নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুই যখন চলে গেলি

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৯

তুই যখন চলে গেলি
গোধূলি তখন করুণ ধূপের মতো গলে যাচ্ছিল সন্ধ্যায়
যেতে যেতে তুই কাঁদছিলি
আমারও বুক ভাঙছিল পথের দুপাশে ভাষাহীন গাছেদের কান্নায়

আমাদের গ্রামগুলি আমাদের ভালোবেসেছিল
গাছের শেকড়কে যেমন ধরে রাখে মাটি
তারাও অঝোর ধারায় কাঁদলো
অবোধ পাখিরা যন্ত্রণায় ডানা ঝাপটালো
তুই যখন চলে গেলি
বিষণ্ণ বিকেলগুলো তোকে খুঁজে খুঁজে
এখনো দিশা হারায়

ঘাসের জমিনে আমাদের নাম আঁকা ছিল পাশাপাশি
তাই দেখে কপোত কপোতীরা শিখেছিল ভালোবাসাবাসি
তুই চলে গেলি। হায়, নামগুলো চিরতরে মুছে গেল
পৃথিবীর নিঠুর ধুলায়।

আমার চোখ ফেটে রক্ত আসে। বুক জ্বলে ছাই হয় আগুন বেদনায়।

১৮ ডিসেম্বর ২০২১

এটা কবিতা হিসাবেই লিখেছিলাম। এখনো কবিতা হিসাবেই গণ্য করছি। লেখার পর ইচ্ছে হলো, একটু সুর দিই। প্রথম অংশটাকে খুব সহজেই সুরে ফেলতে পারলাম, কিন্তু এর পরের অংশ খুব টাফ হয়ে গেল। সময়ের অভাবে আর চেষ্টাও করি নি। যদি পুরোটা সুর দিতে পারি, তাহলে তো গান হলোই, নইলে কবিতা হিসাবেই এটাকে গণ্য করবি।

গানের লিংক : তুই যখন চলে গেলি





মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।
হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে আরো ভালো হতো মনে হয়।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়ার কথা আমিও ভাবছিলাম। তবে ফাইনাল ভার্সন যদি করি, দেয়া হবে।

ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২০

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,





তুই যখন চলে গেলি
লোড শেডিং হয়ে গেলো তামাম দুনিয়ায়।
তুই যখন চলে গেলি
তখন আর কি করে বলি - "ফিরে আয়...ফিরে আয়" ?

সুন্দর কবিতা , প্রেমময় !

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ৪ লাইনের ভার্সনটাও দারুণ লাগলো প্রিয় আহমেদ জী এস ভাই। গ্রামীণ আমেজ থেকে শহুরে আমেদ আর কী।

অনেক অনেক ধন্যবাদ পাঠ ও কমেন্টের জন্য।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫০

শেরজা তপন বলেছেন: আপনার তুলনা আপনিই- ভাল লেগেছে বড় ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আপনার তুলনা আপনিই - ওরে বাপরে বাপ!! কোথায় লুকাই, হে বৃক্ষ, বুক ফেঁড়ে জায়গা দাও, লুকাই

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৪

সেডরিক বলেছেন: উপভোগ্য হয়েছে

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার নামের ব্যাখ্যা জানতে চাইলাম গুগুল মামির কাছে, তিনি জানালেন :

Cedric (/ˈsɛdrɪk/) is a masculine given name invented by Walter Scott in the 1819 novel Ivanhoe.[1]

The invented name is based on Cerdic, the name of a 6th-century Anglo-Saxon king (itself from Brittonic Coroticus).

The name was not popularly used until the children's book Little Lord Fauntleroy by Frances Hodgson Burnett was published in 1885 to 1886, the protagonist of which is called Cedric Errol. The book was highly successful, causing a fashion trend in children's formal dress in America and popularized the given name. People named Cedric born in the years following the novel's publication include British naval officer Cedric Holland (1889–1950), American war pilot Cedric Fauntleroy (1891–1973), Irish art director Austin Cedric Gibbons (1893–1960) and British actor Cedric Hardwicke (1893–1964).

The name was also applied to Nissan's executive car between 1960 to 2004 (private use) and 2015 (taxi) as Nissan Cedric.

For the Moto G5 smartphone was Cedric as codename applied.

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬

জটিল ভাই বলেছেন:
সোনা ভাই, সুর না মিললে একটু ডিজে এ্যাড করে দেবেন :P
এনিওয়ে, খুব সুন্দর হয়েছে। তা কেমন আছেন? জটিলবাদ জানবেন।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার গানগুলো সাধারণত সফট এবং স্লো টিউনের হয়। বিট রেট মিলানো সম্ভব না। আপাতত শুধু সুরটাকে ধরে রাখার জন্য এই চেষ্টা। সুর থেকে গেলে পরে মিউজিক যোগ করা যাবে নে

ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০২

সেডরিক বলেছেন:





@লেখক,
আমার ব্লগ নিক এর উৎস একটা ফ্রেঞ্চ-বেলজিয়ান কমিকস Cédric থেকে। টিভিতে এই কমিকস এর উপর বেজড একটা কার্টুন সিরিজ হতো। সেই কার্টুনে সেডরিক নামে একটা মহা দুষ্টু পিচ্চি থাকে, যে অদ্ভুত অদ্ভুত দুষ্টুমি ও কান্ড কারখানা করে এবং রাতে প্রতিদিনের কথা ডায়েরীতে লিখে রাখে।

০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি, অনেকদিন পর আপনার রিপ্লাই চোখে পড়লো। ধন্যবাদ নামের ব্যাখ্যা দেয়ার জন্য। শুভেচ্ছা।

৮| ০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:




নইলে কবিতা হিসাবেই এটাকে গণ্য করবি।

সে কি !!! ধুলো ।
করবি ??????
মানে কি, আমিতো ভেবেছি সকল ব্লগারদের উদ্দেশ্য করে লেখা । তাহলে করবি বলছে কেনো ???
:||


০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৫:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা যে 'করবি' লেখা আছে, তা আমার দাদাও ভাবেন নি। ভুলে। অবশ্য, এমনও হতে পারে, এটা আমাদের বন্ধুদের ভাইবার গ্রুপে দিয়েছিনু। সেখানে তো আপনি বলা ক্রিমিনাল অফেন্স, তাই 'তুই' বলেছিলাম। যাই হোক, এখানে 'করবেন' হিসাবে পড়তে হবে।

ধন্যবাদ ভুলটা দেখিয়ে দেয়ার জন্য।

৯| ০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৩

মিরোরডডল বলেছেন:




মাটির দেহ আর ঘরের মানুষ, ওই দুটো গানের পর যদি বলি, তাহলে হালকা গিটারে এই গানটাই সবচেয়ে ভালো ।
আমিও লাবিবের সাথে একমত । লিরিক ডিফারেন্ট আর সুর অসাম, সাথে গিটারের টুং টাং এর জন্যই ভালো লাগলো ।

এটা যদি শিরোনামহীনের তুহিনের কণ্ঠে শুনতাম দারুণ হতো !!!
ওই টাইপ হয়েছে ।

এর পরের গানগুলো এই টাইপ করবে ।
ওয়েল ডান ধুলো :)






০৪ ঠা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও্য়াও

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.