নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কবিতার মেয়ে

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৫

খাঁ-খাঁ ফেটে যাচ্ছে অনিকেত শহর। আমার দু চোখে
গনগনে সূর্য আর বিরান পা জুড়ে হাজারমণী পাথর।
ভেঙে ভেঙে হাঁটছি, ঐ তো ওখানে পুরোনো কবিতাঘর
ওখানে আমার হৃদয় পুড়েছিল। ওখানে আমায়
শান্তি দেবে কাজল-পরা কবিতার মেয়ে।

সে আমায় কবিতা শুনিয়েছিল
অধীত অতীতের হেমখনি খুঁড়ে
আজও সেই পঙ্‌ক্তির ভেতর থেকে
স্রোতস্বিনীরা স্নিগ্ধ ভিজিয়ে দেবে
দগদগে, গুচ্ছ গুচ্ছ ঘা।
হয়ত আমারে সে আজও ভালোবাসে
হয়ত আমারে সে আগেও বাসতো ভালো
যেমন সে কবিতা ভালোবাসে
কত না নিটোল, কত না নিবিড় সেই ভালোবাসা

কতদিন দেখি না মেয়েকে। তৃষ্ণায় চৌচির
নিগূঢ় বাসনায় উদ্‌ভ্রান্ত হেঁটে চলি, কবিতার অন্বেষণে।

কড়া নাড়তেই আঁতকে উঠি, ধু-ধু
ঝাপসা হয়ে আসে চোখ - দরজা বন্ধ।
কে জানে, কতকাল আগে
স্ব-ভূমে ফিরে গেছে কবিতার মেয়ে
আর কোনোদিনই ফিরবে না বলে।
আকাশ ভেঙে খান খান, সূর্যরা গলে পড়ে।
আমারে এক পশলা শান্তি কোথায়, কে দেবে?

আমারে কি বাসতো ভালো কাজল-পরা কবিতার মেয়ে?

১৯ এপ্রিল ২০১৮

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এমনিতেই হৃদয়টা খা খা করছে আপনার কবিতা তা আরও বাড়িয়ে দিল !!

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৫ দিন অতিক্রান্ত হওয়ার আগেই কঠিন পাটীগণিতীয় ধাঁধার ফলাফল :) সাড়ে চুয়াত্তর ভাই তার ৩ নাম্বার কমেন্টে প্রথম সঠিক উত্তরটি দিয়েছেন। তাকে শুভেচ্ছা, স্বাগতম, বারংবার আগমন :) তার রেজাল্ট যারা কপি করেছেন কিংবা নিজেরাই সমাধান করেছেন এবং উত্তর তার উত্তরের মতো হয়েছে, তারাও সঠিক :) তাদেরকেও শুভেচ্ছা, স্বাগতম, বারংবার আগমন :) তবে, আগের মতো কোনো পুরস্কারের ব্যবস্থা এবার রাখা হয় নি, ভবিষ্যতে থাকবে।

হৃদয় খাঁ-খাঁ করা ভালো, নতুন কবিতার জন্ম হয় :)

প্রথম কমেন্ট ও ২য় লাইক-এর জন্য ধন্যবাদ :)

২| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একটু যেনো অন্যরকম হলো এই কবিতাটি, ভিন্ন ধারার!!

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

অন্য রকম তো হতেই হবে, প্রতিটা কবিতাই তো একটি থেকে আরেকটি অন্যরকম। তবে, আমার অন্য কবিতা থেকে ভিন্ন ধারার না, সেই গঁৎবাঁধা প্রেমের কবিতাই :)

কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৩| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: একে রোজায় পিপাসা বেড়ে গেছে তার উপর এই কবিতা পিপাসা বাড়িয়ে দিলো আরো।

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুল হয়ে গেছে, দিনের বেলায় না পড়ে রাতের বেলা পড়লে এত তৃষ্ণা পেত না :)

৪| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




কোনদিন দেখা হলে
"কবিতার মেয়ে"কে বলো-
কাকে সে আসলে বেসেছিলো ভালো,
কাকেই বা দিয়েছিলো সে
কবিতার আলো! ;)

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ওয়াও, দারুণ লিখেছেন আহমেদ জী এস ভাই। কেমন একটা করুণ বেদনা লুকানো আছে কবিতার টুকরোটিতে!

৫| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: প্রেম উষ্ণতা, মন ভাব
অনেক অনুপ্রেরণা কবি দা
ভাল থাকবেন-----------

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা।

৬| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আগে পড়া হয় নাই এই সুন্দর কবিতাটি।

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এবার পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

৭| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৮| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: সে কি তবে! সে কি তবে! বেসেছিলো ভালো?

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জানি না কী ছিল তার মনে! জানি না সে ভালোবেসেছিল তবে কাকে সঙ্গোপনে!

৯| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কাজল পরা কবিতার মেয়েরা সবসময়ই ভালোবাসে, শুধু কবিরা ভাবের ঠ্যালায় বুঝতে পারে না, :) কবিতার মেয়ে চলে গিয়ে ভালোই করেছে ,
চমৎকার কবিতা। আপনার কবিতার বই নেই?

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

হ্যাঁ, কবিতার মেয়ে চলে যেয়ে তাহলে ভালোই করেছে, আমারে কবি বানায়েছে :)

আমার কবিতার বই!! প্লিজ এখানে ক্লিক করুন

১০| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৫

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতো কবিতা সাধারণ হয়নি প্রিয় সোনা ভাই। আপনার জন্য একটি চিঠি ছিলো। কিন্তু ব্যস্ততার জন্যে হয়তো ব্লগে আসতে পারছেন না।

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পড়া ও চিঠির জন্য ধন্যবাদ জটিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.