নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একদিন নিবিড় সন্ধ্যায়
দুজনে মুখোমুখি
দেখবো তাকিয়ে আয়নায়
যেভাবে নিজেকে দেখি
আমার আকাশ মন দেব খুলে
তুমিও খুলে দিও জানালা তোমার
হৃদয় দিয়ে ছোঁবো হৃদয়ের রঙ
ফোটাবো রাঙা ফুল ভালোবাসার
হয়ত আমাকে বুঝবে সবখানি
আমিও বুঝতে চাই তোমাকে
আমরা খুঁজে পাব গোধূলি-বেলায়
কাকলিমুখর এক পাখিদের দেশ
আমরা হেঁটে যাব আলপথ ধরে
সবুজে সোনায় ভরা ফসলের ক্ষেত
কী যে অনাবিল শান্তি সেখানে
চিরকাল ফোটে প্রেম ফোটে প্রেম
০২ মার্চ-২৯ এপ্রিল ২০২৪
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া
আমার সুরে এবং আমার কণ্ঠে গাওয়া গানের 'মুখ' ও 'প্রথম অন্তরা' এ-আইতে আপলোড করে 'কভার সং' জেনারেট করা হলে আমার সুরে পুরো গানটি তৈরি হয়। একই গানের অনেকগুলো ভার্সন তৈরি করি, নারী ও পুরুষ উভয় কণ্ঠে। অন্য একটা এ-আই দিয়ে মিউজিক ও ভোকাল আলাদা করি। এফ-এল স্টুডিয়োতে এগুলো এডিট করি, যেখানে ভুল উচ্চারণের শব্দগুলো রিপ্লেস করি, মিউজিক অ্যাডজাস্ট করি। একই সফটওয়্যারে নারী ও পুরুষকণ্ঠ একত্র করি। এগুলো করার জন্য আমার দুইদিনের মতো সময় লেগেছে।
গানের লিংক।
১। আমার কণ্ঠে - মূল ভার্সন
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় - খলিল মাহ্মুদ, মূল ভার্সন
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। যুগল কণ্ঠ।
প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যা - সোনারু ও সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। সহেলিয়ার কণ্ঠে - অডিও ভার্সন-১
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় - সহেলিয়া। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। সহেলিয়ার কণ্ঠে - অডিও ভার্সন-২
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় - সহেলিয়া। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৫। সোনারুর কণ্ঠে - অডিও ভার্সন-৩
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় - সহেলিয়া। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৬। সহেলিয়ার কণ্ঠে - আমার কণ্ঠকে ফিমেইল কণ্ঠে কনভার্ট করা
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় - সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো।