নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মাথা পাগল করে দেয়া অংক - আই মিন \'ধাঁধা\' || কেবল কঠিন মেধাবীদের জন্য

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪২

এটা অনেক কঠিন একটা অংক। এটার উত্তর বের করতে যেয়ে ৭জন অংকবিশারদকে একটানা ৮দিন দিনরাত ২৪ ঘণ্টা করে অংক কষাকষি করতে হয়েছে। তবে, এদের গড়পড়তা সাফল্য মাত্র ৯%। মহান অংকবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানি দমুহমা ললিখ এই অংকটি সম্পর্কে বলেন, যে বা যারা এই অংকটির সমাধান বের করতে পারবেন, একমাত্র তারাই আমার যোগ্য উত্তরসূরী হিসাবে পৃথিবীর বুকে নাম লেখাতে পারবেন।

চলুন, অংকটি দেখা যাক

একটা ব্যাট ও একটা বলের মুল্য একত্রে ১ টাকা ১০ পয়সা। ব্যাটের মূল্য বলের মূল্যের থেকে এক টাকা বেশি হলে বলের মুল্য কত? ব্যাটের মূল্যই বা কত?

বিজয়ীদের জন্য পুরস্কার

এক জমকালো অনুষ্ঠানের মাধ্যে বিজ্ঞানী দমুহমা ললিখ সঠিক সমাধানকারীকে ১০০.০০০০০০০০০০০০ টাকার ফ্লেক্সি দেয়ার কথা ঘোষণা করেন (শর্ত প্রযোজ্য)। এই ঘোষণায় খুশির আতিশয্যে হাততালি দিতে যেয়ে উপস্থিত ২৭ ব্যক্তি হাতের তালু ফাটিয়ে ফেলেছেন, যাদের ৪জনের তালুতে ৩টা করে সেলাই দিতে হয়েছে।


পুরস্কারের শর্তাবলি : প্রতি মাসের ১ তারিখে ৫.০০০০০০০০০ টাকা করে ভ্যাট ও ট্যাক্স কর্তন পূর্বক বিজয়ীর সেল নাম্বারে ফ্লেক্সীর অ্যামাউন্ট পৌঁছে দেয়া হবে।



আগের ধাঁধার লিংক :

১। ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য

২। ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার :)

৩। কেবল ধাঁধাপাগলাদের জন্য - সবগুলো ধাঁধা এখানে পাওয়া যাবে

মন্তব্য ৫৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৪

জটিল ভাই বলেছেন:
ব্যাট ১ টাকা ৫ পয়সা, আর বল ৫ পয়সা। তবে শর্ত এই যে, যে রাতে পূর্ব হইতে দখিনা বাতাস বইবে এবং সূর্য মধ্য গগনে উপস্থিত থাকিয়া আমাবশ্যার কারণে পূর্ণ চন্দ্রালোকে একটি কালো কুকুর আপনার বাম পার্শ্ব দিয়া অতিক্রম করিবে তখন ব্যাট-বল ক্রয় করিতে হইবে। অন্যথায় অভিকর্ষের টানে অঙ্কের উত্তর হেরফের হইয়া যাইবে। =p~
বিজয়ী হইয়াও আমি পুরষ্কারটি গ্রহণ না করিয়া মাহমুদ খলিল ধাঁধাঁ উন্নয়ন সংস্থার উন্নয়নে দান করিয়া দিলাম :P

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জয়-পরাজয় বড়ো কথা নহে, অংশগ্রহণেই প্রকৃত মাহাত্ম্য। আপনার উত্তরটি আমাদের হার্ডডিস্কে গৃহীত হয়েছে। ফলাফল ৩ মাস পর জানানো হবে। ততদিন অংকটি বার বার প্র্যাক্টিস করে পুনঃনিরীক্ষণ করুন।

২| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:১৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: যেহেতু ব্যাটের মূল্য একটাকা বেশি, তাই মোট মূল্য থেকে ১ টাকা বাদ দিলাম। এবার হাতে থাকে ১০ পয়সা,যেখানে ব্যাট বল উভয়ের অংশ আছে। এবার একে দুই ভাগ করলে প্রতি ভাগে ৫ পয়সা করে পড়ে। সুতরাং বলের মূল্য ৫ পয়সা। আর ব্যাটের মূল্য ৫ পয়সার সাথে সেই এক টাকা যোগ করে হয় ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ ব্যাটের দাম ১ টাকা ৫ পয়সা।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তমাল ভাই, দেখে ভালো লাগলো যে, আপনি পাটীগণিতীয় নিয়মে অংকটা কষেছেন। যাই হোক, ফল মিলুক বা না মিলুক, সেটা বড়ো কথা না, কথা হইল গিয়া আপনার অংশগ্রহণ এ প্রতিযোগিতাকে প্রাণবন্ত করলো। তবে, ফলাফল জানানো হবে ৩ মাস পর :)

৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: সোজা হিসাব

ব্যাট ১ টাকা

বল ১০ পয়সা। :)

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রেজাল্ট মিললো কী মিললো না, সেটা বড়ো কথা না, বড়ো কথা হইল গিয়া আপনি অ্যাটেম্পট করেছেন :)

এবার, অংকটা হয়েছে কিনা তা নিজে নিজেই চেক করুন। প্রশ্নে বলা হয়েছে, ব্যাটের মূল্য বলের মূল্যের চাইতে ১ টাকা বেশি। আপনার উত্তর থেকে বের করে দেখান, ব্যাটের মূল্য বলের মূল্যের চাইতে কত বেশি হয়েছে :) ওটা কি ১টাকা, নাকি ৯০ পয়সা? :)

৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাটের মূল্য ১টাকা পাঁচ পয়সা । আর বলের মূল্য পাঁচ পয়সা।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিমা আনোয়ার ভাই +
ফলাফল ৩ মাস পর :) ততদিন পর্দায় চোখ রাখুন :)

৫| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



ক্রিকেট বলের যে দাম কৈছেন হেতে মাতাডা আউলাইয়া গ্যাছে! ঐ মিয়া ! ১ টাহায় আম্নে কোম্মে দিয়া ক্রিকেট ব্যাট পাইবেন ? :|
আম্নে কি শায়েস্তা খাঁর আমলের কতা কৈতেছেন ? যদি হেই আমলের কতা কন, হেলে আমারও দুইহান কতা আছে -------
হেই ব্যাট কি গাব গাছের ঠাল দিয়া বানাইন্না নাহি কাডালের তক্তা দিয়া ? 8-| কাডালের তক্কা হৈলে কোনও কতা নাই কিন্তু গাবগাছের ঠাল হৈলে আরও দুইহান কতা আছে ----
বিলাতী গাব গাছ নাহি দেশী গাব গাছ ? :P
দেশী গাব গাছ হৈলে কতা নাই কিন্তু বিলাতী হৈলে কতা আছে ------
আগার ঠাল দিয়া নাহি গোড়ার ঠাল দিয়া বানাইন্না ? B:-) আগার ঠাল হৈলে কতা নাই। গোড়ার ঠাল হৈলে দুইহান কতা আছে -----
ঠাল কি দিনে কাইট্টা বানাইছে না রাইতে বানাইছে? =p~ দিনে কাডলে কতা নাই। রাইতে কাডলে দুইহান কতা আছে -------------
আন্ধাইররা রাইতে নাহি চান্নি রাইতে ? :) :) :) আন্ধাইররা রাইত হৈলে কতা নাই। চান্নি রাইত হৈলে ................... :(( :(( :(( :((

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ব্যাপক প্রশ্নের মধ্যে পইড়া সারারাত বেহুঁশ ছিলাম। সকালবেলা দইচিড়া খাইয়া হুঁশ হইছে। এখনো ভি চোখে ঝাঁপসা দেখতেছি

তবে, একটা কথা না বললেই নয়, আপনিই প্রথম ব্যক্তি যিনি সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন এবং পিনপয়েন্ট টার্গেটে হিট করেছেন। এই ব্যাট ও বলের ঘটনাটি হলো সেই প্রাগৈতিহাসিক শায়েস্তা খাঁ'র আমলের ঘটনা, যখন টাকায় ৮মন ধান পাওয়া যাইত। তাহলে বোঝেন, ব্যাট ও বলের মূল্য আজকের বাজারে কত আকাশ্চুম্বী হতে পারে!! মুখের কথাটি নয় কিন্তু

