে পড়লো না। ভালো গান।

১৪| ১২ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার অনেক গান হৃদয় ছুয়ে যায়।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুমি আর ডেকো না, ক' ফোঁটা চোখের জল ফেলেছ, যদি কাগকে লিখো নাম, যদি হিমালয় আল্পসের জমাট বরফ, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, এই তো সেদিন তুমি আমারেই বোঝালে, তুমি নিজের মুখেই বললে যেদিন - তার এই গানগুলো শুনলে হৃদয়ের তন্ত্রী ছিঁড়ে যেতে চায়।

১৫| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




আহা ............. মান্না দে! চিরকালের মান্না দে!
আমার একমাত্র প্রিয় শিল্পী। কী অদ্ভুত আবেগী গলার কারুকাজ, দরদ ঝরে পড়া কন্ঠের উথাল পাথাল! তার বিরহের গানগুলো সবটাই যেন হৃদয়ের তন্ত্রীতে অবাক কোনও বেহালা বাজিয়ে যায়, কান্নার।

এখানে আপনার দেয়া সব গানই আমার প্রিয়। বেশী রাত করে এই সব গান শুনি।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার কাছে যেগুলো প্রিয়, সঙ্গতভাবেই সেগুলো আমার কাছেও প্রিয়। এ পোস্টে সবচাইতে জনপ্রিয় গানগুলোই একত্র করা হয়েছে। মান্না দে, সতীনাথ, জগন্ময়, হেমন্ত- এরকম কিছু শিল্পীর গান আমার কৈশোর ও উঠতি তারুণ্যের রোমাঞ্চ ছিল, যা আজও ধমনীতে বহমান।

সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

১৬| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মান্না দে মানেই দারুন কিছু।

++++++++++

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মান্না দে মানেই দারুণ কিছু। ঠিক তাই, এক কথায় সবই বলে দিলেন। ধন্যবাদ মাইদুল ভাই।

১৭| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মান্না দে তরুণ বয়সে কুস্তি লড়তেন। অনেক হিন্দি সিনেমার বিখ্যাত গান ওনার গলায় গাওয়া। নীচে একটা দিলাম।

জিন্দেগি ক্যাইয়সি হ্যাঁয় প্যাঁহেলে থা ইয়ে

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিল্পীদের গান নিয়ে নাড়াচাড়া করলেও জীবন জীবিকা নিয়ে খুব কমই জানাশোনা আছে। ইন্টারেস্টিং তথ্য যে তিনি কুস্তিগীর ছিলেন। লিংকের গান ছাড়াও আরো কিছু শোনা হয়ে গেছে। ধন্যবাদ লিংকের জন্য।

১৮| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১০

আমিন রবিন বলেছেন: 'ও আমার' ... নয়, 'সে আমার ছোট বোন'

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টটা খুব সিলি হয়ে গেছে

১৯| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৬

আমিন রবিন বলেছেন: গানটার নাম 'সে আমার ছোট বোন' এটাই বলেছি শুধু। সিলি কমেন্ট হলো কীভাবে বুঝলামনা!

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে এই কমেন্টটা করার জন্য আবার এসেছেন, এটা আরো বেশি সিলি হয়েছে। বরং আবার এসে যদি গান নিয়ে কিছু কথা বলতেন, সেটা প্রশংসা পেতো। যেখানে ভূরি ভূরি গান নিয়ে আলোচনা হচ্ছে, এবং ওটা আমার প্রিয় গান বলে উল্লেখ করেছি, সেখানে আপনার কি মনে হয় নি যে ওটা স্রেফ একটা স্লিপ অব বাটন হয়ে থাকবে? এজন্যই এটাকে 'সিলি' বলেছি। যাই হোক, আপনার এই কমেন্টটা আমাকে ক্ষিপ্ত করেছে। আমি দুঃখিত। আশা করি ভবিষ্যতে আরো ম্যাচিউর কমেন্ট করে নিজের বিজ্ঞতার প্রমাণ দেবেন। শুভেচ্ছা।

২০| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মিউসিক ভিডিও খুব সুন্দর হয়েছে। অনেকগুলি দেখলাম এবং শুনলাম। তবে গান শুনতে শুনতে মাঝে মাঝে মনোযোগ সুন্দরীদের দিকে চলে যায় এইটাই যা সমস্যা। :) প্রথম ভিডিওতে অপ্সরার শাড়ি আর ব্লাউসের রঙ যে কিভাবে নিজে নিজে বদলে যায় এটা আমার মাথায় এলো না।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিউজিক ভিডিও সুন্দর হয়েছে জেনে ভালো লাগলো। এটা তো ভিডিও, তাই না? তাই শুধু শোনার জন্যই না, দেখার জন্যও কিছু থাকতে হবে। গান আজকাল শুধু শোনার না, দেখারও :)

কালার চেঞ্জ করার জন্য আমাকে ফটোশপে কিছু অতিরিক্ত কাজ করতে হয়। ইন ফ্যাক্ট এই মিউজিক ভিডিও আর ফটোশপিং আমার ব্লগিং আর লিটারেচার খেয়ে ফেলছে দারুণ ভাবে :( কিছু করার নাই :)

