নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
০৪ নভেম্বর ২০২০, সকাল ১০:৫৮
আমি দেখতে চাই, কে আগে ২৭০ টাচ করতে পারে। আমি তাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করবো।
০৭ নভেম্বর ২০২০, বিকাল ৪:০০
ভোটের ফলাফল ঘোষণায় এত দেরি করায় অযোগ্য মার্কিন দেশের প্রতি তেব্র নিন্দা গেপন করিতেছি।
০৫ নভেম্বর ২০২০, রাত ১১:৫৬
আজ রাতে সকাল সকাল ১০টার মধ্যেই ঘুমাইয়া পড়তে চাইছিলাম, কিন্তু ঘুমাইতে ঘুমাইতে সাড়ে ১০টা বেজে গেল। উল্লেখ্য, এখন ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নের ভিতরে রাত ১২টার সময় এই স্টেটাসটা লিখলাম।
ঘুমের মধ্যে এখন স্বপ্নে দেখতেছি, ট্রাম্প আর বাইডেন দুইজনেই ভোটে হাইরা গেছে, কারণ ভোট ডাকাতি কইরা আমেরিকার প্রেসিডেন্ট হইছি আমি।
০৪ নভেম্বর ২০২০, দুপুর ১২:৫২
পৃথিবীতে পাগল, স্টুপিড এবং ননসেন্সরাই বোধহয় বেশি জনপ্রিয়। ডোনাল্ড ট্রাম্পের ডনপ্রিয়তা দেখে এই ট্রুপলব্ধি হইল।
০৪ নভেম্বর ২০২০, সকাল ১১:৪৭
জর্জ ডব্লিউ ডোনাল্ড বুশট্রাম হেরে গেলে খুব দুঃখ পাব। তিনি প্রতিদিন নতুন কৌতুকের জন্ম দিতেন। ভালো লাগতো। বাইডেন তা দিতে পারবেন না।
০৬ নভেম্বর ২০২০, সকাল ১০:৫৬
আমেরিকার আগামী নির্বাচনে বাংলাদেশ থেকে একটা পর্যবেক্ষক দল পাঠাতে হবে। আমেরিকাকে বাংলাদেশের অনেক কিছুই শেখানোর আছে।
০২ নভেম্বর ২০২০, রাত ১০:৫৬
'লেখাপড়া শিখেছ বলে কি স্বামীকে শিখাবে?'
কথাটা কে, কাকে, কখন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোথায় এবং কীভাবে বলেছিলেন? সূত্রসহ বলেন।
০৩ নভেম্বর ২০২০, দুপুর ১২:৪২
বাংলার মানুষ বাংলার টেলিভিশন কত্ত কম দেখেন, তা গত কয়েকদিনে বাংলাদেশের দুটো বিজ্ঞাপনের দুটো ডায়লগ ছেড়ে দিয়ে আন্দাজ করতে পারলুম। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া সবাই ধরে নিয়েছেন যে, এ কথাগুলো মহান সোনাবীজের স্বরচিত বাণী চিরন্তনী।
'লেখাপড়া শিখেছ বলে কি স্বামীকে শিখাবে?'
'আমার ভাতিজার যদি চাকরি না হয়, ওভারনাইট আপনাকে বান্দরবনে পাঠাইয়া দিমু।'
আরেকটা বিখ্যাত বাণী আছে, যেটা অবশ্য আগেই ভাগে দিয়েছিলাম : স্বামী আর শুগারকে কন্ট্রোল করতে হয়
০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেইরকম
০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সামু মামা
৩| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: হে হে---
০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৪| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনবওওওও
০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাবছি, এই বিশেষণটা বাদ পড়লো কীভাবে
৫| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনি কি এখন সাদাবাড়িতে আছেন? ভোট ডাকাতি করে প্রেসিডেন্ট হবার জন্য অভিনন্দন।
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, আমি সাদা বাড়িতে। অভিনন্দন সাদরে গৃহীত হইল
৬| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩২
আমি সাজিদ বলেছেন: ছয় নভেম্বর, ২০২০ এ সকাল ১০:৫৬ এ আপনার স্ট্যাটাস চুরি করেছে হুদা সাহেব। পরে দশ তারিখের পর মিডিয়ায় আপনার আইডিয়া নিজের বলে চালিয়ে দিয়েছে। মামলা করা যায় না, কপিরাইট আইনে?
১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা দেখে তো আমি চমকে উঠেছিলাম! আমার কথা তিনি জানলেন কীভাবে! পরে মনে পড়লো, ব্যাপারটা উলটো। আমিই তার কথাটা আগেভাগে বলেছি
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
টেষ্ট কমেন্ট