নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বিপুল জনসমুদ্রের মাঝখানে এক আততায়ী বাঘ

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

বিপুল জনসমুদ্রের মাঝখানে বিরাটকায় এক বাঘ
কীভাবে, কখন ঢুকে পড়েছে, কেউ জানে না
ভয়ে কাতর মানুষের কণ্ঠে ভাষা নেই, আতঙ্কে অস্থির
এরই মধ্যে সাবাড় করেছে ক'জনের কলজে,
হিংস্র থাবায় প্রাণও গেছে অনেকগুলোর, অথচ
লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এতটা সাহসী
একটা মানুষও নেই এ তল্লাটে

দোর্দণ্ড প্রতাপে গোঁফ নাচাচ্ছে বাঘ, কী তার তেজ
একেকটা চাহনি, একেকটা অঙ্গভঙ্গিতে ছিটকে পড়ছে
থরে থরে ত্রাস

কিন্তু কীভাবে এলো এ চক্রাপাক্রা বাঘ, সুদূর সুন্দরবন থেকে!
কেউ জানে না!

মাঠের মাঝখানে শুয়ে পড়েছে সে; বলা ভালো, সে বসে আছে
লেজ দোলাচ্ছে। ঘাড় দোলাচ্ছে। চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকা
উৎসাহী দর্শককূল দু চোখ বড়ো করে যেন দেখছে সার্কাস।
মাঝে মাঝে হুংকার ছাড়ে সন্ত্রাসী বাঘ, অমনি চমকে দৌড়ে
পেছনে গিয়ে আবার স্থির দাঁড়িয়ে পড়ে বড্ড কাপুরুষের দল।
লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঘায়েল করবে, এতটা সাহসী
একটা মানুষও নেই এ তল্লাটে।

কয়েক দফায় ঘাড় মটকে আরো ক'জনকে খেয়ে নিল
মানুষখেকো বাঘ। কেউ তাকে তাড়াচ্ছে না।
তাড়াবার নামও নেই কারো মুখে।

অবশেষে কিছু বুদ্ধিমান লোক বাঘের সাথে আলাপ-সালাপ করে
একটা চুক্তি করে নিল। এভাবে যখন-তখন যাকে-তাকে ধরে
খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ৩-বেলা পালা করে
নিজেরাই একজন করে বাঘের মুখে নিজেদের সঁপে দেব।
ব্যস, মানুষের শান্তি - সারাক্ষণ আতঙ্কে থাকতে হলো না
বাঘেরও শান্তি, দাবড়িয়ে শিকার ধরার কষ্ট রইল না তার।

২৭ জানুয়ারি ২০২৪

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

বাকপ্রবাস বলেছেন: কিছু বুদ্ধিমান নিজেদের সপে দেয়ার সাহস কোথা থেকে পেল? কিংবা উৎসাহ কোথা থেকে এল? সেই কিছু সংখ্যা শূণ্য হলে কী উপায়? আতঙ্কমুক্ত থাকার স্থায়িত্ব সংক্ষিপ্ত। শেষ সমাধান পাওয়া গেলনা

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মূলভাবটা ধরতে পেরেছেন, এজন্য অভিনন্দন।

অনেক প্রশ্নেরই উত্তর নেই, আবার সেগুলোর উত্তর কারোই অজানা নয়। তার চেয়ে চলুন, আজকের সন্ধ্যাটা হোক একটু আনন্দময় :)

কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় ছড়াকার।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

নয়ন বড়ুয়া বলেছেন: আলিফ লায়লার একটি এপিসোডের কথা মনে পড়ে গেলো। চমৎকার লিখেছেন দাদা।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন এপিসোডটা, বলতে পারেন? ওহ, কতই না জনপ্রিয় ছিল সিরিয়ালটা। কোনো এপিসোডই বাদ দিয়েছি বলে মনে পড়ে না। অথচ এখন ইউটিউবে ইচ্ছে করলেই দেখা যায়, কিন্তু ইচ্ছে হয় না।

লাইক ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় নয়ন বড়ুয়া।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই সৌন্দর্য!

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হুমায়ূন আহমেদের সবচাইতে সেরা এবং বিখ্যাত ডায়ালগটা ছিল - তুই রাজাকারবহুব্রীহি নাটকে এক ময়নাপাখির বুলি ছিল এটা :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

শেরজা তপন বলেছেন: হুম অনেক ভাবনার খোরাক যোগায় ...

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভ সকাল।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




এতোদিনে শুয়ে বসে নিশ্চিন্তে থাকা সেই বাঘের অনেক ছানাপোনা জন্মেছে। তারাও দোর্দন্ড প্রতাপে গোঁফ নেড়েচেড়ে হালুম- হুলুম করছে।
কাপুরুষ ভাষাহীন মানুষের দলকে এখন দিনে ৩ জন করে নয় , অনেক অনেক মানুষকে প্রতিদিন বাঘ ও বাঘের ছানাপোনার থাবার নীচে নিজেদের সঁপে দিতে হচ্ছে। ;)

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এতোদিনে শুয়ে বসে নিশ্চিন্তে থাকা সেই বাঘের অনেক ছানাপোনা জন্মেছে। তারাও দোর্দন্ড প্রতাপে গোঁফ নেড়েচেড়ে হালুম- হুলুম করছে।
কাপুরুষ ভাষাহীন মানুষের দলকে এখন দিনে ৩ জন করে নয় , অনেক অনেক মানুষকে প্রতিদিন বাঘ ও বাঘের ছানাপোনার থাবার নীচে নিজেদের সঁপে দিতে হচ্ছে।
;)

এ তো খুবই ভয়ের কথা!!!!!

সাত সকালেই সুন্দর একটা কমেন্ট পেলাম। অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার লেখায় বানান ভুল চোখে পড়ে না। এই বিষয়টা আমার ভালো লাগে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২

মিরোরডডল বলেছেন:




এতটা সাহসী
একটা মানুষও নেই এ তল্লাটে।


কেনো আমাদের কুটি মিয়া কোথায়?
কুটিকালেই তার যে সাহস ছিলো, বড়বেলায় সে আরও সাহসী হওয়ার কথা।

কুটি মিয়া থাকতে আর অন্য কাউকে দরকার হয়!!!


২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুটিমিয়া একটা বাচ্চা ছেলে। বড়োদের ভিড়ে তার কোনো জায়গা নাই।

ধন্যবাদ কমেন্টের জন্য।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

মোগল সম্রাট বলেছেন:



বাঘ কারো সাথে আপোষ করেনা। খিদে পেলে হাতের কাছে হরিন, শুয়োর, বানর খপাৎ করে ধরে খেয়ে ফেলে। বোঝাপড়া বা আপোষ হয় এপাড়ার কুকুরের সাথে ওপাড়ার কুকুরের। :| আর মানুষেরা কুকুরের কামড়ে জলাতংক হবার ভয়ে পাগলা কুকুর এড়িয়ে চলে। 8-| দিনদিন লেজ নাড়া কুকুরে ভরে গেছে রাস্তা-ঘাট, হাট-মাঠ। X((

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, ভালো বলেছেন। ধন্যবাদ কমেন্টের জন্য।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২

এম ডি মুসা বলেছেন: কোন এক ঘটনা কে তুলে ধরতে চেয়েছেন এতটুকু বুঝতে পারছি

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। ধন্যবাদ কমেন্টের জন্য মুসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.