নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

:) :) :) :) কৌতুক কার্টুন :) :) :) :)

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৪

আপনি যখন একসাথে অনেকগুলো ছবি পোস্ট করবেন, তখন শুরুতেই ছবি অ্যাড না করে কিছু টেক্সট লিখে নিবেন। এতে হবে কী, টেক্সট অংশটুকু শুধু প্রথম পাতায় দেখা যাবে, ছবি দেখা যাবে পুরো পোস্টটি ওপেন করার পর, আর তাতে হবে কী, আপনার পোস্টের ছবিগুলো প্রথম পাতা খেয়ে ফেলবে না।



একসাথে অনেকগুলো ছবি দিলাম। মজা করে দেখুন। বেশি কিছু জানতে চাই না, শুধু এটুকুই কমেন্টের ঘরে লিখবেন, কোন জায়গায় যাইয়া হাঁপাইয়া উঠছিলেন, আর পড়তে পেরেছেন কতগুলো।

যারা সবগুলো পড়লেন, তাদের জন্য অভিনন্দন।



























































































































উৎসর্গ : আমার গুরু

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এতদ্রুত শেষ?

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

এত দ্রুত শেষ!!! আপনার তো দেখি সুপারসনিক রিডিং স্পিড :) ওয়েল ডান :)

২| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৩৪

বিষন্ন পথিক বলেছেন: পেলাচ লন

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পেলাচের জন্য ধন্যবাদ লন

৩| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৩

শেরজা তপন বলেছেন: মাঝখানে এসে হাঁপিয়ে উঠলাম!! তাড়াহুড়ো করে পড়ছিলাম বলে
কিছু কমন পড়লেও সবগুলোই বেশ মজার ছিল।
বাকিগুলো সময় নিয়ে পড়ব।

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও আপলোড করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তখনই বুঝেছিলাম পড়ার খাটুনি কতখানি হবে :)

অভিনন্দন ও ধন্যবাদ নিন শেরজা তপন ভাই।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মজাই মজা :D

১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে যে কৌতুকগুলো মজার :) ধন্যবাদ ও শুভেচ্ছা নিন আপু

৫| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: দারুন

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বাংলা।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রত্যেকটা কৌতুক অসাধারণ মজার ছিল। আশ্চর্যজনক বিষয় হোল একটাও কমন পড়েনি। ফলে মজা বেশী পেয়েছি।

৫ বছরের বাচ্চা পিল্টু খুব বুদ্ধিমান, নারীদের সম্মান করতে পিছপা হয় না।
একদিন বাসে এক মহিলা দাঁড়িয়ে ছিল! তো পিল্টু বলে উঠল-
পিল্টু : আন্টি আমি উঠে যাই, আপনি আমার জায়গায় বসে যান।
এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বল্টুকে ধমক দিয়ে এক চড় দিলো! পিল্টু বলল-
পিল্টু : আন্টি, চড় মারলেন কেন?
মহিলা : আমি কি তোর বাবার কোলে বসবো?
------------------------------------------
জজ: স্বামীর মাথায় চেয়ার দিয়ে আঘাত করেছেন আপনি, কেন?
অভিযুক্ত নারী: কারণ, টেবিলটা ওঠাতে পারছিলাম না, হুজুর। অনেক ওজন ছিল ওটার… তাই চেয়ার দিয়েই...

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। আপনার দুটাও মজার। একেবারে নতুন

৭| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা বইল্লাই সব পইড়া ফালাইলাম ভাইজান :-B

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আসলে খুবই বুদ্ধিমানের কাজ করে ফেলেছেন আপনি। অভিনন্দন গ্রহণ করুন দুই হাতের ডালি ভরে :)

৮| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:০৯

গরল বলেছেন: ব্যাপক মজা পাইলাম, একটু হাসলাম অনেকগুলো পোষ্ট পড়ার পর একটা সতেজতা আসল মনে।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো যে মজা পাইছেন। মজা না পাইলে তো আজ খবর হইয়া যাইত














আমার :)

৯| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:০৮

ফয়সাল রকি বলেছেন: মজারু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.