নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এর আগে এআই-এর সুর, মিউজিক ও ভোকালে আমি মাত্র একটা গান তৈরি করেছিলাম, যেটি ছিল কিচ্ছু কেন বলছো না।
অনেকগুলো ট্রায়ালের পর এখানে শেয়ার করা ভার্সনটি আমি সিলেক্ট করি। আমার ছোটো ছেলে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ জনাব বেবি লাবিব গানটি শুনে তো ভীষণ মুগ্ধ (এটি আমার পুরোনো একটি গান ছিল, যা সুর করে আমি নিজে গেয়েছিলাম)।
তবে, এআই দিয়ে আমি আরো কয়েকটা এক্সপেরিমেন্ট করেছিলাম। যেমন, আমার ক্লোন করা ভয়েস সেলিন ডিওনের ভয়েসে বসিয়ে তৈরি করেছিলাম My heart will go on। তেমনি, রুনা লায়লার ভয়েস রিপ্লেস করে তৈরি করেছিলাম আমার মনপাখিটা যায় রে উড়ে যায়। আবার, আশা ভোঁসলে ও মোহাম্মদ রাফি'র বিখ্যাত চুরালিয়া হায় তুমনে জো দিল কো গানটিতেও এই এক্সপেরিমেন্ট করেছিলাম। এগুলো অবশ্য ব্লগে শেয়ার করেছিলাম। পোস্টগুলোর লিংক দিলাম না আর।
এর বাইরেও কিছু এক্সপেরিমেন্ট করেছি। আমার যে-সব গান ফিমেইল ভয়েসের জন্য লেখা, সে-রকম কয়েকটা গান প্রথমে আমি গেয়েছি, পরে এআই দিয়ে ওটা ফিমেইল ভয়েসে কনভার্ট করেছি।
এআই দিয়ে এই যে নানান এক্সপেরিমেন্টের কথা বললাম, এগুলো খুব সহজ কাজ না, অনেক জটিল এবং সময়সাপেক্ষ। এবং আপনি ইচ্ছে করলেই করতে পারবেন না, আপনাকে বেশ কয়েকটা এআই-কে টাকা (ডলার) দিয়ে সাবস্রক্রাইব করতে হবে। এই অ-কাজের পেছনে মাসে আমার প্রায় হাজার পাঁচেক টাকা নষ্ট হচ্ছে, কোনো কোনো মাসে এর চাইতেও বেশি। আবার, টাকা দিয়ায় সাবস্ক্রাইব করলেও যে আপনার এক্সপেরিমেন্ট সফল হবে, তাও না। মিউজিক ক্রিয়েশনের উপর আপনার কিছু জ্ঞানও থাকতে হবে বৈকি।
এআই দিয়ে সবচাইতে সহজ কাজ হলো লিরিক দিয়ে গান তৈরি করা। আপনি যদি লিরিকও না লিখতে চান, শুধু থিম দিলেও গান তৈরি হয়ে যাবে। এ কাজের জন্য আপনাকে সাবস্ক্রাইব করার দরকার নাই, ফ্রি-সার্ভিসেই আপনার কাজ হয়ে যাবে।
এআই'র প্রোডাক্টে বেশি সমস্যা হলো উচ্চারণ। উচ্চারণ হয় ইংলিশ অ্যাকসেন্টে, ভুল উচ্চারণ হয় অনেক বেশি। সম্পূর্ণ শুদ্ধ উচ্চারণের প্রোডাক্ট পাওয়ার পর আপনাকে একের পর এক ট্রাই করতে হবে। দেখবেন, উচ্চারণ ভালো হলেও সুর বা মিউজিক পছন্দ হয় নি। আবার, সুর বা মিউজিক পছন্দ হলেও উচ্চারণ বিভ্রাট রয়ে গেছে প্রচুর। এমন ট্রায়াল অ্যান্ড এরোরের মাধ্যমে একটা যথাসম্ভব ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ফ্রি-সার্ভিসে অবশ্য এত এক্সপেরিমেন্ট করা যাবে না, আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে।
