নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব যেখানে কেউ নেই
এ এক নির্জন রঙ্গশালা, যেখানে যাচ্ছেতাই করা যায়
কড়া পাহারা, কারো চোখরাঙানি, নিয়ম-শৃঙ্খল নেই,
নেই কোনো নিষেধাজ্ঞা
যা খুশি ভাবতে পারায় কোনো পাপ নেই
বসন-ভূষণ খুলে ফেলে নাঙা শরীরে লজ্জা পাবে না তুমি
কোনো বাধা নেই - যেমন, যেভাবে সাধ তেমনই খেলতে পারো
এ হলো এক নিরালা বাগান।
তোমার হাতে আশ্চর্য এক জাদুর কাঠি-
এক ফুঁ-য়ে একটা গোলাপ, অথবা
একটা সাপ বানিয়ে ফেলতে পারো
আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব, যেখানে তুমি ছাড়া
আর কেউ নেই
স্বাধীন সার্বভৌম এ এক অদ্ভুত ভুবন - তোমার মধ্যে তুমি।
তোমার ভিড়ে তুমি আর তোমার ছায়া।
প্রকৃত ‘তোমাকে’ একমাত্র সেখানেই খুঁজে পাবে।
যখন সকল জানালা বন্ধ হয়ে গেছে
গুহার আঁধারে অবরুদ্ধ তুমি
তখন তোমার হৃদয় খুলে দেবে
এ এক অনিন্দ্য অতুল্য রূপকথার দেশ
এ এক অদ্ভুত অনন্য ভুবন – তোমার মধ্যে তুমি
বস্তুত, সবারই একটা অন্যজগত আছে- একান্ত আপন
তোমাকে প্রায়শ সেখানে ডুব দিতে হবে
খুঁড়ে পেতে অমূল্য কাঞ্চন।
দেহ-দ্রোহ, যাবতীয় ক্লেদ, ধুয়েমুছে সাফ করার
সে এক অনুপম নদী, গভীর অলখে ডাকে নিরবধি।
চলো, এই নিবিড়, নিশুতি রাতে, আমরা ডুবে যাই সুচারু গহনে।
২ সেপ্টেম্বর ২০১৫
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বাবনিকের নায়িকার নামটা ঠিক এ মুহূর্তে ভুলে গেনু আমি তাহাকেই বলিয়া দিব, সে যেন আসিয়া আপনাকে লইয়া যাহেন
কবিতা পাঠ ও 'নিরেট কবিতা' অভিধার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা নিন।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: কী অসাধারন সুন্দর শব্দ এবং বাক্যবিন্যাস! আর কবিতার বিষয়বস্তু অসাধারন! +
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মূলত গদ্য লেখক। কিন্তু আপনার ডিজিটাল ডায়েরিতে লেখা ক্ষুদ্র কবিতাগুলো দেখে আমি বিস্মিত ও মুগ্ধ হয়েছিলাম - এত সাবলীল বক্তব্যসমৃদ্ধ কবিতা, তার উপর এমন সুগ্রন্থিত কবিতা কেবল প্রতিষ্ঠিত কবিদের মগজ থেকেই বের হতে দেখি। আপনি কবিতা লেখায়ও মনোনিবেশ করতে পারেন।
আপনার ছোট্ট মন্তব্যে খুবই অনুপ্রাণিত হলাম প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা রইল।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪
গেঁয়ো ভূত বলেছেন: সাধারণ শব্দ চয়নে অসাধারণ কাব্যরসে পূর্ণ কবিতাখানি, সত্যিই অপূর্ব!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মল্লিক ভাই, আজকের সকালটা খুবই ভালো লাগছে। এত সুন্দর আর উৎসাহব্যঞ্জক কমেন্টে আমি সত্যিই আপ্লুত।
কবিতা পাঠ ও কমেন্টেত জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন নির্মল আহ্বান কোনো প্রেয়সী ফেলতে পারে না। কবিতায় ভালো লাগা রইলো। শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাইকে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজকের দিনটা বোধহয় কবিতার জন্য ব্লগের প্রথম পাতায় আজ কবিতার ছড়াছড়ি
কবিতা পাঠ ও ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক ভাই। শুভেচ্ছা নিবেন।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৯
শাওন আহমাদ বলেছেন: বাহ! সত্যিই কি যাবার বা নেবার মতো এমন জায়গা আছে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বস্তুত, সবারই একটা অন্যজগত আছে- একান্ত আপন
তোমাকে প্রায়শ সেখানে ডুব দিতে হবে
খুঁড়ে পেতে অমূল্য কাঞ্চন।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫
মিরোরডডল বলেছেন:
বস্তুত, সবারই একটা অন্যজগত আছে- একান্ত আপন
তোমাকে প্রায়শ সেখানে ডুব দিতে হবে
খুঁড়ে পেতে অমূল্য কাঞ্চন।
কল্পনার সেই আপন ভুবনটাই সবচাইতে সুন্দর আর ভালোলাগার।
ধুলো আবার কবিতায় ব্যাক করেছে দেখে ভালো লাগলো।
এই কবিতাটা খুবই সুন্দর।
প্রকৃত ‘তোমাকে’ একমাত্র সেখানেই খুঁজে পাবে।
এটাই ধ্রুব সত্যি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কল্পনার সেই আপন ভুবনটাই সবচাইতে সুন্দর আর ভালোলাগার। ঠিক বলেছেন।
ধুলো আবার কবিতায় ব্যাক করেছে দেখে ভালো লাগলো। - আমি তো আজন্ম কবিতায়ই আছি, কবিতায়ই বাঁচি
এই কবিতাটা সুন্দর বলায় ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: অত্যত্নত মনোমুগ্ধকর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪০
শেরজা তপন বলেছেন: আর কারো নিয়ে কোথাও যাবার ইচ্ছে নেই- কেউ যদি আমারে নিয়ে যাইত ...
বেশ অনেকদিন বাদে একখানা নিরেট কবিতা লিখলেন।