নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

শৈশবের বন্ধুরা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১০

এখনো মনে হয় – বয়স এখনো
আটকে আছে ১৪ বছরেই
এখনো মনে হয় – দুষ্টুমি ছাড়া
জীবনে আর কিছুই করবার নেই
এখনো আমরা হাত-পা ছুঁড়ে লাফিয়ে উঠি
এখনো আমরা একসাথে লাবণ্য’র প্রেমে পড়ি
এখনো মনে হয় – ক্লাসের সব মেয়েরা
আমাদের সবারই প্রেমিকা ছিল
এখনো হেঁড়ে গলা ছেড়ে দিয়ে চিল্লায়ে কোরাস গাই
পাল্লা দিয়ে স্বরচিত কবিতা পড়ি

আমাদের বয়স বাড়ে না
পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে ডুবে যাই
মধুর আড্ডায়, আমরা যখন একসাথে মিলিত হই
আমরা দেখতে পাই – আমাদের সুপ্রিয় হাইস্কুল
দুপুরের উজ্জ্বল মাঠ – পশ্চিম ধারে দরাজ আম্রকানন
তার নীচে গোল হয়ে বসে আদিম কৌতুকে মেতে থাকা
একদঙ্গল তারছেঁড়া, বাউন্ডুলে, ইঁচড়েপাকা পোলাপান, যারা এখনো
১৪ বছরেই আটকে আছে, কখনো মনেই হয় না
ওদের স্ত্রী আছে, সংসার ও সন্ততিও আছে।

শৈশবের বন্ধুরা বদলায় না। শৈশবের বন্ধুদের বয়সও বাড়ে না।

০৮ ফেব্রুয়ারি ২০২৩

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারমানে কবি এখনো কিশোর? মনের দিক থেকে কিশোর থাকা যায়। কিন্তু দেই বিনা নোটিশে বয়স বাড়িয়ে চলে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

বন্ধুরা একসাথে মিলিত হলে তো বয়সের কথা মনেই থাকে না :) স্কুল লাইফে যা করতাম, যা বলতাম, কাজ কারবার তাই চলতে থাকে :)

কবিতা পাঠের জন্য ধন্যবাদ সনেট কবি ফরিদ ভাই। শুভেচ্ছা।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৫

রানার ব্লগ বলেছেন: শৈশবের বন্ধুরাই শেষ পর্যন্ত টিকে যায় !!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা সুন্দর এবং সত্য বলেছেন রানা ভাই। কবিতা পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: আজকাল আপনি আমার পোষ্টে আসেন না। মন্তব্য করেন না।
হ্যাঁ আমি জানি আমি ভাল লিখি না। কিন্তু আপনি মন্তব্য করলে আমার ভাল লাগবে। উৎসাহ পাবো।

ধন্যবাদ। ভাল থাকুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্রমেই নানা কারণে আমার পৃথিবী ছোটো করে নিয়ে আসছি রাজীব নুর ভাই। আপনি আমার পোস্টে আসেন, উৎসাহ পাই। মাঝে মাঝে ইউটিউব চ্যানেলেও আপনার কমেন্ট দেখে ভালো লাগে।

আপনি অনেক ভালো লেখেন। আপনার জন্য শুভ কামনা থাকবে সব সময়ই।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২০

শেরজা তপন বলেছেন: আমার নিজেকে এত ছোট নয় আরেকটু বয়স্ক মনে হয় :)
একদঙ্গল তারছেঁড়া, বাউন্ডুলে, ইঁচড়েপাকা পোলাপান, যারা এখনো ১৪ বছরেই আটকে আছে, কখনো মনেই হয় না ওদের স্ত্রী আছে, সংসার ও সন্ততিও আছে।
এবার ঢাকার বাইরে ১৭ জন বন্ধু একরাত এক রিসোর্টে কাটিয়ে এমনটাই উপলব্ধি করলাম!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আমার তো মনে হয় স্কুল লাইফে আমরা আরো অনেক বেশি জ্ঞানী ও বুদ্ধিমান ছিলাম :) ম্যাচিউর ছিলাম আর কী :) ঐ বয়সে যে-সব বিষয় আলোচনা করেছি, ভাবতে বিস্ময় লাগে এখন :)
যাই হোক, আপনারা ১৭জন বন্ধুও যে এমনটাই উপলব্ধি করলেন, তাতেই প্রমাণিত - শৈশবের বন্ধুরা বদলায় না, তারা একসাথে বসলে দেখা যায় তারা সেই শৈশবেই পড়ে আছে :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