৬| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,





ওহহো.... মাতাডা আউলাইয়া গ্যাছে, হেইর লইগ্যা প্রাইজের টাহার কতা ভুইল্লা গেছি । :(( :((
প্রাইজ পামু তো ?????????? :#)

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি আমার মাতাডা আর আউলিয়া দিয়েন না, তার চাইতে বেবাক প্রাইজমানি আপনি একাই নিয়া যান

৭| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৫

কামাল১৮ বলেছেন: পুরস্কারের টাকার কথা শুনে মাথা খারাপ হয়ে গেছে,অংক আর করবো কখন।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। মাথায় কিছু পানি ঢেলে মাথাটা ঠান্ডা করুন আগে। এই প্রাইজ মানি সারেন্ডার করা নিজের পায়ে কুড়াল মারার শামিল। মাথা ঠান্ডা হইলে অংক ট্রাই করুন :)

৮| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৪২

ঢুকিচেপা বলেছেন: পুরষ্কার চাই না তবে যে দোকানে ১ টাকা ১০ পয়সা দিয়ে ব্যাট আর বল কিনতে পাওয়া যায় ঐ দোকানের ঠিকানা চাই।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশ্যই আপনি ঐ দোকানের ঠিকানা পাইবেন। আপনাকে একটু কষ্ট কইরা শায়েস্তা খাঁর আমলে চলে যেতে হবে। সরাসরি শায়েস্তা খাঁ-কে জিজ্ঞাসা করলেই ঠিকানা পাইয়া যাইবেন। সাথে নিয়া যাইবেন শুধু আহমেদ জী এস ভাইকে

৯| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:১০

নতুন বলেছেন: এটার উত্তর বের করতে যেয়ে ৭জন অংকবিশারদকে একটানা ৮দিন দিনরাত ২৪ ঘণ্টা করে অংক কষাকষি করতে হয়েছে। তবে, এদের গড়পড়তা সাফল্য মাত্র ৯%।

এনাদের এতো সময় লাগার কারন হইলো তারা চিন্তা করে হয়রান হয়েগেছেন কোথায় একটা ব্যাট আর বল ১.১০ টাকায় পাওয়া যায়।

১.০৫+০.০৫=১.১০ সহজ হিসাবে এইটাই হবার কথা। আর এইটা তো কোন সর্ত ভঙ্গ করছেনা।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এনাদের এতো সময় লাগার কারন হইলো তারা চিন্তা করে হয়রান হয়ে গেছেন কোথায় একটা ব্যাট আর বল ১.১০ টাকায় পাওয়া যায়। - এই তো, আপনিও খুব কঠিন ভাবে সমস্যাটার মূলে আঘাত করেছেন। আমি অবশ্য আশঙ্কা করছিলাম, তারা আবার ফেইন্ট হইয়া যায় কিনা

১.০৫+০.০৫=১.১০ সহজ হিসাবে এইটাই হবার কথা। আপনি অংশগ্রহণ করেছেন, তাতেই আমি অনেক খুশি। ফলাফল জানতে পারবেন ৩ মাস পর :)

১০| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:২৮

শেরজা তপন বলেছেন: আপনি এইসব কি শুরু করেছেন সোনাবীজ ভাই? আমার ওখানে কমেন্টে গিয়ে একখান ধাঁধাঁ দিয়ে আসলেন
এইখানে ফের ধাঁধাঁ !!!
ঘুমাইতে দিবেন না নাকি?

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘুমাইছেন আশা করি প্রাণ ভরে। তো, অংক যেহেতু কষেই বসেছেন, আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার :)

**

ব্যাংকের চেকে টাকার অঙ্ক ওয়ার্ড ও ফিগার দুটোতেই লেখা বাধ্যতামূলক কেন?

বিকেল ৪.০০টার সময় ব্যাংক দিনের মতো বন্ধ হবার সময় ব্রাঞ্চ ম্যানেজার অত্যন্ত মিষ্টি, সুরেলা কণ্ঠের এক মহিলার ফোন পেলেন। ফোনের ওপার হতে সেই লাস্যময়ী রমণী পাহাড়ের ওপর থেকে ঝরে পড়া ঝর্ণার মতো কলকলিয়ে বললেন, ‘স্যার, আমার দু লক্ষ টাকা অত্যন্ত প্রয়োজন। আমি দশ মিনিটের মধ্যে চেক নিয়ে আসছি, আপনি কি আমার জন্যে একটু অপেক্ষা করবেন?’

