নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

রাজনীতি মানে সত্যাচার
রাজনীতি মানেই
নির্মূল করা অন্যায় আর অত্যাচার

দেশে দেশে যত খুন ধর্ষণ
জবরস্তি বাহুবলের
রাজনীতি আজো বেঁচে আছে, তাই
অস্তিত্ব নেই ওইসবের

রাজনীতি আছে, তাই দেশে আছে
সফল সুষ্ঠু নির্বাচন
পিঁপড়ের মতো ভোটের কেদ্রে
উপচে পড়েন ভোটারগণ

রাজনীতি মানে এইখানে কেউ
মিথ্যা বলেন না বিলকুল
রাজনীতি মানে উৎরে যাওয়া
ভবিষ্যতের তিন কূল।

রাজনীতি আছে তাই ভোগ করি
মসি ও মুখের স্বাধীনতা
রাজনীতি আজো বেঁচে আছে, তাই
আজো বেঁচে আছে মানবতা

২১ নভেম্বর ২০২০

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন বড়ুয়া। শুভেচ্ছা রইল।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: এ এক উলোটপুরাণ

প্রিয় সোনাবীজ ভাই আপনার কবিতা পড়ে কবিগুরুর এই কবিতাটি মনে পড়ে গেল -

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির

পাঁচ বোন থাকে কাল্‌নায়,

শাড়িগুলো তারা উনুনে বিছায়,

হাঁড়িগুলো রাখে আল্‌নায়।

কোনো দোষ পাছে ধরে নিন্দুকে

নিজে থাকে তারা লোহাসিন্দুকে,

টাকাকড়িগুলো হাওয়া খাবে ব'লে

রেখে দেয় খোলা জাল্‌নায়--

নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে,

চুন দেয় তারা ডাল্‌নায়।


নির্বাচন নির্ঘণ্ট শুরু হয়েছে। কাজেই স্পিকটি নট।


০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় পদাতিক ভাই। ধন্যবাদ এবং ধন্যবাদ।


---


এ আমাদের সত্যকালের
রূপকাহিনির দেশ
সেই দেশে নেই ক্ষুধা-মঙ্গা
খায় সবে সন্দেশ

সত্য দেশের সত্য রাজা
সত্য জনগণ
সেই দেশে নেই দুর্নীতি, নেই
গুম-খুন-ধর্ষণ।

সেই দেশে নেই তৈলবাজি
নেইকো চাপাবাজ
ধন্য দেশের ধন্য প্রজা
ধন্য মহারাজ

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

মিরোরডডল বলেছেন:




এই কবিতার রাজনীতি ভালো লেগেছে কিন্তু বাংলাদেশের বাস্তবের রাজনীতি অন্য কথা বলে।


০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতার সাথে সমসাময়িক ঘটনা প্রবাহের ফ্লেভারও আছে, যা বেশ উপভোগ্য
কবিতা খুব সুন্দর ও অসাধারণ হয়েছে । কবিতাটি প্রিয়তে তুলে রাখলাম ।

কোন কবিতা বা লেখা পাঠের সময় আমার মনোমথ্যে সমজাতীয় কোন
কবিতা বা লেখা ভেসে উঠে আমার অগোচরেই । আমার স্মৃতির খাতা
হাতরিয়ে পাই রাজনীতি নিয়ে লেখা এ ব্লগের অন্যতম জেষ্ঠ ব্লগার
কবি ও সুলেখক শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই এর প্রায় এক দশক
আগের লেখা পুরানো একটি কবিতা ।

ভাল লাগা সে্‌ই উপজীব্য কবিতাটির প্রাসঙ্গিকতা বিবেচনায়
তাঁর সন্মতি ব্যতিরেকেই গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধার
সহিত সুত্র সহ তুলে দিয়ে গেলাম এই মন্তব্যের ঘরে ।

রাজনীতি
- আহমেদ জী এস

সুত্র Click This Link

প্রজ্ঞাময় এক বৃক্ষের কাছে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘নিজনীতি’র পার্থক্য কি ?
উত্তরে অশীতিপর বৃদ্ধের মতো নির্বাক চেয়ে থাকে
বৃক্ষ সেই । গায়ে তার বলিরেখা, পাখিদের বিষ্ঠায়
বয়সের গাছ-পাথর বোঝা যায় না, কেবল বাতাস
শীষ তোলে, রোদের ফাজিল মুখ ফিকফিক করে হাসে
পাতায় পাতায় ।

