নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান?
আমার বুকে ছুরি মাইরা তুই মজা লইতেছিস ক্যান?
ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান?
এখন আমার কষ্ট দেইখা মজা লইতেছিস ক্যান?
প্রেম কইরাছে করিম জহির আবুল নুরু কাকায়
বিয়া কইরা বউয়ের হাতে তিন বেলা ভাত খায়
গলা জড়াইয়া পোলা মাইয়ায় আব্বু কইয়া ডাকে
এসব দেখে বুক ফাইটা যায়
বাঁচে না যে প্রাণ
আমি তো ছিলাম ভবঘুরে ছন্নছাড়া মাতাল
স্বাধীন একটা রাজ্য ছিল, সাঙ্গপাঙ্গ একপাল
তুই এসে সেই রাজ্যটারে কইরা দিলি তছনছ
আমি কান্দি, তুই দূরে বইসা
দাঁত কেলাচ্ছিস ক্যান?
০১ সেপ্টেম্বর ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আশাকরি 'মাইয়া' তার ভুল বুঝতে পেরে, ফিরে এসে ক্ষতিপূরণস্বরূপ তার উদ্দাম প্রেম (বিলিয়ে) দেবে।
আপনার মহামূল্য শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৪
আজব লিংকন বলেছেন: আমি কান্দি, তুই দূরে বইসা
দাঁত কেলাচ্ছিস ক্যান?
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমার কান্দন দেখে তার মনে এত আনন্দ কেন?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৪
আজব লিংকন বলেছেন: আমি কান্দি, তুই দূরে বইসা
দাঁত কেলাচ্ছিস ক্যান?
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে মজা লইতে খুব ভালোবাসে
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৭
কামাল১৮ বলেছেন: প্রেম আবার দেয় কেমনে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেম যেভাবে করা হয়, সেভাবেই দেয়া যায়
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৮
কামাল১৮ বলেছেন: আপনি কি দেহ দেয়ার কথা বলছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেহ দান ছাড়াও প্রেম হয়, মন দিয়ে মন ফিরিয়েও নেয়া যায় মানুষ প্রেমে পড়ে, আবার প্রেমে ছ্যাঁকাও খায়
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: এই টা ভীষণ অন্যায়
মন টা যখন প্লাবিত ভালোবাসা বণ্যায়
প্রেম শেখালে দিতে হবে ফেরানো যাবে না
প্রেমের অধিকার যে ব্যর্থ হতে পারে না
ভালোবাসা হীন পৃথিবীটা অর্থ হীন
বাজাও প্রণয় বীণ দ্ব্যর্থহীন চিত্তে
ভালোবাসার লেনদেনে পৃথিবীটা পূর্ণতা পাবে।
শুভ সকাল কবি।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালোবাসা হীন পৃথিবীটা অর্থ হীন। শতভাগ খাঁটি কথা বলেছেন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৭
বাকপ্রবাস বলেছেন: মাইয়া তুই ভুল বুঝিস না প্রেম দিয়া ছাইড়া গেলে দুইন্না দেখিনা
যেদিকে তাকাই তোরে দেখি অন্য কিছুন না, মাইয়া পরান ভাঙ্গিসনা
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ছাইড়া যাওনের জন্য ভুল বোঝাবুঝির দরকার নাই, মাইয়ার খায়েশটাই যথেষ্ট
সুন্দর লিখেছেন। কমেন্টের জন্য ধন্যবাদ ছড়াকার কবি।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩০
কিরকুট বলেছেন: মচৎকার !
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ন্যধবাদ জনাব কিরকুট।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪
অস্বাধীন মানুষ বলেছেন: অসাধারণ চমৎকার
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অস্বাধীন মানুষ।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
শাওন আহমাদ বলেছেন: অন্য টপিকে আপনাকে দেখতে চাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো বিচিত্র টপিকেই লিখি। বিজ্ঞান আর ধর্ম ছাড়া বোধ হয় সব টপিকেই লিখেছি - উপন্যাস থেকে ছড়া
কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ শাওন আহমাদ ভাই।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
শাওন আহমাদ বলেছেন: কেনো যেনো আপনার গানের পোস্টগুলোই আমার চোখে এসে ভীড় জমায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গত বছর তিনেক ধরে গানের পোস্টই বেশি।
ব্লগে গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, বিবিধ প্রবন্ধের সংখ্যা বের করা হলে প্রতিটাতেই, বিশেষ করে গল্প, কবিতা, ছড়ায় আমার অবস্থান শীর্ষ ৫-এর মধ্যে থাকার সম্ভাবনা। যখন যেটাতে মন ধরে, সেটাতেই সময় বেশি দেয়া হয়, যেমন এখন সময় দিচ্ছি গানে।
আবার ফিরে আসায় অসংখ্য ধন্যবাদ শাওন আহমাদ ভাই।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
আমি সাজিদ বলেছেন: পাপা লাবিব আর বেবি লাবিবের কম্বো দারুণ।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধন্যবাদ সাজিদ ভাই।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: মাইয়ার মাইনকা চিপায় পইড়া সব ভবঘুরেরই ভবলীলা সাংগ (সংসারী) হয়ে যায়। তার পর শুরু সং সাজার এবং সবশেষে ছেকা খাইয়া বেকা ঐয়া ভং ধরা ( খাড়া-বড়ি-থোর~< থোর-বড়ি-খাড়া)
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা।
মজার কমেন্ট
জীবনডাই এরম পেমে বরা
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫২
জনারণ্যে একজন বলেছেন: মিলিয়ন ডলার কোয়েশ্চেন রে ভাই!
আশাকরি 'মাইয়া' তার ভুল বুঝতে পেরে, ফিরে এসে ক্ষতিপূরণস্বরূপ তার উদ্দাম প্রেম (বিলিয়ে) দেবে।
শুভকামনা রইলো।