নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চোর

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

ঘটনাটা ঘটে রেলে
যাত্রীরা এক পকেটমারকে
হাতেনাতে ধরে ফেলে

‘পেটাও শালাকে!’ চোর পেটানোর
এমন সুযোগ পেয়েই
ক্ষীপ্ত জনতা পিটিয়ে চোরকে
মেরে ফেলে নিমিষেই

অনেকে জীবনে চোর পেটানোর
প্রথম সুযোগ পেল
বেদম পেটালো – জীবন তাদের
সার্থক হয়ে গেল

লাশের পকেট খুঁজে অবশেষে
যাত্রীরা গুনে দেখে
পাঁচ-দশ-বিশ কয়েকটা নোট-
নব্বই টাকা মোটে

তদন্ত শেষে জানা গিয়েছিল
সে ছিল দিনমজুর
কাজ না থাকায় পেটের ক্ষুধায়
তাই হাতে নেয় ক্ষুর

ইশকুলে কভু যেতে পারে নাই
বাবা যে কামলা ছিল
কামলার ছেলে কামলাই হবে
এ তো নিয়তিরই রীতি

দৈবাৎ যদি লেখাপড়া শিখে
শিক্ষিত হতে পারতো
এক কলমের খোঁচায় হয়ত
লাখ লাখ টাকা মারতো

লেখাপড়া শিখে শিক্ষিত হলে,
পথঘাট সবই জানতো-
কোটি কোটি টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা
বস্তায় ভরে আনতো

লেখাপড়া শেখো; মূর্খ থেকো না-
মূর্খরা হয় ছ্যাঁচড়া চোর
দেখো নি - যাহারা শত কোটি মারে
'শিক্ষা'ই তাদের খুঁটির জোর!

১৭ নভেম্বর ২০২০

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর হয়েছে!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

আজব লিংকন বলেছেন: শিক্ষিত চোরেরা গণ ধোলাই খায় না।
কি হিপোক্রেসি আমাদের সমাজ ব্যবস্থার।
সুন্দর লিখেছেন ভাইজান।।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শিক্ষিত চোরেরা গণ ধোলাই খায় না।

সামান্য ভাত চুরির অপরাধে গণপিটুনিতে মারার যাওয়ার রেকর্ড আছে এই বাংলায়। সেই ইতিহাস খুব পুরোনো নয়, হয়ত বছর খানেকও হয় নি। যারা দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তি, তারা বিলিয়ন ডলার পাচার করে বহাল তবিয়তে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন বিদেশের মাটিতে, ধরাছোঁইয়ার বাইরে থাকেন। মন্ত্রী-মিনিস্টার হোন। এরা শিক্ষিত, খুবই বুদ্ধিমান ব্যক্তি।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশের বাস্তবতা এটাই, আমাদের মাঝে মনুষত্ব্য বোধের বড়ই অভাব।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিবেক, মনুষ্যত্ব, এসব জাদুঘরে রক্ষিত শব্দের ফসিল মাত্র এখন।

কমেন্টের জন্য ধন্যবাদ মনের মানুষ ভাই।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মেহবুবা বলেছেন: বলেছে তোমাকে শিক্ষাই তাদের খুঁটির জোর???

কুশিক্ষা আর চুরিবিদ্যা আর মাথাভর্তি শয়তানি তাদের বিষমজোর!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কুশিক্ষা আর চুরিবিদ্যা আর মাথাভর্তি শয়তানি তাদের বিষমজোর!


হ্যাঁ আপু, আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সেরা আপনি হে সোনাবীজ
মাথায় শুধু ছড়া করে আপনার গিজগিজ!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


কখনো ছড়ায়,
কখনো বা গানে
কখনো আবার
কবিতারা টানে

কখন কোথায়
মন ছুটে চলে
আমি তা জানি না
মনই শুধু জানে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সঠিক

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: ব্যাংক লুট করে শিক্ষিতরাই!

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারণ, লুটপাটের পথঘাট সবই ওদের জানা

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



অভাবের তাড়নায় চুরির নিয়তি , সেতো বিত্তবান শিক্ষিত চোরদেরই অবৈধ কাজেরই পরনিতি।
সত্যিকার চোরের মুখোষ করেছেন উন্মোচন । বন্ধ হোক শিক্ষিত চোরদের কারণে গড়ে উঠা
অভাবী চোরের উপর নির্যাতন ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.