নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোমার কথা মনে পড়লে, তুমি চলে যেতে যেতে : অনেকদিন পর গান নিয়ে এলাম, নিজের লেখা ও সুর করা, মিউজিকবিহীন খালি গলায় গাওয়া

০২ রা জুন, ২০২১ রাত ১০:৪১

গানের পোস্ট দেয়া হচ্ছিল না অনেকদিন। কারণ জেনুইন। মিউজিক ভিডিও বানানো (রিমেইক, ফটোমিক্স, ভিডিওমিক্স), ইউটিউবে আপলোড করা, ইত্যাদি নিয়েই বেশি সময় গেছে। ইউটিউবে কমেন্ট আদান-প্রদান আগের চাইতে অনেক বেশি হওয়ায় গানের ফিডব্যাক ইউটিউবেই বেশি পাওয়া যাচ্ছে। তারপরও ব্লগে আবার গানের পোস্ট নিয়ে এলাম (১) প্রধানত ব্লগার রাজীব নুরের আগ্রহের প্রতি সম্মান দেখানোর জন্য এবং (২) অভ্যাসবশত, কারণ, আমার মনে হয়েছে, ব্লগে গানের পোস্ট না দিলে ধীরে ধীরে সবাই গান শোনা বন্ধ করে দিবেন :) :)

এবারে মাত্র দুটো গান- তাও নিজের লেখা ও সুর করা। এগুলো প্রকৃতপক্ষে গান না, কেবল সুরটাকে ধরে রাখা। ভবিষ্যত পরিকল্পনা - প্রফেশনালদের দিয়ে স্টুডিয়ো রেকর্ডিং করে অ্যালবাম বের করা হবে। আচ্ছা, মজার কথা বলে নিই - আমার হবু পুত্রবধূ শুনে অলরেডি আর্জি পেশ করেছে - নবীন শিল্পী হিসাবে তাকে যেন একটু সুযোগ দিই :)

গানের সাথে কিছু মিউজিক হলে অবশ্যই একদিকে যেমন শ্রুতিমধুর হতো, অন্যদিকে খালি গলার ত্রুটিগুলো বোঝা যেত না। কিন্তু মিউজিক পাব কোথায়? বড়ো ছেলে ব্যস্ত তার বন্ধুবান্ধব, হবু বউ নিয়া নিজেদের অ্যালবাম বের করার কাজে। ছোটো ছেলে ব্যস্ত তার নিজের গান রেকর্ড ও ইন্সটগ্রামে শেয়ারিঙে :) তাদের মিউজিক করে দেয়ার কথা বললে তারা বলে- অডিও দিয়ে রাখেন, সময় পাইলে করে দিব নে :( :( :( এই অনিশ্চয়তার মধ্যে বসে থাকার জন্য তাদের আব্বার যে অত ধৈর্য নাই, তারা বুঝে গেছে :)

আজকের গান দুটোর সুর তৈরি হয়েছিল আরো আগে। গত ২/৩ দিনে সুরগুলো আরেকটু রিফাইন করা হয়েছে। আপনারা হয়ত জানেন, কোনো গানের সুর প্রথম থেকে ফাইনাল রেকর্ডিঙ্গের আগ পর্যন্ত ফাইন টিউনিং চলতে থাকে, এমনকি ফার্স্ট রেকর্ডিঙের পরও শিল্পীরা গাওয়ার সময় প্রতিবারই কিছু না কিছু ভেরিয়েশন এনে থাকেন। আমার এ গানও কোনো প্রফেশনাল গাইতে গেলে সুরের কিছু ভেরিয়েশন হবেই, তার ইনোভেশন অনুয়ায়ী চেঞ্জ হতে পারে বিভিন্ন পয়েন্টে।

শোনা যাক গানদুটো।

১। তোমার কথা মনে পড়লে লিংক : তোমার কথা মনে পড়লে



তোমার কথা মনে পড়লে
নিদ্রা আমার আসে না
তোমার কথা মনে হলে
নিদ্রা আমার চলে যায়
তুমি এখন কেমন আছো
আছো বা কোথায়