পাকা চুলের মতো একটি দু’টি পাতা নিরবে খসে পড়ে
পায়ের কাছে শব্দহীন ।
গতর বেচা নগরবিলাসিনী এক নারীকে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘ধান্দাবাজী’র পার্থক্য কি ?
সবে প্রথম স্রাবের মুখ দেখেছে এমোন কিশোরীর মতো
ফ্যাকাসে হয় নারী সেই । একদা উদ্দ্যত বুকের কাঁচুলি ঠিক করে,
পায়ের বুড়ো আঙুলে খুটে তোলে মাটি,
সখিরা ঢলে পড়ে গায়ে, হাসাহাসি করে, নাগর আমার !
ধান্দাবাজীর আর জায়গা পাননা, না ?

সফেদ চুলের বিদগ্ধ একজনের কাছে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘আখের গোছানো নীতি’র তফাৎ কি ?
কালো ফ্রেমে উতল কাঁচের ওপারে তার চোখ
অতিকায় হয়ে ভাসে, পুরুলেন্সের চশমা খুলে
মুছতে থাকেন বারবার, অস্থির হয়েছেন তিনি বোঝা যায়,
পড়াশুনো অনেক, সীমাহীন জ্ঞানের পরিধি
বইয়ের আলমারী ছাড়িয়ে হেটে গেছে অনেক দুর ।
আমার উত্তরও তার সাথে হেটে যায় দরজা পেরিয়ে
উল্টে দিয়ে যায় পোর্সেলিনের ফুলদানী –
যাহ্, গেলোতো ভেঙে …! অস্ফুটে বলেন তিনি ।

আকাশের যতো তারা আছে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘শোষননীতির’ তফাৎ কি ?
ওরা শুধু মিটিমিটি জ্বলে তীব্র দহনে অন্ধকারে,
বুকের ভেতরে নিয়ে অযুত বিষ্ফোরন অপেক্ষায় থাকে
জ্বলে জ্বলে নিঃশেষে হবে এক কৃষ্ণগহ্বর কবে,
আলো যেখানে থাকেনা আলো হয়ে, কর্পূরের মতো উবে যায়
নিমেষে, সূঁচের ছিদ্র দিয়ে উট গলে যাওয়ার মতোন
ব্রম্মান্ডও শোষিত হবে তখোন নাকি আর এক পৃথিবীতে ।
আসলে নিয়তিই তার শোষিত হওয়ার, তাই
তারারা ব্যস্ত হয়ে ওঠে নিঃস্ব হয়ে যেতে ।

কাগজ কুড়োনো এক টোকাইকে প্রশ্ন রাখি,
‘রাজনীতি’ আর ‘নিজনীতি’
‘রাজনীতি’ আর ‘ধান্দাবাজী’
‘রাজনীতি’ আর ‘আখের গোছানো নীতি’
‘রাজনীতি’ আর ‘শোষননীতি’র
পার্থক্য কি জানিস ?
ফোকলা দাঁতের ফাঁকে ফাঁকে তার মুখ
প্রজ্ঞাময় হয়ে ওঠে, আমন্ত্রন চোখে
এক পথবিলাসী সাজে, মাথার রুক্ষু চুলে
লাগে যেন বিদগ্ধ সফেদ এর ছোঁয়া,
তীব্র দহনে পোড়া সপ্রতিভ মুখে
যেন ছড়িয়ে যায় হাসি –
‘এডাও জানেন না আফনে-
পারথোক্কো হুদা বানানে !’


ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই, আহমেদ জী এস ভাইয়ের অসাধারণ কবিতাটি আমার এ তুচ্ছ কবিতার পোস্টে জুড়ে দিয়ে এ পোস্টকে ঋদ্ধ করলেন। আহমেদ জী এস ভাইয়ের কবিতাটি আমি আগেই পড়েছি। আমার এ 'রাজনীতি' আগেও ব্লগে শেয়ার করেছিলাম, আহমেদ জী এস ভাই সেই পোস্টেই তার সেই অসাধারণ কবিতাটির লিংক উল্লেখ করেছিলেন। ঐ কবিতাটি সম্পর্কে আমার মন্তব্য ছিল এটি :

