নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অতিথি

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫


এই যে তুমি পালকি চড়ে
যাচ্ছ দূরের ভিন-নগর
তোমার জন্য সাজিয়েছে
ধবল সাদা শয়ন ঘর

সেই ঘরে কে সঙ্গী তোমার
জানো কি তার খোঁজ খবর
চারদেয়ালের অন্ধকারে
একলা তোমার শয়ন ঘর

কেউ হবে না সঙ্গী তোমার
চারদেয়ালের সেই ঘরে
শুধুই তোমার সঙ্গী হবে
যা পেয়েছ কাজ করে


পালকি চড়ে যাচ্ছ তুমি
ভিন্ন কোনো রূপনগর
তোমার জন্য সাজিয়েছে
আলোয় রাঙা শয়ন ঘর

তোমার ঘরে সঙ্গী হবে
তোমার প্রিয় আপন জন
যাকে তুমি ভালোবেসে
দিয়েছিলে ধন রতন

যাকে তুমি ভালোবাসা
দিয়েছিলে জীবন ভর
সেই তোমাকে অন্ধকারে
জ্বালবে আলোর শয়ন ঘর

আমরা সবাই অতিথি এই
ক্ষণকালের ঠিকানায়
মেজবানির দিন শেষ হলেই
নিতে হবে শেষ বিদায়

১২ সেপ্টেম্বর ২০২২


আমি যখনই কবিতা পোস্ট করতে যাই, তখনই প্রথম পাতায় প্রচুর কবিতা দেখি। নিরুৎসাহিত হয়ে কবিতার বদলে অন্য কিছু পোস্ট করি। আজকেও প্রথম পাতায় বেশ কিছু কবিতা এখনও ভাসছে, তবু আজ আমি অ্যাডামেন্ট, কবিতা পোস্ট করবোই, একেবারে তরতাজা, সজীব :) অবশ্য এটা একটা গান। গান হিসাবে আরেকদিন আসবে :)

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাবীজ ভাই সে অন্য জনের সাথে
আলোয় রাঙ্গা শয়ন ঘরে যাচ্ছে বলে কী
আপনার হিংসা হচ্চে না ক্ষোভ!

এমনি করে একদিন সিবাই চলে যায়;
কেউ কিথা রাখেনা।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

একটু হিংসা বা ক্ষোভ তো হবেই, তাই না?

যাই হোক, কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ নূরু ভাই। শুভেচ্ছা।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯

পাঠক০০৭ বলেছেন: আমি তো আপনাকে কবি হিসাবেই জানতাম। মনে হয় ২০১৩/২০১৪ সালে আপনার বইও বের হয়েছিলো।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


কবি ও অ-কবি যাহাই বলুন,
মেনে নিই সবকিছু
শুধু 'সে' ডাকলে, সবকিছু ফেলে
চলে যাই তার পিছু :)

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটিই চমৎকার হয়েছে, গান হিসেবে কেমন হবে বুঝতে পারছিনা। যদিও এই ভাবধারার গানের একটি আলাদা টান থাকে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূলত এটা গানই। অর্থাৎ, আগে সুর হয়েছে, সুরের সাথে কিছু লিরিকও ছিল। তারপর লিরিকটা ফাইনাল করলাম আর কী। একটা দীর্ঘ গান। শুনতে চাইলে এখানে ক্লিক করে শুনতে পারেন।

কবিতা চমৎকার হয়েছে জেনে খুশি। ধন্যবাদ জলদস্যু ভাই।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৯

শেরজা তপন বলেছেন: আমিও ডেসপারেট থাকি- প্রথম পাতায় প্রচুর গাদ্যিক লেয়াখা থাকলেও আমি পোষ্ট দিতে পিছপা হইনা :)

মরণ টরন নিয়ে কবিতা না লিখলে হয়না? ক্যান যে আপনারা এত ভয় দ্যাখান :(

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। ভালো বলেছেন। কবিতা বন্ধ হয়ে গেলেও এরকম পোস্ট হয়ত পাব না - হায় হায়, কবিতা নাই কেন? :) কিন্তু প্রথম পাতায় কবিতার আধিক্য দেখা গেলে সেটা একটু দৃষ্টিকটু লাগে অনেকের কাছে :)

মরণ রে, তুহু মম শ্যাম সমান :) যখন যে-ভাবনা মনে আসে, ওটাকে একটা ছাঁচে ফেলে বেঁধে রাখি, তাতে মনের মুক্তি ঘটে :)

পড়ার জন্য ধন্যবাদ শেরজা তপন ভাই।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৭