মহিলার সুমধুর কণ্ঠস্বরে ব্রাঞ্চ ম্যানেজার অভিভূত হয়ে গেলেন। আর ক্যাশিয়ারকে দু লক্ষ টাকা রেডি রাখার আদেশ দিলেন।

ক্যাশিয়ার রাগে গজগজ করতে করতে দু লাখ টাকা রেডি করতে লাগলেন।

এরই মধ্যে এক বিশাল মোটা, বেঢপ চেহারার এক মহিলা থপাস থপাস করে ব্রাঞ্চ ম্যানেজারের অফিসের দরজা ঈষৎ ফাঁক করে সেই সুরেলা গলায় বললেন, ‘স্যার, ভিতরে আসতে পারি?’

ম্যানেজার এতক্ষণ যে এক সুন্দরী মহিলার চেহারা মানসপটে এঁকেছিলেন...কিন্তু বাস্তবের এই মহিলাকে দেখে ক্ষণকালের জন্যে বাকরুদ্ধ হয়ে গেলেন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, ‘স্যরি ম্যাডাম, আজ ক্যাশ ক্লোজ হয়ে গেছে, আপনি কাল আসুন।’

‘এটা তো ফোনেই বলতে পারতেন’- ঝংকার দিয়ে গটমটিয়ে মহিলা ব্যাংক থেকে বেরিয়ে গেলেন।

ক্যাশিয়ার, যিনি টাকা রেডি করে বসেছিলেন- বিরক্ত বদনে ম্যানেজারকে বললেন, ‘যদি টাকা দেবেনই না তাহলে আমাকে আটকে রাখলেন কেন?’

ম্যানেজার বললেন, ‘ব্যাংকের আন্তর্জাতিক নিয়মই হচ্ছে- If word and figure do not match, payment will be declined.’

ক্যাশিয়ার বেহুঁশ!

১১| ০৮ ই জুলাই, ২০২১ রাত ২:০৫

ফড়িং-অনু বলেছেন: আমি অংকে কাচা সোনা ভাই।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একবারে না হলে ১০ বার ট্রাই করবেন, দেখবেন আপনি অংকবিশারদ হইয়া গেছেন নিজের অজান্তেই

১২| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩১

শেরজা তপন বলেছেন: চরম হৈসে!! =p~ =p~

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

১৩| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:১২

জুন বলেছেন: ছাই ভাই আপনার ধাধার উত্তরে গোড়াতেই গলদ #:-S শায়েস্তা খাঁর আমলে কি বৃটিশরা এই উপমহাদেশে আসছিলো? যদি হ্যা হয় তাইলে কথা নাই কিন্ত না হইলে একটা কথা আছে। বৃটিশরা না আসলে কি এই উপমহাদেশে ক্রিকেট খেলার চল ছিল? থাকলে কথা নাই কিন্ত না থাকলে!! না থাকলে তো ব্যাট বলও নাই আর ব্যাট বল না থাকলে তার দাম কেমনে ধরা হবে কন :-*
ধাধা দিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে ব্লগ জমিয়ে রাখার এই প্রয়াসের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ দেশী ভাই। ভালো থাকুন সবসময়।

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে দেশী আপু, ধাঁধা তো দিমু আমি, উলটা আমারেই ধাঁধা দিয়া বসলেন কোন আইনে? :)

যাই হোক, আপনার কমেন্টের পর খুব দ্রুত একটু গুগুল মামার দ্বারস্থ হলাম। খুবই অল্প স্টাডির আলোকে ধরে নেয়া যায় যে, ক্রিকেটের আগমন আর শায়েস্তা দাদার (১৬০০-১৬৯৪) শাসনকাল প্রায় সমসাময়িক ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ১৬০০ সালে গঠিত হয়। উপমহাদেশে ব্রিটিশরাই ক্রিকেট আমদানি করেছিলেন। ১৭২১ সালে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল, তার নিশ্চিত খবর জানা যায়। তবে, তার আগে শায়েস্তা দাদাও ক্রিকেট খেলে থাকতে পারেন- যা উড়াইয়া দেয়া যায় না :)