তোমার কথা মনে পড়লে
মন যে আমার মানে না
উথাল পাথাল নদীর মতো
ঢেউয়ে ঢেউয়ে ভাঙে বুক

তোমার কথা মনে পড়লে
বেঁচে থাকার ফুরায় সাধ
সেই জীবনের দাম কী বলো
তুমি যদি নাই থাকো

২৯ নভেম্বর ২০২০

২। তুমি চলে যেতে যেতে। এই লিংকে ক্লিক করুন - তুমি চলে যেতে যেতে



তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
আমি অযথাই মুগ্ধ দু চোখে তোমাকেই দেখছিলাম
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

আজও এই হাতে মেহেদির রং উজ্জ্বল ফুটে আছে
সেই সুখস্মৃতি বেদনা জাগায় ঘুমহীন চাঁদরাতে
তুমি চলে গেছ সেই পুরোনো দিনের পুরোনো সে চেনা পথে
সে আলোয় থেকে ফিরবে না জানি, ফিরবে না কোনোদিনই
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

১২ ডিসেম্বর ২০১৪


আমার লেখা ও সুর করা সবগুলো গান শুনতে ক্লিক করুন এই লিংকে - আমার লেখা ও সুর করা গানগুলো

পুরোনো দিনের গানগুলো হারিয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে, নতুন/বর্তমান প্রজন্মের পুরোনো গানের প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু, কিছু মেলোডিয়াস গান তাদের সামনে বাজালে তারা বলতে বাধ্য হয় - দারুণ তো! আমি পুরোনো গানগুলো, যেগুলো মেলোডিয়াস, সচরাচরর পাওয়া যায় না, সেইগুলো যত্ন করে আমার চ্যানেলে ধরে রাখার প্রকল্প হাতে নিয়েছি। বিস্ময়কর ব্যাপার হলো, ইউটিউবে পুরোনো গানের জনপ্রিয়তা বেশ ভালো এখনো। যারা এখনো ভালোবাসেন আব্দুল জব্বার, আব্দুল হাদি, মান্না দে, সতীনাথের গান, তারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল : Sonabeej - প্রিয় গানের সংগ্রহশালা

শুভেচ্ছা সবার জন্য।



মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ রাত ১০:৫৬

স্প্যানকড বলেছেন: ভালো লাগলো চালাইয়া যান। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০২ রা জুন, ২০২১ রাত ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভালো লাগলো জেনে চালাইয়া যাইতে অনুপ্রাণিত হইলাম। আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শুভেচ্ছা।

২| ০২ রা জুন, ২০২১ রাত ১১:০০

জটিল ভাই বলেছেন:
আমি গানের ব্যকরণ বুঝিনা। কিন্তু আপনার কন্ঠে যেনো এক ঝলক দমকা হাওয়া বয়ে গেলো। জানিনা এটাকে কি বলবো!
অসাধারণ :)

০২ রা জুন, ২০২১ রাত ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কি মনে করেন, আমি গানের ব্যাকরণবিদ? তাই মনে করে থাকলে আপনি ভুলবৃক্ষের মগডালে বসে আছেন। স্বভাবকবিদের যেমন কবিতার ব্যাকরণ লাগে না, ন্যাচারাল লিরিসিস্ট এবং কম্পোজারদেরও ওরকম কিছু লাগে না :)

কণ্ঠে দমকা হাওয়া বয়ে গেছে নাকি? তাহলে তো কণ্ঠের খবর হইয়া গেছে :) এটারে আর কী বলবেন, দমকা সঙ্গীতই বলেন তাহলে :)

'অসাধারণ' জটিল কমেন্টের জন্য জটিল ভাইকে অসাধারণ ধন্যবাদ

৩| ০২ রা জুন, ২০২১ রাত ১১:১০

শেরজা তপন বলেছেন: কত গুণে গুণান্বিত আপনি- হিংসে হয় :)

০২ রা জুন, ২০২১ রাত ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! কত গুণে গুণান্বিত, তা জেনে তো এখন সত্যই লাফাইতে ইচ্ছা করতেছে :)

