নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার মন দিলাম, প্রাণ দিলাম - আমার লেখা ও সুর করা গান ও এর ইন্সট্রুমেন্টাল মিউজিক

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫১

গানের পোস্টে সচরাচর গানই দিয়ে থাকি, তবে মাঝেমধ্যে ইন্সট্রুমেন্টাল মিউজিকও (যন্ত্রসঙ্গীত) দিয়ে থাকি। আজকের মূল আকর্ষণ ইন্সট্রুমেন্টাল মিউজিক। এর আগে এ গান খালি গলায় ও মিউজিকসহ উভয় ভার্সনেই শেয়ার করা হয়েছিল। গানটি আবার নতুন করে গেয়েছি ১৬ জানুয়ারি ২০২৩-এ। মিউজিকটাও নতুন করে কম্পোজ করা। শুরুতেই শেয়ার করা হবে শুধু মিউজিক। এরপর অবশ্য ভোকালেও থাকবে। গানটা যথারীতি আমার নিজের লেখা ও সুর করা।

ইন্সট্রুমেন্টাল মিউজিকের লিংক : ইন্সট্রুমেন্টাল মিউজিক - আমার মন দিলাম, প্রাণ দিলাম

অথবা ক্লিক করুন নীচের লিংকে।



আমার মন দিলাম প্রাণ দিলাম
দিলাম সর্বস্ব
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
বিনিময়ে দিল কলঙ্ক

ও বন্ধুরে
বন্ধু আমায় প্রেম শিখাইয়া হায়
মন যে আমার কেড়ে নিল কখন জানি না
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
কলঙ্কের দাগ দিয়া আমায় ক্যামনে ভুইলা যায়
ক্যামনে ভুইলা যায়
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক

ও বন্ধুরে
বন্ধু আমার জানলো না তো হায়
অন্তর আমার পোড়ে সদাই চলার আগুনে
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক
বন্ধুর লাইগা পরাণ আমার ক্ষইয়া ক্ষইয়া যায়
ক্ষইয়া ক্ষইয়া যায়
বন্ধু আমায় বিনিময়ে দিল কলঙ্ক


২৩ সেপ্টেম্বর ২০১৭
(প্রথম অন্তরা : ১৩ মার্চ ২০২২)


ভোকাল : আমার মন দিলাম, প্রাণ দিলাম

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪০

শেরজা তপন বলেছেন: গান না শুনলে সুর বোঝা মুশকিল! সম্ভবত শুধুমাত্র ইলেকট্রিক কি-বোর্ড দিয়ে পুরো সুরটা বাজানো হয়েছে।
তবে সুওটা পল্লিগীতির টান আছে- ভাল লাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন, গানটা জানা না থাকলে সুর ধরতে পারা খুব কঠিন। সফট ওয়্যারের মাধ্যমে মিউজিক ক্রিয়েট করা হয়েছে।

ধন্যবাদ শেরজা তপন ভাই। শুভেচ্ছা।

২| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গান।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুরে গ্রামীণ একটা ছোঁয়া আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন জলদস্যু ভাই। মিউজিকটা শোনার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.