নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ফুল ও কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪২

যে ফুলকে ভালোবাসে না,
তার কোনোদিন প্রেম হবে না
যে গানকে ভালোবাসে না,
সে কোনোদিন মানবিক মানব হতে পারে না
যে ভালোবাসে না সাহিত্য, সে এখনো গুহাবাসী বর্বর,
যার রোমকূপে সভ্যতার আলো ঢোকে নি অদ্যাবধি

ভাষাহীন পাখিমানবের কণ্ঠে প্রথম যে-ভাষাশব্দটি
উচ্চারিত হয়েছিল, তা ছিল পৃথিবীর প্রথম কবিতা।
তা থেকেই তোমরা পেয়েছ মহর্ষি বাল্মিকী-কবি;
তা থেকেই তোমরা ফুল পেয়েছ,
প্রেম, গান আর সভ্যতা পেয়েছ।

প্রেম ছাড়া ‘মানুষ’ হতে পারে না।
সঙ্গীত ও সাহিত্য ছাড়া সভ্যতা এগোয় না।

খুনির হাত হতে অস্ত্র খসে যাবে
ধর্ষকের উত্তেজিত ‘লিঙ্গ’ দেহবিচ্ছিন্ন হবে
যদি তুমি সাহিত্য ও সঙ্গীতে পৃথিবীর মন ভরে দিতে পারো।

তোমার গান ও কবিতাই পারবে মানবীয় প্রেমে ভরে দিতে
হিংস্র, পাশব, কুটিল হৃদয়।

২৪ ডিসেম্বর ২০২১


মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫০

জটিল ভাই বলেছেন:
সাহিত্যের এই শক্তি অস্বীকার করা কঠিন,
তবে এই শক্তি জিইয়ে রাখতে কে করবে জীবন বিলীন?

টপিক ও লিখা সাধারণ হয়নি।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সাহিত্যের এই শক্তি অস্বীকার করা কঠিন,
তবে এই শক্তি জিইয়ে রাখতে কে করবে জীবন বিলীন?


ওয়াও, জটিল বলেছেন জটিল ভাই :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোনাবীজ ভাই, আপনার আজকের পোস্ট নিয়ে আসুন একটু দেন দরবার করি। দেন দরবার কেমন হয় কেমন হতে পারে তার নমুনা ব্লগে দেই। কি বলেন, রাজি থাকলে যায়গায় বসে আওয়াজ দেবেন। আমিও যায়গায় বসে আছি। পোস্টে +++

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেন দরবারে তো আমি বরাবরই দুর্বল :) আপনাকে আগেই বিজয়ী ঘোষণা করলাম। তবে, জায়গায় বসে আওয়াজও দিলাম কিন্তুক :) আপনি দরবার শুরু করে চালিয়ে যান :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: অসাধারণ।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই। শুভেচ্ছা নিয়েন।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




যে ফুলকে ভালোবাসে না,
তার কোনোদিন প্রেম হবে না


কিভাবে সম্ভব? আজকাল অহরহ প্রেম হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ তারা ফুল ভালোবাসে না, তারা ভালোবাসে ফার্স্ট ফুড!

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসল জায়গায় হাত দিয়েছেন ঠাকুর মাহমুদ ভাই।

প্রেমের বৈশিষ্ট্য বা চরিত্র আদিকাল থেকে বিবর্তিত হয়েছে। কিন্তু, চিরন্তন প্রেমের একটা স্বরূপ আছে। প্রেম বলতেই সেই চিরন্তন রূপটাই আমাদের সামনে ভেসে ওঠে। আবার, প্রেম এরকমও হতে পারে - রামালার প্রেমের মতো।

যৌনতা আর প্রেমকে আলাদা করে ফেলাটাই সমীচীন মনে হয় আমার কাছে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর করে কবিতার জয়গাথা তুলে ধরেছেন,
দৃঢ়কন্ঠে কাব্যদর্শন এর গুরুত্ব তুলে ধরেছেন, তবে কথা হল
কাব্যরচনার পথ মসৃণ নয়। এখানে রয়েছে বিচিত্র টানাপোড়েন
ও জীবন-সংগ্রাম। এতদসত্ত্বেও একটা সময় সকল নিয়মকানুন,
সকল বাধাবিপত্তিকে তুচ্ছজ্ঞান করে জয় হয় কবিতার। কবি
আহত হন, তাতে কি! তার কাছে তার কবিতার জয়ই মুখ্য।
সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ , উজ্জ্বল হয় তাঁর চেতনার মণি।
পৃথিবীর কোনো বিধিবিধান, ধর্মীয় নিয়মকানুন বা লোকালয় তাকে তখন
দমিয়ে রাখতে পারে না। তখন সবকিছুই তুচ্ছ হয়ে যায়, এবং কবির
কাছে একমাত্র সত্য হয়ে উঠে চেতনার জগৎ। যে জগৎ তিনি গড়ে
তোলেন শব্দ দিয়ে আর আমরা তা পাঠ করি মুগ্ধ হয়ে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




যে গানকে ভালোবাসে না,
সে কোনোদিন মানবিক মানব হতে পারে না


সোনাবীজ ভাই, এমন অনেক আসামী দেখেছি সাথে স্টোরিও ওয়াকম্যান নিয়ে এসেছে সে গান শোনে গান ভালোবাসে। কিন্তু একজন ভয়ংকর খুনি ও হত্যাকারী।

বাংলাদেশের দাগী সিরিয়াল কিলার - আপনার কি মনে আছে রসু খাঁ এর কথা? রসু খাঁ গান গেয়ে গেয়ে লেইস ফিতা লেইস বিক্রি করতো। রসু খাঁ এর গলায় দরদ ছিলো ! রসু খাঁ সহ অসংখ্য খুনি খুন সহ খুন করতে সহযোগিতা করছে, খুন করছে, মানসিক ভাবে যাতনা দিচ্ছে তারা গান ভালোবাসে এমনকি তারা রিতিমতো রবিন্দ্রনাথ ও নজরুল ভক্ত!

