নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ও সুজানা, দেখে যা না || সোনারুর কণ্ঠে এ গানটি

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৮

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
হায়রে তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে
এ জগতে
ভালোবাসে না

যখন মেঘলা থাকে মন
কাঁদে চাঁদ ছাওয়া এক রাত
পিঠের ওপর কেউ রাখে না
আলগোছে এক হাত
তোর মতো আর কেউ বোঝে না
অবুঝ আমার মনটাকে
এই অবুঝ আমার মনটাকে
কেউ ভালোবাসে না

যখন ভেঙে পড়ে পথ
যখন থমকে দাঁড়ায় পা
পৃথিবীটা ধু-ধু করে,
কাউকে দেখি না
চমকে দিয়ে সামনে হঠাৎ
তোর মতো কেউ দাঁড়ায় না
কেউ ভালোবাসে না







আমরা পদ্মাপাড়ের গাঁয়
কত সন্ধ্যা দেখেছি
পাগলা ঢেউয়ের তালে তালে
কণ্ঠ ছেড়েছি
তোর জন্য আজ বুক পুড়ে যায়
মন যে আমার মানে না
মন যে মানে না

আমার প্রাণ যে বাঁচে না
প্রাণ যে বাঁচে না
ও সুজানা তোকে ছাড়া
হায় রে ও সুজানা তোকে ছাড়া
প্রাণ বাঁচে না
প্রাণ বাঁচে না
প্রাণ যে বাঁচে না

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
হায়রে তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে
কেউ আমাকে
এ জগতে
ভালোবাসে না

২০ ডিসেম্বর ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

আমার গাওয়া গানের 'মুখ' ও 'প্রথম অন্তরা' এ-আইতে আপলোড করে খলিল মাহ্‌মুদের সুরে 'কভার সং' জেনারেট করা হয়।

প্রথম গানটি আমার গাওয়া।

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও সুজানা, দেখে যা না - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



কভার সং-১। মূল সুরে।
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও সুজানা, দেখে যা না - সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




কভার সং-২। মূল সুরে।
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ও সুজানা, দেখে যা না - সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





পুরোনো পোস্ট-২

পুরোনো পোস্ট-১


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.