নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তোমাকে নিয়ে বেঁধেছি এ গান
ও ও ও ও ও
তুমি আমার পরাণের পরাণ
তোমার জন্য মন পুড়ে যায়
বুক ভেঙে খান খান
তোমার সঙ্গে ভাবের খেলা সারাটা জীবন;
তোমার কথা হয় যে স্মরণ সদাই সর্বক্ষণ
মিশে আছো মরমে আমার
তোমায় নিয়ে ভাবনা ডানায়
ঘুরি সাত আসমান
তোমার আমার মিলন হবে – বাঁচি এ আশায়
ভেবে ভেবে যাই হারিয়ে, মন হারিয়ে যায়
হয়ত তুমি ভাবছো এসব
আজব কবির খেয়ালিপনা
আজব কাজ কারবার
সুর সৃষ্টির তারিখ : ২৯ অক্টোবর ২০২২
কথা : শোয়েব মজুমদার
সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমাকে নিয়ে বেঁধেছি এ গান
অথবা, নীচের লিংকে ক্লিক করুন।
শোয়েব মজুমদারের অরিজিন্যাল লিরিক
তোমারে লইয়া আমি বাঁধিতেছি গান
তুমি আমার পরাণের পরাণ
তোমার জন্য সদা কাঁদে প্রাণ
গাইতে থাকে কত আকুল গান দিনমান
তোমার সঙ্গে ভাবের খেলা আমরণ
তোমারি কথা হয় স্মরণ সারাক্ষণ
থাক সদা আমার চিন্তার অবকাশে
দেখতে পাই তোমায় আকাশে আকাশে
তোমার আমার মিলন হবে এই আশা
ভাবতে ভাবতে হারিয়ে ফেলি ভাষা
ভাবো হয়ত তুমি সব কবির আজব খেয়ালিপনা
হবে না কখনও তোমার আপন আপনা
সত্যি সত্যি তোমায় মিস করি নিয়ত
একদিন প্রমাণ মিলবে আমার কথা সব সত্য!
লিরিকের কম্পোজিশন দেখে শুরুতে ফোক জনারে সুর করতে থাকি। কিন্তু সেই সুর মনের মতো হচ্ছিল না। চেষ্টা করি নতুন আরেকটা সুরে গাইতে। সেটাও ভালো লাগছিল না। আগে তৈরি করা একটা সুর ছিল। শেষমেষ সেই সুরেই গানটা ফাইনাল করলাম।
২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।
২| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
জগতারন বলেছেন:
শুনেছি,
আমার খুব ভালো লাগলো।
পোস্ট দিয়ে শুনতে সুজোগ দেওয়ার জন্য
আমার সুভেচ্ছা ও অভিন্দন জানাইয়া গেলাম।
২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটি শুনেছেন এবং আপনার খুব ভালো লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত হলাম জগতারন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।