অসাধারণ! রাজনীতি তার বিবর্তিত পাশবিক রূপেই বিবৃত হয়েছে কবিতায়। অসাধারণ প্রকাশ। রাজনীতির সাথে পার্থক্যটুকু তো সবাই বোঝেন। সবাই বোঝেন, কিন্তু প্রকাশে অনিচ্ছুক, তাই নীরব থেকেছেন। চতুর অথচ বোকা টোকাই সেটা খোলসা করে দিয়েছে, এই আর কী।

অভিভূত, মুগ্ধ হলাম প্রকাশভঙ্গিতে।

শুভেচ্ছা আহমেদ জী এস ভাই।



---

আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলী ভাই। শুভেচ্ছা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই সৌন্দর্য!

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




রাজনীতি নিয়ে আপনার এই কবিতাটি পড়ে আমার নিজের একটি কবিতার কথা মনে হলে সেটা খুঁজতে বসে গেলুম কবে লিখেছি। ভাবলুম, আপনার
এই কবিতার প্রতিউত্তরে পাশাপাশি সেটাও ব্লগে রিপোস্ট করি ।
আমার কবিতাটি বের করে আপনার পোস্টে ফিরে আসতেই দেখি, "গ্রেট ম্যানস থিঙ্ক এলাইক" :P এর মতো শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী
আমার আগেই আমার মনের ইচ্ছেটাকেই হবহু তুলে দিয়েছেন এখানে মন্তব্যের ঘরে!

@ ডঃ এম এ আলী
অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি এখানে তুলে দেয়াতে । আমার মনের কথাটিই (উপরের প্যারা দু'টো দেখে নেবেন) আপনি ঠিকঠাক কি ভাবে পড়তে পেরেছেন ? টেলিপ্যাথী ? নাকি দৈব চয়ন ? নাকি দিব্য দর্শন ?
আশ্চর্য্য হয়েছি আপনার স্মৃতির ভান্ডার থেকে এক দশক আগের ফেলনা একটি স্মৃতিও যে হারিয়ে যায়নি তা দেখে।
আপনার এই মন্তব্যটি ব্লগ জীবনে আমার সেরা একটি পাওনা হয়ে রইলো।
শুভেচ্ছান্তে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ভাবলুম, আপনার এই কবিতার প্রতিউত্তরে পাশাপাশি সেটাও ব্লগে রিপোস্ট করি ।


:) :)

আপনি 'রাজনীতি' লিখেছিলেন ২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখেতার থেকে প্রায় ৬ বছর পর লিখেছি আমার 'রাজনীতি'। শিরোনাম এক হলেও বর্ণনায় আপনার কবিতার মান অনেক উপরে। বাস্তবতার নিরিখে রাজনীতিকে চিহ্নিত, বলা যায়, নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন আপনার কবিতায়। সচেতন পাঠক মাত্রই আপনার কবিতার সাথে একাত্ম হবেন এবং একমত পোষণ করবেন।

আমার এ নগণ্য কবিতাটি যেহেতু কোনো পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত নয়, এর অর্থ একই প্লাটফর্মে আনারও কোনো প্রয়োজন নেই। পাঠক এ কবিতা পড়ে যা বুঝবেন, এ কবিতার অর্থ সেটাই।

আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা সতত।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

আরোগ্য বলেছেন: সাটায়ার! ভালো লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আরোগ্য, শুভেচ্ছা নিন। কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



@ আহমেদ জী এস
ধন্যবাদ , আশ্বস্ত হলাম ।
সম্মতি না নিয়েই আপনার কবিতাটি
এখনে হুবহু তুলে দিয়েছি বলে ।
মনে হয়েছিল এটা এখানে খুবই
প্রসঙ্গিক হবে । তাই কোন ইতস্ততা
করি নাই।

শুভেচ্ছা রইল

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা আবারও, আলী ভাই।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪২

কামাল১৮ বলেছেন: রাজনীতি মানে নিজের অধিকার নিয়ে কথা কলা।রাজনীতি মানে বেচে থাকার অধিকার।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

রাজনীতি মানে নিজের অধিকার নিয়ে কথা কলা।রাজনীতি মানে বেচে থাকার অধিকার।


খুব সুন্দর এবং বাস্তবসম্মত কথা বলেছেন প্রিয় কামাল ভাই।


১০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

সোহানী বলেছেন: রাজনীতি অনেক আগেই মরে ভুত। এখন যা আছে এর নাম লোভ!!!

