নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল হচ্ছে। সেখানে যাই। রিহার্সেল দেখি এবং শুনি। সবার রিহার্সেল শেষ হয়ে গেলে অর্কেস্ট্রা টিমের সাথে একটু আড্ডা দিই, আর খোশগল্প করি। তারপর ওদেরকে রিকয়েস্ট করি আমার দু-একটা গান শোনার জন্য, সাথে একটু মিউজিক যোগ করে দিতে। ওরা আমার গান শোনে, মিউজিক যোগ করে দেয়। সবই তাৎক্ষণিক। ওদের কোনো পূর্ব-প্রস্তুতি নাই। মিউজিক সিংক্রোনাইজ করার সময়ও থাকে না। শুধু সুরটা একটু শুনিয়ে নিই, তারপরই গাওয়া শুরু করি, আমার গানের সাথে ওরা মিউজিক তোলে।
এটা কোনো প্রপার স্টুডিয়ো রেকর্ডিং না। গান বাজতে থাকে, তখন আমার মোবাইল ভয়েস রেকর্ডারে রেকর্ড হতে থাকে। রুমে থাকে মানুষজনের কথাবার্তা, এসিসহ অন্যান্য শব্দ। রেকর্ডিঙের পর ভোকালের শব্দকে ছাপিয়ে মিউজিকের শব্দ প্রকট হয়ে ওঠে।
এ গানটা এর আগেএ পোস্টে শেয়ার করা হয়েছিল। খালি গলায়ই বলা চলে, যদিও সাথে ছিল বড়ো ছেলের বাজানো গিটারের কিছু মিউজিক। আগের গানের লিংক : পাষাণ বন্ধুরে, ও নিঠুর বন্ধুরে
কথা ও সুর : খলিল মাহ্মুদ
অক্টোপ্যাড : মাইনুল
কি-বোর্ড : জোবাইদুল
লিড গিটার : মেহেদী
বেস গিটার : প্রকাশ
তবলা : সাইদুর
পারকাশন : আল-আমিন
সাউন্ড ইঞ্জিনিয়ারিং : সাইফান
গানের ইউটিউব লিংক : পাষাণ বন্ধু রে, ও নিঠুর বন্ধু রে
পাষাণ বন্ধু রে
নিঠুর বন্ধু রে
তোর মনে কি একফোঁটাও ভালোবাসা নাই রে
তোর বুকে কি আমার জন্য দয়ামায়া নাই রে
আমার বাড়ির পাশ দিয়া তুই ইশটিশনে যাস
চাইয়া থাকি আমার দিকে একটু যদি চাস
পরাণ আমার যায় যে ফেটে
তুই কি পাষাণ কালা
আমার মনের কথা কি তোর বুকে বাজে না রে
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি আমরা একসাথে
গাছের ডালে দোলনা বেঁধে দুলছি হাওয়াতে
হঠাৎ আমার ঘুম ভেঙ্গে যায়
জেগে দেখি হায় রে
আমায় ফেলে কোথায় যে তুই গেছিস পালাইয়া রে
৩১ জানুয়ারি ২০২২
আগের ভার্সন
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
লিংক : পাষাণ বন্ধুরে, ও নিঠুর বন্ধুরে
২১ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৮:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: দ্বিতীয়টা ভালো লেগেছে।