নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অমরাবতীর দাসী : তোমার জন্য

০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৯

তোমার কখনো ইশারা ছিল না
অথচ ডেরার ভেতর দুটো বাঘ সতত দাও দাও চোখে
শাণিত করে জিভ
আমি কি তবে বন্ধকি ঘরে সময়ের সাথে করে যাব খেলা
গোবাক্ষ পাখির প্রণয়ে?

শূন্যে আমার হাসি
বিকেলের ফুলে মেঘরং প্রজাপতি ওড়ে
আলোকবর্ষ পার হয়ে যায়;
মহাকাল জুড়ে তুমি বেঁচে থাকো
মর্ত্যের মাটিতে অমরাবতীর দাসী।

৪ এপ্রিল ২০০৯


ক্ষমাপ্রার্থী : উপরের কবিতায় কী বলতে চেয়েছি, তা আসলে বোঝানো যাবে না, খুবই কোডিক ফর্মে লেখা। কবিতা সম্বন্ধে 'বোঝা' ব্যাপারটাই অপ্রাসঙ্গিক (বুদ্ধদেব বসু)। যদিও, এ কথাটা আমি পুরোপুরি মানি না (তাতে কারো কিছু যায়ও না, আসেও না, হয়ও না কিছু)। আমার এমন কিছু কবিতা আছে, যার মর্মার্থ ও ব্যাকগ্রাউন্ড শুধু আমিই জানি, এটা আর কেউ জানুক তা আমি চাইও না। তবে, এগুলো পড়ে কেউ কিছু বুঝতে পারলে সেটা আমাকে প্রভূত আনন্দ দিবে, সেই বোঝ যাই হোক না কেন। এ ব্যাপারে আমার একটা কবিতাও আছে, 'তোমার জন্য'।

তোমার জন্য

সব কবিতারই কিছু মানে হবে
এ ভেবে কখনো কবিতা লিখি নি
সব ইশারায় সাড়া দেবে তুমি
এমন করেও কখনো ভাবি নি

যখন যেভাবে শব্দরা আসে
ক্রোধ ও কান্না, প্রেম ও দ্রোহে
ওভাবেই ওরা ঠাঁই করে নেয়
আপন গুণ ও গন্ধ-আবহে

যা কিছু লিখেছি প্রেমের জন্য
হয়ত সবই তা নিরেট বর্জ্য
অশ্রু ফেলো না, যেদিন বুঝবে
তোমার জন্য এসব অর্ঘ্য।

১৬ অক্টোবর ২০১২


Please relax

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২১ রাত ৮:৪৮

কল্পদ্রুম বলেছেন: কবিতা পড়ে আক্ষরিক কোন অর্থ না বুঝলেও অন্তত কিছু একটা তো অনুভব করা যায়। কবিতা পড়ে কবির আক্ষেপ অনুভব করলাম। "তোমার জন্য" কবিতায় +। এটা বেশ ভালো লেগেছে।

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতা পড়ে আক্ষরিক কোন অর্থ না বুঝলেও অন্তত কিছু একটা তো অনুভব করা যায়। কবিতা পড়ে কবির আক্ষেপ অনুভব করলাম। কবিতাব আসলেই অনুভবের বিষয়। আগে এসব কথা বিশ্বাস না করলেও এখন বিশ্বাস করার দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমার নিজেরই কিছু কবিতা 'দুর্বোধ্য' ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। তবে, আপনি প্রথম কবিতাটা বেশ ভালোই বুঝেছেন বলে মনে হচ্ছে। 'তোমার জন্য' কবিতায় প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা রইল প্রিয় কল্পদ্রুম।

২| ০১ লা জুন, ২০২১ রাত ১০:০৯

জটিল ভাই বলেছেন: কবিতায় বলেছিলে
চন্দ্র রাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা......... :)

ছন্দগুলো সুন্দর। অর্থে কি আসে যায় :)

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



কবিতায় বলেছিলে
চন্দ্র রাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা.........
:) তবু সে এলো না, হায় কী বেদনা, হৃদয় ফেটে হয় যায় গাং। শুধু দুঃখ দুঃখ এবং দুঃখ :)


ছন্দগুলো সুন্দর। অর্থে কি আসে যায়। ভালো বলেছেন।

কবিতা পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ জটিল ভাই।

৩| ০১ লা জুন, ২০২১ রাত ১০:৩৫

নেওয়াজ আলি বলেছেন: তোমার জন্য আকাশের চাঁদ । এই কবিতা একটা পুষ্পমালা

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালও লাগলো নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা।

৪| ০১ লা জুন, ২০২১ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৫| ০২ রা জুন, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৬| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রিয় মানুষের ইশারা ছিলো না কোনো,তারপরও কবি তাকে পেতে চেয়েছেন নিজের করে ভীষণ ভাবে।
অদ্ভূত শূন্যতায় ভরে যায় কবির মন। চারিদিকের সৌন্দর্য কবিকে আকৃষ্ট করে না। সময় চলে যায় শূন্যতায়। প্রিয় মানুষ হয়ে যায় স্বর্গের বাসিন্দার মতো দূরতম কেউ। দূরের প্রিয়ার ভালো থাকার কামনা করেছেন কবি। যেকিনা কবির কাছে থেকেও দূরে। মর্ত্যে থেকেও স্বর্গের দাসী বা অপ্সরা।
এইটুকু বুঝেছি। মিললো কি না জানি না।

০২ রা জুন, ২০২১ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! ওয়াও! ওয়াও! আপনার বর্ণনা পড়ে আমি নিজে এতই বিমোহিত যে, কবিতার ভেতরে কোন সংকেত লুকানো ছিল তা আমি ভুলে গেছি :( :( :) যাই হোক, কবিদের ক্ষেত্রে পাঠককে কখনো বলতে নেই- কবিতার ভাবার্থ মিলে নাই। কবিতা হলো এমন এক বস্তু, যা পাঠক পড়ে নিজে থেকেই তার অর্থ বের করে নিবেন, যা তা নিজের জীবনের সাথে মিলে যেতে পারে। কোনো কবি যদি বলে বসেন, আমি এটা এই ভেবে লিখি নি, আমার কবিতার অর্থ হলো ওটা - তাহলে তিনি মস্ত ভুল করবেন। কবিতার অর্থ বলে দিয়ে কবিতাকে কখনো সংকুচিত করতে নেই। কবিতা বহুমাত্রিকতাময় সুন্দরতম শিল্প। একেক পাঠক একেক স্বাদ পাবেন, নিজের মতো করে।

বরাবরের মতোই মুগ্ধ হয়েছি তমাল ভাই, আপনার অনবদ্য বিশ্লেষণে। ভিতরে 'ক্ষমাপ্রার্থী' দেয়ার কারণ হলো, কোনো পাঠক হয়ত বলে বসতে পারেন, কিছুই বুঝি নি। তাদেরকে আশ্বস্ত করার জন্যই ঐ মধ্যটীকা- না বোঝার ব্যাপারটা কোনো দুর্বলতা না, দুর্বলতা কিছু থেকে থাকলে সেটা কবির।

শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.