নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমাকে তুমি বেইমান বলেছো
সবই যে আমার তুমিই কেড়ে নিয়েছো
ওও বলো না, তাহলে তোমাকে কী বলিব?
বলো না, তোমাকে কী বলিব?
বলো না, ওও, বলো না, তোমাকে কী বলিব?
আমাকে তুমি কথার বানে মেরেছো
আমাকে তুমি চোখের বানে মেরেছো
তুমি তো আমার কাঁচা মনকে নিয়ে
ছলনার খেলা খেলেছো
তা না হলে কোন অপরাধে
তোমাকেই প্রেম সাধিব!
জীবনে আমি বেশি কিছু চাই নি
চেয়েছি শুধু মনটা তোমার বুঝিতে
মন নিয়ে খেলা শেষ করে তুমি
মনটা আমার ছুঁড়ে ফেলিলে
কীভাবে বলো সারাটা জীবন
এ বেদনা আমি বহিব!
১৮ আগস্ট ২০২২ (মুখ)/১৪ আগস্ট ২০২৪
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া
(এ আই দ্বারা মূল কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তরিত করা হয়েছে)
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমাকে তুমি বেইমান বলেছো
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমাকে তুমি বেইমান বলেছো
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
এ গানের উপর পুরোনো পোস্ট : আমাকে তুমি বেইমান বলেছো - অনেকদিন পর আমার একটা গান নিয়ে এলাম, তবে পুরোনো গান
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় অস্বাধীন মানুষ, আমি খুবই খুশি হয়েছি গানটা শোনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫২
আমি সাজিদ বলেছেন: রোবো সহেলিয়ায় তো অবাক হয়ে গেলাম!
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হ্যাঁ, সহেলিয়া আপু অনেক ভালো গেয়েছেন
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৭
অস্বাধীন মানুষ বলেছেন: শুনলাম খুব ভালো গেয়েছেন।