২১| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৮

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এই গানটাও শুনে দেখতে পারেন ভাই।মৌচাক ছবির গান।এবার মরলে সূতো হবো।

https://www.youtube.com/watch?v=w94dT4cJjIw

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা চমৎকার গান, আপনার লিংক থেকেই প্রথম শুনলাম।

২২| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৮

মা.হাসান বলেছেন: ক্ষমা চেয়ে নেই, আগেই পোস্টটি দেখেছি, সময়াভাবে আসা হয় নি।পোস্টটি যাদের উৎসর্গ করেছেন তাদের মাঝে নিজের নাম দেখে সংকোচ বোধ করছি। গান শোনা একটা ব্যয়বহুল নেশা। ইউটিউব ফ্রি গান শোনার সুযোগ দিলেও, একটা ভালো হেডফোনের দাম কুড়ি হাজার টাকার ওপর, একটা ভালো এয়ারফোনও দশ-পনেরো হাজার টাকার নিচে হবে না। এর পর পেশাগত ব্যস্ততা ।

৭০-৮০-৯০এর দশকে যারা ভারতীয় শিল্পিদের বাংলা গান শুনেছেন, তাদের কাছে পুরুষ শিল্পিদের মাঝে হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদে আর কিশোর কুমারই বোধ করি বেশি হিট গান উপহার দিয়েছেন।

আমার ব্যক্তিগত পছন্দ অবশ্য অন্য দুটি গান-
১) শ্রী রাধার মান ভঞ্জন (সন্ধ্যা মুখোপাধ্যায়ের সাথে) https://www.youtube.com/watch?v=8SNhj5uE4zQ
২) রামি-চন্ডিদাস (এটাও সন্ধ্যার সাথে) পর্ব ১- https://www.youtube.com/watch?v=0zXK2YMCEcU
পর্ব ২- https://www.youtube.com/watch?v=TVkzYZG97-g

২১ নম্বর মন্তব্যে মোঃমোস্তাফিজুর রহমান তমাল যে মৌচাকের কথা বলেছেন তা সপরিবারে দেখার মতো একটা অসাধারণ কমেডি । ইউটিউবে আছে।

আপনার লিংকের প্রতিটি গানই সুন্দর তবে গান শোনাটাতো আসলে মুডের উপর নির্ভর করে, একেক সময়ে একেকটা ভালো থাকে।

কয়েকদিন আগে শচিন দেব বর্মনকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন । ওনার প্রথম মিউজিক টিউটর কিন্তু মান্না দের আপন ছোট কাকা- অন্ধ শিল্প কৃষ্ণ চন্দ্র দে।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শোনা একটা ব্যয়বহুল নেশা। ইউটিউব ফ্রি গান শোনার সুযোগ দিলেও, একটা ভালো হেডফোনের দাম কুড়ি হাজার টাকার ওপর, একটা ভালো এয়ারফোনও দশ-পনেরো হাজার টাকার নিচে হবে না। আমার বাচ্চা-কাচ্চারা আপনাকে তো মাথায় তুলে নাচবে :) ওরা হেডফোনসহ যত অ্যাপ্লায়েন্স আছে, সবই নিবে, এবং সেগুলো হতে হবে লেটেস্ট এবং সফিস্টিলেটেড :) আর আমি যত না কিনে পারা যায়, এবং কিনতে হলে কম দামিটায়ই হবে, কোনোরকমে চালাইতে পারলেই হয় টাইপের :) যদিও সমস্যায় পড়লে ওদের জিনিস নিয়াই টানাটানি শুরু কইরা দিই :)

পেশাগত ব্যস্ততা একটা বড়ো ফ্যাকটর বটে। তার চাইতে বড়ো ফ্যাক্টর হলো ঘুম। দিনের দৈর্ঘ্য কেন ৭২ ঘণ্টা হলো না, এবং আল্লাহ কেন মানুষকে 'ঘুম' নামক বস্তুটা দিলেন, এই আক্ষেপ নিয়া মাঝে মাঝেই ফেইসবুকে স্টেটাস দিয়া কিছুটা সান্ত্বনা দিই মনকে :)

আপনার লিংকের প্রতিটি গানই সুন্দর তবে গান শোনাটাতো আসলে মুডের উপর নির্ভর করে, একেক সময়ে একেকটা ভালো থাকে। একদম খাঁটি কথা।

কয়েকদিন আগে শচিন দেব বর্মনকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন । ওনার প্রথম মিউজিক টিউটর কিন্তু মান্না দের আপন ছোট কাকা- অন্ধ শিল্প কৃষ্ণ চন্দ্র দে। যাদের এ পোস্ট উৎসর্গ করেছি, জেনেশুনেই করেছি, তাহারা একেকজন গান বিষয়ে তো বটেই, সব বিষয়েই জ্ঞানের আধার। মান্না দে'র এ তথ্য দিয়ে সেটা প্রমাণ করিলেন

তথ্যবহুল রম্যসুন্দর কমেন্টে ধন্যবাদ মা হাসান ভাই। অনেক অনেক শুভেচ্ছা।

২৩| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: আপনার গানের সংগ্রহ ও গান নিয়ে আপনার কাজ বিমোহিত করে।

০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সাহাদাত উদরাজী ভাই। উৎসাহিত বোধ করছি। উত্তর দিতে অনেক দেরি হলো বলে লজ্জা প্রকাশ করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.