নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বাঙালি নারীর কাছে

০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪৬

পরনে আজানুলম্বিত চিকন সুতোর শাড়ি, সবুজ জমিনের পরতে পরতে কবিতারা জড়িয়ে আছে বিশুদ্ধ মাদকতা নিয়ে, গোধূলির আলোয় হেঁটে যায় নিজ্‌ঝুম শস্যক্ষেতের ঘাসপাঁপড়ির আল ধরে, অতিধীর সুরের লয়ে, সুনিপুণ ছন্দে। সে আমার বাঙালি নারী।



তার চুলের অন্ধকারে সাদা ফুল গন্ধ ছড়ায়; যতদূর হেঁটে যায়, স্নিগ্ধ ডুবন্ত আলোয় পেছনে তার ছায়ারা ক্রমশ দীর্ঘ হতে হতে আবছা আঁধারে মিলিয়ে যায়, তবু তার গন্ধরা অম্লান, সতত ভাসমান - সে নারীর গন্ধ আসে অমরাবতীর থেকে, ঘোরময়, অনির্বচনীয়। সে আমার পাঁজরছেঁড়া বাঙালি নারী।



কবিতার মতো স্বপ্নিল ও সুরভিমাখা রমণীর কাছে সমর্পিত আমি – অমল গর্ব ও সুখে। তার হৃদয়-নির্গত হিরণপ্রভায় ডুবে থাকে মম প্রেমবুভুক্ষু মন, পুরোটা জীবন।

ছবি : এ আই জেনারেটেড (সোনাবীজ)

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: ছবি আর পোষ্ট উভয়েই নান্দনিক !

০২ রা জুন, ২০২৪ রাত ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

২| ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৫৯

শায়মা বলেছেন: আহা কি সুন্দর ভাইয়া....... :)

০২ রা জুন, ২০২৪ রাত ১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ধন্যবাদ আপু।

৩| ০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৩৪

সোহানী বলেছেন: ইয়ে মানে সবুজ শাড়িটা খুঁজতে হবে :P

০২ রা জুন, ২০২৪ সকাল ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোটা দেশ জুড়েই তো সবুজ শাড়ির ছড়াছড়ি :)

৪| ০২ রা জুন, ২০২৪ সকাল ১১:০৭

ঢাবিয়ান বলেছেন: বড়ই সৌন্দর্য্য । দুই চোখ জুড়ায়ে গেল

০২ রা জুন, ২০২৪ সকাল ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

৫| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: এই প্রথম দেশের কোন বিষয়ে এএই এর তৌরি ছবি ভালো লাগছে। খুবই চমতকার।

০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোন সফটওয়্যার ইউজ করছেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কোনো কোনো সফটওয়্যারের আউটপুট দেখলে কেঁদে দিতে পারেন :) পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বর্ণনা বা ইনপুট। মাইক্রোসফট থেকে এটা করা (ফ্রি)। আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে।

আপনার যেহেতু ফটোগ্রাফির শখ আছে, ট্রাই করে দেখতে পারেন।

কমেন্টের জন্য ধন্যবাদ নতুন ভাই।

৬| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৪২

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহোল ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি মূল বিষয়টার উল্লেখ করেছেন। আমি নরমালি টেক্সটের সাথে কোনো ছবি দেই না টেক্সটের উপর সবার নজর সরে যায় বলে। এ পোস্টেও তাই ঘটেছে :(

শুভেচ্ছা রইল।

৭| ০২ রা জুন, ২০২৪ বিকাল ৫:৪০

মেঠোপথ২৩ বলেছেন: কৃৃত্রিম সৌন্দর্য

০২ রা জুন, ২০২৪ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ০২ রা জুন, ২০২৪ রাত ৯:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এতো কবিতাই!!

০২ রা জুন, ২০২৪ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জলদস্যু ভাই, আমি চমৎকৃত হয়েছি আপনার কমেন্টে। আপনার ভেতরে যে একটা শক্তিশালী কবিসত্তা আছে, আপনার কমেন্টটি তার সাক্ষী। এটি যে একটি কবিতা, আপনি সেটা সহজেই বুঝতে পেরেছেন। আপনার দুই শব্দের মন্তব্যটা অর্থদ্যোতনাও সৃষ্টি করেছে। যে ছবিটি দেখা যাচ্ছে, স্বয়ং ছবিটাও একটা কবিতা হয়ে উঠেছে (আপনি এটা মিন করেছেন তা বলছি না, কিন্তু সে অর্থটাও দাঁড়িয়ে গেছে)। অনেক অনেক ভালো লাগা আপনার ক্ষুদ্র কমেন্টে।

৯| ০৩ রা জুন, ২০২৪ রাত ১:১২

ভুয়া মফিজ বলেছেন: স্বপ্নময় অতীত মনে পড়ে যাচ্ছে!!!!! :(

০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা, কত না মধুর ছিল আপনার সেই দিনগুলো। বড়োই জানতে ইচ্ছে করছে। আশা করি শেয়ার করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.