আখেনাটেন বলেছেন: ......সবাইকেই চলে যেতে হবে একদিন.... :(


আমরা সবাই অতিথি এই
ক্ষণকালের ঠিকানায়
মেজবানির দিন শেষ হলেই
নিতে হবে শেষ বিদায়
---সকলের কী আর 'মেজবানির দিন' থাকে? কেউ খায় মেজবানির মাংস আর কেউ হাড্ডিগুড্ডি...মাংসখোরদের অবশ্য চলে যেতে বেশিই কষ্ট হবে মনে হচ্ছে? :D

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাইকেই চলে যেতে হবে একদিন.... পৃথিবীর সত্যতম আশ্চর্য।

আচ্ছা, মেজবান অর্থ অতিথি। মেজবানি মানে আতিথেয়তা। তবে, চট্টগ্রাম বা নোয়াখালি অঞ্চলে মেজ্জান বা মেজবানি আলাদা অর্থ বহন করে বলে শুনেছি, বিশেষ কায়দায় মাংস রান্নাই নাকি মেজবানি, যা এখনো খাওয়া হয় নি :) যাক, ভবিষ্যতে আপনাদের বাসায় আমার মেজবানির দাওয়াত রইল।

সুন্দর এবং রসাত্মক কমেন্টের জন্য ধন্যবাদ আখেনাটেন ভাই।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৭

ভারসাম্য বলেছেন: শয়ন-ঘর তো সাদা নয়। 'তোমার গায়ে মোড়ানো আজ … কয়েক ফালি শ্বেত-চাদর' এভাবেও গাওয়া যায় হয়তো গানটা। কিন্তু ... শেষ কথা একই। কর্মফলই সবকিছু। পৃথিবীতে ন্যায়ের ধারনা আছে, প্রতিষ্ঠা নাই। তাই চুড়ান্ত কর্মফলের ব্যবস্থা একটা থাকাই উচিৎ। পৃথিবীতে এখন আর ন্যায়ের প্রতিষ্ঠা নেই জেনেও, ন্যায়ের জন্য কাজ করা লোকেরা পাবে পুরষ্কার, অন্যায়কারীরা শাস্তি আর সংশয়ী ভাল লোকেরা পাবে ক্ষমা… এটাই শেষ কথা। শুভকামনা সব সময়ের জন্য। :)

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে অভী আসলাম ভাই যে!! ওয়াও!! কতদিন পর!! আশা করি ভালো আছেন।

রূপকের অর্থগুলো দিয়ে দিতে চেয়েছিলাম। পরে দিলাম না, সবারই ভাববার একটা স্বাধীনতা থাক।

আপনি যে শব্দগুলো বলেছেন, আমি সেটাই বোঝাতে চেয়েছি। কবরে শাদা কাপড়ে মোড়ানো অবস্থায় শোয়ানো হবে, এটাই বোঝাতে চেয়েছি।

বাকি অংশে খুব সুন্দর কথা বলেছেন, যার সাথে শতভাগ একমত :

কর্মফলই সবকিছু। পৃথিবীতে ন্যায়ের ধারনা আছে, প্রতিষ্ঠা নাই। তাই চুড়ান্ত কর্মফলের ব্যবস্থা একটা থাকাই উচিৎ। পৃথিবীতে এখন আর ন্যায়ের প্রতিষ্ঠা নেই জেনেও, ন্যায়ের জন্য কাজ করা লোকেরা পাবে পুরষ্কার, অন্যায়কারীরা শাস্তি আর সংশয়ী ভাল লোকেরা পাবে ক্ষমা… এটাই শেষ কথা।


আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা থাকলো।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৬

জুল ভার্ন বলেছেন: বাস্তবতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৬

মনিরা সুলতানা বলেছেন: ভাই তাহলে কী হবে আমাদের মত দু এক লাইন কবিতা লিখতে চাওয়া দের !!!
তবে আপনার ভরসায় ভরসা পেলাম । ডেস্পারেট হতেই হবে কবিতা নিয়ে। কবিতা টি গান হয়ে আসবার অপেক্ষায় রইলাম।

শুভ কামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, মানে, ইয়ে, কবিতা ছাড়া ব্লগ অচল, এটা বিশ্বাস করতে হবে। বাই চান্স যদি এমন হয়, কোনোদিন কোনো কবিতাই কেউ পোস্ট করলো না, তাহলে তো আমি অনশন করবো; এরপর গোটা সাতেক কবিতা আমি নিজেই পোস্ট করে সেই অনশন ভাঙিব :)

নো ওয়রি আপু। কিপ রাইটিং। কবিতা ও গদ্য উভয় ফিল্ডে আপনি সাবলীল। শুভেচ্ছা।

ও, ওটার গানের অলরেডি শুভমুক্তি ঘটে গেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.