নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এখনো নদীপারে ঝড় বয়ে যায়
সেই ঝড়ে তুমি আজও দাঁড়িয়ে আছো
কী করে ভুলবো তোমায় ঝড়ে-পড়া দুখিনি মেয়ে
বলো গো আমায়
নদী বয়ে যেতে যেতে
সাগরে মেশে
তোমাকে জীবন যেন
একটি খাঁচায় বেঁধে রেখেছে
আগুনের দেয়াল ঘেরা খাঁচাটি তোমার
আগুনের খোয়ার যেন খাঁচাটি তোমার
নীরবে নিরবধি অন্তরে পুড়ছো তুমি
নীরবে নিরবধি নিঃশেষে পুড়ছো তুমি
আঁধারের বেদনা নিয়ে
রাত্রি আসে
তোমাকে মনে পড়ে
স্মৃতিরা আমায় কেবলই কাঁদায়
এখনো তোমায় ভেবে রাত কেটে যায়
এখনো আশায় আশায় রাত কেটে যায়
একদিন খাঁচা ভেঙে হয়ত-বা ফিরবে তুমি
একদিন ঝড় পেরিয়ে হয়ত-বা ফিরবে তুমি
২৯ এপ্রিল ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন গাইড ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এখনো নদীপারে ঝড় বয়ে যায়
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট-১
আগের পোস্ট-২
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
২| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
কত যে সুন্দর করে এক গভীর বিষণ্ণতা এবং প্রতীক্ষার কাব্যিক প্রকাশ করেছেন গানের কথায় ও সুরে ।
গানে প্রেমের অনুভূতি, অপেক্ষা এবং আকাঙ্ক্ষার স্রোত প্রবাহিত হয়েছে যেন এক অসীম ধৈর্যের প্রতীক হয়ে।
'এখনো নদীপারে ঝড় বয়ে যায়' — এটি বহমান জীবনধারার কথা বলে, যেখানে কালের প্রবাহে ঝড় আসে,
দুঃখ আসে, কিন্তু প্রতীক্ষা শেষ হয় না। ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আপনার প্রেয়সী যেন এক প্রাচীন গাছ, যা
সমস্ত ঝড়-ঝাপটার মধ্যেও অবিচল থাকে।
'নদী বয়ে যেতে যেতে সাগরে মেশে' — এই কথা কটি যেন বলে যায়, জীবনের প্রতিটি সম্পর্ক বা স্মৃতিই একদিন
সাগরের মতো শূন্যতায় বিলীন হয়ে যায়। প্রেমিকার জীবন যেন এক বন্দীত্বের খাঁচা, আগুনের মতো পুড়ছে তার
অন্তর, যেখানে নীরব, নিঃশব্দে তার আত্মা দহন হচ্ছে। কবিতার এই চিত্রকল্পগুলি, খাঁচা, আগুন এবং আঁধার,
এক বিষাদময় প্রেমের প্রতীক হয়েই দিয়েছে যেন ধরা ।
গানে আবার 'রাত্রি আসে' এবং স্মৃতিরা কাঁদায় — এই কথাগুলির মাঝে এক অতল বেদনার ছোঁয়া আছে। রাত যেন
সব স্মৃতি আর ভালোবাসার অব্যক্ত বেদনা নিয়ে আসে, যাকে ভুলে যাওয়া সম্ভব নয়।মনে হল প্রেমিকের মনে
প্রতিদিন, প্রতি রাতে সেই আশার আলো, সেই অপেক্ষা জীবন্ত থাকে যে হয়তো একদিন সমস্ত ঝড় পেরিয়ে
প্রিয়ের কাছে ফিরে আসবেই।
এই গান তাই শুধু প্রেমিক-প্রেমিকার কথা নয়, এটি এক অসীম অপেক্ষার কাহিনি, যেখানে প্রতিটি মুহূর্ত স্মৃতির
বেদনায়, অপ্রাপ্তির জ্বালায় এবং ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় জর্জরিত।
গানের কথায় ও সুরে একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই,
অনেকদিন পর আমার গানের পোস্টে আপনার বিদগ্ধ বিশেষজ্ঞ কমেন্ট পেয়ে আমি যারপরনাই মুগ্ধ ও আপ্লুত। বরাবরই আমার গান বা লিরিকের চাইতে আপনার কমেন্টই অধিক আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী হয়ে ওঠে, এবারও তার ব্যতিক্রম হলো না। আপনাকে অশেষ, অজস্র ধন্যবাদ।
প্রেমিকার জীবন যেন এক বন্দীত্বের খাঁচা, আগুনের মতো পুড়ছে তার অন্তর, যেখানে নীরব, নিঃশব্দে তার আত্মা দহন হচ্ছে। কবিতার এই চিত্রকল্পগুলি, খাঁচা, আগুন এবং আঁধার, এক বিষাদময় প্রেমের প্রতীক হয়েই দিয়েছে যেন ধরা ।
আপনি গানের মূল কথাটি ধরতে পেরেছেন দেখে ভালো লাগলো। প্রেমিক তার প্রেমিকাকে হারিয়েছে, কিন্তু সেই প্রেমিকা সুখে নেই। তার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছে নির্মম নিষ্ঠূরতা, যেন এক আগুনের খোয়ারের মধ্যে সে বন্দি হয়ে আছে। প্রেমিকার এ দুর্বিষহ জীবনের অবসান চায় প্রেমিক, তার প্রত্যাশা, প্রেমিকা একদিন সমস্ত বন্দিত্ব ভেঙেচুরে তার কাছে ফিরে আসবে।
আপনাকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় আলী ভাই। ভালো থাকুন।
৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২০
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
সোনা ভাই, আপনার কন্ঠে ভিন্ন মাত্রিক একটা দ্যোতনা সৃষ্টি হয়- যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। ❤️
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সোনা ভাই, আপনার কন্ঠে ভিন্ন মাত্রিক একটা দ্যোতনা সৃষ্টি হয়- যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে।
নিজেকে কখনো কণ্ঠশিল্পী হিসাবে মনে করি না, গীতিকার ও সুরকারই আমার জন্য সবচাইতে আরাধ্য; তবু কেউ যখন আমার কণ্ঠেরও প্রশংসা করে ওঠেন, তখন সত্যিই খুব ভালো লাগে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাধ হয়।
আপনার ইন্সপায়ারিং কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫১
কাবিল বলেছেন: হুমম, গানটা শুনে এলাম। ভালো লেগেছে।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি কাবিল ভাই, আপনি ইউটিউবে কমেন্টও রেখে এসেছেন। খুবই অনুপ্রাণিত হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭
মেহবুবা বলেছেন: কত গুন! ভালোই তো লিখেছেন।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কত গুন! তা আর বলতে যাই হোক, কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০
শায়মা বলেছেন: সুন্দর গান ভাইয়া!!!