যাই হোক, আপনার হিংসাকে বিরাট প্রশংসা হিসাবে ধরে নিয়ে আপনাকে একটা বিরাট ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শেরজা তপন ভাই।

ভালো থাকবেন।

৪| ০২ রা জুন, ২০২১ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা জুন, ২০২১ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য বিরাট ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই +

৫| ০৩ রা জুন, ২০২১ রাত ১২:৫২

নূর আলম হিরণ বলেছেন: ভালো হয়েছে গানের সুর।

০৩ রা জুন, ২০২১ রাত ১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হিরণ ভাই।

৬| ০৩ রা জুন, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে এরকম একটা পোষ্টের জন্য মনে মনে অপেক্ষায় ছিলাম।

০৩ রা জুন, ২০২১ রাত ১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্যই এই পোস্টটা দেয়া হলো।

৭| ০৩ রা জুন, ২০২১ রাত ১:৫১

শায়মা বলেছেন: ভাইয়া

তুমি গেয়েছো!!!!!!!!!!!!!!!!!

অনেক সুন্দর হয়েছে সত্যিই কিন্তু!!!!!!!!!!!!!



আমি খুবই অবাক হয়েছি!!!!!!!!!!!!!

মনে হচ্ছে ছোটবেলায় ক্লাসিকালও শিখেছিলে একটু আধটু!!!!!!!!!!!!

পোড়লে এই উচ্চারণ ছাড়া সবই এক্সসেলেন্টো!!!!!!!!!!!!

একদম মন থেকে হয়েছে কিন্তু গানটা :)

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমি ভিডিও/অডিওটা আবার দেখলাম। আমিই গেয়েছি :) অন্য কেউ না :)

আপনাকে অবাক করে দিতে পেরে তো খুব মজা পাচ্ছি এখন :)

কোনোদিনই কোনো রেওয়াজ টেওয়াজ কিছু করা হয় নাই :) আড্ডায়, রাস্তায় দল বেঁধে, ঘরে শুয়ে-বসে ভ্যা-ভ্যা কইরা গলা ফাডানোই পর্যন্তই সার :) তবে, আমার মুখ খুব কম সময়ই বন্ধ থাকে :) এমনকি টাইপিং-এর সময়ও হয় গুন গুন, নয় শিস, নয় গলা ফাডাইয়া ঘর বাড়ি মাথায় তুলে নেয়াই হইল আমার চরিত্র, যা খুব শান্তশিষ্ট নিরীহ এবং আনন্দে বিগলিত :)

পোড়লে - আমি উচ্চারণ করেছি - পরলে। (ড়-র স্থলে র)। এটা কি পোড়লে হবে, নাকি পড়লে হবে। বানান অভিধান অনুযায়ী 'পড়লে' হবে। তবে, এই গানে উচ্চারণত্রুটি আরো থাকতে পারে। রেকর্ডিঙের সময় মিউজিকের সাথে সিনক্রোনাইজ করতে যেয়ে সব শিল্পীরই কিছু না কিছু ত্রুটি হয় (আশা ভোঁস্‌লে ও লতা মঙ্গেশকরের বাংলা উচ্চারণ সবচাইতে বেশি ত্রুটিযুক্ত, যেহেতু তারা অবাঙালি)। আমি রেকর্ড করতে যেয়ে অনেক সমস্যায় পড়ি, ত্রুটিযুক্ত অডিওগুলো বার বার চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তারপরও বেশ ত্রুটি থেকে যায়।

মন থেকে গানটা হয়েছে। ঠিক ধরতে পেরেছেন দেখে ভালো লাগছে।

অনেক ধন্যবাদ আপু আপনার আবেগ মাখানো কমেন্টের জন্য।

এ কথাটা উল্লেখ করার জায়গা পাই না, এখানেই বলি। আপনার গানগুলোর ভিডিও বানাতে গিয়ে লক্ষ করেছি, আপনার গলা খুব ভালো, পরিণত। আপনি যে নন-প্রফেশনাল এটা মনে হয় না। ভিডিও এডিটিঙের সময় হেডফোন লাগিয়ে বা স্পিকারে ভলিয়্যুম বাড়িয়ে ফ্রেম বাই ফ্রেম অডিও শুনি আমি, কোনো ত্রুটি, যেমন ডিস্টরশন/ডট/ফাটা, ইত্যাদি আছে কিনা তা দেখার জন্য। এসব থাকলে কারেকশন দিতে হয়। আপনার অডিওগুলো পারফেক্ট, মিউজিক কম্পোজিশন সুন্দর।

