নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
তুমি আসবে বলে
ফুল ফুটিল
বাগানেরও পাখিরা
গান ধরিল
তুমি আসবে
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
তুমি আসবে বলে
কত কলরব
চারিদিকে যেন আজ
সাজ সাজ রব
তুমি আসবে
তুমি আসবে বলে
হাওয়ায় হাওয়ায় আনন্দেরই
ঢেউ খেলে যায়
তুমি আসবে কি আজ
আসবে কি আজ আমার আঙিনায়
২৮ জানুয়ারি ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি আসবে কি আজ?
অথবা ক্লিক করুন নীচের লিংকে।
লিরিক্যাল ভিডিও : প্লিজ ক্লিক করুন - তুমি আসবে কি আজ?
অথবা ক্লিক করুন নীচের লিংকে।
এটি আগেও শেয়ার করা হয়েছিল ব্লগে। আগের পোস্টে - তিন রকমের ৩টা গান - তোমার বাড়ি যাব সখী - তুমি আজ আসবে কি? ঘরে আমার মন বসে না
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহামতি মোগল সম্রাট, গানডা আপনার ভাল্লাগছে জেনে আমি খুবই আহ্লাদিত বোধ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ গানডা শোনার জন্য।
২| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩১
জগতারন বলেছেন:
খুব ভাল লাগলো আমার।
কবির প্রতি অভিন্দন জানাই।
১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জগতারন ভাই। শুভেচ্ছা।
৩| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৪| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৫
শায়মা বলেছেন: তারপর কি সে এসেছিলো ভাইয়া?
১৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটার উত্তর যে কী দেয়া যায়, তা ভাবতে ভাবতেই সব ভাবনা ফুরিয়ে গেল
৫| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: হা হা নিশ্চয়ই আসেনি।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩১
মোগল সম্রাট বলেছেন:
সোনা ভাই, ভাল্লাগজে গানডা।