আপনিও ধাঁধায় অংশ নিলেন দেখে খুশি হলাম। তবে, আমার মাথা আউলাইয়া দেয়ার অ্যাটেম্পট নেয়ায় তেব্র নিন্দা গেপন করিতেছি

১৪| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কঠিন ধাঁধা থেকে আমি দূরে থাকি সব সময়। :)
গেদা গেদি নয় মণ, নাতি আর পুতি মিলে নয় মণ, নৌকায় ধরে নয় মণ। নদী কিভাবে পাড় হবে? :)

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজে কঠিন ধাঁধা থেকে দূরে থেকে আমারে কঠিন ধাঁধা দিলেন কোন আইনে?

১৫| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বলায় ভুল হয়েছে গেদা ও গেদি প্রত্যেকের ওজন নয় মণ। :) আপনার জন্য এটা অত্যন্ত সহজ ধাঁধা। আর যেভাবে কাগজ কলম নিয়ে চিত্রের সাহায্য নিয়েছেন তাতে আপনার না পারার কোন কারণ দেখি না।

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। আমারে তো খালি খাটাইতেছেন। এবার আপনারে আমি আপনার ধাঁধাই ফেরত দিয়া দিই - গেদা, গেদি, নাতি, পুতি, সবারই ওজন আলাদাভাবে ৯ মণ করে, নৌকায়ও ধরে ৯ মণ। তারা নদী পার হবে কীভাবে? উত্তর দিন।

--

আপনার এবারের ধাঁধাটায় দুইটা ট্রিপ বেশি হবে আর কী :)

১৬| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৭

রানার ব্লগ বলেছেন: ব্যাট বল আমাকে দিয়ে দেন সাথে ছয়টা স্টাম্প দিয়েন, অনেক দিন ক্রিকেট খেলি না।

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে নিয়া তো দেখি আরেক যন্ত্রণায় পড়া গেল। অংক কষার বদলে ব্যাট বল সহ আরো ৬টা স্ট্যাম্পই চাইয়া বসলেন!!

১৭| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধাঁধাঁর উত্তর একদম সঠিক হয়েছে। আপনি চরম মেধাবী। :)

আপনি আমাকেও আপনার মত অযথা খাটানোর পরিকল্পনা করেছেন। :) প্রত্যেকের ওজন নয় মণ হলে ৪ টা নৌকা লাগবে। আরেকটা উপায় আছে। সেটা হোল নাতি আর পুতিকে খাওয়ানো বন্ধ করে দিলে ওজন কমে যাবে। তখন নদী পাড় হওয়া সম্ভব হবে। :)

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি আমাকেও আপনার মত অযথা খাটানোর পরিকল্পনা করেছে :) :) শোধবোধ :)

আপনার সমাধান সঠিক হয়েছে।

তবে, আমার সমাধান ভিন্নতর। খাইয়া খাইয়া শরীরটারে খাঁসি বানাইয়া ফালাইছে। ওদের নৌকায় ওঠার কোনো অধিকার নাই। ওদেরকে আমি সাঁতরাইয়া নদী পার করাবো :)

১৮| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৬

ফুয়াদের বাপ বলেছেন: ধাঁধাঁ আর সবার মন্তব্য পড়ে অনেক মজা পাইলাম। ব্লগটা জমে উঠেছে আপনার প্রচেষ্টায়। ধাঁধাঁর উত্তর অনেকেই সঠিক দিয়েছেন মনে হয়। যারা ব্যাটের মূল্য ১.০৫ আর বলের মূল্য ০.০৫ বলেছেন আমি তাদের সাথে একমত।

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'ফুয়াদের বাপ' ভাই @ :) আমার ব্লগে আপনাকে স্বাগত জানাই, আর আব্বাজান ফুয়াদকে জানাই আদর ও ভালোবাসা :)

ধাঁধার ফলাফল ৩ মস পর প্রকাশ করা হবে :) তার আগে বলে দিলে কেউ সুযোগ নিতে পারে :)

আপনার অংশগ্রহণ পোস্টকে আরো প্রাণবন্ত করলো। ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

