নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রাণবতা ও মানবতা

০২ রা জুন, ২০২২ দুপুর ১:০১

বাসের চাকায় পিষ্ট হয়ে
একটা মানুষ পা হারালো
পা হারালো পিষ্ট হয়ে একটা কুকুর
বলতে পারেন, কার ব্যথাটা অনেক বেশি
মানুষটা, না কুকুরটার?

ছুরি দিয়ে মুরগি কাটেন
বটি দিয়ে মাছ কাটেন
কাঁচি দিয়ে আনাজ কাটেন
কুড়াল দিয়ে গাছ কাটেন
বলতে পারেন, কাটাকাটির সময় এরা
ভীষণ ব্যথায় দেয় কি বিকট চিৎকার?

আপনি যদি কুকুর হতেন
মুরগি হতেন,
বন-জঙ্গলে গুল্ম-লতা-বৃক্ষ হতেন
হয়ত তখন বুঝতে পেতেন
আপনাদেরও জীবন আছে
লাঠির আঘাত, ছুরির আঘাত
আপনাদেরও ঘায়েল করে

আপনাকে এক বাগান দিলাম
গাছের ডালে ফুলগুলোকে যত্নে রাখুন
আপনি মানুষ, কতখানি মানবীয় –
নিগূঢ় মনে ভাবতে থাকুন।

০২ জুন ২০২২

প্রাসঙ্গিক : মশার জীবন

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। কিন্তু, ব্যাপারটা শুধু কবিতা 'সুন্দরে'ই না, অনুধাবন বা উপলব্ধিরও - আমরা মানুষ হয়েও কতখানি মানবিক!

২| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪২

রানার ব্লগ বলেছেন: আপনার কি ইচ্ছা খাওয়া দাওয়া বন্ধ করে দেই !!!!এই কবিতা আমি দ্বিতীয়বার পড়তে চাই না !!!

০২ রা জুন, ২০২২ দুপুর ২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাববার বিষয় ...

আপনি মাছ, মাংস খাওয়া ছাড়তে পারবেন না, শাক-সবজি, গাছ-গাছড়া কাটতে হবে আপনার বেঁচে থাকার জন্য।

কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন নিষ্ঠুর কাজ বা আচরণগুলো - অযথা প্রাণি বধ বা প্রহার করা। নিজের ভেতরকার মনুষ্যত্বকে প্রস্ফুটিত করা গেলে একজন মানুষ অন্য একজনের বুকে গুলি চালানো তো অনেক দূরের কথা, কারো গায়ে হাতও তুলবে না। মানুষ হয়েও আমাদের ভেতরে কতখানি মানবীয় গুণাবলি আছে, তা ভেবে দেখা খুবই জরুরি।

শুভেচ্ছা নিয়েন রানার ব্লগ। কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫২

মাস্টারদা বলেছেন: আসল কথা মধ‍্যম পন্থা সবখানেই ভালো। It should be 'Be kind to every kind, not to the man kind.'

০২ রা জুন, ২০২২ দুপুর ২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউ গট দ্য পয়েন্ট। ভালো লাগলো আপনার কথাটা। সব প্রাণির প্রতি আমরা যখন মানবিক হবো, মানুষের প্রতি সেই মানবতা আরো বেশি থাকবে বলেই আমি মনে করি। মানুষে মানুষে যখন অহিংসতা বজায় থাকবে, সমাজ থাকবে তখন শান্তিময় ও ভালোবাসা ও সৌহার্দে পরিপূর্ণ।

৪| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে আজকে গান যুক্ত করলেন না যে?

০২ রা জুন, ২০২২ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর হয়েছে জেনে আনন্দিত।

:) এটা গান নয়, তাই গান দেওয়া হয় নাই :)

শুভেচ্ছা নিয়েন।

৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ২:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: কষ্ট পাইছি।

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কষ্ট পেয়েছেন কেন?

৬| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। কিন্তু, ব্যাপারটা শুধু কবিতা 'সুন্দরে'ই না, অনুধাবন বা উপলব্ধিরও - আমরা মানুষ হয়েও কতখানি মানবিক!

একটা সমাজে সব শ্রেণীর মানুষ থাকে।
পরিবার এবং স্কুল মানুষকে মানবিক করে গড়ে তুলতে পারে। যারা মানবিক নয় আমি তাদের দোষ দেই না। আসলে তাঁরা মানবিক হওয়ার সুযোগ পায় নি। এজন্য দায়ো তার পরিবার এবং রাষ্ট্র।

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

পরিবার এবং স্কুল মানুষকে মানবিক করে গড়ে তুলতে পারে। যারা মানবিক নয় আমি তাদের দোষ দেই না। আসলে তাঁরা মানবিক হওয়ার সুযোগ পায় নি। এজন্য দায়ো তার পরিবার এবং রাষ্ট্র।


স্কুল ও পরিবারের দায়িত্ব কোনো একটা সময় আর তেমনটা থাকে না। সমাজ বা রাষ্ট্রও পুরোটা দায়িত্ব পালন করতে পারবে না, প্রতিটা ব্যক্তিকেও আন্তরিক হতে হবে নিজের বিবেককে জাগ্রত করার জন্য এবং মানবীয় গুণাবলি অর্জন ও বিশুদ্ধ করার জন্য। অন্যদিকে, যে মানুষটা এসব ভালো গুণ অর্জনের সুযোগ পায় নি, তার কথা বাদ দিন - একজন রুচিশীল ও বিবেকবান মানুষও জীবনের মধ্য বা শেষ বয়সে যেয়ে বিবেকভ্রষ্ট হয়ে উঠতে পারেন। কেউ যেন এমন না হয়ে যান, সেটাও ভাবতে হবে।

আবার এসে মতামত দেয়ার জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৭| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালবাসলে কষ্ট পাওয়ার সম্ভাবনা ৯৯%।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর কি কোনো পরিসংখ্যান আছে? বা কোনো জরিপের ফলাফল?

৮| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: থাকলেও কি না থাকলেও কি?

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালবাসলে সুখী হবার সম্ভাবনা ৯৯%

:)

৯| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালোবাসি তাই সবসময় কোন না কোন ভাবে ভালবেসে যাই।

০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি সুখী মানুষ

১০| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: মার ২য় মন্তব্যের উত্তর খুব সুন্দর দিয়েছেন। ভালো লেগেছে।

০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা নিয়েন।

১১| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কড়া বাস্তব!

০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা নিয়েন।

১২| ০৫ ই জুন, ২০২২ ভোর ৫:৩৭

বেবিফেস বলেছেন: সুন্দর লিখেছেন।

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বেবিফেস। আপনার একই কমেন্ট দু'বার এসেছে। নীচের কমেন্টটা মুছে দিলাম। শুভেচ্ছা নিয়েন।

১৩| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আহারে, এভাবে ভাবতে পারলে ভালোই হতো। কিন্তু তাতো আর সম্ভব না। কাটাকাটির চাকা চলতে থাকবে, চলতেই থাকবে। এই চাকা আর থামার লয় (নয়)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.