নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যত চাই ভুলে যেতে || প্রেমচিহ্ন গুঁটিবসন্তের মতো

১১ ই মে, ২০২২ রাত ১২:৩১

যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

০৪ ফেব্রুয়ারি ২০২২


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন ইন্সট্রাক্টর : বেবি লাবিব

যত চাই ভুলে যেতে। ফটোমিক্স-১





যত চাই ভুলে যেতে। ফটোমিক্স-২





এটা নতুন করে রেকর্ড করা ও মিউজিক যোগ করা।

আগের রেকর্ড ও পুরোনো পোস্ট : যত চাই ভুলে যেতে






মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ রাত ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো হয়েছে।

১১ ই মে, ২০২২ সকাল ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা নিয়েন।

২| ১১ ই মে, ২০২২ রাত ৩:৫৬

মিরোরডডল বলেছেন:




মিউজিকটা গানের সাথে একদমই সামঞ্জস্য হয়নি :(



১১ ই মে, ২০২২ সকাল ৭:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ডলি আপা। শুভেচ্ছা নিয়েন।

৩| ১১ ই মে, ২০২২ সকাল ৯:০২

মিরোরডডল বলেছেন:




মন্তব্য পছন্দ হয়নি বলে ধুলো আমাকে এমন বিচ্ছিরি একটা নামে ডাকলো :(
মাই ডিয়ার ধুলো, আমার একটা খুব সুন্দর অর্থবহ, শ্রুতিমধুর নাম আছে ।
কাজেই এই উদ্ভট নামে আমাকে ডাকলে আমিও কিন্তু ধুলোর নাম চেঞ্জ করে ছাইভস্ম বলে ডাকবো X((




১১ ই মে, ২০২২ সকাল ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, মিরু যে এখন অনলাইন থাকার কথা, সেটা ভুলে যাওয়া অর্ধ-মার্জনীয় অফেন্স হইয়া গেছে :)

মন্তব্য পছন্দ হয় নাই - সেটা ঠিক না কিন্তু :) আমার ক্রিয়েটিভিটিতে শুধু 'ভালো, অসাধারণ' এগুলো শুনতে চাই না, যা সত্য, পাঠকের দৃষ্টিতে, তার একটা গঠনমূলক কমেন্ট চাই। তবে, সবার অ্যাসেসমেন্ট একরকম না। আমার দৃষ্টিতে সেরা গানটা যেমন মিরুর কাছে খুবই মাইনর একটা গান হতে পারে, সেটা সবার জন্য সবকিছুতেই প্রযোজ্য।

ডলি নামটা বিচ্ছিরি - এটা মানছি না। আমার ভাগ্নির নাম ডলি। আরেকটার নাম পলি। ছোটোবেলায় পুতুলের মতো সুন্দর ছিল বলে ঐটারে ডলি নাম দিয়েছিল :) ডলি নামটা এখনো আমাদের কাছে একটা 'বিউটি'র ব্র্যান্ড। স্কুল জীবনে আমাদের এক ক্লাসমেটের নাম ছিল এবং এখনো আছে 'ডলি'- যার মতো সুন্দরী মেয়ে আমি আজও দেখি নাই। ওর আরেক নাম পারুল, যে-নামে ওরে কেউ চিনে না :)

নেভার মাইন্ড, চিয়ার্স :)

৪| ১১ ই মে, ২০২২ সকাল ৯:২৭

মিরোরডডল বলেছেন:




ঠিক আছে উইথড্র করলাম, ডলি সুন্দর নাম ।
ডলি জহুর আমার প্রিয় অভিনেত্রী ।
ডলি নামের আরও দুজন প্রিয় অভিনেত্রী ছিলো, মারা গেছে ।
আমার স্কুলেও ডলি মলি দুই বোন ছিলো ।
কিন্তু আমাকে এই সুন্দর নামে ডাকতে হবে না ।
মিরু, ডুলু, মিড, মিডো, ডল সব ঠিক আছে কিন্তু নো ডলি :)

লেখাটা ফ্রি হয়ে পড়বো ।

১১ ই মে, ২০২২ সকাল ১০:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওকে মিরা, যথা আজ্ঞা।

৫| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: ভুলতে না পারার কষ্ট কিংবা কেন ভুলে গেল তার কষ্ট।

সুন্দর গান, সুন্দর আবহ, সুন্দর পোস্ট।

১১ ই মে, ২০২২ বিকাল ৫:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ভুলতে না পারার কষ্ট কিংবা কেন ভুলে গেল তার কষ্ট। ঠিক।

অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য এবং সুন্দর কমেন্টের জন্য। শুভেচ্ছা নিয়েন।

৬| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতার কথা বলবো নাকি গানের কথা বলবো; নাকি ডলি ও ছাইভস্ম -এর ঝগড়ার কথা বলবো ভেবেই পাচ্ছিনা? :(

১১ ই মে, ২০২২ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার কথাই তো বলে গেলেন :) যাই হোক, ধন্যবাদ।

শুভেচ্ছা নিয়েন।

৭| ১১ ই মে, ২০২২ রাত ৯:৪৫

মুক্তা নীল বলেছেন:

ভাই,
উত্তম-সুচিত্রার সাথে প্রথম গানটির মানানসই একদম পারফেক্ট
এবং শ্যামল অর্ষার অর্থাৎ দ্বিতীয় ভালো হয়েছে তবে প্রথমটা
আমার কাছে বেস্ট মনে হয়েছে ।
তবে দুটো দুই রকমের তো ভালোই হয়েছে সব মিলিয়ে ।

১৪ ই মে, ২০২২ রাত ১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু,

আমার ইউটিউব চ্যানেলে উত্তম-সুচিত্রাকে নিয়ে বানানো মিউজিক ভিডিওগুলো জনপ্রিয়তার শীর্ষে। আর এটা বলাই বাহুল্য যে,এ জুটি আগামী বহুকাল বাঙালি হৃদয়ের মণিকোঠায় বসবাস করবেন।

অর্ষা বর্তমান সময়ের ট্যালেন্টেড একজন অভিনয়শিল্পী। তিনিও বর্তমানে অনেক জনপ্রিয় একজন আর্টিষ্ট।

আপনাকে অনেক ধন্যবাদ গান দুটো দেখা/শোনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.