নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একটা দড়ির দুদিক থেকে দশটি গাধা টানছিল
সবার মাথায় টাক ছিল আর খাট্ট ওদের কান ছিল
একটি আবাল ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল
মগডালে এক বানর বসে ধুমছে তামাক খাচ্ছিল
চায়ের কাপে বাচাল বাবা ভিন কাহিনি ফাঁদছিল
আমি তখন মওকা পেয়েই কেটে পড়ি,
ঘরে আমার কাজ ছিল
বটেন তিনি নবযুগের হবুচন্দ্র মহারাজা
জানেন না তার কাজটা কী তাই,
সময় কাটান লোক হাসিয়ে,
তার চাকুরির ধরনটাই যেথায়-সেথায় খই ভাজা।
১২ ডিসেম্বর ২০১৮
৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়েলকাম ব্যাক। এ নিকে আমার ব্লগে প্রথম কমেন্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি মিউজিকে সময় দিচ্ছি আগের মতোই, তাই নতুন কোনো সাহিত্য-রচনা তেমন হচ্ছে না, এজন্য পুরোনো লেখাগুলোই রিপোস্ট করছি বেশিরভাগ ক্ষেত্রে।
আমি মিউজিক ভালোবাসি ছোটোবেলা থেকেই। তবে, মিউজিক প্রডিউসার হিসাবে আমার বয়স খুব বেশি না। প্রডিউসার হিসাবে আমি নবীন, আনাড়ি ও শৌখিন বা অ্যামেচার, কিন্তু এটা আমার নেশায় পরিণত হয়েছে। আমার দুই ছেলে বেশ ভালো মিউজিশিয়ান হিসাবে নিজেদের গড়ে তুলছে, তবে, ওরা ইংলিশ ভার্সনে পড়েছে বলে ওদের মিউজিকগুলো আমার থেকে টোটালি আলাদা - ওরা ইংলিশ মিউজিকে অনুরক্ত।
আমি হিন্দি বা উর্দু বুঝি না বলে ছোটোবেলা থেকেই হিন্দি গান বা হিন্দি ছবি তেমন দেখি নি, যদিও সেকালে মাইকে হিন্দি গানগুলো শুনতে ভালোই লাগতো। এখন হঠাৎ হঠাৎ কোনো হিন্দি গান ভালো লেগে গেলে তা শুনি। পঙ্কজ উদাস, জগদিশ সিং, মেহেদী হাসান, গোলাম আলী সহ কয়েকজন গজল শিল্পীর গজল শুনেছি, শুধু সুর মাধুর্যের জন্য। রাগ প্রধান গান আমার বেশি পছন্দ। নুসরাত ফতেহ আলী বা তার ছেলের গান খুব একটা শোনা হয় নাই। ভাষা না জানাটাই মূল কারণ।
আপনার এ কমেন্টটি খুবই ইন্সপায়ারিং।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা থাকলো। শুভ ব্লগিং।
২| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
জেনারেশন৭১ বলেছেন:
আধুনিক বিশ্বে, যেসব পরিবারের লোকজন শিক্ষার সুযোগ পায়, তাদের ছেলেমেয়েরা মাতাপিতা থেকেও বেশী জ্ঞান লাভের সুযোগ পেয়ে থাকে; আপনার বাচ্চারাও সেই ধরনের পরিবেশ পাচ্ছে, ভালো!
৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফিরে আসায়। হ্যাঁ, ওরা পড়ালেখার জন্য আমার চাইতে অনেক অনেক গুণ বেশি সুযোগ সুবিধা পেয়েছে। ওরা মেধাবীও।
৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২১
মায়াস্পর্শ বলেছেন: বেশ ।
৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মায়া ভাই।
৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০২
মেঠোপথ২৩ বলেছেন: জেনারেশন৭১ নিক এর আড়ালে গাজি সাহেবের কমেন্ট পড়ে আকাশ থেকে পড়লাম। যাক তিনি যদি শুধরিয়ে থাকেন তাহলে খুব ভাল সংবাদ
ছড়াটা বেশ মজার লাগল।
৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াটা বেশ মজার জেনে ভালো লাগলো। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১
আজব লিংকন বলেছেন: একটি আবাল ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল
মগডালে এক বানর বসে ধুমছে তামাক খাচ্ছিল
হা হা হা হা হা.......
