নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি তো ফিরে ফিরে আসবো
তোকে জ্বালাতে
জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে
নইলে মনে রাখবি না তো
তুই দেখিস,
আমি আবার ফিরে আসবো
আসবো, তোকে জ্বালাবো, পোড়াবো
পুড়িয়ে ভস্ম করবো তোকে
তারপর চলে যাব বহু দূরে
কী ভাবছিস?
সময়ের সাথে ভুলে যাবি আমাকে?
না,
যখন আরশিতে চোখ রাখবি
দেখবি পোড়া দগদগে ঘা
কী ভাবছিস?
সময়ের সাথে ভুলে কি যাবি আমাকে?
যখন আরশিতে চোখ রাখবি
পোড়া দগদগে ঘা দেখবি
তখনই তোর মনে পড়বে আমাকে
তুই যে তখন ভীষণ কষ্ট পাবি
দূরে থেকে তৃপ্ত হবো আমি
তোকে পোড়ানোর মাঝেই আমার সকল আনন্দ
০২ মার্চ ২০২২
কথা : ব্লগার মিরোরডডল
সুর, মিউজিক ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের ইউটিউব লিংক : আমি তো ফিরে ফিরে আসবো তোকে জ্বালাতে
এর আগে খালি গলায় গাওয়া এ গানটি এ পোস্টে শেয়ার করেছিলাম। খালি গলায় গাওয়া এ গানটার উপর এবার মিউজিক যোগ করে এ পোস্টে শেয়ার করলাম।
মিউজিক কম্পোজিশনের উপর আমার ছেলেরা, বিশেষ করে ছোটো ছেলের স্কিল খুব ভালো। যে-কোনো কম্পোজিশনে ওর পরামর্শ নিতে চেষ্টা করি। সে আবার খুবই ব্যস্ত মানুষ তো, তাই সবসময় তার অ্যাপোয়েন্টমেন্ট পাওয়া ভার যে-কোনো গান ইউটিউবে আপলোড করার পর ছেলেকে নিয়ে স্মার্ট টিভিতে 'প্রিমিয়ার শো' করি একই মিউজিক একেক ডিভাইসে আবার একেক রকম আসে, সেটা একটা সমস্যা। পিসিতে একরকম, স্মার্ট টিভিতে বেশ চেঞ্জ হয়ে যায়, আবার মোবাইলে অন্য রকম। আমি স্মার্ট টিভির সাউন্ড দেখে মিউজিকের সাউন্ড অ্যাডজাস্ট করি।
এ গানটার প্রিমিয়ার শো করলাম এক শ্যালক, শ্যালকের স্ত্রী ও ওদের ছেলে এবং আমি। লাবিবকে ডাকাডাকি করেও পাওয়া গেল না, সে একটা কাজে ব্যস্ত ছিল তো, গান শুনে তো সবাই থ আই মিন, সবাই হাততালি দিল আপনারাও কিছু হাততালি বরাদ্দ রাখিয়েন
খালি গলায় গাওয়া গানের ইউটিউব লিংক :
অডিও ভার্সন-১। আমি তো ফিরে ফিরে আসবো তোকে জ্বালাতে
অডিও ভার্সন-২। আমি তো ফিরে ফিরে আসবো তোকে জ্বালাতে
অডিও ভার্সন-১
অডিও ভার্সন-২
দেশে করোনা শনাক্তের হার বাড়ছে কয়েকদিন ধরে। সবাই সতর্ক থাকুন। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাবধানের মাইর নাই।
এদিকে সারাটা আকাশ অন্ধকার। দুপুর থেকে বৃষ্টি, সাথে বাতাসও। কোথাও নিম্নচাপ ঘটেছে কিনা জানি না, নাকি সাধারণ আষাঢ়ে বৃষ্টি, কে জানে।
ভালো থাকুন দেশের প্রতিটি মানুষ। শুভেচ্ছা সবার জন্য।
১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমারে তো দেখি পুরাই আশাবাদী বানাইয়া দিলেন!!
ফায়ার সার্ভিসের আইডিয়াটা ভালো। একটা ছোট্ট প্রশ্ন - বাংলাদেশ, নাকি অস্ট্রেলিয়ান ফায়ার সার্ভিসটা দিতে হবে?
২| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের ফায়ার সার্ভিস এই আগুন নেভাতে পারবে না।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নাহ, শেষ পর্যন্ত বাংলার ফায়ার সার্ভিসেই আস্থা পাচ্ছি। তারা বর্তমানে অত্যাধুনিক ও খুব কার্যকর।
৩| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০২
মিরোরডডল বলেছেন:
ধুলো একটা পাগল, পারেও !!!
গান শুনলাম, সেই আগের কথাই বলবো, মিউজিক ছাড়া খালি গলায় কবিতাসহ গানটাই ভালো লেগেছে ।
লিরিকে জ্বালানো থাকলেও সুরে কিন্তু সেটা নেই, সুর হয়েছে মিষ্টি প্রেমের গানের সুর
যেমন ধুলো সেরকম সাচু, দুজনের কমেন্টই মজার ছিলো ।
থ্যাংকস ধুলো ।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা জিনিস জানার ছিল। অস্ট্রেলিয়ান ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পারফরমেন্স কেমন? অ্যাডভান্স্ড ইকুইপমেন্ট আছে, নাকি বালতি ভরে হেলিকপ্টারে পানি ছিটাইয়া দাবানল নিভায়? আমাদের মতো হতে ওদের আর কত বছর লাগবে?
৪| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের মিষ্টি প্রেমের গান ভালো লাগে না। আপনি গা জ্বালা করা সুরে গানটা আবার বাঁধেন। যার মধ্যে কোন মিষ্টি থাকবে না।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও বাবুটা, খাইছো নাকি - অনেক আগে সুর বাইন্ধ্যা রাখছি। লিরিক, আর সময়ের অভাবে ওটা শেষ করতে পারছি না। ধুম ধারাক্কার চূড়ান্ট হবে নে
৫| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭
মিরোরডডল বলেছেন:
আমি কি সে কথা বলেছি !
সাচুটা বেশী বোঝে
আমি লিখিনা, গান লেখারতো প্রশ্নই উঠেনা ।
ধুলোর কথায় ফান করে কি না কি লিখেছি, সেটা আবার ধুলো সুর করেছে, আমি যে কি ভীষণ লজ্জিত এটা যদি কেউ বুঝতো !
এমনিতেই স্বভাবে লাজুক একজন মানুষ, তাকে আবার সাচু এভাবে যদি বিব্রত করে, কোথায় যে যাই আমি
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাচুটা বেশি দুষ্টু
৬| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:০২
মিরোরডডল বলেছেন:
আমাদের মতো হতে ওদের আর কত বছর লাগবে?
হা হা হা ......
ভালো সার্ভিস এখানে, ওয়েল ইকুইপড । বুশ ফায়ারের সময় তাদের কন্ট্রিবিউশন ছিলো এক কথায় অসাধারণ !
এছাড়া হাউজহোল্ড ফায়ারেও ইনস্ট্যান্ট সার্ভিস দিতে দেখেছি ।
যেকারনে এখানে অগ্নি দুর্ঘটনা যদিও হয় কিন্তু মৃত্যুর হার কম ।
১৭ ই জুন, ২০২২ রাত ৮:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি রিসেন্টলি, ইংল্যান্ড পর পর দুটি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড়ো টার্গেটে জিতেছে, ২৭৭, ২৯৯। প্রথমটা ৪৯তম, ২য়টা ৩৫তম হাইয়েস্ট সাকসেসফুল রান চেজ। এগুলো খুব অহরহ হয় না। বাট, ইংল্যান্ড এটা করে ফেলেছে। ৩য় টেস্ট ২৩ জুন থেকে। নিউজিল্যান্ড হলো অস্ট্রেলিয়ার ছোটোবোন।
অস্ট্রেলিয়ার সুখবর আছে। শ্রীলংকার সাথে ২-১-এ টি-২০ সিরিজ জিতেছে। ওডিআই ১-১ সমতায় আছে, ১৯, ২১ ও ২৪ জুন তারিখে ৩য়, ৪র্থ ও ৫ম ওডিআই। এরপর দুটো টেস্ট আছে। শ্রীলংকার জন্য শুভ কামনা থাকলো।
বাংলাদেশ ঐদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে পিডাইয়া ফাডাইয়া ফালাইতেছে ১ম টেস্টে। খবর দেখে নিবেন ক্রিক-ইনফো থেকে।
৭| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: গানের কথা ভালো লাগলো। মিম কে ভাল লাগে।
১৭ ই জুন, ২০২২ রাত ৮:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ গোফরান ভাই। শুভেচ্ছা নিয়েন।
৮| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'সুন্দর' কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা নিয়েন।
৯| ১৭ ই জুন, ২০২২ রাত ১০:২০
অপু তানভীর বলেছেন: এই গানের একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলুন দেখি ।
মিরোরডল কে মডেল হিসাবে নিয়েন । এই আবদার রইলো !
১৭ ই জুন, ২০২২ রাত ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হোয়াট অ্যান আইডিয়া!!!!!
আপাতত এটা নিন
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা সুপার হিট গান হয়েছে। অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে উঠে যেতে পারে।
ভিডিওতে ফায়ার সার্ভিসের গাড়ির ছবি দিলে আরও বাস্তব সম্মত হত।