নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

শাশ্বত

১৫ ই জুন, ২০২১ রাত ১১:২৪

পূর্ণিমার খলখলে জোছনায় শানবাঁধানো পুকুরের ঘাটে
একদিন একটা পারিবারিক জলসা বসবে
সেখানে এ বাড়ির সবাই থাকবে :
ছেলেবুড়ো, বউঝিরা, সবাই

সেই আসরে কেউ নাচবে, হয়ত এ বাড়ির সবচেয়ে আদুরে,
সবচেয়ে চঞ্চলা, ফুটফুটে, কনিষ্ঠা মেয়েটি
কোনো এক বউ কণ্ঠের সবটুকু মধু ঢেলে গাইবে রবীন্দ্র সংগীত
একদল পুরুষ দরাজ গলায় গাইবে কোরাস, জারিগান,
সুরের মূর্ছনায় ভারী হয়ে উঠবে আকাশ-বাতাস-তরুলতা : চারিদিক

জনৈকা দাদিমা তাঁর গল্পের ঝাঁপি খুলে বসবেন :
এক যে ছিল বিরাট বড়ো দৈত্য, ইয়া লম্বা হাত-
বিশাল তার দন্তরাজি- খুনমাখা লকলকে জিহ্বা,
প্রকাণ্ড তার মুখ, এক লহমায় গিলে খায় চন্দ্র-সূর্য-পৃথিবী
সেই যে ছিল মস্ত দানব এক
ভয়ে বিষম খেয়ে শিশুরা আরো শক্ত করে মায়েদের ধরবে জড়িয়ে

এলোমেলো সমাহারে আরো কত না আয়োজন থাকবে
আসর শেষ হলে সবাই যখন উঠি উঠি- কেউ একজন হঠাৎ
ভাববে, কী যেন এখনো বাকি রয়ে গেল
তারপর দ্রুতপায়ে ছুটবে ঘরমুখে, রুদ্ধশ্বাসে ফিরবে
হাতে চেপে বহু-প্রাচীন একটি বই- যার মলাট খসে গেছে,
উঁই আর পিঁপড়ায় বিদীর্ণ করেছে যার প্রতিটি পাতা
বইটির ধুলো ঝেড়ে ধীরে ধীরে পৃষ্ঠা উলটাবে সে-
ক্ষত-বিক্ষত অক্ষরেরা মৃত-বিকলাঙ্গ,
তবু সে প্রতিটি শব্দোদ্ধারের জন্য অতিশয় ব্যস্ত হবে
অসীম উৎসাহে খুঁজবে ইতিহাস :
এক যে ছিলেন কবি, সেই বহুদিন আগে,
তিনি ছিলেন
আমাদেরই পিতা-পিতামহ, প্রোপিতা, প্রোপিতামহ...
তারপর অস্ফুট স্বরে সে শুরু করবে পাঠ :

পূর্ণিমার খলখলে জোছনায় শানবাঁধানো পুকুরের ঘাটে
একদিন একটা পারিবারিক জলসা বসবে,
সেখানে এ বাড়ির সবাই থাকবে :
ছেলেবুড়ো, বউঝিরা, সবাই...

• ২০০০

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:০২

জটিল ভাই বলেছেন:
তুমি আর আমি কাহিণী হবো বাংলার ঘরে-ঘরে,
মিলনে, বিরহে পাশাপাশি রবো হাজার বছর ধরে!

রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত..........

সুন্দর প্লটের উপর শক্তিশালী উপকরণে মজবুত গাঁধুনি। অসাধারণ...... :)

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উদ্ধৃত লাইনদুটো খুব ভালো লাগলো। গুগল সার্চ দিয়ে জানতে পারলাম, এটা জহির রায়হানের গল্প অবলম্বনে তৈরি 'হাজার বছর ধরে' ছায়াছবির একটি গান, লেখা গাজী মাজহারুল আনোয়ার। গানের সুর তত মনে না ধরলেও কথাগুলো অসাধারণ।

কবিতার প্রশংসায় উজ্জীবিত। এবার গানটাও শুনুন।

২| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:১৮

হাবিব বলেছেন:


শান বাঁধানো পুকুর ঘাটের বাঁকে
সকল বাঁধন অটুট যেন থাকে।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ হাবিব ভাই। ভালো থাকবেন।

৩| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: অটুট বন্ধনের তীব্র আকূতি যেন খুঁজে পেলাম।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বড়োসড়ো এ কমেন্টটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

৪| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:৪৩

ঢুকিচেপা বলেছেন: বাহ্ এমন কবিতা কখনো পড়িনি, যার শেষটাই শুরু বা শুরুটাই শেষ।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো নিজেও খেয়াল করি নি যে এ কবিতার শুরু ও শেষটা একরকম :) নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ হয়ে গেলাম :)

আপনাকে ধন্যবাদ এ আবিষ্কারের জন্য :)

৫| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:৪৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: বাহ!

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ।

৬| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:৫৮

কল্পদ্রুম বলেছেন: কবির উত্তরসূরিরা তার বই উলটে দেখবেন। কবির প্রত্যাশা পূরণ হোক। তবে আমার প্রত্যাশা বইটিকে যেন উই আর পিঁপড়ায় কাটা, ধূলি মাখা অবস্থায় না থাকতে হয়।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবির এমন একটা স্বপ্নই ছিল একদা - জোসনাস্নাত কোনো কোনো সন্ধ্যায় শান বাঁধানো পুকুর ঘাটে জম্পেশ পারিবারিক আড্ডা হবে- হৈহুল্লোড়, আনন্দ-উচ্ছ্বাসে জীবন কাটবে, কখনো-বা কবির বই থেকে দু-একখানি কবিতাও কেউ পড়বে। কিন্তু অ্যাডভান্সড টেকনোলজি আমাদের যেভাবে গ্রাস করছে, মননের উপর পড়ছে বিরাট প্রভাব। ভবিষ্যতে কবিতা বলে কিছু থাকবে কিনা, এটাও মাঝে মাঝে কবিকে ভাবায়।

যাই হোক, আমাদের সবার জীবনই সুন্দর ও বর্ণিল হোক, আমার উত্তরসূরিরা কবিতা না পড়ুক, তারা যেন সুখে থাকে, সেই কামনা করি।

আপনার সুন্দর কমেন্টটির জন্য অনেক ধন্যবাদ কল্পদ্রুম। শুভেচ্ছা নিন।

৭| ১৬ ই জুন, ২০২১ রাত ২:৩২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ!
এত সুন্দর।

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঙ্কাবতী রাজকন্যার ব্লগে যাওয়া হয় না, কিন্তু যাব। এ কবিতাটার পড়ার জন্য ধন্যবাদ।

৮| ১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪৩

শেরজা তপন বলেছেন: বহু বছর আগের লেখা কি? ২০০০ দেখলাম
ভাললাগা রেখে গেলাম

১৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, এটা ২০০০ সালে লেখা শেরজা তপন ভাই। কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৯| ১৯ শে জুন, ২০২১ রাত ১২:২৫

Subdeb ghosh বলেছেন: সুন্দর ভাবনায় মুগ্ধ করলেন ।
অপূর্ব সুন্দর লেখা।
শুভেচ্ছা রইলো।

১৯ শে জুন, ২০২১ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও কমেন্ট দিয়ে আমাকে মুগ্ধ করলেন। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.