ভালো থাকবেন।

৮| ০৩ রা জুন, ২০২১ ভোর ৬:১৮

কামাল১৮ বলেছেন: গলাটি ভরাট,কিন্তু আর কবে রেয়াজ করবেন।ব্লগ পড়বেন নাকি রেয়াজ করবেন

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রদ্ধেয় কামাল ভাই, যার ১০ বছরে হয় নাই, তার ৫০ বছরে কীভাবে হবে? এসব রেওয়াজ মেওয়াজ হইল প্রফেশনালদের জন্য। শৌখিনদের জন্য কোনো রেওয়াজ নাই, ব্যাকরণও লাগে না।

গান দুটো শোনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ০৩ রা জুন, ২০২১ ভোর ৬:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



অনেকেই অভিযোগ করেন আজকের আধুনিক গান তার কথার মাধুর্য হারাচ্ছে।
আপনার কন্ঠে গাওয়া গান দুটি শুনল সে কথা বলার অবকাশ আর কারো থাকবেনা ।
প্রথম গান তোমার কথা মনে পড়লে /নিদ্রা আমার আসেনা /
তোমার কথা মনে হলে / নিদ্রা আমার যায় চলে ...
অনবদ্য লিরিক।
গানের সুর শুনে মনে ভরে গেল। মনে হল গান হতে যারা সুধা নিয়ে যায়
আপনি তাদেরি জন্য সুর ভাজেন আর লিখেন গান ।
সুন্দর গানগুলির জন্য অভিনন্দন রইল ।
সংগীত ভুবনে আপনার পদচারনা আরো
মুখর হোক এ কামনাই রইল ।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রি আলী ভাই, আপনার প্রশংসা পেয়ে আমি এত অনুপ্রাণিত হলাম যে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই হলো আমার জন্য আরেকটা মন্তব্য, যা বাঁধাই করে রাখার মতো।

বলতে পারেন, গানই আমার জীবন, গানই আমার ভুবন। তবে, গানের শিল্পী হিসাবে নিজেকে প্রকাশ করার যোগ্যতা আগেও কোনদিন ছিল না, আজও নাই। ঘরের কোনায়, বন্ধুদের সাথে, গৃহবান্ধবীকে গান শোনানোই আমার ব্রত, বলতে পারেন :) তবে, যে সুরগুলো হঠাৎ হঠাৎ ধরে ফেলি, তা প্রিজার্ভ করার জন্য বর্তমান টেকনোলজির হেল্প নিচ্ছি, এই আর কী।


আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার অনুপ্রেরণামূলক কমেন্টটির জন্য। শুভেচ্ছা নিন।

১০| ০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৩৫

রবিন.হুড বলেছেন: আমার বন্ধু তোমার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব রে ভাই
গুনে মানে সারা দুনিয়ায় যার তুলনা নাই
ফ্রিডেল কাস্ত্র হিমালয় দেখে নাই তোমায় দেখার পরে
তোমার কথা বিশ্ব নেতারা আজও স্মরণ করে
তুমি বাঙ্গালীর জাতির পিতা থাক মাথার পরে
অবুঝ বাঙ্গাল বোঝে নাই তোমায়, রাখতে পারেনি ধরে
ত্যাগ তিতিক্ষা ও দেশ প্রেমে তোমার তুলনা নাই
তুমি আমার সারা বাংলার,তুমি মুজিব ভাই
নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে
দেশ বিরোধী কুলাঙ্গারদের ষড়যন্ত্রে গিয়েছো মোদের ছেড়ে
তোমার স্বপ্ন পূরণ করবো গড়বো সোনার বাংলা
দেশ থেকে তাড়িয়ে দিব সকল বুড়ো আংলা
স্বর্গ থেকে দেখ মুজিব তোমার ভুলি নাই
তুমি মোদের অনুপ্রেরণা তোমার বিকল্প নাই।
কথাঃ আমু
উপরের কথাগুলোতে একটা সুর দিয়ে দেন।

