নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় || তুমি চলে গেছো বন্ধু

২৮ শে মে, ২০২২ রাত ১১:০১

পোস্টের শুরুতে গানের অংশগুলোর নাম বলে নিতে হচ্ছে। আমার জ্ঞান সীমিত এ ব্যাপারে, তবু বলে নিলে সুবিধা হবে বোঝাতে।

একটা গানের সাধারণত ৪টা অংশ (বাংলা গানে)। প্রথম অংশ, অর্থাৎ গানের শুরুটা, যেমন :

আমার পরাণ যাহা চায়-- এ অংশের নাম মুখ বা অস্থায়ী বা স্থায়ী

তুমি সুখ যদি নাহি পাও - অন্তরা

আমি তোমার বিরহে রহিব বিলীন - সঞ্চারী

যদি আরো কারে ভালোবাসো - আভোগ / কিংবা ২য় অন্তরা

অধুনার গানে 'সঞ্চারী' খুব একটা দেখা যায় না। অন্তরা ও আভোগের সুর একই হলেও অনেক গানে অন্তরা ও আভোগ ভিন্ন সুরে গাওয়া হয়েছে। যেমন, তোমার আঁখির মতো আকাশের দুটি তারা, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, ইত্যাদি।

মূল কথায় আসি। আমার দুটো গান - তুমি চলে গেছো বন্ধু এবং ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় - এ গান দুটোর মুখ/অস্থায়ী/স্থায়ীর সুর এক, কিন্তু খেয়াল করে দেখুন, দুই গানের অন্তরার সুর এক নয়। আমার সুর তৈরির পদ্ধতিটা খুবই ইনডিজিনিয়াস, ফলে কখন, কোথা দিয়ে মাথায় একটা সুর ঢুকে গেছে, আর আমি গুন গুন করছি কোন সুরে, তা টের পেতে সময় লাগে :) আমি গাড়িতে করে যাচ্ছিলাম গাজীপুর। অনবরত শিস বাজাচ্ছি। খুবই চড়া ছিল সেই সুর, যা শিস আকারে আপনারা এখানেও শুনতে পারেন। আমি নিজেই অবাক হলাম যে, তার কিছুদিন আগেই তুমি চলে গেছো বন্ধু সুর করা হয়েছে এবং সেই সুর গুন গুন করতে করতে কখন যে তা থেকে নতুন সুরের একটা অন্তরা সৃষ্টি হয়েছে, তা আমি বুঝতেই পারি নি।

রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেও হঠাৎ আপনার মনে হতে পারে, আরে, দুটো গানের সুর তো দেখি একই রকম। লালনের গানেও এরকম মনে হতে পারে। তবে, খুব নিবিড়ভাবে শুনে দেখি নি তাদের গানে এরকম আছে কিনা। রবীন্দনাথ শায়মা এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন :)



বন্ধু-স্মৃতি

তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে হল্লা করে
দৌড়ে যেতাম ইশ্‌কুলে
দুপুর বেলায় গাছের তলায়
আড্ডা দিতাম সকলে
জুট্টি করে ফলের বাগে
কত না ফল পেড়েছি
বনে বনে গাছে গাছে
পাখির বাসা খুঁজেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

সবাই মিলে বনের ধারে
চড়ুইভাতি রেঁধেছি
আষাঢ় মাসে সারাবেলা
ডুবসাঁতারে মেতেছি
কলার ভেলায় চড়ে কত
এপার-ওপার করেছি
পুকুর ঘাটে বসে বসে
বড়শিতে মাছ ধরেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?

কাবাডি আর দাঁইড়াবান্ধা
কত খেলা খেলেছি
গুনাই বিবির যাত্রা দেখে
আনন্দে গান করেছি

হিজল ফুলের মালা গেঁথে
গলায় পরে ঘুরেছি
বৈশাখ মাসের মেলায় গিয়ে
কতই মজা করেছি
খাওয়া দাওয়া ভুলে কত
পুতুলখেলা খেলেছি
দেখতে দেখতে কবে যেন
বড়ো হয়ে উঠেছি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় কিছু বলো নি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় তুমি জানাও নি
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই

১৫ জানুয়ারি ২০২২

কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : তুমি চলে গেছো বন্ধু




খালি গলায় গাওয়া গানের লিংক : তুমি চলে গেছো বন্ধু






ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

জীবন নদী বয়ে চলে, মিশে আপন ঠিকানায়
কথা ছিল সেই নদীতে বাইব তরী দুজনায়
কেন মিছে কথা দিয়ে
কথা তুমি রাখলে না
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

কথা ছিল, চাঁদের রাতে একদিন যাব যমুনায়
নদীর জোয়ার সাক্ষী রেখে ভাসবো মধুর জোছনায়
জোয়ার ভাটায় জীবন গেল
তুমি তো আর আসলে না
সোনার জীবন শেষ হয়ে যায় আশায় আশায় গো

সরল মনে তোমায় আমি সঁপেছিলাম অন্তর
ভালোবাসার ছলনা করে তুমি হলে দেশান্তর
কেন মিছে আশা দিয়ে
বুকে ছুরি দিলে হায়
অন্তর আমার ক্ষয় হয়ে যায় ব্যথায় ব্যথায় গো

০৮ ফেব্রুয়ারি ২০২২

কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। ফটোমিক্স-১

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়, ফটোমিক্স-২





এর আগে খালি গলায় গাওয়া এ গানটি এই পোস্টে শেয়ার করা হয়েছিল। কয়েকজন বিজ্ঞ ব্লগার এ গানটির প্রশংসা করেছিলেন। এবার সেই গানেই মিউজিক যোগ করা হয়েছে। মিউজিক কম্পোজিশন আমারই করা। তবে, শুধু মিউজিকে যখন সুরটা শুনি, তখন আমি নিজেই অভিভূত হয়ে যাই এজন্য যে, মিউজিকটা যেন একটা মূর্ছনা সৃষ্টি করেছে। নিজের কম্পোজিশন হওয়া সত্ত্বেও নিজের সৃষ্টির উপর এই আবেগমাখা ভালোলাগার কথাটা বলা সংবরণ করতে পারলাম না। তাই শেয়ার করছি এই ইন্সট্রুমেন্টাল মিউজিক ভিডিওটিও।


ইন্সট্রুমেন্টাল মিউজিক ভিডিও - ফটোমিক্স।




আগে করা মিউজিকসহ কণ্ঠ - এই লিংকে ক্লিক করুন। এ মিউজিকটা চেঞ্জ করে আজ নতুন মিউজিক যোগ করা হয়েছে, যেটা অলরেডি উপরে দেয়া হয়েছে।


আগে করা মিউজিকসহ কণ্ঠ - ফটোমিক্স-১




আগে করা মিউজিকসহ কণ্ঠ - ফটোমিক্স-২




খালি গলায়।





সবাই ভালো থাকিয়েন, সুখে থাকিয়েন আর আমার প্রাণ নিঙড়ানো শুভেচ্ছাসহ ভালোবাসা নিয়েন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: গান নিয়ে পোষ্ট দিলে আসা হয় না বিশেষ। আপনার আগের পোষ্টগুলো মিস করি।
ভালই হচ্ছে চালিয়ে যান।

২৯ শে মে, ২০২২ সকাল ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

শুভ সকাল প্রিয় শেরজা তপন ভাই। হ্যাঁ, গানেই এখন অধিক সময় চলে যাচ্ছে। তবে, সবকিছুরই একটা লিমিট থাকে, গানের এই জোয়ারেও ভাটা আসবে, তখন আগের পোস্টে ফিরে আসবো :)

ধন্যবাদ কমেন্টের জন্য। শুভেচ্ছা নিয়েন।

২| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: গানের নিয়ম কানুন বুঝিনা আমি, জানি না আমি, জানতে চাইও না।
আমি বুঝি গানের কথা আর সুরের আবেশ কান বেয়ে হৃদয় পর্যন্ত যেতে পারলো কিনা।

২৯ শে মে, ২০২২ দুপুর ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'গানের কথা আর সুরের আবেশ কান বেয়ে হৃদয় পর্যন্ত যেতে পারলো কিনা।' - গানের মূল কথা আসলে এটাই। প্রত্যেক নির্মাতা এ লক্ষ্যকে সামনে রেখেই গানের বিধিবদ্ধ নিয়মগুলোকে যথাসম্ভব অনুসরণ করে গান তৈরির চেষ্টা করেন।

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.