কামাল১৮ বলেছেন: আমাদের স্কুলে কোন মেয়ে ছিল না।পাশেই ছিলো মেয়েদের স্কুল।এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম।সোনাভাই,তখন বিশ্লেষণ করার ক্ষমতা বেশি ছিল,স্মৃতিশক্তি ছিল প্রখর।কিন্তু এখন অনেক কিছুই মনে থাকে না।তাই তখন সুন্দর আলোচনা করতে পারতেন।সেদিন আর আসবে না।
আপনি যে এলাকায় বেড়ে উঠেছেন সেটা ছিল একটা সমৃদ্ধ অলাকা।শিল্পে সাহিত্যে তার একটা ঐতিহ্য আছে।কলকাতা,ঢাকাকে চিনতো না কিন্তু বিক্রমপুরকে চিনতো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কামাল ভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য শুরুতেই শুভেচ্ছা নিন।

শুরুতে আমাদের স্কুলের মেয়েদের জন্য আলাদা শিফ্‌ট ছিল - সকালের শিফট। পরে ওখানে একটা নতুন স্কুল প্রতিষ্ঠা করা হলে বেশির ভাগ মেয়ে সে স্কুলে চলে যায়। কিছু মেয়ে আমাদের স্কুলেই রয়ে যায়, তবে আলাদা শিফটের বদলে তারা একসাথেই ক্লাস কর‍্যে থাকেন। দুর্ভাগ্য, ক্লাস শেষে তাহারা স্যারদের পেছনে কমন রুমে চলে যেতেন, ক্লাস শুরুর আগে আবার স্যারদের পেছনেই ক্লাসে আসতেন। তো, আমরাও কম বঞ্চিত, অবহেলিত, ছিলাম না কিন্তুক :)

যথারীতি ক্লাসে কিছু পোংটা পোলাপান ছিল, যারা সর্ববিষয়ে গভীর জ্ঞানের অধিকারী ছিল। ওরাই আমাদের বাঁচিয়ে রাখতো সাহস দিয়ে, আশা আর ভরসা দিয়ে :)

আপনি ঠিকই বলেছেন, তখন জয়পাড়া-দোহার বলে বাইরে কোনো পরিচিতি ছিল না। এখনো অনেকে আমাদের এলাকাকে বিক্রমপুর বলে ভুল করে, যদিও আমারা বিক্রমপুরের মধ্যে পড়ি না। বিক্রম পুর তো সেই আদিকাল থেকেই বিখ্যাত। ভারত বর্ষের অনেক বিখ্যাত ব্যক্তিদের তো অবশ্যই, বর্তমান বাংলারও অনেক বিখ্যাত মনিষীর জন্ম বিক্রমপুরে।

আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল কামাল ভাই।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,





আমাদের বয়স বাড়েনা। শৈশবের মনখানা নিয়ে শরীরটাই বাড়ে শুধু। কেবল একখানা কিশোর রয়ে যায় সে শরীরে। শুধু বদলে যায় চারিপাশ।
আর সে বদলে যাওয়ার ভেতর থেকে শৈশবের বন্ধুদের মুখগুলোই কেবল অবিকল ধরা পড়ে যায় চোখে!!!!!!!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, আপনি আচুউক্কা আইসা অল্প কয়েক লাইনে পুরো কবিতার সারাংশ তুলে ধরলেন, অতি মনোরম ও প্রাঞ্জল ভাষায়। ভালো লাগলো প্রিয় আহমেদ জী এস ভাই। ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার এসে ধন্যবাদ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: অবশ্যই অবশ্যই। বন্ধুদের কাছে বয়স আবার কি? যে বঢসের বন্ধু বঢসটা সেখানেই আটকে থাকে। ৭.. ১৪.. ২১... বা ৫২...... একই রকম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে বয়সের বন্ধু বয়সটা সেখানেই আটকে থাকে। কথাটা দারুণ বলেছেন আপু। আসলেই তো ব্যাপারটা তাই।

কবিতা পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: একদম খাঁটি কথাই বলেছেন প্রিয় ভাই। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে একটা জোকস আসে। এক কর্নেল কুয়োতে পড়ে গেছেন। ওনার অধস্তনেরা একে একে আসছেন, কিন্তু কুয়োতে তোলার সময় ওনাকে দেখা মাত্রই স্যালুট করাতে দড়ি লুজ হতেই উনি আবার কুয়োর ভেতরে চলে যাচ্ছিলেন।বেশ কয়েকবার এদৃশ্য পুনরাবৃত্তি ঘটতেই কর্নেল একসময় রেগে গেলেন। গর্জন করতে করতে বললেন হারামজাদারা, আমার সহপাঠীদের ডেকে দে।ও। কর্নেল একসময় রেগে গেলেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। এ জোকটা অবশ্য আমিও শুনেছি :)

যাক, কবিতা পাঠ ও কৈতুকসহ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় পতাতিক ভাই। শুভেচ্ছা রইল।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

মিরোরডডল বলেছেন:




অনেকদিন পর ধুলোর লেখা নতুন কবিতা পড়লাম।
সেটাই, স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হলে এখনো ঠিক আগের মতো কথা হয়, আড্ডা হয়।
কে বলবে মাঝখানে এতগুলো বছর কেটে গেছে!
কেমন আছে ধুলো?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। ধুলো ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.