১৯| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২০

পুলক ঢালী বলেছেন: হা হা হা ধাঁধার পুরস্কার ৩ মাস পর! তাও আবার ভ্যাট ট্যাক্স কাইট্টা? তার চেয়ে ইনস্টলমেন্টে পাঠাইলে কেমন হয়? :D
৯ মন আলা গুলারে সাতড়াইয়া নদী পাড় করাইবেন দেইখা ভাবতাছি নদী চওড়া কত হেগুলারে ডুবাইয়া মারনের বুদ্ধি আটতাছেন ! তারচেয়ে সূতলী ব্যবহার করলে কেমন হয়? :D
যাই হোক আপনার পোষ্ট আর মন্তব্য গুলি পড়ে খুব মজা পেলাম =p~

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় পুলক ঢালী ভাই@

পুরস্কারের টাকাটা আপাতত এভাবেই দিতে হবে, যেহেতু বোর্ড সভায় এভাবেই অনুমোদন প্রাপ্ত। তবে, ইন্সটলমেন্টের আইডিয়াটা অসাধারণ। পরের পুরস্কারের ক্ষেত্রে আপনার প্রস্তাবনাটি সক্রিয় বিবেচনায় থাকলো :)

সুতলি বা মোটা রসির ব্যবস্থা করা যাইত, যদি নদীর চওড়া কম হইত। নদী তো মনে করেন পদ্মা নদী, এপারে দাঁড়াইলে ঐ পার দেখা যায় না :)

যাই হোক, আপনি মজা পাইছেন জেনে খুশি হলুম।

২০| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৬

কুশন বলেছেন: আমার মাথা ঘুরাচ্ছে।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাহাহাহাহাহাহা। ভালো বলেছেন। মাথা ঘুরাইলে একটু বসে জিরাইতে হয়। যাই হোক, আমার ব্লগে স্বাগতম। সাথে এই কবিতাটি।




রাতের পাখিরা ডেরায় ফিরেছে
জীবনের কথা ভেবে
বনের শাখায় সবুজ ফোয়ারা
নূতনের নাম লেখে

রঙের নদীতে দিন ডুবে থাকে
ভাবনারা যায় ভেসে
ইচ্ছেরা তবু নিভৃত পথে
কিঞ্চিৎ ওঠে হেসে

২১| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার আশায়ইতো সবারে কইয়া বেড়াইতেছেন,"উত্তর তিন মাস পর"।
কি আর করা তিন মাস পরেই উত্তর দেই! =p~ =p~

০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। শেষ পর্যন্ত আপনার হাতেই ধরা খাইতে হইল? :)

২২| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:১৭

শায়মা বলেছেন: কে এত চিন্তা করে ভাইয়া?? কত কত শাড়ি কিনে ঠকি। না হয় ১০ পয়সাই ঠকলাম। ৯০ এর জায়গায় ১০০ দিলাম। তবুও তো অংক করার ঝামেলা কমলো। :)

০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



ভোলানাথা লিখেছিল
তিন-চারে নব্বই
গণিতের মার্কায়
কাটা গেল সর্বই :)

তিন-চারে বার হয়
মাস্টার তারে কয়

লিখেছিনু ঢের বেশি-
এই তার গর্বই :)

- রবিকাকা

--

আমার স্ত্রী আমার উপর টেক্কা নিতে যাইয়া বাজার করে আসার পর বলে - এই জিনিসটা আজকে তোমার চাইতে ভালো দামে কিনেছি। অংকে-মাথা-ঘুরে পড়ে যাওয়া স্ত্রী আমার দু-একটা প্রশ্নের জবাব দিতে যাইয়াই বুঝে যায়, বাজারের অংকেও সে সারাজীবনই দুর্বল :)

---

ব্যাপার না

২৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:২৬

কেমিক্যাল বাবু বলেছেন: ব্যাট ১ টাকা ৫ পয়সা,
বল ৫ পয়সা ।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার স্বপ্রণোদিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। ফলাফল ৩ মাস পর জানানো হবে :)

২৪| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:০৬

শায়মা বলেছেন: ভালো ভালো ভাবীজির কি টাকার অভাব পড়েছে যে এত ভেবে চিন্তে টাকা খরচ করবে???