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

:)

মন্দ বলেন নাই আপু :)

১১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতি আজো বেঁচে আছে,
তাই আজো বেঁচে আছে মানবতা

.................................................
রাজনীতি আজ
বাস, ট্রেনের আগুনে খেলা করে
পিপিলিকার মতো খেয়ে নেয় জনগন
আজিকার ভোটের কথন!!!

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




দিকে দিকে শুধু আগুনের খেলা
মৃত্যুর আহাজারি
সব দেখে শুনে বোবা হয়ে গেছি
নিশ্বাস হয় ভারী

১২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতি এখন মধ্য যুগের রাজাদের নীতি হয়ে গেছে। জনগণ হয়ে গেছে উচ্ছিষ্ট।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজনীতি শব্দের ব্যাসবাক্য হলো রাজার নীতি (ষষ্ঠী তৎপুরুষ)। রাজার নীতি হলো প্রজাদের কল্যাণের জন্য নীতি, অন্য অর্থে প্রজাদের নিয়ন্ত্রণের নীতি। এ থেকেই অনুমান করা যায়, সেই নীতির স্বরূপ কী হতে পারে।

'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়'। এ প্রবাদ থেকেই বোঝা যায়, রাজনীতি থেকে প্রজারা কী কী উপকার পাবার অধিকার রাখে।

কমেন্টের জন্য ধন্যবাদ, প্রিয় সাধু।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

শেরজা তপন বলেছেন: এইটা কোন দেশের কোন রাজনীতির কথা বলেছেন? আপনি সপ্নের ঘোরে নিশ্চিত এই কবিতা রচনা করেছেন

০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


:)


এমন প্রশ্ন করেছেন, যা থেকে সহজেই বোঝা যায় আপনি সেই দেশের নাম জানেন, যে-দেশের রাজনীতির কথা বলা হয়েছে :)


আমাদের রাজনীতিকগণ জনগণের কথা বলেন, দেশ ও জনগণের উন্নয়ন ও কল্যাণের কথা বলেন। সভা-সমাবেশে আমাদের রাজনীতিকগণ কখনোই বিরোধী দলের ১৪ গুষ্টি উদ্ধার করেন না, কাউকে গুম বা হত্যা করেন না। তারা সদা সত্য কথা বলেন, কস্মিনকালেও মিথ্যা বলেন না। ২-৩% ভোট কাস্টিং হলে সংবাদ সম্মেলনে সেটাকে ৪০% বলেন না। তারা মহান। তারা আমাদের গর্ব।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: কবিতায় যা বলেছেন, যদি আমাদের বাংলাদেশ বিবেচনা করি তো সম্পূর্ণ বিপরীত।
যদি সত্যিই এই কবিতার মতো আমাদের দেশ হতো তাহলে কত ভালই না হতো।

সুন্দর কবিতা।

কয়েকজনের মন্তব্য আর আপনার প্রতিমন্তব্যে পোস্টি খুব পরিপূর্ণ হয়ে উঠেছে।

শুভকামনা রইল।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিজন রয়, শুভেচ্ছা নিন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

দেশটা যেন স্বপ্নপুরী। এমন স্বপ্নের দেশে সুখ ও শান্তির কোনো অন্ত নেই। এমন একটা দেশের নাগরিক হতে কে না চায়?

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: Sonabeej ইউটিউব চ্যানেলটা কি আপনার?

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, Sonabeej ইউটিউব চ্যানেলটা আমার। প্রশ্নের জন্য ধন্যবাদ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

বাকপ্রবাস বলেছেন: কবিতা যেন পুরো বাংলাদেশ, ভোট উৎসব চলছে দেশে, সবই সতস্ফুর্তভাবে ভোট দিচ্ছে, রাজনীতি আছে বলে দেশে কোন গুম খুণ ধর্ষণ হচ্ছেনা, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবেই, রাজনীতি আছে বলেই সেগুলো কম হয়। জয়বাংলা।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে অজস্র মুগ্ধতা। ধন্যবাদ প্রিয় ছড়াকার এ চমৎকার কমেন্টের জন্য। শুভেচ্ছা।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.