*** বিশ্ব বিখ্যাত হিটলার প্রবল সঙ্গীতভক্ত মানুষ ছিলেন।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার কবিতাটি পড়তে গিয়ে কেন জানি মনে উদয় হলো মান্না দের 'আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম' গানটি। চমৎকার গভীর কাব্যানুভূতিতে ভালোলাগা রইলো।++
পোস্টে লাইক।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ভাইকে।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ফুল কবিতা প্রেম দস্যিপনা রুখতে সাময়িক সমাধান ।
এরা পৃথিবী ধ্বংস রুখতে পারবেনা ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: আজকাল কেমন জিমিয়ে গেছেন বলে মনে হচ্ছে?

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৫

সোবুজ বলেছেন: প্রমিক ভালবাসে নারী,ফুল ভালবাসে কবি।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



দেন-দরবার চালিয়ে যেতে বলার কারনে ঠাকুরমাহমুদ এর মন্তব্যের সম্পুরক মন্তব্য করছি --

ফুল ভালোবাসে মৌয়ালরা। কিন্তু তারা প্রেম করেনা বরং উল্টো, মৌমাছি আর ফুলেদের প্রেমের নির্যাস নিংড়ে বাজারে বিক্রি করে দেয়। :D
গান (Gun) ভালোবাসে "গানার" (Gunner) রা যারা খুন করে বেড়ায়। :||

অন্যদিকে ডঃ এম এ আলী র কথাও ফেলনা নয় ----
একটা সময় সকল নিয়মকানুন,সকল বাধাবিপত্তিকে তুচ্ছজ্ঞান করে জয় হয় কবিতার। সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ , উজ্জ্বল হয় তাঁর চেতনার মণি।
কবির কাছে একমাত্র সত্য হয়ে উঠে চেতনার জগৎ। যে জগৎ তিনি গড়ে তোলেন শব্দ দিয়ে আর আমরা তা পাঠ করি মুগ্ধ হয়ে ।

শেষে পদাতিক চৌধুরির করা মন্তব্যে মান্না দের 'আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম' গানটি গাওয়া ছাড়া তো পথ দেখিনা................ :P

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেন ও দরবারে আমি বরা এবং বরই কাঁ এবং চা। এটা অবশ্য ঠাকুর মাহমুদ ভাইকে আগেই বলে নিয়েছিলুম :)

পৃথিবীর সবাই যে গান ভালোবাসে, তা এখন প্রমাণিত। জয়গান গাইতে গাইতে কেউ ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেয়। আবার হাসতে হাসতে গাইতে গাইতে কেউ খুনও করে।

কিন্তু খুনিরা কখনো মানবিক হৃদয়সম্পন্ন মানুষ হতে পারে না। গান গাওয়া হৃদয়ে কখনো খুনের নেশা জাগতে পারে না। খুনির কণ্ঠে আমরা যে-গান শুনি, তা গান নয়। ওটা তার খুনের নেশা থেকে উৎসারিত বিলাপ।

কয়েকটা কমেন্টের সুন্দর বিশ্লেষণ করেছেন প্রিয় আহমেদ জী এস ভাই। ডঃ এম এ আলী ভাই, ঠাকুর মাহমুদ ভাই ও পদাতিক ভাইকে ধন্যবাদ তাদের চমৎকার কমেন্টের জন্য। বিশেষ ধন্যবাদ আপনাকেও।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪৬

শেরজা তপন বলেছেন: কবিতায় এমন মজার মন্তব্য কম আসে!
গান সম্ভবত পৃথিবীর সবাই ভালবাসে

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার মনে অনেক আনন্দ। এ হলো আনন্দের বহিঃপ্রকাশ :)

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৮

মিরোরডডল বলেছেন:



প্রেমিক মন ফুল ভালোবাসে, গান ভালোবাসে ।
মানুষ যখন প্রেম করে সেই রোম্যান্টিক সময়ে সবকিছুই রঙিন আর সুন্দর লাগে ।

মানুষ বদলায়, সময়ের সাথে তার মন বদলায় ।
সেই ভালোবাসায় মাখামাখি প্রেমিক যুগলই আবার প্রতিহিংসাপরায়ন হয়ে একে অপরকে খুনও করে , এমন রেকর্ডও আছে ।

তারপরও এটা চিরন্তন সত্যি, প্রেম শাশ্বত সুন্দর , ঠিক যেমন সুন্দর ফুল ও গান ।
হিংসা বিদ্বেষ ভুলে মানুষ প্রেমের জয়গান করুক এটাই প্রত্যাশা ।


৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

মানুষ যখন প্রেম করে সেই রোম্যান্টিক সময়ে সবকিছুই রঙিন আর সুন্দর লাগে।

আমি তো প্রেমে পড়ে প্রেম করি নি।
আমি প্রেমে পড়ে আগুন ধরেছি বুকে।
পৃথিবীর সব রঙ জ্বলে গিয়েছিল
প্রেমের যা সুখ, প্রেমই দিয়েছিল রুখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.