ঠিক করে :)

০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্ত্রীর সাথে অনেক বেশিবার যে বিষয়টা নিয়া ঝগড়া হয় সেটা বলি। ডাইনিং টেবিলে আনন্দ-উৎফুল্ল পরিবেশ। ছেলেমেয়ে, হয়ত শ্যালক-শ্যালিকারাও কেউ বাসায় বেড়াচ্ছে। টুপ করে দু-একটা কথা ছেড়ে দেই- ঐ যে অমুক শ্যালকের বউ, মুরগির মাংসটা যে কষাইছিল, ওরকম রান্না আর জীবনেও খাইলাম না। বুঝলেন তো! হিরোশিমায় যে পারমাণিবিক বোম্বার্ডমেন্ট হয়েছিল, আমার এটা তার চাইতেও শক্তিশালী। আর এর প্রতিক্রিয়াও তার চাইতে অনেক বেশি। আমার স্ত্রীর ধারণা, সেই বাংলার সেরা রাঁধুনি :) অবশ্য, আমার বড়ো ছেলে তার রান্নাবান্না নিয়ে অনেক কটাক্ষ করে :)

--

হ্যাঁ, স্ত্রীরা যা করে, সতের আনাই ঠিক। মানি। আই ফুললি অ্যাগ্রি টু দিস।

২৫| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার ইলিশ পোলাও গল্প পড়েই গন্ধ পেয়ে যাই। কাজেই জানা আছে আসলেই ভাবীজি কতই ভালো রাঁধুনি!

১৪ ই জুলাই, ২০২১ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় হায়, এটাও দেখি পুরানা কমেন্ট!!!!

মাঝে মাঝেই আমার ইচ্ছা করে তাকে একটা দাঁতভাঙা জবাব দিই। পরক্ষণেই মাথায় শুভবুদ্ধির উদয় হয়- রান্নাবান্না শিখে বসলে তখন বাসার রান্না আবার আমাকেই যদি করতে হয় :)

২৬| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১২:০২

শায়মা বলেছেন: হা হা খবরদার এই ভুল করো না......

শেষে ল্যাপটপের বদলে তোমাকে হাড়িতে কবিতা রাঁধতে হবে ভাইয়া।

১৫ ই জুলাই, ২০২১ রাত ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা

যাক, সময়মতো ওয়ার্নিং দেয়ার জন্য ধন্যবাদ।

তবে, বিশ্বদরবারে কিশোয়ার চৌধুরীর মতো আমিও কিছু কন্ট্রিবউট করতে পারতাম বাংলাদেশকে হাইলাইট করে।

পান্তাভাতের সাথে করলা ভাজি
পান্তাভাতের সাথে ছোটো চিংড়ির শুকনা ভূনা

নাহ, লিস্ট আর বাড়াবো না, যদি আমার সিক্রেটস আউট হইয়া যায় :)

২৭| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১২:১৬

শায়মা বলেছেন: হা অহনার সাথে কবিতাভাজি ভাইয়া

১৫ ই জুলাই, ২০২১ সকাল ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। আজ যদি অহনা থাকতো, কবিতারে ভাজি করা দেইখা সে নির্ঘাত কচুগাছে ফাঁস নিত

২৮| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৫

আমি তুমি আমরা বলেছেন: কথা হচ্ছে, শায়েস্তা খাঁ'র আমলে কি ব্যাট বল পাওয়া যেত? নাহয় দুটোর দাম একসাথে ১.১০ টাকা হয় কিভাবে?

আমি পুরস্কারের টাকা শায়েস্তা খাঁ ক্রিকেট একাডেমীতে ডোনেট করতে চাই ;)

২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি পুরস্কারের টাকা শায়েস্তা খাঁ ক্রিকেট একাডেমীতে ডোনেট করতে চাই :) আপনি একটা কথা বলবেন, আর সেটা হবে না, তা কি হয়? আপনার পুরস্কারের টাকা যথাযোগ্য মর্যাদায় শায়েস্তা খাঁর ক্রিকেট আকাদামিতে ডোনেট করা হবে

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: পাঁচ পয়সা থেকে একটাকা পাঁচ পয়সা একটাকা বেশী। সুতরাং ব্যাটের মূল্য একটাকা পাঁচ পয়সা এবং বলের মূল্য পাঁচ পয়সা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.