নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তিন রকমের ৩টা গান : তোমার বাড়ি যাব সখী || তুমি আজ আসবে কি ? ঘরে আমার মন বসে না

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৭

আমার বেশিরভাগ গানই বিরহ ও বেদনার, প্রেমিক বা প্রেমিকাকে হারানোর যন্ত্রণা। তবে, কয়েকটা রোমান্টিক গানও আছে। প্রথম দুটো গান সেরকম, যদিও শেষের গানটায় কিছু গোপন বেদনা লুকানো আছে।

তোমার বাড়ি যাব সখী

ব্লগার শায়মা, সবাক, ইমন রাগ এবং আরো অনেকের সাথে পাল্লাপাল্লি করে ছড়া লিখেছিলাম ব্লগে, যা এখানে পোস্ট করা হয়েছিল।। শায়মা আপুর কোনো এক ছড়ার পিঠে আমার একটা ছড়া ছিল, যেটা 'দরদিয়া' নামে একক ছড়া হিসাবে দাঁড়িয়েছিল। ২০২০ সালে করা একটা সুরের সাথে দেখি ওটার তাল/লয় মিলে যায়। একটু পরিমার্জন করে ওটাকে গান বানিয়ে ফেললাম।

এ শুধু সুরের খেলা, গায়কী না।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

লিরিক রচনা : ২৭ এপ্রিল ২০১০

সুর সৃষ্টি : ২৪ জুলাই ২০২০

গানের ইউটিউব লিংক : তোমার বাড়ি যাব






লিরিক

তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
আমার নাম কি মনে আছে
নাকি গেছো ভুলে গো

কবে তোমায় দেখেছিলাম
মুখ যে গেছি ভুলে
বুকের ভেতর নামটি তবু
রেখেছিলাম তুলে গো
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে

এবার যখন দেখা হবে
তোমার ছোট্ট গাঁয়ে
সবুজ শাড়ি পরো তুমি
আলতা দিও পায়ে গো
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে

বকুল ফুলের মালা পরো
কলমি ফুলের দুল
মুঠো ভরে আমার জন্য
আনবে হিজল ফুল গো
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে

দিঘির পাড়ে এসো সখি
ইচ্ছে যদি জাগে
সেই কথাটি বলবো তোমায়
যা বলি নি আগে
তোমার বাড়ি যাব সখী
ভাটির অঞ্চলে
আমার নাম কি মনে আছে
নাকি গেছো ভুলে গো

২৭ এপ্রিল ২০১০
সুর : ২৪ জুলাই ২০২০


তুমি আসবে কি আজ?

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : তুমি কি আসবে আজ?




লিরিক

তুমি আসবে
তুমি আসবে কি আজ
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়

তুমি আসবে বলে
ফুল ফুটিল
বাগানেরও পাখিরা
গান ধরিল
গান ধরিল
তুমি আসবে তুমি আসবে কি আজ
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়

তুমি আসবে বলে
কত কলরব
চারিদিকে যেন আজ
সাজ সাজ রব
সাজ সাজ রব
তুমি আসবে তুমি আসবে বলে
হাওয়ায় হাওয়ায় আনন্দেরই
ঢেউ খেলে যায়
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়

২৮ জানুয়ারি ২০২২


ঘরে আমার মন বসে না

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : ঘরে আমার মন বসে না



লিরিক

ঘরে আমার মন বসে না
মন যে কোথায় চলে যায়
পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়

এই যে পাখি উড়ে উড়ে বনে বনে যায়
নদীর পানি ছুটে চলে সাগর মোহনায়
বাতাস যেমন বয়ে চলে আপন মহিমায়
মন যে আমার মেঘের মতোন
আসমানেতে ভেসে যায়
পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়

আমার জন্য কারো কোনো দয়ামায়া নাই
কারো জন্য আমার কোনো পিছুটানও নাই
মস্ত একটা বাড়ি আছে বাড়ির মানুষ নাই
ঘরের দুঃখ ঘরে থুইয়া
মন যে বাহির হইয়া যায়
পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়

০১ ফেব্রুয়ারি ২০২২


উৎসর্গ : মিরোরডডল, যিনি বহুদিন ধরে ব্লগে অনুপস্থিত। আশা করি তিনি সুস্থ আছেন এবং দ্রুতই ব্লগে ফিরবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আহ!

সুরে জাদু আছে...

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০০

জটিল ভাই বলেছেন:
কারো অন্তরের কথা কারো জন্যে অট্টহাসি,
কারো সুখের গাঁধা, কারোবা গলায় ফাঁসী!
(নিগূঢ় অর্থ রয়েছে)

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেমন, কারো একটা কাজ নিজের কাছে ট্র্যাজেডি হয়েও অন্যের কাছে কমেডি হইয়া যাইতে পারে :)

সুন্দর লিখেছেন।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৬

সৈকতসৈকত বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আহ!

সুরে জাদু আছে...

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে এবং মোহাম্মদ আব্দুলহাককে অনেক ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: শুনতে ভালোই লাগলো । ঘরে আমার মন বসে না-----

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুনতে ভালোই লাগলো জেনে আনন্দিত নেওয়াজ আলি ভাই। শুভেচ্ছা ভালো থাকুন।

করোনার পর বাইরে টাইরে যাইয়েন, আপাতত ঘরেই থাকেন :)

৫| ১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

মিরোরডডল বলেছেন:




ধুলো, আই’ম সো থ্যাংকফুল এন্ড গ্রেইটফুল এতো সুন্দর একটা পোষ্ট উৎসর্গ করেছে ।
মেইনলি মনে করেছে, এটাই অনেক ।

সবগুলো ভালো কিন্তু শেষেরটা লিরিক বেশী পছন্দ হয়েছে ।

পাগল আমার মনটারে
বেঁধে রাখা হলো দায়
ওরে আমার মনরে
তোরে নিয়া এখন আমি
করি কী উপায়


১৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি অনেকদিন ব্লগে অ্যাবসেন্ট ছিলেন। আপনার কথা ব্লগারগণ স্মরণে রাখেন।

৬| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




ধুলো এই গানটা শুনবে যদি আগে দিয়ে না থাকি ।
ফুয়াদের কম্পোজিশন, ট্র্যাকটা ডিফারেন্ট ।
অন্তরার আগে একটু পাহাড়ি ধাঁচের রিদম ।
আমার ভালো লেগছে ।





১৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা তো দারুণ, কিন্তু আগে শুনেছি বলে মনে পড়লো না।

৭| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:
আজ বার বার স্পেলিং এরর হচ্ছে :|
***লেগেছে হবে***


১৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ভুল কি উরপে ছিল?

৮| ১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: এই ভুল কি উরপে ছিল?

আই’ম সিওর এটা ধুলোর অন পারপাস মিসটেইক :)

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউ আর রাইট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.