নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে, এই ঘোরের ভেতর আমি মরে যেতে চাই

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৮

কোনো কোনো সকালে ম্যাজিক থাকে,
চারদিক কেন এত ভালো লাগে জানি না। একদঙ্গল ঢেউ
উথলে ওঠে বুক থেকে। বিপুল চাঙ্গা একটা বাতাসের ঝাপটা
সুড়সুড় ঢুকে পড়ে নাকের গভীরে
অদ্ভুত একটা গন্ধ পৃথিবী জুড়ে ছাপিয়ে ওঠে, শৈশবে মায়ের বুকে
মুখ গুঁজে যে-স্বাদ পেয়েছিলাম, মনে হয়,
মোহন অদৃশ্যে কোথাও মা তার বিছানা বিছিয়ে বসে আছেন
স্মিতহাস্যে। আমার কী যে ভালো লাগে, সংজ্ঞাতীত সেই ভালো লাগা

আজ আমার সবকিছু ভালো লাগে
সবকিছু সাংঘাতিক সুন্দর
সবগুলো মানুষের মুখ স্বর্গীয় নির্মল। যেদিকে তাকাই,
পবিত্র শুভ্রের ফুল হাস্যমুখর। আজকের দিনটা ভয়ানক সুন্দর
অসহ্য যন্ত্রণার মতো অগুনতি সুখে আজ আমার
বুক ভরে আছে। আজ আমি প্রাণ ভরে ভালোবাসি
আজ আমার খুলে গেছে দরাজ হৃদয়
আজ আমি প্রাণ ভরে ভালোবাসি

এমন অবাধ্য সুখের ভেতর আজ আমার মরে যেতে সাধ হয়
এমন সুখের মুহূর্ত জীবনে বার বার আসে না। এখন আমি ঘোরের ভেতর।
একটু পরই, কে জানে, হয়ত-বা আমার ঘোর কেটে যাবে
বাইরে অজস্র বিস্ফোরণ, মৃতের আহাজারি
স্বাভাবিক মৃত্যুর লিপ্সায় কী বিপুল আকুলতা মানুষের!
ক্ষমতার কাছে মানুষ অসহায়! মসনদের মোহে পুড়ে যায় সোনার বাংলা,
দলে দলে লাশ হয় মানুষ। ক্ষমতাবানদের টনক নড়ে না
ক্ষমতার জন্যে তো মানুষই মরবে, ১টা মারলে ১০টা ফেলবে; তা না হলে
কীভাবে হবে ক্ষমতার জয়! স্থির লক্ষ্যে অবিচল থেকে এভাবেই
তাঁরা মানুষের লাশ গোনেন, আর
নিজ নিজ জিদ ও অহমিকায় সুদৃঢ় সতেজ হন তাঁরা

আজ আমি মরে গেলেই ভালো
একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কে দেবে আমাকে? ঘর থেকে
পা ফেলে বাইরে বেরোবো? একটা দানব যানের চাকায়
নিমেষে পিষ্ট হব না, অজানা অচেনা কয়েকজন গুপ্তঘাতক আমাকে চোখ বেঁধে
চির অন্ধকারে গুম করে দেবে না, একটা ফাঁকা গুলি বুক ছিদ্র করে
আমাকে ভূপাতিত করবে না, জ্বলন্ত বাসের ভেতর পুড়ে কয়লা হব না-
এমন সুস্থ নিপাট জীবন কোথায়, কে দেবে আমাকে?

আমি আজই মরে যেতে চাই
আজ মরে গেলেই আমি সুখী। এই যে যেখানে আমি
দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে, এখানে
মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

৮ ফেব্রুয়ারি ২০১৫

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭

জুল ভার্ন বলেছেন: সকল যন্ত্রণা তুচ্ছ করে বাঁচুন আনন্দের সাথে।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




আজ আমি মরে গেলেই ভালো
একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কে দেবে আমাকে? ঘর থেকে
পা ফেলে বাইরে বেরোবো? একটা দানব যানের চাকায়
নিমেষে পিষ্ট হব না, অজানা অচেনা কয়েকজন গুপ্তঘাতক আমাকে চোখ বেঁধে
চির অন্ধকারে গুম করে দেবে না, একটা ফাঁকা গুলি বুক ছিদ্র করে
আমাকে ভূপাতিত করবে না, জ্বলন্ত বাসের ভেতর পুড়ে কয়লা হব না-
এমন সুস্থ নিপাট জীবন কোথায়, কে দেবে আমাকে?

আমি আজই মরে যেতে চাই
আজ মরে গেলেই আমি সুখী। এই যে যেখানে আমি
দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে, এখানে
মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

২| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪০

আজব লিংকন বলেছেন: ডিপ থট।
পড়ে আমার মাথায় একজনে কথা চলে আসলো।
“আমার ভারী ইচ্ছে করে আমার কোনও ভীষণ সুখের মুহূর্তে এমন সুন্দর কোনও পথে হাঁটতে হাঁটতে কোনোদিন আমি জাস্ট ফেড-আউট করে যাব। তারপর আমাকে কেউ ডাকলেও আমি ফিরব না — আমি নিজে — ডাকলেও আমি আর সাড়া দেব না। অথচ আমি আমার চারপাশের অন্ধকারেই ছড়িয়ে থাকব — ঝিঁঝির ডাক হয়ে থাকব, জোনাকি হয়ে থাকব — তারার আলোয় দ্যুতিমান শিশিরবিন্দু হয়ে থাকব, ঝরাপাতা হয়ে থাকব...।”
- বুদ্ধদেব গুহ।।

১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা হলো সময়ের সাক্ষী, বা ইতিহাস। আমার এ কবিতাটি একটা বিশেষ সময়ের সাক্ষ্য দেয়। কবিতার রচনাকাল দ্রষ্টব্য।

আপনার উদ্ধৃতিটি ভালো লাগলো আজব লিংকন ভাই। কমেন্ট ও উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মরিয়া বেঁচে থাকাই যে আরাধনা।

১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ সুজন ভাই। শুভেচ্ছা।

৪| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০০

নয়ন বড়ুয়া বলেছেন: মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

আসলেই...
অসাধারণ ছিলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.