০৮ ই জুন, ২০২১ বিকাল ৩:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের লিরিকগুলো সাবলীল নয়। তবু আপনাকে উৎসাহিত করার জন্যই আমার সময় নষ্ট করে লিরিকে কোনোরূপ পরিবর্তন না করে প্রথম দুই লাইন সুর করেছিলাম। সুরটা ভালো হয়েছিল, আমার তৃপ্তিমতো। কিন্তু আপনার কোনো রেসপন্স না পেয়ে বেশ ক্ষিপ্ত হয়েছি আমি। গানের সুর করা খুব সহজ ও সস্তা মনে করেছিলেন নাকি?

১১| ০৩ রা জুন, ২০২১ রাত ৯:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম গানটা শুনলাম। গানটা কোন তালে সুর করেছেন? ভালো লেগেছে। তবে উচ্চারণে কিছু সমস্যা আছে মনে হয় যে শায়মা আপু বলেছেন। একই সপ্তকে সুরের আনাগোনা বেশী দেখা গেলো। চড়া সুরে গানের কিছু অংশ থাকলে ভালো হতো। সাধারনত উদারা মুদারা এবং তারা এই তিন সপ্তকেই সুরের ওঠা নামা হয়। আপনার প্রথম গানটা মনে হচ্ছে বেশীর ভাগ অংশই মুদারা সপ্তকে। তবে আপনার গলা ভালো। দ্বিতীয় গানটা সম্পর্কে আশা করি পরে মন্তব্য করবো।

০৩ রা জুন, ২০২১ রাত ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে বাহে, আমি কবিতা লিখি স্কুল জীবন থেকেই (সব কবির মতোই)। ছন্দ জ্ঞান হয়েছে কিছুকাল আগে, তাও ধোঁয় ধোঁয়া। আমার সেরা কবিতাগুলো লেখা হয়ে গেছে ছন্দ জ্ঞান হওয়ার আগেই :)

গানের তাল তাদরা জাতীয় কিছু শব্দ প্রথম দেখি নজরুলের 'সঞ্চিতা'য়। এগুলোর ভিতরে কোনোদিন ঢুকেছিলুম বলে মনে পড়ে না।

কাজেই এসব 'অবান্তর' প্রশ্ন করে আমাকে বিপদে না ফেলতে আজ্ঞা হয় জনাব :)

জানি না, লালন, শাহ আব্দুল করিম- এদের তাল সম্পর্কে জ্ঞান কতখানি ছিল, বা আদৌ ছিল কিনা।

যাই হোক, আপনি একজন অলরাউন্ডার, এটা আগেই জেনেছিলাম। গান সম্পর্কেও আপনার জ্ঞান অঢেল, মাশা'ল্লাহ। বাট, আমাকে প্লিজ এগুলো শিখতে বইলেন না, আমি পারবো না এসব শিখতে এখন :)

ধন্যবাদ নিন। শুভেচ্ছা নিন। সুস্থ থাকুন।

১২| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া এসেই তোমার কমেন্ট পড়লাম। হা হা হা তুমি যে সারাক্ষণ ভ্যা ভ্যা করো তা কিন্তু তোমাকে দেখলে বুঝাই যায় না। মনে হয় তুমি অতি শান্ত শিষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলোক।

যাইহোক শুনো তোমার কথা মনে পড়লে এইভাবে শুদ্ধ বানান লেখা যায় কিন্তু গান বা কবিতায় এই প এর উচ্চারণ হবে পোড়লে..

