নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অবশেষে মেহেদী হাসান খান (অভ্র’র জনক)-এর বহুল প্রত্যাশিত ও আলোচিত জাতীয় স্বীকৃতি \'একুশে পদক\' লাভ। এবার সামহোয়্যারইন ব্লগ ও আরিল্ড দম্পতির পালা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

মোস্তফা সরয়ার ফারুকীর পোস্ট হুবহু তুলে দিচ্ছি শুরুতে

কিছুক্ষণ আগে একুশে পদক ২০২৫ ঘোষণা করা হয়েছে।
আমরা খুবই আনন্দিত এই বছর “বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল”কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের পুরা তালিকাঃ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
ক্রীড়া

মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)
গবেষণা

শহীদুল জহির
ভাষা ও সাহিত্য
(মো: শহীদুল হক) (মরণোত্তর)

হেলাল হাফিজ (মরণোত্তর)
ভাষা ও সাহিত্য

ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী এবং দৃকের প্রতিষ্ঠাতা)
সংস্কৃতি ও শিক্ষা

মেহেদী হাসান খান (অভ্র’র জনক)
বিজ্ঞান ও প্রযুক্তি

মাহফুজ উল্লা (মরণোত্তর)
সাংবাদিকতা

মাহমুদুর রহমান
সাংবাদিকতা ও মানবাধিকার

আজিজুর রহমান (মরণোত্তর) (ছুটির ঘন্টা এবং আরো অনেক ছবির পরিচালক)
শিল্পকলা (চলচ্চিত্র)

উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)
শিল্পকলা (সংগীত)

ফেরদৌস আরা
শিল্পকলা (সংগীত)

নাসির আলী মামুন
শিল্পকলা (আলোকচিত্র)

রোকেয়া সুলতানা
শিল্পকলা (চিত্রকলা)

ড. নিয়াজ জামান
শিক্ষা

মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
সমাজসেবা

গুণী মানুষেরা পদকের অনেক ঊর্ধ্বে। আমার মনে হয়না তারা কেউ পদকের জন্য কাজ করেন। রাষ্ট্র তাদের সম্মান জানায় “আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ” এটা বলার জন্য।

২০২৫-য়ের একুশে পদক নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুরস্কার সম্পর্কিত জাতীয় কমিটি অনেক দিন ধরেই নিবিড়ভাবে কাজ করেছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

----

মেহেদী হাসান খান অবশেষে অভ্র'র জনক হিসাবে একুশে পদকে ভূষিত হতে যাচ্ছেন। একসময় এ ব্লগ এ দাবিতে সোচ্চার ছিল। কোনো পুরস্কার তো পানই নি, অধিকন্তু এ ব্লগটি মোস্তফা জব্বারের রোষানলে পড়ে অ্যাডাল্ট সাইটের অপবাদে ব্ল্যাকলিস্টেড অবস্থায় অনেকদিন এ দেশে বন্ধ ছিল। স্বৈরাচার পতনের পর মেহেদী হাসান খানের একুশে পদক লাভ আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো।

বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগ বিশ্বব্যাপী বাংলাভাষাভাষীদের জন্য মত প্রকাশের ও সৃজনশীল রচনার জন্য এক অভাবনীয় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অনলাইন জগতে বাংলায় লেখার পথিকৃৎ হলো এ ব্লগটি। এ ব্লগটি আমাদের জন্য একটা সেরা উপহার হিসাবে নিয়ে এসেছেন আরিল্ড ও জানা আপা দম্পতি। তাদেরও অনেক আগেই জাতীয় পর্যায়ে একটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল; কিন্তু আমরা বলতে পারি, মোস্তফা জব্বারের হিংসা বা প্রতিহিংসার কারণেই সেটা ঘটে নি। এবার সময় হয়েছে আমাদের দাবিকে জোরালো করার - আমরা অতি শীঘ্রই জাতীয় পর্যায়ে এ ব্লগ এবং ব্লগের নির্মাতাদের স্বীকৃতি পাওয়া দেখতে চাই।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: পুরো নারী ফুটবল টিমকে দেওয়া হয়েছে পুরস্কার। এই ব্যাপারটা দারুন ভাল লাগল। সেই সাথে অভ্রর জনককেও।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

মেঠোপথ২৩ বলেছেন: খুব ভাল লাগল তালিকাটা দেখে। গুনীজনের গুনের কদর হল এতদিনে। বিশেষ করে অভ্রর নামটা দেখে সবচেয়ে ভাল লাগল।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: গুড জব।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

কামাল১৮ বলেছেন: নারী ফুটবল দলকে পুরস্কার দেয়া অনেকটা গরুমেরে জুতাদানের মতো হলো।অনেক ক্ষেত্রে তাদের মাঠেই নামতে দেয়া হয় না।নানা রকম অত্যাচার করা হয় আফগানী কায়দায়।তবু এটা মৌলবাদীদের গালে চপেটাঘাত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরাই ফালতু কমেন্ট করলেন প্রিয় কামাল ভাই। খেলাধুলা তো দেখেন না, কোনো খবরও জানেন না। সবকিছুতেই খালি মৌলবাদিতা খুজে বেড়ানো একটা অসুখ। আপনার মানসিক সুস্থতা ও রুচির উন্নতি কামনা করছি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো অভ্রর জনককে সন্মানিত করার জন্য ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরো প্রক্রিয়াটাই ভালো লেগেছে। যদি আমাদের সামুর জনক-জননীকে জাতীয় পুরুষ্কারে ভূষিত করতো আরো খুশি হতাম। তবে আপনার সাথে আমিও সে দাবী রেখে গেলাম।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

এ পথের পথিক বলেছেন: অভ্র'র জনক মেহেদী ভাইয়ের নাম দেখে খুব ভাল লাগছে । ব্লগে অনেক লেখালেখি দেখেছি তার পক্ষে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.