দারুণ কয়েছে। ফিনিশিং কেমন ছন্দ ছাড়া মনে হলো।
যাইহোক,
আই এম এ গুড মিঊজিক লিসেনার।
উস্তাদ নুসরাত ফতেহ আলী খান, পাংকাজ উদাস, জাগজিত সিং এখনো শুনি বাট মেহেদী হাসান, গোলাম আলী....... শুনেছি মনে হয় এখন সঠিক চিনতে পারতেছিনা।
দেশি বিদেশি সব গান আমি শুনি। মিউজিক নিজেই একটা ভাষা তারপরেও গুগল ট্রানসেলেটর ব্যবহার করে লিরিকের মানে বুঝে নেই। মিউজিক আমার কাছে সমুদ্রের মত।।
যার শুরু আছে শেষ নাই।। কত কত মিউজিক এখনও শোনা হয় নাই।
৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফিনিশিং কেমন ছন্দ ছাড়া মনে হলো।
শেষের ৪ লাইনের ১ম ও ৪র্থ লাইনের মধ্যে অন্ত্যমিল আছে, মাঝখানের ২ লাইনের সাথে অন্ত্যমিল করার জন্য কোনো লাইন নাই।
আমার চ্যানেলে এ গানটি প্রাইভেট করা ছিল। মহান মেহেদী হাসানের কণ্ঠে।
এরপর শুনুন গোলাম আলীর গান।
৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৫
বাকপ্রবাস বলেছেন: Srijato Bandyopadhyay (ভারতিয় কবি/গীতিকারও মনে হয়)
November 29 at 6:24 PM ·
প তা কা
--------------
শুশ্রূষা ও জল নিয়ে কী সহজে ভুলে গেলে ঋণ!
যে-পতাকা পিষে যাচ্ছ, তারই অংশ ছিলে একদিন।
ভাষা তো নিশ্চয় প্রিয়। তারও চেয়ে প্রিয় জন্মভূমি।
আমাকে ‘বাঙালি’ থেকে ‘ভারতীয়’ করে তুললে তুমি।
ভালবাসা-বিরোধের মাঝখানে সরু একটা সুতো
তাকে যদি তুলে নাও, অন্য ভাবে কথা হবে দ্রুত।
এত যদি দ্বেষ থাকে, যদি এত ঘৃণা হয় জড়ো -
তবে তো সওয়াল ওঠে, ক্ষমা কি দেশের চেয়ে বড়?
নামেই স্বাধীন তুমি। চেতনায় আজও পরাধীন।
যে-পতাকা পিষে যাচ্ছ, তারই নীচে ছিলে একদিন।
...............
জবাবে
.................
পতাকা তোমার পাছায় ভইরা দেবো কবি
সাইয়েদ জামিল
⭕
পতাকা তোমার পাছায় ভইরা দেবো কবি।
তোমার শাউয়ার নিচে আজও
উদবিড়ালের ছবি।
উদবিড়ালের পেটের ভেতর উপমহাদেশ কাঁদে
বড়ো-বাংলা তুমিই ভেঙেছো জাতি-ধর্মের ফাঁদে।
মুসলিম ব'লে ঠেলেছো দূরে। ছুঁড়েছো ঘৃণার তির—
স্বীকারই করো নি বাঙালি। পুড়িয়ে দিয়েছো নীড়।
বহু বঞ্চনা বুকে নিয়ে আজ আমরা বাংলাদেশ
বহু মিশ্রিত প্রাণ-কল্লোলে জেগে আছি অনিঃশেষ।
তুমি বাংলা, ভারতীয় আজ, সত্তায় পরাধীন
তুমি পার্ভাট, আসলে হতাশ, এক ছিলে একদিন!
ত্যানা পাড়ানোর ছবি দেখে তাই এতো এতো হাহাকার
অন্তমিলের কবি তুমি আর কবি তুমি শাউয়ার।
০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, শ্রীজাত একজন গীতিকারও। তার এই ইতিহাস বিকৃতি কোনোভাবেই গ্রহণ করা যায় না। সাইয়েদ জামিলের কবিতাটা একটা উত্তম জবাব হয়েছে।
৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪২
আজব লিংকন বলেছেন: গান দুইটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুনে মনে পড়লো হ্যাঁ শুনেছিতো ভাইজান।।
চুপকে চুপকে রাত দিন বেশ জনপ্রিয়।।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
আপনর ছড়াগুলোও ভালো লাগছে।
আককাল আপনি কি মিউজিকে সময় কম দিচ্ছেন? আগে আমি এককভাবে নুসরাত ফতেহ আলীর মিউজিকে অনুরক্ত ছিলাম; ব্লগে আপনার মিউজিকের সাথে পরিচিত হওয়ার পর, আমি আনুধাবন করলাম যে, আমাদের মাঝেও প্রজ্ঞাবান মিউজিসিয়ান আছেন; আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রলো।