নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি শুধু মন নিয়ে খেলা করো

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

তুমি চলে গেছ, ফিরে আসো নি
তুমি মন নিয়ে খেলা করেছ
আসলে তো ভালো বাসো নি

কত কথা মরে গেল মনে মনে
কিছু কথা বলার ছিল সঙ্গোপনে
তুমি কোনোদিনই ইশারাতে
কোনো কথার মানে বোঝো নি

কেন তুমি মনে এত প্রেম জ্বেলে
‘আসি বলে’ কী কারণে চলে গেলে
তুমি কথা দিয়ে কথা কেন রাখো নি
ফিরে আসো নি

৩১ জানুয়ারি ২০২৩

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি চলে গেছ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো 'বাগ'-এর কারণে বোধ হয় পাঠসংখ্যা হুহু করে বেড়ে যাচ্ছে। আমার ইউটিউব চ্যানেলেও মাঝে মাঝেই এরকম হয়। পরে অবশ্য সেটা ঠিক হয়ে যায়। ব্লগে এটা অটো-কারেকশন হবে কিনা জানি না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'বাগ' মনে হয় চলে গেছে :)

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় সাধু।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুর ভালো হয়েছে। কথা গতানুগতিক।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জলদস্যু ভাই। লিরিকের ব্যাপারটা ঠিকই ধরেছেন। এ গানটার সুর নিয়ে আমি খুব সন্তুষ্ট। ভালো থাকবেন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

বাকপ্রবাস বলেছেন: সবগুলো ভাল হচ্ছে, তবে সব সুর যেন একই স্কেল এবং একই ঢং এর। কিছু ধুমধারাক্কা ঝাল মরিচ মার্কা শুনতে মন চাইছে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবজারভেশন মোটামুটি ঠিক আছে, আমার গানে বিরহের সুর একটু বেশি। টেকনিক্যালি, স্কেলগুলো এক না, প্রতিটা গানেরই স্কেল ভিন্ন। আপনি একনাগাড়ে মান্না দে বা সতীনাথের গান বা আব্দুল আলীম, ফর দ্যট ম্যাটার, যে-কোনো এক শিল্পীর গান একটানা শুনতে থাকলে মনে হবে গানগুলো স্টেরিওটাইপ্‌ড :) আমি খুবই খুশি যে আপনি আমার গানগুলো শুনছেন যার ফলে সবগুলোর স্কেল ও ঢং সম্পর্কে সম্যক অভিজ্ঞতা হয়েছে আপনার।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৬

রানার ব্লগ বলেছেন: গানের সুরটা কেন জানি এক জায়গায় আটকে যাচ্ছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনার জন্য ধন্যবাদ রানা ভাই। শুভেচ্ছা।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলী ভাই।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ভাল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.