আর আমার যে কটা গান ইউটিউবে দেওয়া আছে তা প্রফেশনাল রেকর্ডিং স্টুডিও থেকে রেকর্ড করানো তাই তুমি হেডফোনে ত্রুটিপ পাওনি। মিউজিক কম্পোজও প্রফেশন্যাল দিয়ে করানো শুধু শিল্পীটাই প্রফেশনাল না আমি। শখের গায়িকা। তবে হ্যা আমিও ক্লাসিকাল শিখেই গান শিখেছি কিছু মিছু।

সাড়ে চুয়াত্তর ভাইয়ার উদারা মুদারা তারা শুনে কেদারা থেকে নিশ্চয় পড়ে যাওনি।

আরও শুনো পড়ে গিয়ে থাকলে যেই কেদারায় আরোহন সেই কেদারা থেকেই অবহরন করে বসে যাও তালের মাত্রা নিয়ে গানের সুর দিতে। দাদরা বা কাহারবা হলো দুনিয়ার সবচাইতে সোজা তাল.....তার চাইতেও আরও সোজা তালকে মানুষ বলে ঠেকা তাল ... আর কোনো তাল না হোক ঠেকা তাল দিয়ে গান বানিয়ে ফেলো।

ভাইয়া তুমি অধ্যবসায়ী অবশ্যই তাল নিয়ে পড়াশোনা বা একটু ইউটিউবে মুদ্রা আর সোম ফাক বুঝে নিলে ইনশাল্লাহ সুর হবে মায়াবী সুন্দর।

তোমার গলা তো এক্কেবারেই আল্লাহর দান .......

০৩ রা জুন, ২০২১ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি শান্তশিষ্ট নিরীহ বিশিষ্ট ভদ্রলোক, এ ব্যাপারে অবশ্য আমার গ্রাম থেকে শুরু করে আমার প্রফেশনাল এরেনা - সব জায়গাতেই সকলে সম্যক অবহিত আছেন। অল্পদিনেই হগলেই এটা বুঝে যান। তবে, একটা ঘাড় ত্যাড়ামি ব্যামো আছে, ওটা গোপন, সব জায়গায় সবাই জানে না :) তবে, মাত্রা খুবই কম :)


আপনার 'পোড়লে' লেখা দেখে আমি ভাবলাম শব্দটা বোধহয় পোড়লে উচ্চারণ করেছি। কারণ, পোড়লে উচ্চারণে আগে দুটো রেকর্ড করেছি, ভাবলাম, এটাতেও বোধহয় ভুলে দু-একটা 'পোড়লে' রয়ে গেছে :) পুরা গানটা শুনলাম। নাহ, সব জায়গাতেই পড়লেই আছে (আসলে, পর্‌লে)। এর উচ্চারণ নিয়ে শিওর ছিলাম না। আগের 'পোড়লে' রেকর্ড বাদ দিয়ে 'পড়লে' উচ্চারণে এটা রেকর্ড করলাম। কিন্তু ভুলটা রয়েই গেল :( ব্যাপারনা। রেকর্ডিং-এ রুনা লায়লা থেকে শুরু করে সাবিনা, ফরিদা, ফিরোজা সবারই উচ্চারণেই প্রচুর ভুল পাওয়া যায়। ওটা অভ্যাস বশত না, ভুল বশত। আমার মতো অনাথের জন্য কিছু না। ভবিষ্যতে ইম্প্রুভ করবে।

তাল তাদরা মাদরা বাদরা আমি শিখবো না। সাড়ে চুয়াত্তর ভাইকে অলরেডি বলেছি। সময় নাই ওসবের জন্য।

আচ্ছা, আমি যে ব্লগিং, ফেইসবুকিং করার সময় অনবরত গান গাইতে থাকি, এমনকি অংক করার সময়ও - এ কাহিনি তো বহু জায়গায় উল্লেখ করেছি :) এই মুহূর্তে এই পোস্টটার কথাই মনে পড়লো

আর কী কী লিখেছেন কমেন্টে? হ্যাঁ, আপনার গান। ভালো হয়েছে রেকডিঙ - উপরে বলেছি। আবার বললাম

১৩| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:১৩

শায়মা বলেছেন: হা হা বাদরা তাল কি ভাইয়া????
বাদর কি নাচে সেই তালে???

০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা আমার আবিষ্কৃত একটা নবতাল হিসাবে ধর্তব্য। আপনার ব্যাখ্যা ঠিক আছে। যেই তালে বান্দরবর্গ কত্থক নৃত্য করে, উহাই বাদরা তাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.