নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
আমি অযথাই মুগ্ধ দু চোখে তোমাকেই দেখছিলাম
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
আজও এই হাতে মেহেদির রং উজ্জ্বল ফুটে আছে
সেই সুখস্মৃতি বেদনা জাগায় ঘুমহীন চাঁদরাতে
তুমি চলে গেছ সেই পুরোনো দিনের পুরোনো সে চেনা পথে
সে আলোয় থেকে ফিরবে না জানি, ফিরবে না কোনোদিনই
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
আজও নিজ্ঝুম বৃষ্টির রাতে কবিতার ফুল ফোটে
নিভৃতে আজও তোমাকেই আঁকি প্রিয় প্রচ্ছদপটে
তুমি ঘুম ভেঙে গেলে ভোরের আলোতে মিশে যাও হেসে হেসে
পথে যেতে যেতে রেখে যাও তুমি কাঁকনের রিনিঝিনি
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে
১ম অন্তরা ও সুর : ১২ ডিসেম্বর ২০১৪
২য় অন্তরা : ১১ মার্চ ২০২২
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
(খলিল মাহ্মুদের সুরে তারই কণ্ঠে গাওয়া গানের 'মুখ' ও 'প্রথম অন্তরা' এ-আই-তে আপলোড করা হয়।
এ-আই খলিল মাহ্মুদের সুরে পুরো গানটির কভার জেনারেট করে।
'সোনারু' এ-আই কভার সিঙ্গারের নাম, যেটি খলিল মাহ্মুদের দেয়া।)
প্রথম গানটি খলিল মাহ্মুদের গাওয়া মূল গান।
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি চলে যেতে যেতে - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
এবার সোনারুর কণ্ঠে ৭টি ভার্সন শুনুন। এতগুলো ভার্সনের কথা শুনে হয়ত আপনারা অবাক হচ্ছেন। গানগুলো কনভার্ট করার পর এগুলো ভালো লেগে যায়, প্রতিটার সুর একই হলেও গায়কীতে ভিন্নতা এবং মিষ্টতা আছে। অজস্র গানের মধ্যে থেকে এ ৭টি সেরা মনে হওয়ায় ৭টিই রেখে দিয়েছি। কারো ধৈর্য থাকলে শুনে দেখুন, আশা করি ভালো লাগবে। কোন ভার্সনটি ভালো লাগলো, কেউ জানালে খুব খুশি হবো।
১
২
৩
৪
৫
৬
৭
গানটি আগেও এ ব্লগে শেয়ার করা হয়েছিল। আগের পোস্ট - তুমি চলে যেতে যেতে
১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মশিউর ভাই। এই ফিডব্যাকটা আমার জন্য খুব প্রয়োজন ছিল এবং খুবই অনুপ্রাণিত হলাম।
যেটাই শুনি মনে হয় সেটাই সবচেয়ে ভালো। খুবই ইন্সপায়ারিং কমেন্ট। এ কারণেই আমিও এর কোনোটাই বাদ দিতে পারি নাই।
ধন্যবাদ সময় দেয়ার জন্য।
২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: আজকাল আমি গজল শুনছি।
আপনার কাছে ভালো গজল আছে?
৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: বাহ আসলেই অনেক ভালো হচ্ছে দিন দিন ভাইয়া......
১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাবীজ ভাই, সোনারুর কন্ঠে ৭ ভার্সন সহ সবকটিই কিছু অংশ করে শুনলাম। গানের মানদন্ড বিচার করার যোগ্যতা আমার নাই তারপরও যেটাই শুনি মনে হয় সেটাই সবচেয়ে ভালো। যাইহোক মোটকথা হলো সবগুলোই ভালো লেগেছে।