কিন্তু এআই দিয়ে গান বানানোয় নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। এআই দিয়ে আমি লিরিকও তৈরি করার অ্যাটেম্পট নিই না, কারণ, আমি জানি, একবার এআই দিয়ে লিরিক বানানো শুরু করলে মগজে এখন যাও দু-এক ফোঁটা ঘিলু আছে, তাও চিরতরে তিরোহিত হইয়া যাইব।
এআই দিয়ে গান বানানোয় নিজের ক্রিয়েটিভিটি না থাকা সত্ত্বেও আমি আরো একটা গান বানিয়ে ফেলেছি এআই দিয়ে। সেদিন হঠাৎ করে মাথায় এক ভূত চাপলো, পুরোনো একটা কবিতাকে এআই দিয়ে গানে রূপান্তরিত করবো। পুরোনো কবিতাটি মার্চ ২০০৭-এ লেখা। ৮ লাইনের কবিতা। এআই-তে দেয়ার পর যা পেলাম, খারাপ হলো না। কিন্তু কবিতাটা ছিল কয়েকটা সিকোয়েলের একটা অংশ। এটাকে একটা পূর্ণাঙ্গ গান বানানোর জন্য, মনে হলো, আরো কিছু যোগ করা দরকার। অবশেষে আরো ৫ লাইন যোগ করে গানটা বানালাম। বেশি ট্রায়াল দিতে হয় নাই। প্রতি ট্রায়ালে ২টি করে গান তৈরি হয়। এখানে শেয়ার করছি দুটি ভার্সন।
সোনাবুড়ির আঁচল টেনে হাঁটি
সোনাবুড়ির মায়াঞ্জনা ছায়া
সোনাবুড়ির স্নেহস্পর্শ সুধা
সোনাবুড়ির কুন্তলে সুখনদী
সারাবেলার কাজের ভেতর বহে
সোনাবুড়ির সঞ্জীবনী ধারা
আমার পিঠের জমিনখানি জুড়ে
সোনাবুড়ির চোখের তারা জ্বলে।
মার্চ ২০০৭
ওওওও
সোনাবুড়ি
ওওওও
সোনাবুড়ি, আমার সোনার মেয়ে
চারদিকে আজ সোনার মতো রোদ
কোথায় তুমি লুকিয়ে আছো সোনা
ধু-ধু চোখে তাকিয়ে দেখি আজো-
রোদের ভেতর তোমার করুণ চোখ
১৭ সেপ্টেম্বর ২০২৪
কথা : খলিল মাহ্মুদ
সুর, মিউজিক ও ভোকাল : এআই জেনারেটেড
গানের লিংক-১ : প্লিজ এখানে ক্লিক করুন - সোনাবুড়ি, অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানের লিংক-২ : প্লিজ এখানে ক্লিক করুন - সোনাবুড়ি, অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটো গানই শুনেছেন জেনে খুশি হলাম। হ্যাঁ, সিঙ্গারের টোন এবং অ্যাকসেন্ট নরমাল বাংলার মতো না, ইংলিশ অ্যাকসেন্ট। মিউজিকও প্রধানত নন-বেঙ্গলি টাইপ মিউজিক, যদিও অনেক ধরনের অপশন বা ইন্সট্রাকশন দিয়ে দিয়ে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে মোটামুটি মানের একটা ভার্সন বের করা হয়। এতকিছুর পরও খুব খারাপ হয় নি গান দুটো।
আমারও ভালো লেগেছে এআই'র গান
কমেন্টের জন্য ধন্যবাদ মশিউর ভাই।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: আমি প্রায়ই ইউটিউবে আপনার চ্যানেলের গান গুলো শুনি।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুটো গানই শুনলাম ভালো লেগেছে। একটু অন্যরকম মনে হলো যদিও আমি গানের তাল লয় রাগ কিছুই বুঝিনা তবে আমার কাছে শ্রুতিমধুর লেগেছে। সত্যিই ভালো লেগেছে।